Bengal Govt to bring school education under the aegis of Samagra Shiksha Abhiyan

Samagra Shiksha Abhiyan – a programme created by combining Sarva Shiksha Abhiyan and Rashtriya Madhyamik Shiksha Abhiyan – will now form the basis of the Bengal Government’s approach to school education. This would help in optimising the administration of education in Bengal.

This programme would work for all aspects of management and betterment of education (including aspects like the free distribution of school textbooks, shoes and uniforms) right from the pre-primary to the higher secondary level.

A person experienced in the administration of education would be nominated by the State Government for heading the programme. There would a district head for each of the districts too.

Scientists would be inducted in the programme to visit schools and awaken interest in science among students.

Source: Sangbad Pratidin

 

Bengal Govt now distributing exercise books to students

After distributing textbooks, shoes, winter clothes and schoolbags among students of government and government-aided schools, the Education Department of the Bengal Government is now distributing exercise books to the students

The feat started with exercise books being distributed to students between classes VI and XII in April this year. Now, the students do not have to purchase exercise books from the current academic session. No less than 20 lakh exercise books have already been printed and are being handed over. This initiative is a first of its kind among all Indian states.

The Bengal Education Minister Partha Chatterjee said in this regard that the State Government aims to reduce stress among students. More and more students from the financially backward section will get the benefit, he said. The schools will decide if the exercise books will be retained by them or the students will take them back home, he added.

The West Bengal government under the leadership of Chief Minister Mamata Banerjee is committed to ensuring that Right of Children to Free and Compulsory Education Act, 2009, benefits all students, he said.

 

ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের খাতা দেবে রাজ্য সরকার

ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের এবার খাতা দিতে চলেছে রাজ্য সরকার। আনুষ্ঠানিকভাবে যা শুরু হতে চলেছে ৫ সেপ্টেম্বর, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত দিয়ে।

ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ৩টি করে খাতা দেওয়া হবে। তার মধ্যে দুটি খাতা রুলটানা, অন্যটি সাদা। নবম–দশমে দেওয়া হবে ৫টি খাতা। তিনটি রুলটানা, দুটি সাদা। একাদশ এবং দ্বাদশে দেওয়া হবে ৬ থেকে ৮টি খাতা। খাতার মলাটে থাকছে বিশ্ব বাংলার লোগো।

ইতিমধ্যেই প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত রাজ্যের প্রতিটি পড়ুয়াকে বিনামূল্যে স্কুল ড্রেস এবং পাঠ্যবই দেওয়া হয়। অষ্টম শ্রেণী পর্যন্ত প্রতিটি পড়ুয়াই এখন মিড–ডে মিলের আওতায় রয়েছে। নবম এবং দশমে চারটি এবং একাদশ–দ্বাদশে ২টি বইও পড়ুয়াদের বিনামূল্যে দেওয়া হয়।

গতবছরই প্রথম থেকে চতুর্থ শ্রেণীর পড়ুয়াদের জুতো দেওয়া হয়েছে। স্কুলকে পড়ুয়ার কাছে আরও আকর্ষক করে তুলতে রাজ্যের বেশ কিছু প্রাথমিক স্কুলে খেলনা বিলি করেছে সরকার। এই স্কুলগুলিতে খেলার জন্য দোলনা এবং ঢেঁকি দেওয়া হয়েছে।

দপ্তর সূত্রে খবর, প্রথম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের ব্যাগ বিলির সিদ্ধান্ত হয়ে রয়েছে। এই খাতে প্রায় ৩০০ কোটি টাকা বরাদ্দও হয়েছে।

Source: Aajkal

WB Govt giving free shoes to primary students, free test papers to Madhyamik examinees

The Trinamool Congress Government of West Bengal has brought about a sea change in school education. From setting up thousands of schools to appointing teachers to giving bicycles under the Sabuj Sathi Scheme, Chief Mamata Banerjee’s administration has tried its best to ensure that everyone gets access to quality education. Innumerable schools have been upgraded to secondary and higher secondary levels.

Now, some more measures have been announced with regard to education. To enable everyone to come to school, black shoes have been started to be distributed for free to primary school students, that is, students from classes I to IV, of all government schools. More than 54 lakh students are going to get the shoes.

The government has started giving free test papers to students of class 10 to help them prepare better for Madhyamik examination. Also, some of the books of standards 10 and 12 would be made available for free. The subjects include English, Bengali, Hindi, Santhali, Nepali and Urdu. These new measures would reduce the burden to some extent on many parents.

 

 

ছাত্রছাত্রীদের শিক্ষার সুযোগ সুনিশ্চিত করার পরিকল্পনা রাজ্য সরকারের

তৃণমূল পরিচালিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকার শিক্ষা ক্ষেত্রে বিপুল অগ্রগতি এনেছে। সাইকেল, পাঠ্য বই ইত্যাদির মাধ্যমে যাতে সব ছাত্রছাত্রী শিক্ষার সুযোগ পায় তা নিশ্চিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন।

ইতিমধ্যেই দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিনামূল্যে টেস্ট পেপার দিচ্ছে রাজ্য সরকার।

একাদশ ও দ্বাদশ শ্রেণিতেও এবার বিনামূল্যে পাঠ্যপুস্তক দেবে রাজ্য সরকার৷ চলতি শিক্ষাবর্ষ থেকেই এই প্রকল্প কার্যকর হবে৷ যে বইগুলি বিনামূল্যে দেওয়া হবে সেগুলি হল- সাহিত্য চর্চা (বাংলা এ), ইংলিশ র‍্যাপিড রিডার (ইংলিশ বি), মাইন্ডস্কেপ (ইংলিশ বি), হিন্দি পাঠ সঞ্চয়ন, সাঁওতালি, নেপালি (এ), উর্দু (বি)৷ অতিরিক্ত বই হিসাবে দেওয়া হবে- বাংলার ভাষা ও সংস্কৃতি, সাহিত্যকথা৷ এছাড়াও আরও কয়েকটি বই পড়ুয়াদের বিনামূল্যে দেবে সরকার৷

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘একাদশ ও দ্বাদশ শ্রেণির বেশ কয়েকটি বই ছাত্র-ছাত্রীদের হাতে বিনামূল্যে তুলে দেওয়া হবে৷ যারা এবার মাধ্যমিক পরীক্ষা দিল তারা একাদশ শ্রেণি থেকে বিনামূল্যের বই পাবে৷’

এর পাশাপাশি রাজ্যের স্কুল পড়ুয়ারা বিনামূল্যে যে জুতো পাবে, তা হবে ‘ওয়াটার প্রুফ’৷ নকশা বদলের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ তিনি জানিয়েছেন, প্রাথমিক পড়ুয়াদের জন্য বিনামূল্যে জুতো দেওয়ার প্রকল্প চালু হয়েছে৷ যা আজ, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে৷

সরকারি অনুষ্ঠানে কয়েকজন ছাত্রের খালি পা চোখে পড়েছিল মুখ্যমন্ত্রীর৷ তিনি ঘোষণা করেছিলেন বিনামূল্যে গোটা রাজ্যেই ছাত্র-ছাত্রীদের জুতো দেওয়া হবে৷ প্রাথমিকভাবে ঠিক হয়েছিল সাদা কেডস পাবে তারা৷ পরে ঠিক হয় কালো চামড়ার জুতো দেওয়া হবে৷ বর্ষাকালে সেই জুতো খারাপ হওয়ার আশঙ্কার কথা জানানো হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ বিশেষজ্ঞদের পরামর্শে মুখ্যমন্ত্রীই ‘ওয়াটার প্রুফ’ জুতোর ছাড়পত্র দিয়েছেন৷

জুতোগুলি হবে কালো রঙের৷ জুতোর মান ঠিক রাখতে স্কুলশিক্ষা দফতর কারিগরি শিক্ষা দফতরের সাহায্য চায়৷

WB CM announces free school shoes for primary students

After bicycles for school students, it’s shoes. Chief Minister Mamata Banerjee played Santa Claus on Tuesday when she spotted some school students without shoes, on her way from Burdwan to Bolpur.

She immediately called education minister Partha Chatterjee and asked him to arrange for shoes to primary school students in a week. The state government has been distributing free books to students and recently announced that Madhyamik students would receive free test papers.

The state has 100 per cent mid-day meal coverage and has achieved 99% coverage of toilets in schools already.

School infrastructure has grown apace during the last few years. A lot of new schools (primary, upper primary), integrated schools (class 1 to 12) and model schools in backward blocks have been taken up.

Gaps in infrastructure have been filled by construction of Additional Class Rooms, Toilets, Separate Girls’ Toilets and Drinking Water facilities. Hostels especially for Girls students in Jangalmahal area have been built as a special initiative of the Government.

 

Image: File Photo

 

প্রাথমিকের ছাত্রছাত্রীদের বিনামূল্যে জুতো দেবে রাজ্য সরকার

সাইকেলের পর এবার বিনামূল্যে ছাত্রছাত্রীদের জুতো দেবে রাজ্য সরকার। মঙ্গলবার পানাগড়ের ওপর দিয়ে যাওয়ার সময় মুখ্যমন্ত্রী লক্ষ্য করেন যে কিছু স্কুল পড়ুয়াদের পায়ে জুতো নেই।

সঙ্গে সঙ্গে তিনি শিক্ষামন্ত্রীকে ফোন করে নির্দেশ দেন এক সপ্তাহের মধ্যে প্রাথমিকের স্কুল পড়ুয়াদের জন্যও জুতোর ব্যবস্থা করার। ইতিমধ্যেই রাজ্য সরকার স্কুল পড়ুয়াদের জন্যও বিনামূল্যে বইয়ের ব্যবস্থা করেছে এবং কয়েকদিন আগেই ঘোষিত হয়েছে যে মাধ্যমিক ছাত্রছাত্রীদেরও এখন থেকে বিনামূল্যে টেস্টপেপার দেওয়া হবে।

প্রতিটি বিদ্যালয়ে মিড ডে মিলে ১০০ শতাংশ পরিষেবা দিতে সক্ষম হয়েছে রাজ্য সরকার এবং প্রতিটি বিদ্যালয়ে শৌচাগার তৈরির কাজেও ৯৯ শতাংশ সফল হয়েছে রাজ্য সরকার।

গত ৪ বছরে স্কুল পরিকাঠামো তৈরির কাজ জোর কদমে শুরু হয়েছে। পিছিয়ে পরা এলাকা গুলিতে প্রচুর প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং মডেল স্কুল তৈরি হয়েছে।

জঙ্গলমহল এলাকায় মেয়েদের হস্টেল তৈরি রাজ্য সরকারের একটি মহান পদক্ষেপ।