Bangla the best in financing SHGs

Bangla is number one in the country in financing self-help groups (SHGs) in the cooperative sector, said the State Cooperation Minister recently at the first conference of the West Bengal Co-operative Bank Employees’ Sangha in Kolkata.

The minister said that the Government’s intention was to enable and empower the rural populace, especially women (since they make up the composition of most of the SHGs) across the State.

He said that in financial year 2018-19, the State provided credit to 97,000 SHGs, far ahead of the number two State. Currently, there are 2.2 lakh SHGs which are beneficiaries of loans provided by cooperative banks.

At a Government function in August, the minister had said that the State Government would be distributing a total loan amount of Rs 180 crore to about one lakh women from rural self-help groups so that they can rear goats, cows and hens for poultry products.

 

Sources: The Statesman, Bartaman

Bengal Govt to train SHGs for paddy procurement

The State Self-Help and Self-Employment Department has decided to involve rural women through self-help groups (SHG) in the procurement of paddy from farmers. To make it fast and error-free, the Government would provide them with tabs. The training would begin from June and July, in stages.

Already, almost 4,500 SHGs are involved in procuring paddy. For this work, the SHGs will be getting Rs 31 per quintal. Rice mill owners will be responsible for collecting the paddy and transporting them on lorries to their mills for the rice to be extracted, as they do now. The Food and Supplies Department is paying the cost of transportation.

Besides empowering, involving village women has another advantage. Since SHG members from a village would go to farmers from the same village to buy their paddy, prior acquaintance will help them to convince the farmers to sell to the State Government. Thus the Government’s stocks will be kept up to the mark.

 

ধান সংগ্রহে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রশিক্ষণ দেবে রাজ্য

চাষিদের কাছ থেকে ধান সংগ্রহের জন্য রাজ্য সরকার এখন অনেকটাই নির্ভর করছে স্বনির্ভর গোষ্ঠীগুলির উপর। এই কাজ করার জন্য স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে খাদ্য দপ্তর। আগামী জুন-জুলাই মাস থেকে এই প্রশিক্ষণ পর্ব শুরু হবে। মহিলাদের যাতে বেশি দূর না যেতে হয়, তার জন্য স্থানীয় বিডিও অফিসে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে খাদ্যমন্ত্রী বলেন।

ধান সংগ্রহের কাজ করার জন্য গোষ্ঠগুলিকে ‘ট্যাব’ দিয়েছে দপ্তর। ট্যাব কীভাবে চালাতে হয় তা শেখানো ছাড়াও ধান সংগ্রহ করার ব্যাপারে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে। ইতিমধ্যে প্রায় সাড়ে চার হাজার স্বনির্ভর গোষ্ঠী ধান সংগ্রহ শুরু করেছে।
স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আরও বেশি করে ধান সংগ্রহ প্রক্রিয়ায় যুক্ত করতে চাইছে দপ্তর। এতে প্রতিকূল অবস্থার মধ্যেও ভালো পরিমাণ সংগ্রহ হবে বলে আশা করছেন অধিকর্তারা। গ্রামের মধ্যে থেকে চাষির দোরগোড়ায় গিয়ে ধান কিনছে গোষ্ঠীগুলি। গ্রামের বাসিন্দা হওয়ায় স্বনির্ভর গোষ্ঠীগুলির মহিলারা ভালো করে জানেন কোন চাষির ঘরে ধান আছে। ওই চাষিদের কাছে গিয়ে তাঁরা সরকারের কাছে ধান বিক্রি করার অনুরোধও করছেন।

ধান কেনার জন্য গোষ্ঠীগুলি কুইন্টাল পিছু প্রায় ৩১ টাকা কমিশন পাচ্ছে। তারা শুধু ধান কিনে ট্যাবের মাধ্যমে তার হিসেব পেশ করে একজায়গায় কেনা ধান জড়ো করে রাখছে। ওই ধান লরিতে বোঝাই করে নিয়ে চলে যাওয়া হচ্ছে রাইস মিলে ভাঙানোর জন্য। রাইস মিল কর্তৃপক্ষই এই কাজ করছে। ধান নিয়ে যাওয়ার পরিবহণ খরচ তাদের দিচ্ছে খাদ্য দপ্তর।

Bengal Govt to involve SHGs to manufacture low-cost sanitary napkins

Women in Purulia district have managed to destroy taboos related to the monthly cycle, through a project that aims at providing better sanitation and hygiene. It also allows some women to earn money. An SHG in Jaipur Purulia, has taken up the work of manufacturing sanitary napkins.
Last year in June, the District Rural Development Cell (DRDC) and UNICEF jointly mooted a proposal for a sanitary napkin production centre at Purulia to provide cheap sterilised napkins and advocacy on personal hygiene. The DRDC fulfilled the infrastructure requirements while UNICEF offered technical support. A pilot project was started in Jaipur in Purulia. ASHA workers have been roped in to distribute the end products.
Each month, the 30 women work on the two sterilisation machines to produce about 900 sanitary napkin packets. Besides retailing, the centre supplies napkins for hospitals, schools and SHGs.
A plan has been made to include the Kanyashree girls in the distribution list.

 

 

সস্তায় ন্যাপকিন তৈরী করবে স্বনির্ভর গোষ্ঠী

 

রাজ্য সরকার পুরুলিয়ার প্রত্যন্ত এলাকার গ্রামের মহিলাদের জন্য সস্তায় স্যানিটারি ন্যাপকিন তৈরীর প্রকল্প চালু করল। এবং এগুলি তৈরী করবে পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের মহিলারাই। এতে কর্মসংস্থান যেমন হবে, পাশাপাশি গ্রামের মহিলারা অত্যন্ত কম দামে নিরাপদ স্যানিটারি ন্যাপকিনও পাবে।
স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের ক্ষেত্রে এখনও উন্নত দেশগুলির মহিলাদের তুলনায় বেশ কিছুটা পিছিয়ে আমাদের দেশের মহিলারা। তাই, ন্যাপকিন ব্যবহারের ক্ষেত্রে মহিলাদের সচেতন করতে এগিয়ে এল জয়পুর সমবায় ও কৃষি উন্নয়ন সমিতি। এই ধরনের স্যানিটারি ন্যাপকিন বানানোর জন্য জয়পুর এলাকার বেশ কয়েকটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রশিক্ষণ দিয়ে নিজে হাতে নিরাপদ উপায়ে কীভাবে স্যানিটারি ন্যাপকিন তৈরী করবে, তা হাতে কলমে দেখানো হয়।
জয়পুর সমবায় দপ্তরের প্রশিক্ষণ ভবনে প্রাথমিকভাবে এই প্রকল্পের ‘পাইলট প্রোজেক্ট’ শুরু হয়েছে। প্রসঙ্গত, কয়েকদিন আগেই রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে রাজ্যের প্রতিটি এলাকায় আশা কর্মীদের মাধ্যমে মেয়েদের সস্তায় ভর্তুকিযুক্ত স্যানিটারি ন্যাপকিন বিলি করার প্রকল্প শুরু হয়েছে।
এই প্রকল্পে ভবিষ্যতে রাজ্য সরকারে ‘কন্যাশ্রী’ প্রকল্পে নাম লেখানো ছাত্রীদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা আছে।

Bengal Govt promoting mango cultivation as part of 100 Days’ Work

Mangoes are now being grown in places in Bengal which are not known to be mango-growing regions. This effort by the State Government is helping a lot of people to make a proper living.

The State Government has started these projects as part of the 100 Days’ Work Scheme, in which Bengal has been acknowledged as a leader multiple times in multiple categories by the Central Government.

Villagers who till now were mostly engaged in work like cutting canals and digging wells are now turning into mango growers. Self-help groups (SHGs) have been formed in many villages for the purpose.

Due to these projects, the dry districts of Bankura, Birbhum and Purulia, and Jhargram, are turning into major mango-producing regions. Some of the best varieties of mango like amrapali, mallika and lyangra are being cultivated in these places.

In fact, recently, at mango fests organised by the State Government in Kolkata, mangoes from these regions were a major hit. People were pleasantly surprised by the quality of the fruits.

The land on which the orchards are being planted have been taken on lease for 25 years by the State. Of the profits, 25 per cent goes to the land owners, 65 per cent to the self-help groups and 10 per cent to the local panchayats.

 

রাজ্য সরকারের উদ্যোগে একশো দিনের কাজের তালিকায় আম চাষ

যেসব অঞ্চলে কখনও আমের ফলন হত না, সেসব অঞ্চলের এখন আশাতীত ভাবে হচ্ছে আমের ফলন। দিব্যি ফলছে আম্রপালী, মল্লিকা, ল্যাংড়া। এর পেছনে রয়েছে স্বনির্ভর গোষ্ঠী। এর ফলে সেই সব অঞ্চলের মানুষরা হয়েছেন স্বনির্ভর।

রাজ্য সরকার এই প্রকল্পকে ১০০দিনের কাজের আওতায় এনেছে। আর ১০০ দিনের কাজে দেশের মধ্যে বহু মাপকাঠিতে ও বহুবার সেরা হয়েছে বাংলাই।

আগে যেসকল শ্রমজীবী মানুষ ১০০ দিনের কাজের আওতায় কুয়ো বা খাল খনন করতেন, তারাই এখন হয়ে উঠেছেন আমচাষী। এই বাবদ অনেক জেলায় অনেক স্বনির্ভর গোষ্ঠী গড়ে উঠেছে।

এই প্রকল্পের সৌজন্যে শুষ্ক জেলা যেমন বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম আসতে আসতে হয়ে উঠেছে আম ফলনকারী জেলা।
রাজ্য সরকারের উদ্যোগে সাম্প্রতিককালে সারা রাজ্যের বিভিন্ন প্রজাতির কলকাতায় যে আমের ও আমজাত খাদ্যদ্রব্যের মেলা হল, তা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। মেলায় আগত মানুষরা আশান্বিত ভাবে খুশি আমের গুনমান নিয়ে।

যেসকল জমিতে আমচাষ হচ্ছে, সেসব জমি ২৫ বছরের জন্য লিজ নেওয়া হয়েছে। চুক্তি হয়েছে, জমি-মালিক পাবে ফলনের ২৫%। ১০% দিতে হবে পঞ্চায়েতকে। বাকি ৬৫% পাবে স্বনির্ভর গোষ্ঠী।

 

 

Rajya Sabala Mela from December 3 to 11 in Kolkata

The Bengal Government is organising the Rajya Sabala Mela from December 3, that is, today to December 11 at Central Park in Salt Lake, Kolkata.

The fair is a Bengal Government initiative to promote the creations of self-help groups (SHG). Handifcrafts and handloom products, food products and various other types of products made by members of SHGs across the State are being sold at the fair.

Through the Muktidhara scheme, a project initiated by Chief Minister Mamata Banerjee, SHGs have been successful in creating a thriving employment scenario in the rural regions of the State.

The Sabala Mela was inaugurated yesterday by the Bengal Self-Help Group & Self-Employment Minister. The eighth edition of this fair has 250 stalls.

Many of these self-help groups are run by and employ rural women. Hence, the SHGs have also been successful in empowering women, many of whom are now the key earners in their families.

The Minister, during his speech at the inauguration ceremony, also informed that the State Government recently sent some SHGs to India International Trade Fair in Delhi, where, happily for them, most of their products were sold out.

স্বনির্ভর গোষ্ঠীর সবলা মেলা শুরু হলো

সল্টলেকের সেন্ট্রাল পার্কে শুরু হলো রাজ্য ‘সবলা মেলা’। রাজ্য সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দফতরের উদ্যোগে আয়োজিত এই মেলা। জেলার স্বনির্ভর গোষ্ঠীর প্রতিনিধিদের তৈরি সামগ্রী নিয়ে আড়াইশোর বেশি স্টল হয়েছে সবলা মেলায়। মেলার সূচনা করেন রাজ্যের স্বনির্ভর ও স্বনিযুক্তি দফতরের মন্ত্রী।

বাংলার নিজস্ব হস্তশিল্পকে তুলে ধরা হলে এই মেলার মধ্যে দিয়ে। ২৫০টি স্টলে পাওয়া যাচ্ছে বাংলার দেশজ হস্তশিল্পের অনন্য ভান্ডার।

স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগের পৃষ্টপোষকতায় এবং প্রশাসনিক নিয়ন্ত্রণে ‘মুক্তিধারা’ প্রকল্পটির আওতায় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের জন্য সুদূরপ্রসারী কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে এর আগেই। সেই সব স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাই এবার সবল মেলার অষ্টম বর্ষের প্রধান মুখ।

 

 

State Govt to bring self-help groups under insurance coverage

The State Co-operation Department is all set to bring self-help groups under insurance coverage to ensure their financial security in case there is any untoward incident. Different steps were taken on the inspiration of Chief Minister Mamata Banerjee to promote the work of the Self Help Groups in Bengal.

Interestingly, 95 per cent of the loan which was given to the Self Help Groups has been recovered in the last financial year. There are around 1.95 lakh Self Help Groups registered with the state co-operation department. If everything goes as planned, the task of the bringing them under the security coverage will be done in the current fiscal.

With the Chief Minister’s initiative to introduce Biswa Bangla brand to promote the goods manufactured by the small scale enterprises and Self Help Groups in the state, the business of the groups have sustained growth in the past five years.

Unlike the erstwhile Left Front government that had just set up some stalls in government offices and complexes to promote the produce of the Self Help Groups, Mamata Banerjee government had taken major steps for promotion of the same not only in the local market but in other states and abroad.

 

স্বনির্ভর গোষ্ঠীগুলিকে বীমার আওতায় আনছে রাজ্য সরকার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য কোঅপারেটিভ দফতর এবার যেকোনো প্রতিকূল অবস্থার মোকাবিলা করার জন্য স্বনির্ভর গোষ্ঠীগুলিকে বীমার আওতায় আনতে চলেছে। এজন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, স্বনির্ভর গোষ্ঠীগুলিকে যে ঋণ দেওয়া হয়েছিল বিগত আর্থিক বছরে তার ৯৫ শতাংশই ফেরত পাওয়া গেছে। আনুমানিক ১ লক্ষ ৯৫ হাজার স্বনির্ভর গোষ্ঠী এই মুহূর্তে রাজ্য কোঅপারেটিভ দফতরে নথিভুক্ত। সব কিছু ঠিকঠাক চললে এই বীমার অন্তর্ভুক্ত করার কাজটি চলতি আর্থিক বছরের মধ্যেই সম্পন্ন হবে।

মুখ্যমন্ত্রীর ঐকান্তিক চেষ্টায় ক্ষুদ্র শিল্প ও স্বনির্ভর গোষ্ঠীগুলির তৈরী হস্তশিল্প বিশ্ব বাংলার মাধ্যমে বিগত ৫ বছরে সারা বিশ্বে ব্যাবসায় সাফল্যের মুখ দেখেছে।

রাজ্যের বিভিন্ন প্রান্তে, অন্যান্য রাজ্য এবং বিদেশেও ক্ষুদ্র শিল্প ও স্বনির্ভর গোষ্ঠীগুলির ব্যবসার জন্য বিপণন কেন্দ্র খুলে দিয়েছে মমতা বন্দোপাধ্যায় পরিচালিত সরকার।

 

City livelihood centres launched to help urban poor, self-help groups

In a bid to generate employment opportunities and uplift the livelihood of the underprivileged people in the urban parts, the state government has decided to set up city livelihood centres (CLC) or Nagar Jibika Kendra.

With the setting up of the CLCs, members of self help groups (SHGs) will get information that will help them in marketing their products in a better way and as a result increase the chances of getting better prices for their products.
At the same time, unemployed youths in different districts can visit the CLCs in their respective areas to get job related information.
In the first phase, 28 such centres will come up at different places including Asansol in Burdwan; Krishnanagar, Nawadip and Kalyani in Nadia; Madhayamgram, Naihati, Barrackpore, Bongaon, Barasat, Basirhat, Kamarhati and Bhatpara in North 24 Parganas; Chinsurah, Uttarpara and Serampore in Hooghly; Haldia and Tamralipta in East Midnapore; Alipurduar; Englishbazar in Malda; Bankura and Uluberia in Howrah; Behrampore in Murshidabad; Kharagpur in West Midnapore; Purulia; and Jalpaiguri.
The centres will come up under the West Bengal State Urban Livelihood Mission.

দরিদ্র ও স্বনির্ভর গোষ্ঠীদের সাহায্য করার জন্য চালু হবে নগর জীবিকা কেন্দ্র

কর্মসংস্থানের সুযোগ তৈরী করার জন্য এবং গ্রামীণ অঞ্চলের সব রকম সুবিধা থেকে বঞ্চিত হওয়া মানুষের জীবিকা উন্নয়নের জন্য, রাজ্য সরকার সিটি লাইভলিহুড সেন্টার বা নগর জীবিকা কেন্দ্র গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

সিটি লাইভলিহুড সেন্টার তৈরির মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর (SHGs) সদস্যরা প্রয়োজনীয় তথ্য পাবেন যার মাধ্যমে তারা তাদের উৎপাদিত পণ্যদ্রব্য বাজারজাত করতে পারবেন এবং এর ফলস্বরূপ তাদের পণ্যের জন্য ভালো দাম পাবার সম্ভাবনাও বৃদ্ধি পাবে।

একই সময়ে, বিভিন্ন জেলায় বেকার যুবকরা তাদের নিজ নিজ এলাকার সিটি লাইভলিহুড সেন্টার পরিদর্শন করতে পারবেন এবং তাদের প্রয়োজনীয় সমস্ত তথ্য পাবেন।

প্রথম দফায়, বর্ধমানের আসানসোল সহ বিভিন্ন স্থানে ২৮ টি কেন্দ্র তৈরি হবে; কৃষ্ণনগর, নবদ্বীপ ও নদীয়াতে কল্যাণী; মধ্যমগ্রাম, নৈহাটি, ব্যারাকপুর, বনগাঁ, বারাসত, বসিরহাট, কামারহাটি ও উত্তর ২৪ পরগনা ভাটপাড়ায়; চুঁচুড়া, উত্তরপাড়া ও হুগলির মধ্যে শ্রীরামপুর; হলদিয়া ও পূর্ব মেদিনীপুরের তাম্রলিপ্ত; আলিপুরদুয়ার; মালদহের ইংলিশবাজার; বাঁকুড়া এবং হাওড়ার উলুবেড়িয়া; মুর্শিদাবাদের বহরমপুর; পশ্চিম মেদিনীপুরের খড়গপুর; পুরুলিয়া ও জলপাইগুড়ি।

এই কেন্দ্রগুলি ওয়েস্ট বেঙ্গল আরবান লাইভলিহুড মিশনের অধীনে আসবে কেন্দ্রগুলি।

 

 

WB CM felicitates self help groups run by women at Anandadhara Sammelan

West Bengal Chief Minister Ms Mamata Banerjee today felicitated self help groups (SHG) run by women at the Anandadhara Sammelan 2015 organised at Netaji Indoor Stadium. The programme was organised by the State Panchayat & Rural Development Department.

The Chief Minister said that the government was providing subsidy of 30% to the SHGs. She called upon all banks to provide financial assistance to these SHGs as they were the future of the country.

Taking pride in the achievements of the SHGs she said that of late a lot of scope for selling their products have come up with so many festivals and events organised by the government. The Chief Minister said that in future the products of SHGs will go global with Biswa Bangla.

Mamata Banerjee slammed the Centre for stopping the funding of several social sector projects like mid-day meal, ICDS, police modernisation among others. She rued the fact that she had to pay for the sins of the Left Front Government.

“The Prime Minister should immediately call a meeting of CMs. Earlier we voiced our concern at Planning Commission. It has been disbanded. Niti Ayog is na idhar ka na udhar ka. If I don’t get funds how will I carry on with developmental projects,” she added.

Around 1000 active SHGs were provided with onetime financial assistance at today’s programme. Fifty one cooperatives were also felicitated and one-time financial assistance was provided to them.

The Government also felicitated the cooperatives who have met with success post the RSETI training.

Today, three districts were awarded for their successful initiatives in providing assistance to the SHGs run by women. A documentary made on SHGs was also be screened today.

 

Accident insurance scheme for self-help groups started in Bengal

An accident insurance scheme for self-help groups (SHGs) has been started in West Bengal. The implementation of the scheme has begun with the district of Purulia. It is to be extended to the district of Nadia, and in around a month, to the rest of the State. An additional 2% subsidy on interest against loans taken by the SHGs has also been announced.

About the scheme

The accident insurance scheme for the SHGs, administered by West Bengal Swarojgar Corporation Limited, has been made applicable to all members aged 18 to 60 years. The compensation for accident-related deaths has been settled at Rs 1 lakh. This compensation amount is also applicable to those who fall in the categories of total permanent disability, partial permanent disability and temporary total disability, as per an announcement by the Department of Self-Help Group & Self-Employment.

Rs 40,000 has been earmarked for accident-linked treatment and surgery. For conducting the last rites of accident victims, a maximum of Rs 2,500 would be given. To compensate a person for the wage loss suffered as a result of an accident, Rs 100 per day would be paid for a maximum period of 30 days.

Loans taken by the SHGs from banks carry an interest of 11%. Of this 11%, till now, 7% used to be paid by the State Government in the form of subsidy. Therefore, SHGs had to pay 4% of the interest. Now, the State has decided to pay an additional 2% of the interest, to lower the burden on the SHGs. Hence, from now on, the SHGs would have to pay only 2% of the interest.

As of now, this new subsidy scheme would benefit those SHGs that had applied for loans from April 2014 onwards. However, efforts are on to extend this subsidy to those groups too that have been paying their interests from earlier.

According to the State Government, more than 50 lakh members from the almost 5 lakh SHGs would be benefited by all the above-mentioned measures.

 

Image via Milaap.org