Bangla the best in financing SHGs

Bangla is number one in the country in financing self-help groups (SHG) in the cooperative sector, said the State Cooperation Minister recently at the first conference of the West Bengal Co-operative Bank Employees’ Sangha in Kolkata.

The minister said that the government is very happy in being able to empower the rural populace, especially women (since they make up the composition of most of the SHGs) across the State.

He said that in financial year 2018-19, the State provided credit to 97,000 SHGs, far ahead of the number two State. Currently there are 2.2 lakh SHGs which are beneficiaries of loans provided by cooperative banks.

At an earlier government function in August, the minister had said that the State Government would be distributing a total loan amount of Rs 180 crore to about one lakh women from rural self-help groups (SHG) so that they can rear goats, cows and hens for poultry products.

Sources: The Statesman

 

Bengal Govt’s fresh initiative for the employment of urban youth

After its huge success in rural Bengal, the State Government is going to introduce the benefits of self-help groups (SHGs) in urban areas.

The Self-Help Group and Self-Employment Department, through urban cooperative banks and urban credit societies, has decided to form SHGs of seven youths each in urban areas and give them loans to start business ventures at low interest rates. A few thousand youths would benefit from this scheme.

Loans would be given at 9 per cent rate of interest. Not just that, after the entire loan is repaid to the bank, the person would be given back 7 per cent of the amount of interest paid. Hence, the effective rate of interest would be just 2 per cent.

 

 

বেকার যুবকদের ব্যবসার জন্যে লোন দেবে রাজ্য সরকার

 

এবার শহরের বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে আরও এক নতুন প্রকল্প হাতে নিল রাজ্য সরকার। শহর এলাকার সাতজন করে যুবককে নিয়ে স্বনির্ভর গোষ্ঠী তৈরী করে তাঁদের ব্যবসার জন্য খুব অল্প সুদে ঋণ দেবে সমবায় ব্যাঙ্ক ও আরবান ক্রেডিট সোসাইটি। এর জন্য প্রায় এক হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

চলতি আর্থিক বছর থেকেই এই প্রকল্পের কাজ শুরু করবে বলে ইতিমধ্যে সরকারি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নয়া এই প্রকল্পের ফলে রাজ্যে কয়েক হাজার বেকার উপকৃত হবে বলে মনে করা হচ্ছে।

রাজ্যের সমবায়মন্ত্রী বলেন, গোটা রাজ্যে আরবান সমবায় ব্যাঙ্ক ও আরবান ক্রেডিট সোসাইটি থেকে খুব অল্প সুদে ঋণ দেওয়া হবে। প্রথমে তাঁরা যখন ঋণ নেবেন, তখন তাঁদের ৯ শতাংশ হারে সুদ দিতে হবে। তাঁরা সম্পূর্ণ ঋণ ফেরত দেওয়ার পর তাঁদের ৭ শতাংশ সুদের টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। অর্থাৎ তাঁদের মাত্র ২ শতাংশ হারে সুদ দিতে হচ্ছে।

এতদিন শহরাঞ্চলে বেকার যুবকরা সেভাবে স্বনির্ভর গোষ্ঠী করতেন না। কিন্তু, এবার তাঁদের উৎসাহিত করে সমবায় ব্যাঙ্কের মাধ্যমে ঋণ দিয়ে ব্যবসার সুযোগ করে দেব। এতে প্রচুর বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।

Organic ‘aabir’ to make this Dol even more colourful

Organic colours (aabir) made from natural materials, like flowers, have been known to be health-friendly compared to artificial colours, which can cause a lot of issues like rashes, itches and other harmful diseases of the skin and eyes.
In view of this, the Bengal Government’s Food Processing Industries and Horticulture Department has tied up with a self-help group (SHG) to sell this type of aabir from its Mayukh Bhawan headquarters. Outlets would soon be opened at the City Centre 1 and 2 malls, and mobile outlets (that is, vans) would travel the streets of Rajarhat, New Town and Salt Lake.
The 15 women of the SHG have been trained by Jadavpur University, which has done pioneering work in this field. The aabir has been branded ‘Krishnendu Bheshaj Aabir’ (‘Krishnendu Organic Colours’).
The colours are being made by processing the petals of primarily rose, flame of the forest (palash), butterfly pea (aparajita) and marigold (genda). Rose water is being used to provide the fragrance.
Since the SHG is buying the flowers directly from flower cultivators, both the cultivators as well as the women of the SHG are earning through the selling of the colours.

 

ভেষজ আবির বিক্রীতে সরকারি উদ্যোগ

 

বাজারে চলতি রাসায়নিক মিশ্রিত আবিরে চোখ ও চামড়ার নানা সমস্যা দেখা দেয়, তাই ভেষজ আবিরের চাহিদা গত কয়েক বছর ধরেই বেড়েছে। এবার একটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে যৌথ প্রচেষ্টায় আসন্ন দোলে সেই আবির ক্রেতাদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর এবং উদ্যানপালন উন্নয়ন নিগম।
ময়ুখ ভবনে খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর থেকে এই আবির বিক্রি করা হবে। ওই স্বনির্ভর গোষ্ঠীর প্রায় ১৫ জন মহিলা যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে প্রশিক্ষণ নিয়ে বৈদ্যবাটিতে তাদের কারখানায় তৈরী করছেন এই আবির। নাম দেওয়া হয়েছে, ‘কৃষ্ণেন্দু ভেষজ আবির’।
মূলত গোলাপ, পলাশ, অপরাজিতা ও গাঁদা এই চারটি ফুলের পাপড়ি থেকে তৈরী হচ্ছে এই আবির। রাসায়নিক নয়, আবিরে গন্ধ আনার জন্য ব্যবহার করা হচ্ছে আসল গোলাপ জল। কয়েক দিনের মধ্যেই দপ্তরের অফিস সহ সিটি সেন্টার ১ ও ২, রাজারহাট, নিউ টাউন ও সল্টলেকে মোবাইল ভ্যানে ভেষজ আবির বিক্রির পরিকল্পনা করা হয়েছে।
দপ্তরের তরফ থেকে দামের দিকটাও নজর রাখা হবে। চাষির ঘর থেকে সরাসরি ফুল কিনে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই আবির তৈরী করছেন, লাভবান হচ্ছে দু পক্ষই।

Source: Anandabazar Patrika

Bengal FM hits out at Centre for not releasing any funds for flood relief

State Finance and Industry Minister Amit Mitra on Tuesday alleged that the Centre has not released any fund for the flood-like situation in the state.

“The state had demanded Rs 6,068 crore but the Centre has not made any financial assistance for undertaking flood relief work. The state alone had spent Rs 772.6 crore from the State Disaster Relief Fund but the National Disaster Relief Fund has not allocated a penny,” Dr Mitra said.

The state Finance minister also hit out at the centre alleging that sending a team from Delhi to the districts having flood-like situation was a mere eyewash.

Dr Mitra reiterated that a total of 254 blocks, 51 municipalities, 1,691 gram panchayats and 15,702 villagers received the state’s aid. “This is testimony to the fact that there has been no discrimination was made on political grounds,” he added.

Two other ministers also raised their voices against the Centre for ignoring the state by not responding to the demands of their respective departments at the state Assembly’s question answer session.

State Law Minister was vocal against stoppage of matching grants for the Centre in the last few years that has posed a hindrance in the setting up of court buildings. State Consumer Affairs and Self Help Group Minister was vocal against the non co-operation of the banks in providing loans to the SHGs.

 

বন্যাত্রাণে এক টাকাও দেয়নি কেন্দ্র, বিধানসভায় সরব অমিত মিত্র 

বন্যাত্রাণে ৬০৬৮ কোটি টাকা কেন্দ্রের কাছে চাওয়া হয়েছিল। কিন্তু ‘ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফান্ড’ থেকে এক টাকাও মেলেনি। কেন্দ্রীয় পর্যবেক্ষক দল রাজ্যে এসেছে। চারদিন ধরে ঘুরে বেড়িয়েছে। ওই পর্যন্তই। পুরোটাই ভেল্কি! কোনও উত্তর কেন্দ্রের তরফে রাজ্যকে দেওয়া হয়েনি। মঙ্গলবার বিধানসভায় ফের কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব হলেন অর্থমন্ত্রী অমিত মিত্র।

তিনি জানিয়ে দিলেন, “কেন্দ্র না দিলেও, ওই খাতে রাজ্য ইতিমধ্যিই ৭৮২ কোটি টাকা খরচ করে ফেলেছে।”

এদিন অমিতবাবু ব্লক, পুরসভা ও পঞ্চায়েত ধরে অর্থ খরচের ব্যাখ্যা দেন।বলেন “২৪৫ টি ব্লক, ৫১ টি পুরসভা, ১৬৯৮ টি গ্রাম পঞ্চায়েতকে এই ত্রাণ দেওয়া হয়েছে। প্রায় ১৬ হাজার গ্রামের ৮৪ লক্ষ মানুষ উপকৃত হয়েছেন। বন্যায় অনেক বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছিল। আমরা ৪ লক্ষ ৯৭ হাজার ৩৬২ টি বাড়ি সংস্কারের জন্য অর্থ দিয়েছি। ৭ লক্ষ ১৯ হাজার ৫২৪ টি ত্রাণশিবির করা হয়েছে।”

তৃণমূলের বঙ্কিমচন্দ্র হাজরার প্রশ্নের উত্তরে অমিতবাবু এদিন এই তথ্য তুলে ধরেন। তিনি স্পষ্ট বলেন, “রাজ্যের সঙ্গে প্রতারণা করেছে কেন্দ্র।”

Bengal will not tolerate any discrimination: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today said that the State won’t tolerate any discrimination regarding funds from the Centre.

She demanded to know why the Centre has stopped funds for Backward Regions Grant Fund (BRGF) and development in Left Wing Extremism affected areas. She said that while Bengal has 88 fast-track courts and 45 women’s police stations, Gujarat has zero fast track courts. Yet, Centre allocated Rs 400 crore to Gujarat while Bengal received nothing.

She said that banks are not sanctioning loans to self-help groups under Anandadhara scheme. Students are not getting money under Swami Vivekananda Means cum Merit Scholarship. She said banks cannot deprive people like this.

The Chief Minister also said that while the State has started a Rs 500 crore water supply project named ‘Jala Tirtha’, the Centre was yet to take any action regarding Ghatal Master Plan.

 

কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী

আজ আরও একবার কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন বাংলা কোনও রকম বঞ্চনা মেনে নেবে না।

পিছিয়ে পড়া এলাকার উন্নয়নের জন্য BRGF এর টাকা কেন বন্ধ করে দিয়েছে কেন্দ্র সেই প্রশ্নও করেন মুখ্যমন্ত্রী।

তিনি জানান, “বাংলায় ৮৮টি ফাস্ট ট্র্যাক কোর্ট রয়েছে, গুজরাতে শূন্য। অথচ গুজরাতের জন্য বরাদ্দ অর্থের পরিমাণ ৪০০ কোটি টাকা আর বাংলার জন্য কিছু নেই”।

তিনি আরও বলেন আনন্দধারা প্রকল্পে স্বনির্ভর গোষ্ঠীর লোকেদের ঋণ দিচ্ছে না ব্যাঙ্ক। স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ পাচ্ছে না ছাত্রছাত্রীরা

মুখ্যমন্ত্রী জানান, রাজ্য ৫০০ কোটি টাকা জল তীর্থনামে একটি জল সরবরাহ প্রকল্প চালু করেছে। অথচ ঘাটাল মাস্টার প্ল্যানএর জন্য কিছু করেনি কেন্দ্র।

 

Bengal Govt to provide tabs to SHGs for paddy procurement

State Food and Supplies department has decided to provide tabs to various Self Help Groups through whom the department would procure paddy.

State Food and Supplies Minister announced the scheme at a programme in Nadia. He said that around 10,000 Self Help Groups would be engaged from whom the state government would procure paddy at a price fixed by the government. Each Self Help Group would be given a tab so that the work can be done more smoothly.

He said that the matter relating to the procurement of paddy would be decided in the block or district level. Various blocks would shift the responsibility to the mouza level where these Self Help Groups would manage various issues.

One Self Help Group will be assigned to take care of three mouzas. One person in the Self Help Group will have the responsibilities to collect all the paddies from the mouza. Then they will inform the department which will take the paddies from them through the rice mills. Around Rs 32 per quintal paddy would be given as the wage to the Self Help Groups as commission.

 

 

ধান সংগ্রহ করতে স্বনির্ভর গোষ্ঠীর সাহায্য নেবে রাজ্য সরকার

ধান সংগ্রহ করতে এবার স্বনির্ভর গোষ্ঠীর সাহায্য নেবে রাজ্য খাদ্য সরবরাহ দপ্তর।কাজ আরও সহজ করতে  তাদের ট্যাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে খাদ্য সরবরাহ দপ্তর।

নদিয়ায় একটি অনুষ্ঠানে এই পরিকল্পনার কথা ঘোষণা করেন রাজ্য খাদ্য ও সরবরাহ মন্ত্রী। তিনি জানান, প্রায় দশ হাজার স্বনির্ভর গোষ্ঠীকে রাজ্য খাদ্য ও সরবরাহ দপ্তরের এই কাজে নিয়োজিত করা হবে। প্রতিটি স্বনির্ভর গোষ্ঠীকে একটি করে ট্যাব দেওয়া হবে যাতে তারা আরও সহজে কাজ করতে পারে।

তিনি বলেন, ধান সংগ্রহ করার বিষয়টি ব্লক বা জেলা পর্যায়ে সিদ্ধান্ত হবে। বিভিন্ন ব্লক এই দায়িত্ব মৌজাগুলিকে দিয়ে দিয়েছে যেখানে স্বনির্ভর গোষ্ঠী বিভিন্ন বিষয় দেখাশোনা করে।

এক একটি স্বনির্ভর গোষ্ঠী ৩টি মৌজা পরিচালনার দায়িত্বে থাকবে। স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে একজন মৌজা থেকে ধান সংগ্রহের দায়িত্বে থাকবে। তারপর তারা দপ্তরকে জানিয়ে দেবে। চাল কলের মাধ্যমে দপ্তর সেই ধান সংগ্রহ করবে। প্রতি কুইন্টাল ধান ৩২ টাকা কমিশন হিসেবে দেওয়া হবে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে।

 

 

 

 

Rajya Sabala Mela from December 3 to 11 in Kolkata

The Bengal Government is organising the Rajya Sabala Mela from December 3, that is, today to December 11 at Central Park in Salt Lake, Kolkata.

The fair is a Bengal Government initiative to promote the creations of self-help groups (SHG). Handifcrafts and handloom products, food products and various other types of products made by members of SHGs across the State are being sold at the fair.

Through the Muktidhara scheme, a project initiated by Chief Minister Mamata Banerjee, SHGs have been successful in creating a thriving employment scenario in the rural regions of the State.

The Sabala Mela was inaugurated yesterday by the Bengal Self-Help Group & Self-Employment Minister. The eighth edition of this fair has 250 stalls.

Many of these self-help groups are run by and employ rural women. Hence, the SHGs have also been successful in empowering women, many of whom are now the key earners in their families.

The Minister, during his speech at the inauguration ceremony, also informed that the State Government recently sent some SHGs to India International Trade Fair in Delhi, where, happily for them, most of their products were sold out.

স্বনির্ভর গোষ্ঠীর সবলা মেলা শুরু হলো

সল্টলেকের সেন্ট্রাল পার্কে শুরু হলো রাজ্য ‘সবলা মেলা’। রাজ্য সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দফতরের উদ্যোগে আয়োজিত এই মেলা। জেলার স্বনির্ভর গোষ্ঠীর প্রতিনিধিদের তৈরি সামগ্রী নিয়ে আড়াইশোর বেশি স্টল হয়েছে সবলা মেলায়। মেলার সূচনা করেন রাজ্যের স্বনির্ভর ও স্বনিযুক্তি দফতরের মন্ত্রী।

বাংলার নিজস্ব হস্তশিল্পকে তুলে ধরা হলে এই মেলার মধ্যে দিয়ে। ২৫০টি স্টলে পাওয়া যাচ্ছে বাংলার দেশজ হস্তশিল্পের অনন্য ভান্ডার।

স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগের পৃষ্টপোষকতায় এবং প্রশাসনিক নিয়ন্ত্রণে ‘মুক্তিধারা’ প্রকল্পটির আওতায় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের জন্য সুদূরপ্রসারী কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে এর আগেই। সেই সব স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাই এবার সবল মেলার অষ্টম বর্ষের প্রধান মুখ।

 

 

Bengal Govt takes up schemes to make educated unemployed youth self-reliant

The state Self Help Groups department has chalked out several schemes to rope in educated unemployed youth up to the panchayat level to make them self-reliant.

The State Self Help Group Minister said it has been decided to set up offices in 37 sub-divisions in nine districts. Officials of the Self Help Group department will function to reach to panchayat level.

Muktidhara is a pet project of Chief Minister Mamata Banerjee to bring an overall development of the Self Help Groups in the state and the steps taken by the minister of the department would let people from the grassroot level to derive the benefits of the Muktidhara scheme.

The plan of the state Self Help Group department is to set up five to ten Self Help Groups (SHG) in each panchayat. There would be around 10 youth in each of the SHG. The State Government will be providing all sorts of help and support to the SHGs.

With the youth forming SHGs they would also become eligible to get loans at a minimum rate of interest which would help them increase the volume of their business.

The department would also help them in selling their produce directly to exporters without intervention of any middlemen. It would help them to get right price for their produce.

 

শিক্ষিত বেকারদের স্বনির্ভর করতে উদ্যোগ রাজ্য সরকারের  

রাজ্য স্বনির্ভর গোষ্ঠী বিষয়ক দপ্তর কয়েকটি প্রকল্প গ্রহণ করেছে যার দ্বারা পঞ্চায়েতের অন্তর্গত সকল শিক্ষিত ও বেকার যুবক-যুবতীদের স্বনির্ভর করে তোলা যায়। এই দপ্তরের মন্ত্রী বলেন নয়টি জেলার ৩৭ টি জায়গায় তারা দপ্তর তৈরী করার সিদ্ধান্ত নিয়েছে। দপ্তরের আধিকারিকরা পঞ্চায়েতে গিয়ে কাজ করবেন।

মুক্তিধারা প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠী বিষয়ক দপ্তর ইতিমধ্যেই রাজ্যের সকল স্বনির্ভর গোষ্ঠীর উন্নয়নের কাজে লিপ্ত।

দপ্তরের পরিকল্পনা আছে প্রতিটি পঞ্চায়েতে পাঁচ থেকে দশটি স্বনির্ভর গোষ্ঠী গড়ে তোলার। আনুমানিক দশজন করে যুবক যুবতীরা প্রতিটি গোষ্ঠীতে থাকবেন। সরকার এইসকল গোষ্ঠীদের সর্বতভাবে সাহায্য করবে।

এই স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হওয়ার ফলে শিক্ষিত বেকার যুবক যুবতীরা একদম স্বল্প সুদে ঋণ পেতে পারবে ও তারা তাদের নিজেদের ব্যবসায় সেই টাকা নিযুক্ত করে তাদের ব্যবসা বাড়াতে পারবে।

স্বনির্ভর গোষ্ঠী দপ্তর তাদের সাহায্য করবে যাতে তারা নিজেরা নিজেদের পণ্য উৎপাদন করে সরাসরি রপ্তানীকারীদের হাতে তুলে দিতে পারবে। এর ফলে তারা তাদের পণ্যের উপযুক্ত মূল্য পাবে।

State Govt to bring self-help groups under insurance coverage

The State Co-operation Department is all set to bring self-help groups under insurance coverage to ensure their financial security in case there is any untoward incident. Different steps were taken on the inspiration of Chief Minister Mamata Banerjee to promote the work of the Self Help Groups in Bengal.

Interestingly, 95 per cent of the loan which was given to the Self Help Groups has been recovered in the last financial year. There are around 1.95 lakh Self Help Groups registered with the state co-operation department. If everything goes as planned, the task of the bringing them under the security coverage will be done in the current fiscal.

With the Chief Minister’s initiative to introduce Biswa Bangla brand to promote the goods manufactured by the small scale enterprises and Self Help Groups in the state, the business of the groups have sustained growth in the past five years.

Unlike the erstwhile Left Front government that had just set up some stalls in government offices and complexes to promote the produce of the Self Help Groups, Mamata Banerjee government had taken major steps for promotion of the same not only in the local market but in other states and abroad.

 

স্বনির্ভর গোষ্ঠীগুলিকে বীমার আওতায় আনছে রাজ্য সরকার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য কোঅপারেটিভ দফতর এবার যেকোনো প্রতিকূল অবস্থার মোকাবিলা করার জন্য স্বনির্ভর গোষ্ঠীগুলিকে বীমার আওতায় আনতে চলেছে। এজন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, স্বনির্ভর গোষ্ঠীগুলিকে যে ঋণ দেওয়া হয়েছিল বিগত আর্থিক বছরে তার ৯৫ শতাংশই ফেরত পাওয়া গেছে। আনুমানিক ১ লক্ষ ৯৫ হাজার স্বনির্ভর গোষ্ঠী এই মুহূর্তে রাজ্য কোঅপারেটিভ দফতরে নথিভুক্ত। সব কিছু ঠিকঠাক চললে এই বীমার অন্তর্ভুক্ত করার কাজটি চলতি আর্থিক বছরের মধ্যেই সম্পন্ন হবে।

মুখ্যমন্ত্রীর ঐকান্তিক চেষ্টায় ক্ষুদ্র শিল্প ও স্বনির্ভর গোষ্ঠীগুলির তৈরী হস্তশিল্প বিশ্ব বাংলার মাধ্যমে বিগত ৫ বছরে সারা বিশ্বে ব্যাবসায় সাফল্যের মুখ দেখেছে।

রাজ্যের বিভিন্ন প্রান্তে, অন্যান্য রাজ্য এবং বিদেশেও ক্ষুদ্র শিল্প ও স্বনির্ভর গোষ্ঠীগুলির ব্যবসার জন্য বিপণন কেন্দ্র খুলে দিয়েছে মমতা বন্দোপাধ্যায় পরিচালিত সরকার।

 

‘Credit linkage with WB banks of women SHGs doubled in ‘15-16’- WB Panchayat Minister

Credit linkage of Women Self-Help Groups (SHG) with banks in West Bengal has been doubled in the 2015-16, state Panchayat and Rural Development Minister Subrata Mukherjee said.

“For the first time ever, the credit target fixed has been achieved during 2015-16. This year, as against a credit linkage target of Rs 1,930 crore all banks collectively extended credit to SHGs to the extent of Rs 2,012 crore, as available in NRLM portal, a public domain. The credit linkage has almost been doubled reaching Rs 2,012 crore (as compared to 2014-15),” he said.

The Minister was speaking at the conference on SHG credit linkage organised by the state rural livelihood mission Anandadhara. In the 2013-14, credit linkage was only Rs 926 crore, which was marginally increased to Rs 1026 crore in 2014-15, he said.

This year growth rate in the state is the highest (96.10) and it has surpassed Andhra Pradesh (72.08) in percentage terms. Though the growth rate of Bihar (114.64) appears to be higher than West Bengal in absolute terms, credit deployment in West Bengal is four times higher, he said.

“With this achievement this year, West Bengal has been elevated to the fifth largest state slot in the country in terms of total credit linkage during the year breaking into a group which erstwhile comprised of only southern states,” the Minister said. All three regional rural banks operating in the state have performed excellently and contributed 62 per cent of the total credit extended to the Women SHGs, he said.

“We request all public sector banks to be little more generous while sanctioning loans to SHGs, since credit is the most important component for poverty eradication,” the Minister said. The West Bengal State Rural Livelihoods Mission (WBSRLM), launched in the state in 2012, is mandated to nurture and support poor rural women organised into SHGs to come out of poverty, through capacity building and providing support for their livelihoods including financial inclusion through linkage with banking system.