Urban ‘haat’ near Nalban from Poila Baisakh

The State Fisheries Department has decided to set up a daily market (or ‘haat’) on the field beside the lake in Nalban. This venue will be used for selling fish, meat, poultry, vegetables as well as handicrafts, to be sold by the manufacturers themselves.

The handicrafts stalls will be run by women belonging to self-help groups (SHGs). These SHGs get financial aid under the State Government’s Anandadhara Scheme, which entails making and selling handicrafts and other items.

This city haat, or market, is expected to become famous the same way the Sonajhuri Haat in Santiniketan, Mangala Haat in Howrah and the Hari Sahar Haat in Shyambazar, Kolkata, have become.

The spot is ideal for a haat as it is quite near the IT hub of Sector V, where thousands come every day to work. Already a few snacks outlets and restaurants have opened up at Nalban, including by the State Fisheries Development Corporation (SFDC).

 

পয়লা বৈশাখ থেকে নলবনে ঝিলের পাড়ে বসবে শহুরে হাট

 

খোদ কলকাতায় দৈনন্দিন গেরস্থালির যাবতীয় উপকরণ নিয়ে হাট বসতে চলেছে। সৌজন্যে মৎস্য দপ্তর। এখানে একদিকে মাছ-মাংস, সব্জি তো বিক্রি হবেই, অন্যদিকে হাতের কাজের বিভিন্ন সম্ভার নিয়ে হাজির হবেন প্রত্যন্ত গ্রামের শিল্পীরা। নলবনের জলাশয়ের পাড়ে খোলা মাঠে ঘুরতে ঘুরতে কেনাকাটা করবেন শহরের বাসিন্দারা।

শান্তিনিকেতনে সোনাঝুরির হাট, হাওড়ার মঙ্গলা হাট বা হরি সাহার হাটের মতো এখনও শহর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে বহু হাট রয়েছে। কিন্তু, এর অনেকগুলিরই পুরনো ঐতিহ্য এখন অনেকটাই ম্লান। তাই এবার সেই হাটের ঐতিহ্য এবং ব্যবসায়িক গুরুত্বকে বোঝাতেই নলবনে ভেড়ির পাশে বসবে নগরায়িত হাট। মৎস্য দপ্তরের অধীনস্থ মৎস্য উন্নয়ন নিগমের পক্ষ থেকে এই হাট বসানো হচ্ছে।

নলবনের কাছেই তথ্যপ্রযুক্তি তালুক। এখানে প্রচুর মানুষ কাজ করতে আসে। সপ্তাহান্তে যদি তাঁরা জলাশয়ের পাশে একটু ‘স্ন্যাক্স’ খেতে খেতে জরুরি সমস্ত সামগ্রী পেয়ে যান, তাহলে অনেকেই হাটে আসতে চাইবেন। সেই কথাকে মাথায় রেখেই সপ্তাহান্তের বিকেলে এই হাট বসানো হবে। পয়লা বৈশাখ থেকে বসবে এই হাট।

প্রসঙ্গত, নলবনের ওই মাঠে ইতিমধ্যে একাধিক বাঙালি-কন্টিনেন্টাল খাবারের রেস্তরাঁ আগে থেকেই রয়েছে। পাশাপাশি নিগমের পক্ষ থেকে কাঁচা প্যাকেটজাত মাছ বিক্রি করা হচ্ছে। সেই সঙ্গে রান্না মাছের বিভিন্ন পদও বিক্রি করা শুরু হয়েছে। হরিণঘাটা থেকে কাঁচা মাংস সহ বিভিন্ন পদ বিক্রি করা হচ্ছে। সুফল বাংলাও ইতিমধ্যে দোকান দিয়েছে সেখানে। ফলে কাঁচা সব্জি থেকে আরও বিভিন্ন রান্নার সামগ্রী সেখানে বিক্রি করা হবে।
সেই তালিকায় এবার নতুন সংযোজন হাতের কাজের সম্ভার। আনন্দধারা প্রকল্পের অধীনে যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠী রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে, তাদের নলবনের হাটে আনা হবে। প্রত্যেক সপ্তাহে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সেখানে এসে নিজেদের হাতে তৈরি বড়ি, আচার, পাঁপড় ছাড়াও হাতের কাজের বিভিন্ন ব্যাগ, শৌখিন ঘর সাজানোর জিনিস বিক্রি করতে পারবেন। এর মাধ্যমে গ্রামীণ মহিলারা যেমন নিজেদের সামগ্রী বিক্রির একটা নতুন জায়গা খুঁজে পাবেন, সেই সঙ্গে শহুরে ক্রেতারাও বিভিন্ন সামগ্রী কিনতে পারবেন নিজের হাতে দেখে নিয়ে।

সর্বোপরি জলাশয়ের পাড়ে ঘুরতে ঘুরতে একেবারে গ্রামীণ পরিবেশেই ‘হাটে’র মজা নিতে পারবেন কলকাতাবাসী।

Image Source: TripAdvisor

State Govt coming up with centre of excellence on cyber security

The Bengal Government will set up a centre of excellence on cyber security in order to successfully confront cyber crimes. The centre will be located either at Sector V in Salt Lake or in New Town.

The Information Technology Department will conduct a week-long workshop where talks will be held with Kolkata Police and some knowledge partners to imbibe the best practices of cyber security in the proposed centre of excellence. The nodal partner for the venture will be Indian Institute of Information Technology, Kalyani.

The cyber security centre will collect, analyse and disseminate information on cyber security incidents, execute emergency measures, co-ordinate response and issue guidelines, advisories and vulnerability notes.

It will act as a monitoring authority for the state, which would look at every single incident and incorporate the information for research and development.

Source: Millennium Post

সাইবার সিকিউরিটির উৎকর্ষ কেন্দ্র গড়বে রাজ্য সরকার

আজকের যুগে এখন হাতের মুঠোয় পৃথিবী। মোবাইল ফোন ও সহজলভ্য ডেটা কানেকশনের ফলে ইন্টারনেট পরিষেবা এখন মানুষের নাগালের মধ্যে। এর সুফল যেমন আছে তেমনই বেড়ে চলেছে সাইবার ক্রাইম। এই অপরাধ দমনের জন্য নিউটাউনে কিংবা সল্টলেক সেক্টর ৫য়ে একটি উৎকর্ষ কেন্দ্র গড়বে রাজ্য সরকার।

তথ্যপ্রযুক্তি দপ্তর একটি সপ্তাহ ব্যাপী কর্মশালা করযে যেখানে কলকাতা পুলিশ সহ সাইবার ক্রাইম দুনিয়ার বিশেষজ্ঞরা একত্রে এই উৎকর্ষ কেন্দ্রের ‘বেস্ট প্রাক্টিসেস’ সম্বন্ধে চিন্তাভাবনা করতে পারে। এই কেন্দ্রের নোডাল পার্টনার হিসেবে বাছা হয়েছে কল্যাণীর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজিকে।

এই কেন্দ্রে সাইবার ক্রাইম সম্বন্ধিত ঘটনার তথ্যাদি সংগ্রহ ও বিশ্লেষণ করা হবে। কোনো কোনো ক্ষেত্রে জরুরি ব্যবস্থা নিতে হলে সেটিও এখান থেকে করা হবে। সাইবার ক্রাইম সম্বন্ধে গাইডলাইনও তৈরী করবে এই কেন্দ্র। সাইবার ক্রাইম সম্বন্ধে গবেষণার কাজও হবে এখানে।

WB Govt to set up Start-Up Incubation Centre 

The West Bengal Government will set up a Start-Up Incubation Centre to support the educated youth to start its own businesses. Powered by the State Information & Technology Department and WEBEL, the centre will come up a WEBEL premises in Saltlake Sector V.

A memo will be sent to the State Cabinet for approval of this project.

The State Government is also thinking of setting up a Rs 100 Crore fund which may be utilized a seed capital for the start-up organizations. The Government is planning to provide the initial fund support to them. Also, in case of diversifying the businesses, the Government will help to rope in foreign venture capital funds.

The IT-based start-up companies which are developing software products will be eligible to be included in the start-up incubation centre.

 

ইনকিউবেশন সেন্টার তৈরির পরিকল্পনা রাজ্যের

শিক্ষিত যুবক যুবতীরা যাতে নিজেরাই ব্যবসা শুরু করতে পারে তাই তাদের সহায়তা করার জন্য রাজ্যের তথ্য ও প্রযুক্তি দপ্তর এবং ওয়েবেল একটি বিরাট মাপের স্টার্ট আপ ইনকিউবেশন সেন্টার তৈরি করার পরিকল্পনা করেছে।

এই মর্মে রাজ্য মন্ত্রিসভার কাছে দপ্তরের তরফে একটি প্রস্তাব অনুমোদনের জন্য পাঠানো হবে।

স্টার্ট আপ সংস্থাগুলিকে সিড ক্যাপিটাল জোগাতে ১০০ কোটি টাকার একটি ফান্ড তৈরির পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। সরকার তাদের প্রাথমিক তহবিলে সহায়তা প্রদান করার পরিকল্পনা করেছে। এছাড়াও, ব্যবসা বহুমুখীকরণের ক্ষেত্রে, প্রয়োজনীয় তহবিলের জন্য বিদেশি ভেঞ্চার ক্যপিটাল ফান্ডগুলি সাহায্য করবে।

আইটি ভিত্তিক স্টার্ট আপ কোম্পানি যারা সফটওয়্যার প্রোডাক্ট উদ্ভাবন করেছে তারা এই ইনকিউবেশন সেন্টারের মধ্যে অন্তর্ভুক্ত হবে।

New services for Nabadiganta township inaugurated

The Trinamool Congress-led West Bengal Municipal Affairs & Urban Development Department has been continuously taking environment-friendly, citizen-centric initiatives to improve the quality of life of the citizens of the State.

Nabadiganta Industrial Township Authority (NDITA), formerly known as Sector V, which is part of Bidhannagar Municipal Corporation, is the IT and service-sector gateway of India’s eastern region.

The inauguration and the laying of foundation stone of nine projects for Nabadiganta Industrial Township took place on Monday. The Trinamool Congress-ruled Bidhannagar Municipal Corporation has been doing commendable developmental work ever since it came into power there last year.

Two projects were inaugurated at Nabadiganta – online services for trade license and property tax, and the beautified Nabadiganta Bus Terminus.

For seven other projects, the foundation stones were laid – beautification of the banks of the water bodies along Ring Road, construction of Wetland Interpretation Centre, Wi-Fi services along the main roads of the township, construction of 10 bus shelters, upgradation and beautification of Ring Road and New Town Link Road, strengthening of the remaining main roads of the township and the construction of a drainage pumping station.

It was also announced at the inaugurations of the adoption of unit area system of property tax assessment.

The projects were inaugurated by the Municipal Affairs & Urban Development Minister and Chairman, NDITA, Firhad Hakim.

 

বিধাননগরের নতুন টাউনশিপ নবদিগন্ত উদ্বোধন হল

বিধাননগরের নতুন টাউনশিপ নবদিগন্ত উদ্বোধন হল সোমবার। গত বছর তৃণমূল কংগ্রেস পরিচালিত পুরসভা ক্ষমতায় আসার পর যে পরিমাণ উন্নয়নমূলক কাজ করেছে তা যথেষ্ট প্রশংসনীয়।

এদিন নবদিগন্তের ২টি পরিষেবা চালু হল। একটি অনলাইনে সম্পত্তি কর আদায় পরিষেবা এবং ট্রেড লাইসেন্স পরিষেবা এবং অপরটি নবদিগন্ত বাস টার্মিনাস।

রিং রোড, নবদিগন্ত সংলগ্ন জলাভূমি সংরক্ষণ কেন্দ্র, নবদিগন্তে ওয়াইফাই পরিষেবা, ১০টি নতুন বাস রাখার জায়গা, ড্রেনেজ পাম্পিং স্টেশন, নবদিগন্তে একাধিক রাস্তার সংস্কার এবং সৌন্দর্যায়ন শিলান্যাস হল।

রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এই প্রকল্পের উদ্বোধন করেন।

Bengal Govt plans to launch mono rail in New Town

The state government is planning to introduce mono rail in New Town and to connect it with Metro Rail to improve transport system in the city, said State Urban Development Minister Firhad Hakim.

The minister said this while announcing that Kolkata has joined the league of “C40 Cities Climate Leadership Group”, which is a global network of cities tackling climate change and driving urban action that reduces both green house gas emission and climate risks.

He said that this was a huge opportunity for the city and would open new avenues for Kolkata to develop it as a modern city.

He added that since this was a huge opportunity to interact with experts from other global cities to upgrade civic facilities, the state government would focus more on upgrading the city’s transport system.

“The state government is keen to revive the entire transport system. As part of this initiative we are planning to introduce mono rail in Salta Lake Sector-V and New Town. The idea is to connect the mono rail with the Metro Rail so that people can enjoy a world class transport system,” the minister said.

“The planning is there and we are in the process of implementing the project. We have to wait a little bit as the population of New Town is yet to achieve its potential. For the survival of such projects there needs to be enough users,” Firhad Hakim added.

 

The image is a representative one