Private low-cost carrier SpiceJet would explore the possibility of manufacturing sea-planes in West Bengal, its chairman Ajay Singh said. The announcement was made at the inaugural session of the 4th edition of the Bengal Global Business Summit that kicked off in Kolkata on Tuesday.
Ajay Singh said there was a potential for making West Bengal a hub for sea-planes which can fly to Gangasagar, Sunderbans and other parts of the state. “We would like to fly these sea-planes in the state to boost tourism as well to explore the possibility of manufacturing them in the state,” he said before a gathering of eminent industry captains of the country.
Presently, 75 SpiceJet flights operate from Kolkata airport, and the number would increase once more aircraft arrive. “One of the big issues for Bengal has been the commencement of more flights from the greenfield airport at Andal in Durgapur. We will connect Durgapur with Bengaluru and Hyderabad soon,” he added.
সি-প্লেন তৈরির হাব গড়ে উঠবে বাংলায়
বদলে যাওয়া বাংলায় পথচলা শুরু করছে সি-প্লেন। সমুদ্রে বা নদীতে এই আধুনিক যানে চেপেই এক নিমেষে পাড়ি দেওয়া যাবে হাজার কিলোমিটারের দূরত্ব। বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের প্রথম দিনেই বাঙালির মনে সেই স্বপ্ন উসকে দিলেন স্পাইস জেটের কর্ণধার অজয় সিং।
তিনি ঘোষণা করলেন, সি-প্লেন তৈরির হাব গড়ে উঠবে এই বাংলায়। দিঘা-গঙ্গাসাগরের মতো পর্যটন কেন্দ্রে চলবে এই যান। পর্যটনেও আসবে নয়া দিশা। এবার গঙ্গাসাগর-দিঘার মত নদী ও সমুদ্রভিত্তিক পর্যটন ক্ষেত্রেও সি-প্লেন চালানো হবে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করে স্পাইস জেট কর্ণধার বলেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন এনার্জির অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট। তাঁর টানেই এখানে আমরা অনেক বেশি বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি আরও জানান, বর্তমানে কলকাতা থেকে ব্যাংকক এবং ঢাকার মধ্যে স্পাইস জেট চলছে। সেটিকে সম্প্রসারিত করে চট্টগ্রাম পর্যন্ত নিয়ে যাওয়ার হবে. এখন পশ্চিমবঙ্গে ৭০টির বেশি ফ্লাইট চালাচ্ছে স্পাইস জেট। এবছরই আরও বেশি সংখ্যায় উড়ান চালু করা হবে।