Chief Minister Mamata Banerjee called upon the intellectuals to be alert against any effort to distort history and science at the inaugural programme of the 42nd International Kolkata Book Fair at Salt Lake’s Central Park on Tuesday.
“I urge the authors and writers of the country to remain alert so that the distorted version of history is not published in books,” she said. Without mentioning BJP, she trained her guns at the Centre against which she had been quite vocal on previous occasions.
She had earlier alleged that the BJP was trying to present a distorted version of Indian history. At the inauguration of the Kolkata International Book Fair, she once again reminded the scholars to thwart any such attempt.
বইয়ের পাহারাদার হতে হবে সাহিত্যিকদেরই: মুখ্যমন্ত্রী
ইতিহাস বিকৃতি রুখতে এগিয়ে আসতে হবে সাহিত্যিকদের। বইয়ের পাহারাদার হিসাবে সজাগ থাকতে হবে তাঁদের। মঙ্গলবার ৪২তম আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে এসে লেখক শিল্পীদের প্রতি এই আবেদন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আমি অত্যন্ত ক্ষুদ্র ব্যক্তি। তারপরেও শ্রদ্ধেয় সাহিত্যিক ও লেখকদের আছে আমার আবেদন দেখবেন বইয়ের বিকৃতি যেন কেউ করতে না পারে। ইতিহাস যেন বিকৃত না হয়। আপনারা নজর রাখুন।বইয়ের পাহারাদার আপনারা।বই হল মানুষের মনের জানালা, হৃদয়ের জানালা, সৃষ্টির আলো। বইয়ের মধ্যে দিয়েই একটা সমাজ গড়ে ওঠে। বই পড়েই আমরা সমস্ত ইতিহাস জানতে পারি। বই ছাড়া সমাজ চলতে পারে না”।
প্রাচীন, আধুনিক ও সামাজিক ইতিহাস বইতেই লিপিবদ্ধ থাকে। শিক্ষা-সংস্কৃতি-সভ্যতা-মানবিকতার আলো দেখায় বই। বই ছাড়া পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই বইয়ের বিকৃতি আটকাতেই সচেষ্ট হতে সাহিত্যিকদের এগিয়ে আসতে বলেন মুখ্যমন্ত্রী।
তিনি আরও বলেন, “ বাংলা বরাবরই ভারতের সাংস্কৃতিক রাজধানী। বাংলা ভারতের কালচারাল ক্যাপিটাল”।
একই সঙ্গে আগামী বছর আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধনের নির্ঘণ্টও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আগামী বছর ১৯ জানুয়ারি বইমেলার উদ্বোধন হবে।