State Govt plans increasing greenery in schools 

During her speech at Nazrul Mancha on August 1, at the conclusion of the ‘Save Green, Stay Clean’ walk, Chief Minister Mamata Banerjee had appealed to children to take an active part in ‘greening’ in their own ways.

Following her words, the Forest Department has drawn up a plan for improving the green cover in schools. 

In the first phase, schools are being identified in and around Kolkata where the project would be initiated.

Trees would be planted on the ground wherever space is available. And where not, alternative methods would be devised, like setting up green walls, vertical gardens, rooftop gardens, kitchen gardens, medicinal gardens and butterfly gardens.

The department has also decided to plant more guava, mango, blackberry, star apple (jamrul) and jackfruit, and also several types of flowering trees.

Source: Ei Samay

 

Computer education from class I in all schools in Bangla

Highlighting the integral nature of knowledge of computer usage to education, the Bangla Government has decided to start compulsory computer education classes from the first standard in all government and government-sponsored schools. The classes will be held at least till the secondary level.

 To implement this decision, computer would be bought for over 65,000 schools. A maximum of four computers would be bought for a school having 50 students, and a proportionate number for those having more. An adequate number of teachers would also be recruited.

 The syllabus committee of the State Government has already started work on the matter.

 Computers would help make the lessons qualitatively much more interesting to students, according to the chairman of the syllabus committee. Besides the science subjects and geography, efforts are on to make literature too teachable using computers.

 

Source: Ei Samay

 

Now, KMC to collect garbage four times a day

From August 15, Kolkata Municipal Corporation (KMC) will introduce the system of collecting garbage during the evenings too. This will be a major step towards better solid waste management in the city.

With this routine in place, daily garbage collection will increase from three times to four.

KMC will set up three groups of people for each borough, who will keep an eye on garbage accumulation from 12 noon till 9 pm. Each group will have a supervisor. The groups will inform the Solid Waste Management Department of the corporation at which places garbage has accumulated and from where KMC’s vehicles may collect the same from.

Waste amounting to 4,500 metric tonnes is generated per day in Kolkata, which the KMC handles, while the total municipal waste generation in Bengal stands at 14,000 metric tonne per day.

The Bengal Government’s Solid Waste Management Rules 2016 categorises solid waste into six broad categories – industrial hazardous waste, healthcare or biomedical waste, solid waste (waste from houses, schools, offices, etc.), plastic waste, electronic or e-waste and construction or demolition waste. The Government is working upon classifying solid waste under three subcategories – biodegradable waste, recyclable waste and inert waste.

Source: Millennium Post

Bengal Govt to distribute 50 lakh saplings for Vanmahotsav

The Forest Minister recently announced that 50 lakh saplings would be given away by the State Government to MLAs, educational and other institutions across Bengal, to plant on the occasion of Vanmahotsav on July 14. The festival would go on for seven days.

Fifteen per cent of the 50 lakh would be fruit trees. All the 294 MLAs of the State would be given 1,000 saplings to plant in their own areas.

Schools, colleges, clubs, and various institutions and offices which have space to plant would be given saplings.

Saplings would be sold from the counter of the Forest Department too. Anyone can go and buy, at a rate of Rs 2 per sapling. Forest Department products like honey and citronella oil would be sold at a discount of 10 per cent.

The minister announced that, as part of the Vanmahotsav festival, neem trees would be planted across Kolkata – for shade as well as for being strong enough to be able to withstand strong winds.

The minister also made a few other announcements. Those who show good results in being able to take care of trees, including Forest Department officials and workers, would be rewarded – first prize of Rs 1 lakh, second prize of Rs 75,000 and third prize of Rs 50,000.

A special edition of the Forest Department magazine, Banabithi would also be published on the occasion of Vanmahotsav.

Source: Aajkaal

Bengal Govt to induct Mid-Day Meal volunteers to ensure proper food supply in schools

Bengal government has taken an initiative to induct midday meal volunteers, who would ensure that food items sent by the state government to schools for midday meals, reaches the intended beneficiaries.

Partha Chatterjee, the state Education minister, said: “Following the direction of Chief Minister Mamata Banerjee, a new initiative has been launched to engage midday meal volunteers.” The main task of the volunteers would be to keep a watch and ensure that the food items allocated by the state government reaches the beneficiaries.

Each of the volunteers would be responsible for keeping track of the situation in a certain number of schools in an area. They will also be filing reports to the concerned authority. With volunteers keeping tabs on schools on a daily basis, the children will get the proper food that the government had allocated for them and stringent steps will be taken if the volunteers find that the task has not been properly executed.

The Minister said he has received complaints that rice and eggs sent for midday meals are not reaching the students. The volunteers will be visiting the schools and will make sure that midday meals are served to the students in proper quantity and quality. There have been allegations that the rice sent to schools by the government for midday meals is not being given to the students. Some food items allocated to schools under the scheme also get sold in the market or are replaced with inferior quality products.

The state government had also asked the District Magistrates to visit schools to check whether midday meals are served to students in proper quantity and quality.

 

মিড ডে মিল: কাজকর্ম দেখভালে স্বেচ্ছাসেবক নিয়োগ করবে রাজ্য

গ্রিন পুলিশ বা সিভিক ভলান্টিয়ারদের মতো মিড ডে মিলের কাজকর্ম পরিদর্শন করার জন্য স্বেচ্ছাসেবক নিয়োগ করবে রাজ্য। মঙ্গলবার সংবাদমাধ্যমে একথাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

তিনি বলেন, মিড ডে মিল নিয়ে বহু অভিযোগ মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়েছে। বরাদ্দ চাল বা ডিম না দিয়ে অন্য কাজে ব্যবহার করা সহ অভিযোগের ধরন বিভিন্ন রকম বলে পার্থবাবু জানান। ডিআই, এসআইদের মিড ডে মিলের পরিস্থিতি পরিদর্শনের দায়িত্ব দেওয়া রয়েছে।

পাশাপাশি, এই স্বেচ্ছাসেবকরাও এবার থেকে পরিদর্শনের কাজে সাহায্য করবেন। তবে, কীভাবে এঁদের নিয়োগ করা হবে, এ বিষয়ে এখনই কিছু বলেননি শিক্ষামন্ত্রী। প্রসঙ্গত, মিড ডে মিলের কাজকর্ম পরিদর্শন করার জন্য টাস্ক ফোর্স ইতিমধ্যেই রয়েছে। কিন্তু তা সত্ত্বেও রাজ্যজুড়ে মিড ডে মিল নিয়ে অভিযোগের শেষ নেই।

কিছুদিন আগে রাজ্য সরকার নির্দেশ দিয়েছিল, দিনের দিন মিড ডে মিলের যাবতীয় হিসাব এসএমএসের মাধ্যমে পাঠাতে হবে। প্রধান শিক্ষকরাই শিক্ষাদপ্তরের একটি নির্দিষ্ট নম্বরে তা পাঠাবেন। কিন্তু তা সত্ত্বেও কারচুপি বন্ধ হয়নি। বেশি ছাত্রছাত্রী দেখিয়ে মিড ডে মিলের বরাদ্দ অর্থ আত্মসাৎ করার অভিযোগ উঠছে বহু জায়গা থেকেই।

 

Bengal to set up grid connected solar PV power plants in schools

The State government is planning to set up rooftop grid-connected Solar PV power plants in 1,000 schools in West Bengal, Power and Non-Conventional Energy Sources Minister Sobhandeb Chattopadhyay told the Assembly on Wednesday.

The State Power Minister said the solar panels would be installed at 1,000 schools and in all State government offices.

Under the Integrated Power Development Scheme (IPDS), the West Bengal State Electricity Distribution Company Limited (WBSEDCL) will invest Rs 43 crore for setting up rooftop solar PV power plants in the next five years.

So far power plants of total 6 mW (approximate) capacity have been set up throughout the State.

Some of the important projects are Garden Reach Shipbuilders & Engineers Limited (100 KWp), Central Glass & Ceramic Research Institute (HT) (37.5 KWp), Ramkrishna Mission Vidyamandir, Belur Math (153.4 KWp), Dinabandhu Andrews College (20 KWp), Modernland Girls’ High School (10 KWP) and Bijioygarh Vidyapith (10 KWp), the Minister said.

Private sector organisations have also set up this kind of power plants and such organisations included Auckland Jute Mill (500 KWp), Patton International Limited (Behala Works) (100 Kwp), ILEAD Foundation, Matheswartala Road (20 Kwp), he said.

This rooftop power plant with Net-metering facility has drastically reduced monthly energy bill of institutions, he said adding that this success has brought a paradigm shift in the State’s approach towards setting up of Solar PV power plants.

 

রাজ্যের স্কুলগুলিতে সোলার পাওয়ার প্লান্ট বসানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গের ১০০০ টি স্কুলের ছাদে গ্রিড-সংযুক্ত সোলার পাওয়ার প্লান্ট স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে। বুধবার বিধানসভায় একথা জানান, বিদ্যু९ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

বিদ্যু९ মন্ত্রী জানান রাজ্যের সব সরকারী অফিসেও বসানো হবে এই সোলার পাওয়ার প্লান্ট।

ইন্টিগ্রেটেড পাওয়ার ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যু९ বিতরণ কোম্পানি আগামী পাঁচ বছরে সোলার পাওয়ার প্লান্ট স্থাপনের জন্য ৪৩ কোটি টাকা বিনিয়োগ করবে।

সারা রাজ্য জুড়ে প্রায় মোট ৬ মেগাওয়াট পাওয়ার প্লান্ট স্থাপন হবে।

এর মধ্যে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি হল – গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (১০০ কিলোওয়াট), সেন্ট্রাল গ্লাস ও সিরামিক রিসার্চ ইনস্টিটিউট (৩৭.৫ কিলোওয়াট),রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির, বেলুড় মঠ (১৫৩.৪ কিলোওয়াট), দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজ (২০ কিলোওয়াট), মডার্নল্যান্ড গার্লস হাইস্কুল (১০ কিলোওয়াট) এবং বিজয়গড় বিদ্যাপীঠ (১০ কিলোওয়াট), মন্ত্রী জানান।

তিনি আরও বলেন, বেসরকারি সংস্থাগুলিও এই ধরনের পাওয়ার প্লান্ট সেট আপ করছে। যেমন – অকল্যান্ড জুট মিল (৫০০ কিলোওয়াট), প্যাটন ইন্টারন্যাশনাল লিমিটেড (বেহালা ওয়ার্কস) (১০০ কিলোওয়াট), ILEADফাউন্ডেশনের মহেশ্বরতলা রোড (২০ কিলোওয়াট)।

সোলার পাওয়ার প্লান্ট Net-metering পরিষেবা এই সব সংগঠনের বিদ্যুতের খরচের পরিমান অনেক কমিয়ে দিয়েছে। মন্ত্রী আরও বলেন যে এই সাফল্য সোলার পাওয়ার প্লান্ট স্থাপনে দৃষ্টান্ত সৃষ্টি করেছে।

Bengal schools to cater to the needs of specially-abled students

Keeping in line with Chief Minister Mamata Banerjee’s vision of making education ‘all-inclusive,’ the State Education Department has asked schools to make certain arrangements and provisions for the benefit of specially-abled students studying together with other students.

In schools meant exclusively for specially-abled students, these provisions and arrangements were already there but this is for the first time that all schools have been asked to make these provisions and grant certain relaxations to these students following the guidelines laid down by the Education Department.

Certain provisions were there earlier too, but now several new ones have been made a part of the guidelines, like language paper selection, seating arrangements, etc., that will encourage these children to attend schools with other students. Previously it was at the discretion of the schools to make arrangements for such students, but now proper guidelines have been drafted to make the provisions to look after their special needs uniform across the State.

 

রাজ্যের স্কুলগুলিকে প্রতিবন্ধী-বান্ধব করার পরিকল্পনা সরকারের

“সবার জন্য শিক্ষা” মমতা ব্যানার্জী এই পরিকল্পনার সঙ্গে সঙ্গতি রেখে রাজ্য রাজ্যের স্কুলগুলিকে প্রতিবন্ধী-বান্ধব করা যাতে তারা অন্যান্য ছাত্রছাত্রীদের সঙ্গে একসঙ্গে স্কুলে পড়াশোনা করতে পারে শিক্ষা দপ্তর তার নির্দেশ দিয়েছে সব স্কুলগুলিকে।

ইতিমধ্যেই স্কুলে প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের জন্য এইসব বিধি-ব্যবস্থা আগে থেকেই ছিল। কিন্তু এই প্রথম বার সব স্কুলগুলিকে এইধরনের বিধি ব্যবস্থা এবং এইসব বিশেষ ছাত্রছাত্রীদের জন্য নির্দিষ্ট ছাড় দেওয়ার নির্দেশিকা দেওয়া হল শিক্ষা দপ্তর থেকে।

ইতিপূর্বে বেশকিছু নির্দিষ্ট বিধিব্যবস্থা ছিল। কিন্তু বেশ কিছু নতুন পদ্ধতি যোগ করা হয়েছে নতুন নির্দেশিকায়। ভাষায় স্বাচ্ছন্দ্যবোধ, ঠিকমতো বসার ব্যবস্থা এবং আর অনেক নতুন গাইডলাইন তৈরি করা হয়েছে এর ফলে শিশুরা স্কুলে আসতে এবং বাকি শিক্ষার্থীদের সঙ্গে থাকতে আরও বেশি আগ্রহী হবে। বিশেষ চাহিদার সঙ্গে এইসব ছাত্রছাত্রীদের জন্য বিদ্যালয়গুলির আলাদা ব্যবস্থা করার বিবেচনা ইতিপূর্বে অনিশ্চিত ছিল।

WB Govt giving free shoes to primary students, free test papers to Madhyamik examinees

The Trinamool Congress Government of West Bengal has brought about a sea change in school education. From setting up thousands of schools to appointing teachers to giving bicycles under the Sabuj Sathi Scheme, Chief Mamata Banerjee’s administration has tried its best to ensure that everyone gets access to quality education. Innumerable schools have been upgraded to secondary and higher secondary levels.

Now, some more measures have been announced with regard to education. To enable everyone to come to school, black shoes have been started to be distributed for free to primary school students, that is, students from classes I to IV, of all government schools. More than 54 lakh students are going to get the shoes.

The government has started giving free test papers to students of class 10 to help them prepare better for Madhyamik examination. Also, some of the books of standards 10 and 12 would be made available for free. The subjects include English, Bengali, Hindi, Santhali, Nepali and Urdu. These new measures would reduce the burden to some extent on many parents.

 

 

ছাত্রছাত্রীদের শিক্ষার সুযোগ সুনিশ্চিত করার পরিকল্পনা রাজ্য সরকারের

তৃণমূল পরিচালিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকার শিক্ষা ক্ষেত্রে বিপুল অগ্রগতি এনেছে। সাইকেল, পাঠ্য বই ইত্যাদির মাধ্যমে যাতে সব ছাত্রছাত্রী শিক্ষার সুযোগ পায় তা নিশ্চিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন।

ইতিমধ্যেই দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিনামূল্যে টেস্ট পেপার দিচ্ছে রাজ্য সরকার।

একাদশ ও দ্বাদশ শ্রেণিতেও এবার বিনামূল্যে পাঠ্যপুস্তক দেবে রাজ্য সরকার৷ চলতি শিক্ষাবর্ষ থেকেই এই প্রকল্প কার্যকর হবে৷ যে বইগুলি বিনামূল্যে দেওয়া হবে সেগুলি হল- সাহিত্য চর্চা (বাংলা এ), ইংলিশ র‍্যাপিড রিডার (ইংলিশ বি), মাইন্ডস্কেপ (ইংলিশ বি), হিন্দি পাঠ সঞ্চয়ন, সাঁওতালি, নেপালি (এ), উর্দু (বি)৷ অতিরিক্ত বই হিসাবে দেওয়া হবে- বাংলার ভাষা ও সংস্কৃতি, সাহিত্যকথা৷ এছাড়াও আরও কয়েকটি বই পড়ুয়াদের বিনামূল্যে দেবে সরকার৷

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘একাদশ ও দ্বাদশ শ্রেণির বেশ কয়েকটি বই ছাত্র-ছাত্রীদের হাতে বিনামূল্যে তুলে দেওয়া হবে৷ যারা এবার মাধ্যমিক পরীক্ষা দিল তারা একাদশ শ্রেণি থেকে বিনামূল্যের বই পাবে৷’

এর পাশাপাশি রাজ্যের স্কুল পড়ুয়ারা বিনামূল্যে যে জুতো পাবে, তা হবে ‘ওয়াটার প্রুফ’৷ নকশা বদলের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ তিনি জানিয়েছেন, প্রাথমিক পড়ুয়াদের জন্য বিনামূল্যে জুতো দেওয়ার প্রকল্প চালু হয়েছে৷ যা আজ, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে৷

সরকারি অনুষ্ঠানে কয়েকজন ছাত্রের খালি পা চোখে পড়েছিল মুখ্যমন্ত্রীর৷ তিনি ঘোষণা করেছিলেন বিনামূল্যে গোটা রাজ্যেই ছাত্র-ছাত্রীদের জুতো দেওয়া হবে৷ প্রাথমিকভাবে ঠিক হয়েছিল সাদা কেডস পাবে তারা৷ পরে ঠিক হয় কালো চামড়ার জুতো দেওয়া হবে৷ বর্ষাকালে সেই জুতো খারাপ হওয়ার আশঙ্কার কথা জানানো হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ বিশেষজ্ঞদের পরামর্শে মুখ্যমন্ত্রীই ‘ওয়াটার প্রুফ’ জুতোর ছাড়পত্র দিয়েছেন৷

জুতোগুলি হবে কালো রঙের৷ জুতোর মান ঠিক রাখতে স্কুলশিক্ষা দফতর কারিগরি শিক্ষা দফতরের সাহায্য চায়৷

Bengal shows the way in Swachh Vidyalaya initiative

Bengal shows the way yet again. West Bengal government has set a new milestone in Swachh Vidyalaya initiative by achieving more than 100 per cent of the set targets.

The government has completed construction of 42,054 toilets in 29,955 schools. Union Ministry of Human Resource Development has congratulated the State for this achievement.

WB CM posted on her Facebook page:

“I am happy to share with you that Bengal has achieved more than 100% of target under Swachh Vidyalaya Initiative. 

Our State has completed construction of 42,054 toilets in 29,955 schools. 

Union Ministry of Human Resource Development has congratulated the State for this achievement.

 My best wishes to everyone.”

Bengal taking steps to improve the quality of mid-day meals for school students

The West Bengal Government is taking steps to improve the quality of Mid-Day Meal (MDM) provided to the school students.

Replying to a debate in support of the budgetary grant for his department, state’s School Education Minister Dr Partha Chatterjee said the Government was taking steps to check the quality of rice used by engaging officials of the food and supplies department.

Once the food was cooked, it would be tasted and checked by the cook and a teacher after which it will be offered to the students, he said, adding the chefs will also be trained in cooking and hygiene.

Dr Chatterjee said his department was setting up 969 dining halls at a cost of Rs 29 crore for students across the state. The utensils in which the food was served and cooked will also be changed for which a proposal has been sent to the Finance ministry for approval of funds.

Incidentally, in 2014, West Bengal secured 3rd rank among the states in implementing the midday meal scheme in schools across the state.

97% of the students enrolled in various schools in West Bengal are the beneficiaries of the scheme, a Central government report revealed, which comes to a whooping 1,22,98,419 students in all. According to a similar survey done in 2010-11, West Bengal was at the 12th position.