KMC to introduce computers in its schools

Kolkata Municipal Corporation (KMC) will soon introduce computer education in its schools. The syllabus in this regard has already been prepared by the Education Department of the civic body.

The Member Mayor-in-Council (MMiC) Education said that the syllabus has been framed in accordance with the computer syllabus of the State primary schools that are run by the West Bengal Board of Primary Education. Also, the syllabus has been prepared in three languages: Hindi, Bengali and English.

The KMC plans to start computer education in nearly 50 schools at first and then proceed further.

 Source: Millennium Post

Image source

KMC to install CCTV cams to enhance security in schools

To further bolster the students’ safety, Kolkata Municipal Corporation (KMC) has decided to instal closed-circuit television (CCTV) cameras in the schools run by it.

KMC already employs trained nursemaids (ayah) in its schools to take special care of small children. Then there are inspectors who tour the schools regularly. Now they have been inspected to visit the schools every day and submit reports to the mayoral officer in charge of education.

কলকাতা পৌরসভা এবার তাদের সব স্কুলে বসাবে সিসিটিভি

স্কুল পড়ুয়াদের নিরাপত্তা আরও জোরদার করতে পৌরসভা পরিচালিত স্কুলগুলিতে সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নিল কলকাতা পৌরসভা।

ইতিমধ্যেই ছোট শিশুদের যত্ন নিতে পৌরসভার স্কুলগুলিতে আয়া নিযুক্ত করেছে কলকাতা পৌরসভা। এছাড়া স্কুল মাঝে মধ্যে পরিদর্শনের জন্য থাকছে স্কুল ইন্সপেক্টর। এখন এই ইন্সপেক্টররা

Source: Khabar 365 Din

State Govt takes firm steps against bullying in schools

The Bengal Government has recently set up safety and security monitoring committees in government-run and government-aided schools, one of whose primary objectives is to treat cases of bullying with special importance.

Through this measure, the government has made it clear that it would not tolerate any form of bullying in schools. The government wants all schools in the state to ensure that no student suffers (and the suffering can often lead to serious consequences, both physical and psychological) due to bullying.

According to a senior official of the School Education Department, if incidents of bullying occur, the school needs to take firm steps. A report on the steps taken has to be then submitted to the government.

The Education Department plans to compile these reports and use the expertise gained to develop a policy for tackling bullying in the near future.

 

স্কুলে বুলিং-এর বিরুদ্ধে করা পদক্ষেপ রাজ্যের

রাজ্য সরকারের উদ্যোগে সরকার চালিত ও সরকারি অনুদান প্রাপ্ত স্কুলগুলিতে চালু হয়েছে নিরাপত্তা পর্যবেক্ষণ কমিটি। এই কমিটির প্রধান উদ্দেশ্য স্কুলে স্কুলে বুলিং-এর ঘটনাগুলি গুরুত্ব সহকারে দেখা।

এই পদক্ষেপের সঙ্গে সরকার পরিষ্কার বার্তা দিয়েছে, স্কুলে কোনওরকম বুলিং-এর ঘটনা বরদাস্ত করা হবে না। রাজ্য সরকার চায় রাজ্যের কোনও স্কুলে কোনও পড়ুয়া বুলিং-এর জন্যও কোনও রকম মানসিক বা শারীরিক যন্ত্রণার স্বীকার না হয়।

স্কুল শিক্ষা দপ্তরের এক আধিকারিকের কথায়, স্কুলে বুলিং-এর কোনও ঘটনা ঘটলে কড়া পদক্ষেপ নিতে হবে। কি পদক্ষেপ নেওয়া হয়েছে, তা রিপোর্ট করে সরকারকে পাঠাতে হবে।
শিক্ষা দপ্তর এই রিপোর্ট গুলি একত্র করে পরিকল্পনা তৈরি করতে চায় যাতে ভবিষ্যতে এরম ঘটনা আর না ঘটে।

 

Source: The Statesman

Bengal Govt allocates funds for improving school infrastructure

The Bengal Government has allotted funds worth more than Rs 50 crore to improve facilities at government and government-aided schools across Bengal. The facilities include safe drinking water, additional classrooms, boundary walls, etc.

The break-up of the developmental activities is as follows:

Rs 39 crore 2 lakh 78 thousand for additional classrooms for 422 schools in Howrah, Hooghly, Jalpaiguri, Cooch Behar, Kolkata, Malda, Murshidabad, Nadia, North and South 24 Parganas, Purulia, Siliguri, and Purba and Paschim Medinipur districts.
Rs 7 crore 52 lakh 82 thousand 800 for additional classrooms for 106 more schools in Alipurduar, Bankura, Birbhum, and Purba and Paschim Bardhaman. These 528 schools in all include primary, upper primary, secondary as well as higher secondary schools.
Rs 4.25 lakh for safe drinking water for 250 schools, including 120 primary and 130 upper primary schools.
·A few more crores have been allotted for district-wise development projects for schools.

This is a major step in Chief Minister Mamata Banerjee’s efforts to improve the standard of schools in Bengal.

Source: Bartaman

স্কুলের পরিকাঠামো উন্নয়নে বিপুল অর্থ বরাদ্দ রাজ্যের

বিদ্যালয়গুলির পরিকাঠামো উন্নয়নে একসঙ্গে বহু কোটি টাকা বরাদ্দ করল স্কুলশিক্ষা দপ্তর। পুজোর আগে এই খবরে খুশি শিক্ষামহল। আড়াইশো স্কুলে পরিস্রুত পানীয় জল সরবরাহ, বিভিন্ন জেলার স্কুলে অতিরিক্ত ক্লাসরুম, সীমানা পাঁচিল প্রভৃতি তৈরির মতো বহু উন্নয়নমূলক কাজ সেই অর্থে করা হবে।

হাওড়া, হুগলি, জলপাইগুড়ি, কোচবিহার, কলকাতা, মালদহ, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, শিলিগুড়ি, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের ৪২২টি স্কুলে বাড়তি ক্লাসরুম তৈরির জন্য বরাদ্দ হয়েছে ৩১ কোটি ২ লক্ষ ৭৮ হাজার টাকা। এর মধ্যে প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক— সব ধরনের স্কুলই রয়েছে।

আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম এবং বর্ধমানের ১০৬টি স্কুলে বাড়তি ক্লাসরুম তৈরি করতে পৃথকভাবে বরাদ্দ হয়েছে ৭ কোটি ৫২ লক্ষ ৮২ হাজার ৮০০ টাকা। এছাড়াও, রাজ্যের ২৫০টি স্কুলে পরিস্রুত পানীয় জল সরবরাহের জন্য বরাদ্দ করা হয়েছে ৪ কোটি ২৫ লক্ষ টাকা। এর মধ্যে প্রাথমিক স্কুল ১২০টি এবং উচ্চ প্রাথমিক স্কুল ১৩০টি। এছাড়াও জেলাভিত্তিক কিছু প্রকল্পের জন্য আরও কয়েক কোটি অর্থ ছাড়া হয়েছে।

Kanyashree Bengal

Kanyashree reduces school dropout rate

That the Kanyashree Scheme has been a massive success needs no mention. It has been feted at various international forums, including at the United Nations Public Service Awards last June.

Now, further proof of it has come out – Chief Minister Mamata Banerjee, whose brainchild it is, said at a recent meeting that because of the scheme, meant for girl students across Bengal, the dropout rate in State Government schools has reduced by 16.5 per cent.

The scheme was initiated on October 1, 2013.

As a part of the scheme, 41 lakh girl students from 15,500 government schools get monthly stipends – Rs 750 till class XII (K-1 stage), a one-time grant of Rs 25,000 if the student decided to continue higher or technical education (K-2 stage) and the recently introduced stipends for those continuing their education at universities in the state (K-3 stage).

Also as part of the scheme, more than 5,000 students have received training in self-defence.

 

 

কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে কমছে স্কুলছুটের হার

 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী। কন্যাশ্রী’‌ প্রকল্পের জন্য রাজ্যের স্কুলগুলিতে মেয়েদের স্কুলছুটের সংখ্যা কমেছে প্রায় ১৬.৫ শতাংশ। শিক্ষক দিবস উপলক্ষে নজরুল মঞ্চের অনুষ্ঠানে এ কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কন্যাশ্রী প্রকল্পের সূচনা হয় ২০১৩ সালের ১লা অক্টোবর। এই প্রকল্পের মূল উদ্দেশ্য বাল্য বিবাহ বন্ধ করা ও মেয়েদের মধ্যে শিক্ষার প্রসার করা।

অষ্টম শ্রেনী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বার্ষিক ৭৫০ টাকা করে আর্থিক সহায়তা, যাকে সরকারি ভাষায় বলা হয় ‘কে-১’ ও দ্বাদশ শ্রেণীর পর উচ্চ শিক্ষা বা কারিগরি প্রশিক্ষণের জন্য এককালীন ২৫,০০০ টাকা দেওয়া হয় মেয়েদের, যাকে সরকারি ভাষায় বলা হয় ‘কে-২’। এবার থেকে বিশ্ববিদ্যালয় স্তরের ছাত্রীরাও কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পাবে, যাকে সরকারি ভাষায় বলা হয় ‘কে-৩’।

রাজ্যের ১৫,৫০০ শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪১ লক্ষ ছাত্রী এখনও পর্যন্ত কন্যাশ্রীর আওতায় এসেছে। এখনও পর্যন্ত ৫,০০০ এর বেশি কন্যাশ্রী পেয়েছে আত্মরক্ষার প্রশিক্ষণ।

২০১৭ সালের জুন মাসে বাংলার এই প্রকল্প ৬২টি দেশের ৫৫২টি সামাজিক প্রকল্পের মধ্যে সেরার সম্মান পেয়েছে রাষ্ট্রসংঘের তরফ থেকে। এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে এই প্রকল্প।

বিশদে জানতে কন্যাশ্রী ওয়েবসাইট দেখুন। 

Bengal witnesses huge growth in education sector under Mamata Banerjee

During the last six years, the Bengal Government – under the able leadership of Mamata Banerjee – rejuvenated the education sector through various measures.

The Bengal Government is providing free text books to all students of Pre-Primary to class XII. Nearly 9.5 crore books are printed and distributed annually. Specially designed Braille text books are given to all visually challenged students.

50.32 lakh primary school students were provided with school shoes free of cost in last one year. School education department provided free school uniform to all Class I to VIII students each year.

Here are some of the major achievements:

School Education

Mid Day Meal to 1.2 crore elementary level students is provided on daily basis involving self-help groups.

50,426 Primary school teachers are recruited in Primary Schools

27,572 Teachers were recruited in upper primary and secondary school.

All schools are provided with safe drinking water and toilets.

As a new ‘E-class rooms’ initiative, infrastructure is provided in 2000 secondary schools in last one year.

As a new initiative recreational infrastructure (see-saw, swing and slide) was provided in 990 primary schools in last one year.

To develop academic infrastructure 93,064 additional class rooms were constructed in schools in last six years.

New Buildings of 531 new set up primary schools, 3966 new set up upper primary schools, 2706 SSK, 166 MSK were constructed in last six years. In 3915 secondary schools 39300 computers were provided to encourage the use of computers in schools.

In last six years, 564 Junior High schools were upgraded to High school, 1909 Secondary schools were upgraded to Higher Secondary schools. In 3014 schools library grant to develop library infrastructure and in 3714 schools Laboratory grant to develop school infrastructure.

Shikshashree:

‘Shikshashree’ scholarship scheme had been introduced for SC students from class V to VIII in 2014-15. During 2014-2017, almost 38 lakh students were covered under the new scheme. Scholarship is being paid directly to bank accounts of the students. The scheme will be brought under the e-governance regime from current fiscal.

Sabooj Sathi:

‘Sabooj Sathi’ scheme had been declared for distribution of bicycles to students from class IX to XII in 2015-16. During 2015-2017, about 35 lakh students received bicycles under this scheme. Distribution of another 30 lakh bicycles is likely to be completed by the end of this year. Implementation is managed through a single window portal www.wbsaboojsathi.gov.in and records are available in the public domain to ensure transparency.

 

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শিক্ষা ক্ষেত্রে ব্যপক উন্নতি বাংলার

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিচক্ষন নেতৃত্বে গত ছ’বছরে বাংলা ফিরে পেয়েছে শিক্ষা ক্ষেত্রে হৃত গৌরব।

স্কুল শিক্ষায় কিছু উল্লেখযোগ্য সাফল্যঃ-

পশ্চিমবঙ্গ সরকার প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীকে বিনামুল্যে পাঠ্যপুস্তক প্রদানের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন রকমের মোট পাঠ্যপুস্তকের সংখ্যা ২৯৬। বছরে প্রায় ৯.৫ কোটি বই মুদ্রিত এবং বিতরিত হচ্ছে।

দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের জন্য বিশেষ পদ্ধতিতে ডিজাইন করা ব্রেইল পাঠ্যপুস্তক দেওয়া হয়েছে।

গত এক বছরে প্রাথমিক বিদ্যালয়ের ৫০.৩২ লক্ষ ছাত্রছাত্রীকে বিনামুল্যে জুতো দেওয়া হয়েছে।

বিদ্যালয় শিক্ষা বিভাগ প্রতি বছর প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের বিনামুল্যে পোশাক বিতরণের ব্যবস্থা চালু করেছে।

স্বনির্ভর গোষ্ঠীগুলির সাহায্যে প্রাত্যহিক ভিত্তিতে ১.২ কোটি প্রাথমিক পর্যায়ের ছাত্রছাত্রীর জন্যে মিড-ডে-মিলের ব্যবস্থা চালু করা হয়েছে।

প্রাথমিক বিদ্যালয় ৫০,৮২৬ জন শিক্ষক নিয়োগ করা হয়েছে।

উচ্চ-প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ে ২৭,৫৭২ জন শিক্ষক নিয়োগ করা হয়েছে।

প্রতিটি বিদ্যালয়েই বিশুদ্ধ পানীয় জল ও শৌচালয়ের ব্যবস্থা করা হয়েছে।

গত এক বছরে ২০০০ মাধ্যমিক বিদ্যালয়ে ই-শ্রেনিকক্ষ-এর পরিকাঠামো নির্মাণের নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।

৯৯০টি প্রাথমিক বিদ্যালয়ে আনন্দদানের পরিকাঠামো (সি-ষ, সুইং ও স্লাইড) তৈরির নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।

গত ছয় বছরে শিক্ষাগত পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে ৯৩,০৬৪ টি অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণ করা হয়েছে।

গত ছয় বছরে ৫৩১টি প্রাথমিক বিদ্যালয়, ৩৯৬৬টি উচ্চ প্রাথমিক বিদ্যালয়, ২৭০৬টি এসএসকে, ১৬৬টি এমএসকে-এর নবরূপায়ন হয়েছে।

বিদ্যালয়ে কম্পিউটারের ব্যবহারকে উৎসাহিত করতে ৩৯১৫টি মাধ্যমিক বিদ্যালয়ে ৩৯,৩০০টি কম্পিউটার দেওয়া হয়েছে।

গত ছয় বছরে ৫৬৪টি জুনিয়র উচ্চ বিদ্যালয়কে উচ্চ বিদ্যালয়ে উন্নীত করা হয়েছে।

গত ছয় বছরে ১৯০৯টি মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করা হয়েছে।

বিদ্যালয়ের পরিকাঠামো উন্নত করতে ৩০১৪টি বিদ্যালয়ে গ্রন্থাগারের জন্যও ১৫.৪৬কোটি টাকার অনুদান দেওয়া হয়েছে।

বিদ্যালয়ের পরিকাঠামো উন্নত করতে ৩৭১৪টি বিদ্যালয়ের ল্যাবরেটরির জন্যও ৬২.১১ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে।

শিক্ষাশ্রীঃ-

২০১৪-১৫ শিক্ষাবর্ষে তফসিলি জাতির ছাত্রছাত্রীদের জন্য ‘শিক্ষাশ্রী’ ভাতা চালু করা হয়। ২০১৪-১৭ সালের মধ্যে এই প্রকল্পের আওতায় প্রায় ৩৮ লক্ষ ছাত্রছাত্রীকে আনা হয়েছে। এই ভাতার টাকা সরাসরি ছাত্রছাত্রীদের ব্যাঙ্কে যাচ্ছে। এই বছর থেকে এই প্রকল্পকে ই-গভরনেন্সের আওতায় আনা হয়েছে।

সবুজ সাথীঃ-

২০১৫-১৬ সালে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের বিনামুল্যে সাইকেল বিতরণ করা শুরু হয়। ২০১৫-১৭ সালের মধ্যে ৩৫ লক্ষ ছাত্রছাত্রীদের এই প্রকল্পে সাইকেল দেওয়া হয়। এ বছরের শেষ পর্যন্ত আরও ৩০ লক্ষ সাইকেল বিলি করা হবে। স্বচ্ছতা বজায় রাখার জন্য এই প্রকল্পটি পুরোপুরি অনলাইনের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়।

Schools, colleges and universities to get virtual classrooms

The state government has decided to introduce “virtual classrooms” in universities, colleges and schools. State Finance Minister Dr Amit Mitra said in the Assembly that the initiative has been taken to let students, even from the remotest part of the state, access information related to education and developments taking place in this sector across the globe.

They will be provided high speed internet connectivity capable of handling live streaming of videos. There will also be facility for projection and audio system for better viewing of the facts. The project will come up at a cost of Rs 100 crore. “This is one of the dream projects of the Chief Minister Mamata Banerjee,” said Dr Mitra.

Explaining the usefulness of the project, Dr Mitra said that a student in a village does not get the opportunity to interact with an expert in a particular subject from the city. However, with the introduction of the e-classrooms, he or she can even interact with educationists and experts from educational institutions abroad.

Partha Chatterjee, the state education minister, said that e-classrooms will be set up in 732 state-aided universities and government colleges and 2000 secondary schools in the first phase. There will be two e-classes in every institution.

 

The image is representative

WB CM announces free school shoes for primary students

After bicycles for school students, it’s shoes. Chief Minister Mamata Banerjee played Santa Claus on Tuesday when she spotted some school students without shoes, on her way from Burdwan to Bolpur.

She immediately called education minister Partha Chatterjee and asked him to arrange for shoes to primary school students in a week. The state government has been distributing free books to students and recently announced that Madhyamik students would receive free test papers.

The state has 100 per cent mid-day meal coverage and has achieved 99% coverage of toilets in schools already.

School infrastructure has grown apace during the last few years. A lot of new schools (primary, upper primary), integrated schools (class 1 to 12) and model schools in backward blocks have been taken up.

Gaps in infrastructure have been filled by construction of Additional Class Rooms, Toilets, Separate Girls’ Toilets and Drinking Water facilities. Hostels especially for Girls students in Jangalmahal area have been built as a special initiative of the Government.

 

Image: File Photo

 

প্রাথমিকের ছাত্রছাত্রীদের বিনামূল্যে জুতো দেবে রাজ্য সরকার

সাইকেলের পর এবার বিনামূল্যে ছাত্রছাত্রীদের জুতো দেবে রাজ্য সরকার। মঙ্গলবার পানাগড়ের ওপর দিয়ে যাওয়ার সময় মুখ্যমন্ত্রী লক্ষ্য করেন যে কিছু স্কুল পড়ুয়াদের পায়ে জুতো নেই।

সঙ্গে সঙ্গে তিনি শিক্ষামন্ত্রীকে ফোন করে নির্দেশ দেন এক সপ্তাহের মধ্যে প্রাথমিকের স্কুল পড়ুয়াদের জন্যও জুতোর ব্যবস্থা করার। ইতিমধ্যেই রাজ্য সরকার স্কুল পড়ুয়াদের জন্যও বিনামূল্যে বইয়ের ব্যবস্থা করেছে এবং কয়েকদিন আগেই ঘোষিত হয়েছে যে মাধ্যমিক ছাত্রছাত্রীদেরও এখন থেকে বিনামূল্যে টেস্টপেপার দেওয়া হবে।

প্রতিটি বিদ্যালয়ে মিড ডে মিলে ১০০ শতাংশ পরিষেবা দিতে সক্ষম হয়েছে রাজ্য সরকার এবং প্রতিটি বিদ্যালয়ে শৌচাগার তৈরির কাজেও ৯৯ শতাংশ সফল হয়েছে রাজ্য সরকার।

গত ৪ বছরে স্কুল পরিকাঠামো তৈরির কাজ জোর কদমে শুরু হয়েছে। পিছিয়ে পরা এলাকা গুলিতে প্রচুর প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং মডেল স্কুল তৈরি হয়েছে।

জঙ্গলমহল এলাকায় মেয়েদের হস্টেল তৈরি রাজ্য সরকারের একটি মহান পদক্ষেপ।

 

Teachers and students will take Bengal forward: WB CM at Shiksha Ratna ceremony

West Bengal Chief Minister Mamata Banerjee today said that teachers, students and youths will steer Bengal on the path of progress in future.

She was speaking at the Shaiksha Ratna award ceremony where felicitated one hundred teachers from across the state and awarded 42 schools.

The government launched the Shiksha Ratna awards for school teachers in 2013.

Speaking on the occasion, WB CM said, “Mothers give birth. Teachers instill values and education. Teachers take lessons from the past, educate the present and shape the future.”

She reiterated that her government was committed to developing Bengal as an educational hub. “14 new universities and 45 new colleges have been set up in Bengal in the last four years. 67 model schools have been set up, several schools upgraded,” she said.

“We started Kanyashree scheme for empowerment of girls. 27 girls have been registered. We are proud of them,” WB CM added.

Highlighting that Bengal has 100% coverage of mid-day meals in schools, she said, “Till 2011 there were only 1300 medical seats in Bengal. We added 1400 new seats in four years.”

The Chief Minister also talked about the success of Bengal in Nirmal Bharat scheme and Swachh Vidyalaya initiative.

Mamata Banerjee had earlier tweeted:

Sabuj Sathi – Bengal Govt’s new scheme for students

During one of her district tours, a young boy had asked West Bengal Chief Mamata Banerjee: “I study in school; if girls can get bicycles for travelling to schools, why can’t boys?”

This had planted a seed in her head. The thought has at last led to a happy conclusion: ‘Sabuj Sathi’ – a project wherein all school-going children in West Bengal are going to be gifted bicycles by the State Government. The Finance Department has already sanctioned the money; the distribution via schools is going to start soon.

This beautiful name for the project came to the Chief Minister’s mind while on her way from Darjeeling to Bagdogra Airport. The rain-drenched sylvan mountains piqued her creativity; she began penning poems for children. Thus was born the name ‘Sabuj Sathi’ – ‘Sabuj’, the word for ‘green’ also implies ‘children’ in Bengali, and ‘sathi’ means ‘companion’, hence ‘Sabuj Sathi’ or ‘children’s companion.’ The Chief Minister has created the logo for the project as well. It consists of a young boy running, with two spinning bicycle wheels alongside his legs.

One of the landmark schemes of the Trinamool Congress Government, led by Chief Minister Mamata Banerjee, has been that of distributing bicycles to girl students, so that they can travel safely. Now distributing bicycles is going to be extended to all students, marking another high in the State Government’s constant efforts towards improving the state of education.