More Bengal Govt scholarships for aspiring mountaineers

In a bid to encourage more youths to take interest in mountaineering and adventure sports, the Mamata Banerjee Government has decided to provide scholarships to more candidates for training at the Himalayan Mountaineering Institute (HMI) from this year.

This move complements the fact that as many as 20 mountaineers from Bengal have managed to reach the summit of Mount Everest after the new regime took over in the State. Only two mountaineers had achieved this during the 34-year rule of the erstwhile Left Front Government.

The State Youth Services and Sports Department has also increased the financial assistance granted for expeditions to mountains more than 8,000 metres high from Rs 5 lakh to Rs 7.5 lakh. From 2018 onwards, 150 candidates will be selected through trials for full State Government scholarships for undergoing basic and advanced training in mountaineering at the HMI.

The Youth Services and Sports Department has noted that, in the past six and a half years, the number of candidates aged between 18 and 35 years appearing for the trials and seeking selection for mountaineering training has increased.

The trial camps are mainly held at Durgapur, Siliguri and Kolkata. Last year, more than 500 aspirants had turned up for the trials, and this is expected to go up in the coming year. The process of selection of candidates for scholarships will start in November.

Both men and women candidates need to pass a set of tests to get selected for the scholarship and be eligible for the basic and advanced training at HMI. The selected youths are sent in batches for training, which continues round-the-year.

 

পর্বতারোহণ ও অ্যাডভেঞ্চার স্পোর্টসে জোর রাজ্যের

পর্বতারোহণ ও অ্যাডভেঞ্চার স্পোর্টসে মানুষকে উৎসাহিত করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে ২০১৮ সাল থেকে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইন্সটিটিউটে প্রশিক্ষণের জন্য আরও বেশী সংখ্যক মানুষকে বৃত্তি দেওয়া হবে।

বাম আমলে যেখানে রাজ্য থেকে মাত্র ২ জন পর্বতারোহী এভারেস্ট শৃঙ্গ জয় করেছিল, রাজ্যে পালাবদলের পর সরকারের তরফে বিভিন্ন সাহায্য পাওয়ার ফলে এই ক’বছরে ২০ জন পর্বতারোহী এভারেস্ট শৃঙ্গ জয় করেছে।

পাশাপাশি, রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর ৮০০০ মিটারের বেশী উচ্চতার পর্বতারোহণে আর্থিক অনুদান ৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৭.৫ লক্ষ টাকা করেছে।

২০১৮ সাল থেকে পরীক্ষার মাধ্যমে ১৫০ জনকে নির্বাচিত করা হবে যারা রাজ্য সরকারের তরফ থেকে বৃত্তি পাবে যাতে তারা বেসিক ও অ্যাডভান্সড ট্রেনিং নিতে পারে। ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর, ৭০ থেকে ৮০ জন পর্বতারোহীকে বৃত্তি দেওয়া হয়েছে, যার মধ্যে ১৮ থেকে ৩৫ বছর বয়সী মানুষের সংখ্যাই অধিক।

দুর্গাপুর, শিলিগুড়ি ও কোলকাতাতে ট্রায়াল ক্যাম্প করা হবে। গত বছর ৫০০ জন উৎসাহী ট্রায়াল ক্যাম্পে যান; এবছর এই সংখ্যা বাড়বে বলে আশা করা হচ্ছে। বাছাইয়ের প্রক্রিয়া শুরু হবে আগামী নভেম্বর মাসে। এই বেসিক ও অ্যাডভান্সড ট্রেনিং-এর জন্য নির্বাচিত হতে গেলে সবাইকেই ( পুরুষ ও মহিলা) কয়েকটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ।

এই বাছাই করা উৎসাহীদের ব্যাচে ব্যাচে ভাগ করে সারা বছর ধরে প্রশিক্ষণের জন্য পাঠানো হবে।

 

 

Bengal will not tolerate any discrimination: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today said that the State won’t tolerate any discrimination regarding funds from the Centre.

She demanded to know why the Centre has stopped funds for Backward Regions Grant Fund (BRGF) and development in Left Wing Extremism affected areas. She said that while Bengal has 88 fast-track courts and 45 women’s police stations, Gujarat has zero fast track courts. Yet, Centre allocated Rs 400 crore to Gujarat while Bengal received nothing.

She said that banks are not sanctioning loans to self-help groups under Anandadhara scheme. Students are not getting money under Swami Vivekananda Means cum Merit Scholarship. She said banks cannot deprive people like this.

The Chief Minister also said that while the State has started a Rs 500 crore water supply project named ‘Jala Tirtha’, the Centre was yet to take any action regarding Ghatal Master Plan.

 

কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী

আজ আরও একবার কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন বাংলা কোনও রকম বঞ্চনা মেনে নেবে না।

পিছিয়ে পড়া এলাকার উন্নয়নের জন্য BRGF এর টাকা কেন বন্ধ করে দিয়েছে কেন্দ্র সেই প্রশ্নও করেন মুখ্যমন্ত্রী।

তিনি জানান, “বাংলায় ৮৮টি ফাস্ট ট্র্যাক কোর্ট রয়েছে, গুজরাতে শূন্য। অথচ গুজরাতের জন্য বরাদ্দ অর্থের পরিমাণ ৪০০ কোটি টাকা আর বাংলার জন্য কিছু নেই”।

তিনি আরও বলেন আনন্দধারা প্রকল্পে স্বনির্ভর গোষ্ঠীর লোকেদের ঋণ দিচ্ছে না ব্যাঙ্ক। স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ পাচ্ছে না ছাত্রছাত্রীরা

মুখ্যমন্ত্রী জানান, রাজ্য ৫০০ কোটি টাকা জল তীর্থনামে একটি জল সরবরাহ প্রকল্প চালু করেছে। অথচ ঘাটাল মাস্টার প্ল্যানএর জন্য কিছু করেনি কেন্দ্র।

 

Kalyan Banerjee on the issue of scholarships for minority students

It is a matter of great concern that primarily a large number of minority students have still not received Pre-Matric/Post-Matric/Merit-cum-Means scholarship for the year 2015-16. State Government has been kept in dark. No information has been given. Sir, students are not in a position to apply due to portal connectivity problems in many areas. Four lakh students are not in a position to make the applications. These portals are regaled with all technical glitches. Sir, I want to urge the Centre that all State governments must be permitted to opt out of the National Scholarship Portal and be empowered to disburse these scholarships to minority students electronically thrugh DBT or it’s appropriate backward links to NSP. Our Chief Minister has informed the Hon’ble Prime Minister but no steps have been taken.