Bengal CM bats for formation of Scheduled Caste Advisory Council

For all-round development of the Scheduled Caste community, the state government is all set to form a Scheduled Caste Advisory Council on the lines of the existing Tribal Advisory Council (TAC).

During her north Bengal tour, Chief Minister Mamata Banerjee arrived at the Bagdogra Airport on Monday and headed for Jalpaiguri where she attended a meeting of the Tribal Advisory Council.

“There is a large Scheduled Caste population in our state which includes 30 lakh SC students. We have to give impetus to their development,” she said while addressing media after the meeting.

“The state is also preparing a dictionary in Ol Chiki script for the Santhal community. The dictionary will be completed within a month. We are giving a lot of stress in preserving and uplifting the unique culture, language and scripts of different tribal communities. We are trying to impart education to these communities in their own languages,” announced the CM.

“We want to increase the monthly stipend for SC students, which is Rs 400 at present. However, the Centre is not cooperating with us. Earlier, a Union minister had assured that they would ensure the opening of seven closed tea gardens in Dooars. Till date, they have not done anything in this regard. On the other hand, we are implementing different schemes for the benefit of the workers in these closed tea gardens,” Mamata Banerjee said.

The Chief Minister welcomed the Supreme Court verdict on Aadhaar Card.  “The Centre should first ensure that all citizens get their Aadhaar cards and then only issue such diktats. How can they say that citizens will not get pension or cannot withdraw their own money without Aadhaar cards,” she added.

 

তফসিলি জাতির জন্য উপদেষ্টা পর্ষদ গঠনের ভাবনা মুখ্যমন্ত্রীর

আদিবাসীদের উন্নয়নের লক্ষ্যে আদিবাসী উন্নয়ন বোর্ড গঠনের পরে এবার তফসিলি জাতির উন্নয়নের লক্ষ্যে নতুন বোর্ড গঠন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার জলপাইগুড়িতে পূর্ত দপ্তরের বাংলোতে আদিবাসী উন্নয়ন পরিষদের সদস্যদের নিয়ে বৈঠকে বসেন। দীর্ঘ প্রায় দুঘণ্টার বৈঠকের পরে মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনও করেন।

মুখ্যমন্ত্রী বলেন, আদিবাসী উন্নয়ন পরিষদ গঠনের পরে যে সমস্ত প্রস্তাব গ্রহণ করা হয়েছিল তা সবটাই করা হয়েছে। তিনি এও বলেন, গোটা রাজ্যে মত ৬৬টি তফসিলি জাতির জন্য সংরক্ষণের আসন রয়েছে। তাই স্বাভাবিক ভাবে তফসিলিদের উন্নয়নের গুরুত্ব বুঝে এবার নতুন করে তফসিলি জাতি অ্যাডভাইজারি কমিটি গঠন করা হবে। এই কমিটির সদস্যরা বিভিন্ন প্রস্তাব হাতে নিয়ে রাজ্যজুড়ে উন্নয়নমূলক কাজ করবে। এ ছাড়াও গোটা রাজ্যে প্রায় ৩০ লক্ষ তফসিলি জাতির ছাত্র-ছাত্রী রয়েছে। যাদের শিক্ষার উন্নয়নের জন্য প্রতি মাসে ৭০০ টাকা করে স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। এ ছাড়াও প্রতি সপ্তাহের শনিবার ও রবিবার তাদের বিনামুল্যে প্রশিক্ষণের ব্যাবস্থাও করা হয়েছে।

এ ছাড়াও আদিবাসীদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, অনেক আদিবাসীই অলচিকি ভাষা ভালবাসেন। তাই তাদের কথা ভেবে অলচিকি ও কুরুক ভাষা সহ আরও কিছু ভাষা নিয়ে নতুন পদক্ষেপ গ্রহণ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। অলচিকি ভাষাকে পাবলিক সার্ভিস কমিশনে এ ও বি গ্রেডে স্বীকৃতি দেওয়া হয়েছে বলেও এদিন তিনি জানান।

অন্যদিকে চা বাগানের বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রের এক মন্ত্রী মহাশয় ডুয়ার্সে গিয়ে সাতটি চা বাগান অধিগ্রহণ করার কথা বলেছিলেন। কিন্তু সে সব চা বাগান নিয়ে কেন্দ্র কোনও পদক্ষেপ গ্রহণ করেনি। তবে রাজ্য সরকার যে পদক্ষেপ নিয়েছে তাতে আগামী ৪ তারিখে একটি চা বাগান খুলতে চলেছে। উল্লেখ্য কিছুদিন আগেই শ্রম দপ্তরের বৈঠকে কালচিনি চা বাগান খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

Govt initiatives to issue caste certificates to turn life around for backward classes

The State Government initiatives to issue caste certificates to, along with the projects taken up for, people from SC, ST and OBC communities have created a major change in their lives. People belonging to such communities require caste certificates to get the benefits they are entitled to.

After coming to power in 2011, Chief Minister Mamata Banerjee ensured that there was no politics over the issuing of caste certificates.

From calendar years 2006 to 2010, during the Left Front rule, 13,58,883 certificates were issued to the SC, ST and OBC communities. In contrast, from calendar years 2011 to 2015, 89,85,614 certificates in total were issued, which is a massive improvement.

Hence, under the Trinamool Congress Government, the numbers have improved substantially.

In 2016, till June 17, 17,275 ST people, and 1,89,282 SC and OBC people, that is, a total of 2,06,557 have already got caste certificates.

These certificates have changed their lives. The jobs of kendu leaf collectors have been assured and they are getting pension on attaining 60 years of age. If they are injured during work they are getting accident benefits. These people come from society’s poorest of the poor.

SC and ST students are given coaching free of cost in Delhi to appear for the Civil ServiceExamination conducted by the Union Public Service Commission (UPSC). An Eklavya model school, run by the Ramakrishna Mission, has been set up at Jhargram in the Jangalmahal region to impart education to ST students.

A senior official of the Backward Classes Welfare Department said that changes in the lives of SC, ST and OBC people that have taken place in the past five years were remarkable, with more schemes coming for them are in the future.

 

 

Adapted from an article published in Millennium Post on July 15, 2016

 

অনগ্রসর শ্রেণীর জীবনযাত্রার মান উন্নত করার জন্য জাতি শংসাপত্র চালু করার উদ্যোগ সরকারের

রাজ্য সরকারের উদ্যোগের এসসি, এসটি এবং ওবিসি লোকেদের নিয়ে তাদের জীবনে একটি বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। রাজ্য সরকারের উদ্যোগে তারা এখন জাতি শংসাপত্র পেতে চলেছেন। তাদের প্রাপ্য সুযোগ সুবিধা দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।

২০১১ সালে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত করেন যে  জাতি শংসাপত্র নিয়ে কোন রাজনীতি নয়।

২০০৬ থেকে ২০১০ সালের মধ্যে, বামফ্রন্টের রাজত্যকালে, ১৩,৫৮,৮৮৩ সার্টিফিকেট এস সি, এস টি এবং ও বি সি শ্রেণীর মধ্যে বিতরন করা হয়েছিল। তুলনায়, ২০১১ থেকে ২০১৫ সালের মধ্যে ৮৯,৮৫,৬১৪ সার্টিফিকেট বিতরন করা হয়েছে।

সুতরাং, তৃণমূল কংগ্রেস সরকারের আমলে এক বিশাল পরিবর্তন লক্ষ্য করা যায়।

২০১৬ সালের ১৭ জুন পর্যন্ত, ১৭,২৭৫জন তপশিলি উপজাতির মানুষ এবং ১৮৯,২৮২জন তপশিলি জাতি্র ও ওবিসি জাতির মানুষ, অর্থাত সব মিলিয়ে ২,০৬,৫৫৭জন, সার্টিফিকেট পেয়েছেন।

এই সার্টিফিকেট তাদের জীবনকে পুরোপুরি বদলে দিয়েছে। কেন্দু পাতা সংগ্রহকারিদের জীবিকা সুনিশ্চিত করেছে এবং এখন তাঁরা ৬০ বছর বয়সের পর থেকে পেনশন পাবেন। কাজ করতে গিয়ে যদি তারা আহত হন তাহলে তারা অ্যাক্সিডেন্ট বেনিফিটও পাবেন।

তফসিলি জাতি ও উপজাতিদের শিক্ষার্থীদের দিল্লিতে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক পরিচালিত সিভিল সার্ভিস পরীক্ষার জন্য বিনামূল্যে কোচিং দেওয়া হচ্ছে।

জঙ্গলমহলের  ঝাড়গ্রামে তফসিলি  উপজাতি ছাত্রদের শিক্ষাদান করতে রামকৃষ্ণ মিশন কর্তৃক পরিচালিত একলব্য মডেল স্কুল স্থাপন করা হয়েছে।

অনগ্রসর উন্নয়ন দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, তপশিলি জাতি, উপজাতি এবং ওবিসি মানুষের জীবনে যে গত পাঁচ বছরে অভূতপূর্ব পরিবর্তন হয়েছে এবং ভবিষ্যতেও তাদের জন্য একাধিক উন্নয়নমূলক স্কীম চালু হবে।

Follow Bengal model for social justice: Derek in RS

Initiating a discussion on the working of the Ministry of Social Justice and Empowerment in the Rajya Sabha today, Leader of the party in the House, Derek O’Brien cited several instances where Bengal has achieved milestones in social justice and empowerment. Derek urged the government to move away from the mentality of distributing scholarships and opening hostels and urged them to double the budget of the ministry.

Slamming the government for not utilising even a penny of the budget for the liberation of the manual scavengers, Derek cited the example of Nadia becoming the No. 1 district in India in the construction of toilets. He also highlighted that West Bengal has constituted a Transgender Development Board.

Derek called for a grey revolution for the welfare of senior citizens. He asked the government to take a fresh look at the National Policy for Senior Citizens, 2011 and bring a Bill aimed at their welfare.

Regarding the development of scheduled castes, Derek highlighted the Sikkhashree scheme by West Bengal government wherein SC students receive scholarships for studies. He also took pride in the fact that 56% of the land pattas distributed by West Bengal government went to scheduled castes.

Derek O’Brien also included minorities and women in the scope of today’s discussion for empowerment and social justice. He highlighted that Trinamool Congress has 36% women MPs in Lok Sabha even when there is a debate going on over 33% reservation. He announced in the Rajya Sabha that 46% councillors in Kolkata Municipal Corporation are women.

Click here for the full transcript

Ahmed Hassan speaks on the Constitution (Scheduled Castes) Orders (Amendment) Bill, 2014 | Transcript

The whole process of reservation for scheduled castes (SC) and including them in the list has a long history. Gandhiji devoted his whole life for the untouchables’ right to enter temples. Our Constitution eliminated untouchability from the country. The main drafting was done by Dr Babasaheb Ambedkar who was a champion of SCs, and then for the first time reservation was included.

  • This Bill seeks to amend the Constitution (Scheduled Castes) Order, 1950 and the Constitution (Dadra and Nagar Haveli) Scheduled Castes Order, 1962.

 

  • It adds new communities to the list of scheduled castes in Haryana, Karnataka, Odisha, and Dadra and Nagar Haveli. It updates the name Uttaranchal to Uttarakhand in this list.

 

The socio-economic and caste surveys being conducted by the Ministry of Rural Development and the Ministry of Urban Development must be completed at the earliest so that the Government can easily determine which communities should be included or excluded from the list of scheduled castes. This has also been recommended by the Standing Committee.

The Committee also pointed out that while several new communities have been added to the list of scheduled castes, the percentage of reservation has remained the same. The government must revisit its reservation policy.

In West Bengal, Chief Minister Mamata Banerjee has started a new scheme called Sikshashree, aimed at the social upliftment of SCs, STs and OBCs by providing financial assistance to students of classes V-VIII. The West Bengal Government has distributed 9.5 lakh caste certificates in 2013 alone, whereas the previous government had distributed 8.11 lakh caste certificates in 2009 and 2010 combined. In the last three years, the Bengal government has extended the facility of scholarships to almost 84 lakh students belonging to SCs, STs and other backward classes.

Welfare of SCs, STs and other backward classes is an affirmative action taken by the State to remove the persistent or present, and continuing, effects of past discrimination on particular segments of society. I would ask the Government to re-look at the funds allocated for this cause.