International Children’s Film Festival begins today

Seventh Kolkata International Children’s Film Festival begins today. The festival will continue till January 27. Child actor Kusmit Gill (of Sniff) and the two child actors Noor Islam and Samiul Islam (of Sahaj Pather Goppo) will inaugurate the festival. ‘Sniff’ will be the inaugural film.

Adventure is the theme of this year’s festival. 200 films from 32 nations will be screened. Some of the films to be screened include: Coco, Boss Baby, Jumanji, Amazon Obhijaan, Twenty Thousand Leagues Under The Sea, Toy Story 3.

A new section this year is “Celebrity Choice”. Favourite films of famous personalities – Sandip Ray, Prosenjit Chatterjee, Shirshendu Mukherjee, Gautam Ghose, Lopamudra Mitra and others – will be screened. Tributes will be paid to Shashi Kapoor and Partha Mukhopadhyay. There will be exhibitions on Feluda and Satyajit Ray.

The films will be screened at Nandan 1, 2, 3, Rabindra Sadan, Nazrul Tirtha, Star Theatre, Ahindra Mancha. Cultural performances will be held at Rabindra Sadan. Quiz competition for children will be held on January 23. The closing film of the festival is ‘Feluda: Fifty Years of Ray’s Detective’ directed by Sagnik Chatterjee.

 

আজ শুরু হচ্ছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব

সপ্তম কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে আজ থেকে নন্দন ১-‌এ। চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত। এবারের উৎসবের উদ্বোধন করবেন ‘‌স্নিফ’‌-‌এর শিশুশিল্পী কুস্মিত গিল ও ‘‌সহজপাঠের গপ্পো’‌–‌‌এর দুই শিশু অভিনেতা নুর ইসলাম এবং সামিউল আলম। এবারের শিশু চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি অমল গুপ্তের ‘স্নিফ‌’।

এবারের উৎসবের থিম ‘‌অ্যাডভেঞ্চার’‌‌। দেখানো হবে ৩২টি দেশের ২০০টি চলচ্চিত্র। অ্যাডভেঞ্চার ছবিগুলোর মধ্যে ‘কোকো‌’‌, ‘বস বেদী‌’‌, ‘‌জুমানজি’‌, ‘আমাজন অভিযান‌’‌, ‘টোয়েন্টি থাউজ্যান্ড লিগ আন্ডার দ্য সি‌’‌, ‘টয় স্টোরি ৩‌’‌–‌‌এর মতো বিখ্যাত ছবিগুলি রয়েছে।

এবারের নতুন সংযোজন ‘‌সেলিব্রিটি চয়েস’‌। বিখ্যাত ব্যক্তিদের ছোটবেলার প্রিয় ছবিগুলি এই বিভাগে স্থান পেয়েছে। তালিকায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সন্দীপ রায়, গৌতম ঘোষ, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, লোপামুদ্রা মিত্রের মতো বিখ্যাত ব্যক্তিত্বরা।

এবারের উৎসবে সদ্যপ্রয়াত দুই শিল্পী শশী কাপুর এবং পার্থ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানানো হবে তাঁদের অভিনীত ছবি দেখিয়ে। এবারের উৎসবে ফেলুদাকে নিয়ে একটি প্রদর্শনী ‘‌ফেলুদা সরগরম’‌ উদ্বোধন হবে একই দিনে বিকেল ৪টেয় গগনেন্দ্র প্রদর্শশালায়। এবারের উৎসবের স্মারকপুস্তিকা সত্যজিৎ রায়কে নিয়ে ‘সত্যজিৎ একাই ১০০‌’‌। সম্পাদনা করেছেন সন্দীপ রায়।

এবারের উৎসবে নন্দন ১, ২, ৩, রবীন্দ্রসদন, শিশির মঞ্চ, রবীন্দ্রতীর্থ, স্টার থিয়েটার, অহীন্দ্র মঞ্চে ছবিগুলি দেখানো হবে। এছাড়াও প্রতিদিন রবীন্দ্র সদন প্রাঙ্গণে একতারা মঞ্চে চলবে শিশু–‌‌কিশোরদের আড্ডা। ২৩ জানুয়ারি এই মঞ্চে থাকছে সিনেমা নিয়ে কুইজ। এবারের উৎসবে সমাপ্তি ছবি সাগ্নিক চট্টোপাধ্যায় পরিচালিত ‘ফেলুদা, ফিফটি ইয়ার্স অফ রে’‌স ডিটেকটিভ’‌।‌‌

Image is representative

 

Theme park dedicated to Satyajit Ray’s ‘Sonar Kella’ comes up in Newtown

Sonar Kella Udyan, a theme park dedicated to one of Satyajit Ray’s masterpieces, Sonar Kella has been recently inaugurated in Newtown in Kolkata.

Scenes from the film have been recreated at the park. The famous desert scene where Feluda, his nephew, Topshe and writer-friend Jatayu are crossing the desert on camel-back has been recreated with the help of models.

Then, there are models of cacti, associated with Jayatu’s famous question to Feluda on whether camels eat cacti after segregating thorns. There are date palm trees, wall paintings depicting some scenes from the film and many more things.

The desert of Rajasthan has been created impeccably.

 

সত্যজিৎ রায়ের ‘সোনার কেল্লার’ আদলে থিম পার্ক নিউটাউনে

জোয় শহরের বিভিন্ন মণ্ডপে নানা থিম দেখে অভ্যস্ত মানুষ। তবে সে তো মাত্র চার দিনের দৃষ্টিসুখ। বছরভরই তেমন থিমের আনন্দ মিলবে নিউ টাউনে। সৌজন্যে, নিউ টাউন কলকাতা ডেভলপমেন্ট অথরিটি (এনকেডিএ)।

সংস্থাটি ওই অঞ্চলের সব ক’টি উদ্যানে সৌন্দর্যায়নের প্রকল্প হাতে নিয়েছে। বাগানগুলোকে মানুষের চোখে আকর্ষণীয় করে তুলতেই এই থিমের ভাবনা। শিশু অথবা বয়স্কদের পার্কগুলিকে এক এক রকম থিমে সাজিয়ে তোলার কাজ শুরুও হয়েছে।

শনিবার বিকেলে তেমনই একটি থিম-পার্কের সূচনা করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। নিউটাউনের বিএ ব্লকের পার্কের থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে বিখ্যাত ছবি ‘সোনার কেল্লা’। সত্যজিৎ রায় পরিচালিত ওই ছবির কিছু দৃশ্য হাজির হয়েছে উদ্যানে।

পাঁচিলের গায়ে ফুটে উঠেছে সিনেমার নানা কিংবদন্তি হয়ে যাওয়া দৃশ্য। ছবিতে, ভাস্কর্যে পার্ক জুড়ে বিখ্যাত ফেলু-তোপসে-জটায়ু ত্রয়ীর দেখা মিলছে। ‘সোনার কেল্লা’র সেই রাজস্থানি মরুভূমির আবহ জীবন্ত করে তুলতে সওয়ারি-সহ উটের মূর্তিও বসেছে। শুধু চলচ্চিত্রের অনুকরণেই ভাস্কর্য বা ছবি নয়, পার্কে বসার জন্য মানানসই প্যাগোডাও থাকছে।

আশা করাই যায়, নিউ টাউনের পাশাপাশি শহরের অন্যান্য এলাকার মানুষের কাছেও পার্কগুলির আকর্ষণ বাড়াবে থিমের ব্যবহার।