The West Bengal Government, under the aegis of Chief Minister Mamata Banerjee, has launched an acting training project called ‘Swabalamban Special.’ It was launched today by Dr Sashi Panja, Minister of State, Women Development & Social Welfare, and Child Development.
It is meant to give sex workers a means to become self-sufficient, by giving them acting lessons and making them employable in the entertainment industry. The project is being run by West Bengal Women Development Undertaking, which promotes entrepreneurship and self-employment among women.
This would run concurrently with another pet project of the Chief Minister, Muktir Alo (‘Light of Freedom’). This is a project to train female sex workers in vocational skills and provide financial assistance for starting small-scale business ventures. During the course of a nine-month-long training, they get free stay and food at state-run welfare homes, besides a monthly stipend. If they wish to set up a business after the training, the women are provided with a start-up capital of Rs 25,000.
“স্বাবলম্বন স্পেশাল” – যৌন কর্মীদের পাশে রাজ্য সরকার
মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় একটি অভিনয় প্রশিক্ষণ প্রকল্প “স্বাবলম্বন স্পেশাল” এর উদ্বোধন করলেন শিশু বিকাশ, নারী উন্নয়ন ও সমাজ কল্যাণ বিভাগের মাননীয়া মন্ত্রী ডাঃ শশী পাঁজা।
পশ্চিমবঙ্গ নারী কল্যাণ বিভাগের উদ্যোগে তৈরি হয়েছে এই প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে স্বাবলম্বী করা হবে, তাদেরকে অভিনয় প্রশিক্ষণ দেওয়া হবে।
এর আগেই যৌন কর্মীদের জন্যও আর একটি প্রকল্প শুরু হয়েছে যার নাম ‘মুক্তির আলো’। এর মাধ্যমে এইসব কর্মীদের আর্থিক সাহায্য দেবে রাজ্য সরকার যাতে তারা ছোট ও মাঝারি ব্যবসা শুরু করতে পারে। এর মাধ্যমে তাদের ৯ মাসের একটি প্রশিক্ষণ দেওয়া হবে মাসিক স্টাইপেণ্ড দেওয়া হবে এবং প্রশিক্ষণ শেষ হওয়ার পর তারা যদি কোন ব্যবসা শুরু করতে চায় সেক্ষেত্রে ২৫০০০ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেবে রাজ্য সরকার।