Manufacturing sanitary napkins empowering women in Dakshin Dinajpur

Women from the Alo self-help group in the district of Dakshin Dinajpur are achieving economic self-sufficiency through the manufacturing of sanitary napkins. The district Health Department is leading the project.

The department has already placed orders for 90,000 sanitary napkins. The State Government organisation, Manjusha is also packaging these napkins.

At Rs 4 per piece, the product is affordable for everyone. Add to that the superior quality, and you have a very good product.

The women from the group are earning well. In fact, so much have the sales been that Alo has opened accounts with cooperative banks at three places in the district.

Alo’s sanitary napkin has already made a name for itself in the district. The same goes for its pickles, tomato sauce and other products. Shops across the district are selling them, alongside well-known branded products.

Source: News18 Bangla

Bengal Govt to install sanitary napkin vending machines in 69 women’s institutions

The Bengal Government has decided to install sanitary napkin vending machines along with incinerators for proper disposal in 69 women-specific educational institutions in the State. Of the 69, 68 are colleges and the other is the Diamond Harbour Women’s University.

The State Higher Education Department would be implementing the programme. The monetary sanction for this was recently granted by the Finance Department.

The setup in each institution would cost Rs 65,696. The total amount to be spent on the machines is approximately Rs 45.33 lakh.

As per the notice issued by the Higher Education Department, approximately 1.07 lakh female students, teachers and other personnel would be benefited through the deployment of these machines.

 

৬৯টি মহিলা কলেজে বসছে স্যানিটারি ন্যাপকিনের মেশিন

৬৯টি কলেজে স্যানিটারি ন্যাপকিনের মেশিন বসানোর জন্য ৪৫ লক্ষের বেশি টাকা বরাদ্দ করল শিক্ষা দপ্তর। এই তালিকায় আছে একটি বিশ্ববিদ্যালয়ও। সেটি হল ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়।

উল্লেখ্য, পুরোপুরি মহিলা কলেজ বা বিশ্ববিদ্যালয়কেই এই মেশিন বসানোর টাকা দেওয়া হবে।

এক বিজ্ঞপ্তি জারি করে দপ্তর জানিয়েছে, অর্থ দপ্তরের সম্মতি পাওয়ার পরই এই অর্থ বরাদ্দ করা হয়েছে।

কলেজ পিছু একটি মেশিন বসানোর খরচ পড়বে ৬৫ হাজার ৬৯৬ টাকা। ৬৯টির মধ্যে কলকাতায় রয়েছে ৩০টি কলেজ। সরকারি উদ্যোগে এমন মেশিন বসানোর উদ্যোগ এই প্রথম।

Bengal Govt to involve SHGs to manufacture low-cost sanitary napkins

Women in Purulia district have managed to destroy taboos related to the monthly cycle, through a project that aims at providing better sanitation and hygiene. It also allows some women to earn money. An SHG in Jaipur Purulia, has taken up the work of manufacturing sanitary napkins.
Last year in June, the District Rural Development Cell (DRDC) and UNICEF jointly mooted a proposal for a sanitary napkin production centre at Purulia to provide cheap sterilised napkins and advocacy on personal hygiene. The DRDC fulfilled the infrastructure requirements while UNICEF offered technical support. A pilot project was started in Jaipur in Purulia. ASHA workers have been roped in to distribute the end products.
Each month, the 30 women work on the two sterilisation machines to produce about 900 sanitary napkin packets. Besides retailing, the centre supplies napkins for hospitals, schools and SHGs.
A plan has been made to include the Kanyashree girls in the distribution list.

 

 

সস্তায় ন্যাপকিন তৈরী করবে স্বনির্ভর গোষ্ঠী

 

রাজ্য সরকার পুরুলিয়ার প্রত্যন্ত এলাকার গ্রামের মহিলাদের জন্য সস্তায় স্যানিটারি ন্যাপকিন তৈরীর প্রকল্প চালু করল। এবং এগুলি তৈরী করবে পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের মহিলারাই। এতে কর্মসংস্থান যেমন হবে, পাশাপাশি গ্রামের মহিলারা অত্যন্ত কম দামে নিরাপদ স্যানিটারি ন্যাপকিনও পাবে।
স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের ক্ষেত্রে এখনও উন্নত দেশগুলির মহিলাদের তুলনায় বেশ কিছুটা পিছিয়ে আমাদের দেশের মহিলারা। তাই, ন্যাপকিন ব্যবহারের ক্ষেত্রে মহিলাদের সচেতন করতে এগিয়ে এল জয়পুর সমবায় ও কৃষি উন্নয়ন সমিতি। এই ধরনের স্যানিটারি ন্যাপকিন বানানোর জন্য জয়পুর এলাকার বেশ কয়েকটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রশিক্ষণ দিয়ে নিজে হাতে নিরাপদ উপায়ে কীভাবে স্যানিটারি ন্যাপকিন তৈরী করবে, তা হাতে কলমে দেখানো হয়।
জয়পুর সমবায় দপ্তরের প্রশিক্ষণ ভবনে প্রাথমিকভাবে এই প্রকল্পের ‘পাইলট প্রোজেক্ট’ শুরু হয়েছে। প্রসঙ্গত, কয়েকদিন আগেই রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে রাজ্যের প্রতিটি এলাকায় আশা কর্মীদের মাধ্যমে মেয়েদের সস্তায় ভর্তুকিযুক্ত স্যানিটারি ন্যাপকিন বিলি করার প্রকল্প শুরু হয়েছে।
এই প্রকল্পে ভবিষ্যতে রাজ্য সরকারে ‘কন্যাশ্রী’ প্রকল্পে নাম লেখানো ছাত্রীদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা আছে।