Bengal Govt makes tight security arrangements for Under-17 World Cup

The Bengal Government has made tight security arrangements at the Vivekananda Yuba Bharati Krirangan (VYBK) for the FIFA Under-17 World Cup.

The stadium, refurbished at a huge cost, will host 10 matches, including the final, across six days. The first set of matches were held on October 8.

The security arrangements at a glance:

  • Stadium gates will be opened two hours before the matches
  • All tickets will be scanned before letting ticket-holders enter the stadium
  • Once a ticket-holder leaves the stadium, the person won’t be allowed in again
  • Spectators will not be allowed to carry bags, newspapers, cold drinks and bottles of water inside
  • Spectators will be allowed to carry raincoats
  • Women will be allowed to carry handbags inside
  • There will be 110 ticket-checking points, all of which will have doorframe metal detectors passing through which will be compulsory for spectators
  • Spectators will be allowed to carry in flags of countries they are supporting but no sticks or stick-like objects will be allowed
  • To avoid any confusion, the tickets for all the six days (10 matches) are of different colours
  • Only FIFA-approved vendors will sell drinking water at the stadium
  • State Government will distribute water pouches free of cost at the parking venue
  • Parking space for 2,600 cars is being provided
  • To avoid unnecessary congestion, quite a few areas have been marked as no-parking zones
  • The police have been trained in such a way that, if necessary, all 66,000 spectators can be evacuated within eight minutes
  • To secure the area, 260 CCTV cameras have been installed
  • A police control room has been opened inside the stadium
  • The Bidhannagar Police Commissionerate has tied up with two prominent hospitals in Salt Lake to admit any spectator who may need treatment
  • Smoking will be banned at the stadium premises

 

একনজরে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে নিরাপত্তা

অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপকে পাখির চোখ করে পুরো নিরাপত্তায় ঢেকে গেছে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন।

একনজরে দেখা যাকঃ-

  • খেলা শুরুর দু’ঘণ্টা আগে খোলা হবে স্টেডিয়ামের গেট।
  • ফিফা মনোনীত সংস্থা স্টেডিয়ামে জল বিক্রি করবে।
  • থাকছে ২৬০০ গাড়ির পার্কিং। পার্কিং এরিয়ায় বিনামূল্যে জল বিতরণ করবে রাজ্য সরকার।
  • বেশ কিছু অঞ্চল নো-পার্কিং জোন হিসেবে চিহ্নিত করা হবে।
  • প্রতিদিনের জন্য আলাদা আলাদা রঙের টিকিট।
  • স্টেডিয়ামে ঢোকার আগে প্রতিটি টিকিট স্ক্যান করা হবে।
  • একবার স্টেডিয়াম থেকে বেরিয়ে গেলে ওই টিকিট নিয়ে ফের স্টেডিয়ামে ঢোকা যাবে না।
  • মহিলারা ব্যাগ নিয়ে প্রবেশ করতে পারবেন।
  • থাকছে ১১০টা চেকিং পয়েন্ট। প্রবেশদ্বারে মেটাল ডিটেক্টর দিয়ে ঢুকতে হবে দর্শকদের।
  • পছন্দের দেশের পতাকা নিয়ে ঢোকা যাবে তবে লাঠি জাতীয় কিছু নিয়ে ঢোকা যাবে না।
  • কোনও দুর্ঘটনা ঘটলে ৬৬হাজার দর্শককে আট মিনিটের মধ্যে স্টেডিয়াম থেকে বাইরে বার করে আনতে পারবে পুলিশ কর্মী।
  • যুবভারতী চত্বরে ধূমপানও নিষেধ।
  • নিরাপত্তার জন্য ২৬০টি সিসি টিভি থাকছে। কন্ট্রোল রুম খোলা হচ্ছে স্টেডিয়ামের মধ্যেই।
  • কেউ অসুস্থ হয়ে পড়লে থাকছে চিকিৎসার ব্যবস্থা। সল্টলেকের দুটি হাসপাতালের সঙ্গে গাঁটছড়া বাঁধছে কমিশনারেট।
  • ব্যাগ, খবরের কাগজ, কোল্ড ড্রিঙ্কসের ও জলের বোতল নিয়ে প্রবেশ নিষেধ।
  • থাকছে স্টুয়ার্ট স্কোয়াড

 

Source; Sangbad Pratidin

 

World-class health facilities for U17 World Cup at Salt Lake Stadium

On the day the FIFA Under-17 World Cup was inaugurated, that is, October 6, a three-bedded critical care unit (CCU) was inaugurated at the Vivekananda Yuba Bharati Krirangan (VYBK). VYBK, popular as Salt Lake Stadium, is the venue of all the 10 matches to be held in Kolkata, including the final on October 28.

The CCU would have all necessary amenities and personnel like critical care specialists, nurses and health workers.

The health facilities for the World Cup at a glance:

· Critical care unit at the stadium

· Twenty beds at the Bidhannagar Subdivisional Stadium, five beds at Bidhannagar Matri Sadan and two emergency beds and five normal beds each at ILS, AMRI Salt Lake and Columbia Asia Hospital

· Five medical college hospitals in Kolkata and their blood banks on high alert

· FIFA Medical Emergency Bag kept at the stadium, which can keep a person alive for at least one hour

· Eight medical kiosks at eight places in the stadium run for spectators, by the State Government, manned by doctors and nurses

· Apollo Gleneagles Hospital’s Sideline Health Team and Players’ Health Unit for players on the ground

· At a maximum 20-minute distance, three advanced life support ambulances and nine basic life support ambulances run jointly by the State Government and Safe Life Foundation

· If the temperature inside the stadium crosses 32 degrees Celsius, players to get two-minute cooling break

 

বিশ্বকাপের কল্যাণে বিশ্বমানের স্বাস্থ্য ব্যবস্থা যুবভারতীতে

যুব হলেও, আখেরে বিশ্বকাপ ফুটবলই। তাই, খেলোয়াড়, ভিআইপি ও দর্শকদের জন্য মজুত স্বাস্থ্যব্যবস্থাও যাতে বিশ্বমানের হয়, তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার।

ফিফার নির্দেশিকা মেনে খাস বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গণে তাই একটি তিন শয্যার ক্রিটিক্যাল কেয়ার ইউনিট খুলে ফেলেছে স্বাস্থ্যভবন। জীবনদায়ী পরিষেবা দেওয়ার উপযোগী এই হেলথ ইউনিটটি বিশ্বকাপের উদ্বোধনের দিন খোলা হয়। ক্রিটিক্যাল কেয়ার স্পেশ্যালিস্টদের পাশাপাশি নার্স, স্বাস্থ্যকর্মী এবং যাবতীয় জরুরী পরিকাঠামো সেখানে বিশ্বকাপের শেষ পর্যন্ত মজুত থাকবে।

একনজরেঃ-

· বিধাননগর মহকুমা হাসপাতালে ২০টি, বিধাননগর মাতৃসদনে ৫টি এবং আইএলএস, সল্টলেক আমরি ও কলম্বিয়া এশিয়াতে ২টি করে এমার্জেন্সি শয্যা-সহ মোট ৫টি করে বেড সংরক্ষণ

· হাই অ্যালার্ট জারি করা হয়েছে কলকাতার ৫টি মেডিক্যাল কলেজ ও তাদের ব্লাডব্যাঙ্কগুলিকে

· ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী নিয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনের মধ্যেই থাকছে ৩ শয্যার একটি ক্রিটিক্যাল কেয়ার ইউনিট

· খেলা চলাকালীন মাঠেই থাকছে ‘ফিফা মেডিক্যাল ইমার্জেন্সি ব্যাগ’ যা দিয়ে অন্তত একঘণ্টা জীবনদায়ী পরিষেবা দেওয়া সম্ভব মুমূর্ষুকে

· খেলোয়াড়দের জন্য মাঠেই প্রস্তুত থাকবে অ্যাপোলো গ্লেনিগেলসের ‘সাইডলাইন হেলথ টিম’ ও ‘প্লেয়ার্স মেডিক্যাল ইউনিট’

· দর্শকদের জন্য স্টেডিয়ামের ৮ টি জায়গায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়ে মজুত থাকছে সরকারি মেডিক্যাল কিয়স্ক

· যুবভারতী ক্রীড়াঙ্গনের বাইরে সর্বোচ্চ ২০মিনিটের দূরত্বে থাকছে রাজ্য সরকার ও সেফ লাইফ ফাউন্ডেশনের মোট ৩টি অ্যাডভান্সড লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স ও ৯টি বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স

· খেলা চলাকালীন মাঠের তাপমাত্রা যদি ৩২ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যায়, তাহলে দু’মিনিটের কুলিং ব্রেক পাবে খেলোয়াড়রা

 

Source: Ei Samay

 

 

Bengal CM inaugurates the refurbished Vivekanada Yuba Bharati Krirangan

The refurbished Salt Lake Stadium, which will host the final of the Fifa U-17 World Cup, handed over to FIFA today by Bengal Chief Minister Mamata Banerjee.

Giving it a 10/10 rating, LOC tournament director Javier Ceppi said the revamped stadium is at par with any world-class venue that has hosted a Fifa World Cup final.

“If you ask me it looks like a museum, be the entrance or the inside. Or like the teams said it looks the lobby of a five-star hotel,” Ceppi said, thanking West Bengal Chief Minister Mamata Banerjee for getting the work done in two and half years’ time.

“They (West Bengal government) took the challenge. This stadium now can be compared to other stadiums in the world that have hosted a Fifa World Cup final.”

The revamp of the stadium, formally known as Vivekananda Yuva Bharati Krirangan, which was taken up on February 1, 2015, cost the West Bengal government more than Rs 100 crore.

 

আজ নবরূপে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হতে চলেছে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের ফাইনাল। আজ নবরূপে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।

স্থানীয় আয়োজক কমিটির ডিরেক্টর জাভিয়ার কেপি এই নতুন ক্রীড়াঙ্গনের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ফিফা বিশ্বকাপ ফাইনাল যে যে মাঠে খেলা হয়, এই মাঠটিও এখন সেই মানের।

রাজ্য সরকার ১০০ কোটি টাকা ব্যয়ে এই স্টেডিয়ামের সংস্কার করেছে। এত অল্প সময়ে মাঠকে নতুন ভাবে সাজিয়ে তোলার জন্য তিনি রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান।