Construction of bridge over Muriganga to begin this year

The Mamata Banerjee-led Bengal Government is undertaking yet another initiative to connect Sagar Island with the mainland. A 3-km long bridge over Muriganga river will be constructed soon. The DPR (detailed project report) is currently being prepared, and construction work will begin later this year.

The bridge will be built by the National Highway Infrastructure Development Corporation. The Public Works Department of the State will extend all help and cooperation.

Two approach roads (2-km long each) will be constructed on either side of the bridge. The entire length of the bridge – from Lot Number 8 till Kochuberia – will be around 5 km. The total cost of the project will be Rs 3,000 crore.

Normally, during high tide, it takes 5-6 hours to reach Sagar Island from Babu Ghat near Dharmatala. The journey takes much longer during low tide, as ferries or barges cannot navigate during that time. The bridge will bring down journey time to 3 hours.

 

মুড়িগঙ্গার ওপর সেতু তৈরীর কাজ শুরু এবছরেই

সাগরদ্বীপকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে মুড়িগঙ্গার ওপর ৩ কিঃমিঃ সেতু তৈরীর কাজের ডিপিআর তৈরীর কাজ শুরু হল। সেতু তৈরীর কাজ শুরু হবে এবছরেই। ন্যাশানাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এই নির্মাণের দায়িত্বে আছে। এই সংস্থাকে সবরকম সাহায্য করবে পূর্তদপ্তর।

এই সেতুর দুই মুখে অ্যাপ্রোচ রোড তৈরী হবে প্রায় ২ কিঃমিঃ। সব মিলিয়ে লট নাম্বার ৮ থেকে কচুবেড়িয়া পর্যন্ত সেতুর দৈর্ঘ্য হবে ৫ কিঃমিঃ। প্রকল্পে মোট খরচ হবে ৩০০০ কোটি টাকা। জোয়ারের সময় ধর্মতলা থেকে সাগর পৌঁছতে লাগে ৫/৬ ঘণ্টা, ভাঁটার সময় কোনও সময়ের ঠিক থাকে না। কারন ভাঁটার সময় বার্জ বা ফেরি কিছুই চলাচল করতে পারে না। এই সেতু তৈরী হলে সড়কপথে ধর্মতলা থেকে সাগর পৌঁছতে লাগবে ৩ ঘণ্টা।

Bengal Govt to launch new helicopter and plane services soon

The Bengal Government is soon going to launch helicopter and plane services across the state.

The new helicopter services will cover routes from Kolkata to Malda, Balurghat, Digha and Sagar Island for tourists every Sunday,Wednesday and Saturday. The services will however be suspended if government functions are scheduled on those days.

The tickets for Digha and Sagar Island have been priced at Rs 2,000 per person, for Malda at Rs 2,500 per person and for Balurghat at Rs 3,000 per person.

These announcements were made by the Transport Minister while replying to debates during the presentation of the budget for his Department. He also said that helicopter services would start from Kolkata to Santiniketan and Purulia.

Plane services would be introduced from Cooch Behar Airport. A double-engined nine-seater aircraft would be engaged for the purpose. The airports in Malda, Balurghat and Purulia would also be rebuilt/renovated.

 

কপ্টার , বিমান ভাড়া করছে রাজ্য সরকার

রাজ্য সরকার আরও একটি হেলিকপ্টার ভাড়া নিচ্ছে৷ কলকাতা-কোচবিহার রুটের জন্য ভাড়া নেওয়া হচ্ছে একটি বিমানও৷

পরিবহণমন্ত্রী পরিবহণ দপ্তরের ব্যায়বরাদ্দ নিয়ে বিতর্কের জবাবি ভাষণে বলেন, শীঘ্রই এই দুই পরিষেবা চালু হবে৷

বুধ, শনি ও রবিবার এই কপ্টার কলকাতা থেকে মালদহ, বালুরঘাট, দিঘা ও সাগরে পর্যটকদের নিয়ে যাওয়ার কাজে ব্যবহার করা হবে৷ তবে কোনও সরকারি কর্মসূচী থাকলে সেই পরিষেবা বন্ধ থাকবে৷

দিঘা ও সাগরে যাওয়া বা আসার জন্য মাথাপিছু ২ হাজার টাকা ভাড়া ধরা হয়েছে, মালদহ আড়াই হাজার টাকা, বালুরঘাটের ভাড়া তিন হাজার টাকা৷

পরিবহণমন্ত্রী বলেন, ‘কলকাতা থেকে পুরুলিয়া, শান্তিনিকেতনের মধ্যে হেলিকপ্টার পরিষেবা চালু করা হবে৷ এ ছাড়া কোচবিহার বিমানবন্দর চালু রাখতে ৯ আসন বিশিষ্ট ডবল ইঞ্জিনের বিমান চালানো হবে৷ টেন্ডার প্রক্রিয়া শেষ৷ মালদহ, বালুরঘাট এবং পুরুলিয়ার বিমানবন্দরগুলির পুনরুজ্জীবনের কাজ চলছে৷’

management

Tourism circuit based on Sagar Island

The State Government has decided to set a tourism circuit based on the Gangasagar Mela. During the six-and-a-half years of the Trinamool Congress Government, Sagar Island has seen unprecedented development.

From Bakkhali to Bhorsagar and Rupsagar on Gangasagar Island, via Fraserganj, is one long stretch of white beaches, and casuarina and mangrove forests, a region which has a lot of potential for tourism.

Already a lot of tourists arrive on Sagar Island during Gangasagar Mela. Now the idea is to ensure that tourists arrive all through the year.

Infrastructural facilities are already being built up. Tourist cottages with all facilities have been built on the island. The road from Kochuberia to Sagar Island is being four-laned. Besides, the Kapil Muni Ashram has been renovated.

গঙ্গাসাগর ঘিরে মুখ্যমন্ত্রীর পর্যটন প্যাকেজ পরিকল্পনা

শুধু তীর্থক্ষেত্র নয়, পর্যটনস্থল হিসেবেও সাগরদ্বীপকে বিশেষ অগ্রাধিকার দিতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বকখালি থেকে ভায়া ফ্রেজারগঞ্জ হয়ে গঙ্গাসাগরের ভোরসাগর আর রূপসাগর পর্যন্ত সাদাবালির যে সমুদ্রতট, বালিয়াড়ি, ঝাউবন আর ম্যানগ্রোভ জঙ্গল রয়েছে, তা নিয়ে পর্যটন প্যাকেজ তৈরি করার পরিকল্পনা মুখ্যমন্ত্রীর।
গঙ্গাসাগরে চার নম্বর রাস্তার কাছে পর্যটন দপ্তরের ‘কটেজ’গুলি পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। পাশাপাশি, সপার্ষদ বৈঠক করেন সাগরদ্বীপের পর্যটন পরিকাঠামো নিয়ে।

Source: Bartaman

16 satellite phones for Gangasagar Mela

To ensure uninterrupted connectivity during the Gangasagar Mela, even if there is any natural calamity, the State Government is equipping its officials with satellite phones.

Sixteen satellite phones will be given to the officers who will be on duty at critical locations. The phones will ensure communication is not jeopardized even if there is an earthquake or a tsunami, among other things.

According to senior official of the South 24 Parganas district administration, it is for the first time in the country that such technology is being used by a State Government for uninterrupted connectivity. The model, which is being tested now, is user-friendly too, with a smaller size.

Regarding connectivity, it should be mentioned that the State Government has another first to its credit too – Sagar Sanjog Scheme, for providing real-time information regarding the movement of transport facilities for people and vehicles too.

Around 60 giant LED screens will be placed at different points through which pilgrims will be updated about the timings and fare tariffs of trains, buses and ferries, tide timings, safety precautions, etc. The information will be provided in three languages – Hindi, Bengali and English – to facilitate the largest number of pilgrims.

The district administration is expecting a turnaround of 20 lakh pilgrims this year up from an estimated 15 lakh last year.

The pilgrim-carrying capacity of barges has been doubled this year by doubling the number of barges to four, which will ply from Lot 8 on the mainland to Kachuberia on Sagar Island.

For ensuring security through effective crowd management, the government has introduced a real-time monitoring system called Tirtha Sathi, using which all senior administrative and police officers can watch live footages of all the transit and other crucial points, relayed via CCTV cameras, on their mobile phones.

The administration is also laying special emphasis on beach cleaning and sanitation. The objective, said an official, is to ensure a fully clean and tidy beach.

 

সাগরমেলায় তীর্থযাত্রীদের নিরাপত্তায় এবার ১৬টি স্যাটেলাইট ফোন ব্যবহার করবে রাজ্য

তীর্থযাত্রীদের নিরাপদ ও সুষ্ঠু যাতায়াতের উপর নজরদারি চালাতে সাগরমেলার সময় এবার প্রথম হাইপ্রোফাইল স্যাটেলাইট ফোন ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চেষ্টার ফসল এই স্যাটেলাইট ফোন। তিনি চেয়েছেন, এবার মেলায় আগত তীর্থযাত্রীদের আসা ও যাওয়ার বিষয়টি সব দিক থেকে নিরাপদ করতে হবে। সেই কারণে মেলার আগে ও পরে পুরো বিষয়টির উপর নজরদারি চালাতে রাজ্য সরকার জেলা প্রশাসনকে ১৬টি (আইস্যাট) স্যাটেলাইট ফোন দিচ্ছে।
কাকদ্বীপ-লট-৮, নামখানা, বেণুবন, কচুবেড়িয়া, সাগরের সমুদ্রতট ও মেলা অফিসে দায়িত্বপ্রাপ্ত সিনিয়র অফিসারদের হাতে ওই ফোন দেওয়া হবে। মেলার সময় যদি কখনও টেলিযোগাযোগ ব্যবস্থা পুরো ভেঙে যায়, তখন এই স্যাটেলাইট ফোন তার জায়গায় কাজ করবে।
মুখ্যমন্ত্রী নিজেও কয়েকদিন আগে সাগরে এসে সব দেখে গিয়েছেন। এরমধ্যে জনস্বাস্থ্য, সেচ, পূর্ত, বিদ্যুৎ, বিএসএনএল ও বিপর্যয় মোকাবিলা, পুলিস, স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে প্রশাসনের সমস্ত স্তরের আধিকারিকদের নিয়ে একাধিকবার সমন্বয় কমিটির বৈঠক করা হয়েছে। সেই অনুসারে কাজ শুরু হয়ে গিয়েছে।
এবার সমুদ্রতট ও চারপাশ স্বচ্ছ রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি টেলিযোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করতে তিনটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। গাড়ি ও ভেসেল ভাড়া গতবার যা ছিল তাই থাকছে।

Source: Millennium Post

After the successful U-17 World Cup, Transport Dept to promote Ganga Sagar Mela & Book Fair

The Bengal Transport Department’s branding of the FIFA Under-17 World Cup had caught everyone’s eyes, and became very successful. On all the buses the department had designated for ferrying the fans and players, was written ‘Ebar Khela Jombe Bangla’.

Now the department is planning similar branding for two of the most popular annual events that Bengal hosts – Ganga Sagar Mela and the Kolkata International Book Fair (KIBF). What exactly is to be written would be decided later.

While the former will be held in January, with the main events scheduled on January 14 and 15, on Sagar Island in the Sundarbans, the latter will be held from January 30 to February 11 at Central Park in Salt Lake (because the usual venue, the Milan Mela fairground, is being renovated).

The branding would appear on the buses (from Esplanade, Babughat and Howrah) and the 30 vessels (16 belonging to West Bengal Transport Corporation and 14 to Hooghly River Transport Corporation) to be designated for the Ganga Sagar Fair, and on the buses (both AC and non-AC) to be designated specially for ferrying people to and from the Book Fair.

বইমেলা ও গঙ্গাসাগর মেলাকে ব্র্যান্ডিং করার ভাবনা রাজ্যের

 

আন্তর্জাতিক কলকাতা বইমেলা ও গঙ্গাসাগর মেলাকে সাধারণ মানুষের কাছে আকর্ষণীয় করতে এবার এই দুই উৎসবকে ব্র্যান্ডিং করার পরিকল্পনা রাজ্যের। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের সরকারি বাসে ব্র্যান্ডিং করা হবে।

দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত নানা মানুষ আসেন এই মেলায়। তাদের কাছে রাজ্যের মান বাড়াতেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে। মেলা প্রাঙ্গনে যাওয়ার জন্য রাখা হচ্ছে বিশেষ শাটল বাস পরিষেবা। এসি নন এসি সব রকম বাসই থাকছে। বাসের গায়ে বইমেলার ব্র্যান্ডিং করা থাকবে।

একই ভাবনা গঙ্গাসাগর মেলা উপলক্ষেও। এই বাসের গায়েও ব্র্যান্ডিং এর পরিকল্পনা রাজ্যের। বাংলা হিন্দি ও ইংরেজি তিন ভাষাতেই এই ব্র্যান্ডিং থাকবে যাতে সব রকম মানুষের বুঝতে সুবিধা হয়।

ধর্মতলা, বাবুঘাট এবং হাওড়া থেকে ছাড়বে গঙ্গাসাগর যাওয়ার বাস, যাবে লট এইট পর্যন্ত। সেখান থেকে তীর্থযাত্রীদের পৌঁছে দেওয়ার জন্য থাকবে ভেসেলের ব্যবস্থা। এবার মেলা উপলক্ষে ৩০ টি ভেসেল রাখা হচ্ছে।

Source: Sangbad Pratidin

mamata banerjee sagar island

Mahant of Kapil Muni Ashram showers praises on Bengal CM

The mahant of Kapil Muni Ashram on Sagar Island has recently praised Chief Minister Mamata Banerjee profusely for the work she has done in the making of adequate arrangements for the people visiting Sagar Mela and for making Sagar Island a popular tourist destination all through the year.

He said she has done so much on her own initiative that there cannot be any more demands.

The Kapil Muni Ashram has been entirely renovated. The road from Kochuberia to Sagar Island is being four-laned. Tourist cottages with all facilities have been built on the island. Many other facilities are also being set up.

During the six-and-a-half years of the Trinamool Congress Government, Sagar Island has seen unprecedented development.

সাগরে মুখ্যমন্ত্রীর কাজে খুশি মহন্ত

আলোয় ভাসছে সৈকত। কপিলমুলি আশ্রম ঘিরে রাজ্য সরকারের সুবিশাল কর্মযজ্ঞ প্রায় শেষ পর্যায়ে। কচুবেড়িয়া থেকে প্রায় তিরিশ কিলোমিটার ফোর লেনের কাজ চলছে। থাকার জন্য তৈরী হয়েছে বহুমুখী অনেক কটেজ। অন্য নানারকম ব্যবস্থা। পুণ্যস্নানে আসা লক্ষ লক্ষ মানুষের জন্যই এসব তৈরী হয়েছে। এই সাগর আমাদের চেনা নয়। সাড়ে ছয় বছরে বাংলার তথা দেশের পবিত্র এই তীর্থক্ষেত্রকে সত্যিই বদলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

একসময় গঙ্গাসাগর বিখ্যাত ছিল শুধুমাত্র সাগরমেলার জন্য। এখন হয়ে উঠেছে পর্যটনের অন্যতম ঠিকানা। সারা বছরই প্রচুর মানুষ আসেন বেড়াতে। সমুদ্রতটের রূপই বদলে গিয়েছে কপিলমুনির দেশে।

কুম্ভ মেলার মতোই সাগর মেলার বিশালতা। তাই, প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মহন্ত মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন ‘মমতা বন্দ্যোপাধ্যায় খুব সৎ মানুষ। না চাইতেই উনি সাগরের জন্য যা করছেন, তার পর আর কিছু চাওয়ার নেই।’

Source: Sangbad Pratidin

State Govt to make life jackets compulsory for passengers travelling on vessels

The State Government is soon going to make rules to ensure that wearing life jackets becomes compulsory for passengers on vessels criss-crossing the Hooghly.

Life-saving jackets have already been started to be handed to passengers at jetties. Another almost 5,000 life jackets are being bought by the State Government to implement the new rules.

The government has also banned the unstable small motor boats (called ‘bhutbhuti’ in Bengali) and is gradually bringing in launches. Twelve launches would be introduced by the first week of December.

Further, from January 1, 2018, every jetty along the Hooghly is going to have two certified and uniformed volunteers called ‘jalasathi’, armed with identity cards, to ensure that rules and regulations are being adhered to. They would be working in tandem with the local police stations.

In related developments, it needs mention that the State Transport Department is implementing a standard operating procedure (SOP) in 362 jetties across Bengal at a cost of Rs 36.2 crore. New RO-RO services are also being launched shortly between Kakdwip and Sagar Island, in time for the Sagar Mela this coming January.

Source: Bartaman

 

ভুটভুটি বা লঞ্চে গঙ্গা পারাপারে লাইফ সেভিং জ্যাকেট পরা বাধ্যতামূলক হচ্ছে

এবার গঙ্গাবক্ষে ভুটভুটি বা লঞ্চে পারাপারের সময় লাইফ সেভিং জ্যাকেট পরা বাধ্যতামূলক করতে চলেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই সমস্ত ফেরিঘাটে লাইফ সেভিং জ্যাকেট দেওয়া হয়েছে। আরও প্রায় পাঁচ হাজার লাইফ সেভিং জ্যাকেট কেনা হচ্ছে। চলতি মাসের মধ্যেই সেগুলি সমস্ত ফেরিঘাটে দিয়ে দেওয়া হবে। তারপর লাইফ সেভিং জ্যাকেট ছাড়া কাউকে নদী পারাপার করতে দেওয়া হবে না। এছাড়াও ভুটভুটি বন্ধ করতে তৎপরতা শুরু করেছে রাজ্য সরকার।

পরিবহণমন্ত্রী বলেন, ১ জানুয়ারি থেকে প্রতিটি ঘাটে দু’জন করে জলসাথি নিয়োগ করা হবে। তাঁদের পরিচয়পত্র থাকবে। তাঁরা নির্দিষ্ট পোশাক ও টুপি পরে থাকবেন। এই জলসাথিরা স্থানীয় থানার সঙ্গে সমন্বয় রেখে চলবেন। ঘাটের অপারেটররা অনেক সময় বিপদ সত্ত্বেও ফেরি সার্ভিস চালু রাখেন। এছাড়াও বেশি লোক চাপানো হয়। এতে বিপদের আশঙ্কা থাকে। এই জলসাথিরা সেই বিষয়টিতে নজরদারি চালাবেন।

মন্ত্রী আর বলেন, রাজ্যে ৩৬২টি জেটিতে ৩৬ কোটি ২০ লক্ষ টাকা খরচ করে স্ট্যান্ডার্ড অপারেশনাল প্রসিডিওর শুরু হয়েছে। এতে যাত্রীদের সুরক্ষা ও স্বাচ্ছন্দ্য আরও বাড়ানো যাবে। এছাড়াও জলপথে নিরাপত্তা বাড়াতে পুলিশও অনেকগুলি পদক্ষেপ নিয়েছে।

গঙ্গাসাগরে মেলার আগে সুন্দরবনের সমস্ত ঘাট পরিদর্শন করা হবে। সেই সময় ওই ঘাটগুলি ব্যাপকভাবে ব্যবহার করা হয়। সেগুলির মেরামতের জন্য টাকা বরাদ্দ হয়েছে। ওই কাজ কেমন হয়েছে, তা খতিয়ে দেখতেই সুন্দরবনের ঘাট দেখা হবে। এছাড়াও জলধারা প্রকল্পও জনপ্রিয় করে তুলতে আরও উদ্যোগ নেওয়া হচ্ছে।

mamata banerjee sagar island

Pilgrims laud Bengal Govt’s arrangements for Ganga Sagar Mela

Pilgrims who have arrived in Sagar Island to take a holy dip in the confluence of river Ganga expressed their satisfaction with the arrangement made by the state government.

The state government made an elaborate arrangement to help the pilgrims reach their destination and return safely without facing any trouble. Chief Minister Mamata Banerjee held a review meeting on January 5 over the preparation for Ganga Sagar Mela where more than 14 lakh pilgrims visit every year.

Subrata Mukehrjee, the state PHE minister, and Sobhandeb Chatterjee, the state Power minister, had visited the Sagar Island to take a stock of the preparation of the mela. The state PHE department is the nodal agency to organise the mela, but many departments had worked together to ensure that pilgrims could safely reach the venue.

The Transport department had ensured additional bus services both in the mainland and the island. There are more buses this time to take people from the transit points in Sagar Island to the mela ground.

Thousands of civil volunteers, all local youth, have been deployed in the mela to keep the area clean. They will ask people to avoid open defecation. Their main task would be to keep the mela premises clean. Steps have also been taken to ensure uninterrupted power supply in the mela premises.

 

গঙ্গাসাগর মেলার ব্যবস্থাপনায় রাজ্য সকারের প্রশংসা করলো পুণ্যার্থীরা

প্রতি বছরের মত এবছরও গঙ্গাসাগরের পুন্যার্থীদের নিরাপত্তার জন্য সবরকম ব্যবস্থা করেছে রাজ্য সরকার। গত ৫ জানুয়ারি মাননীয়া মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর মেলা নিয়ে একটি বৈঠক করেন, যেখানে প্রায় প্রতি বছর ১৪ লক্ষ পুন্যার্থীর সমাগম হয়।

সাধারণ মানুষের নিরাপত্তার জন্য গোটা এলাকা সিসিটিভি দিয়ে মুড়ে ফেলা হয়েছে।

পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং বিদ্যু९ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় মেলার প্রস্তুতি খতিয়ে দেখার জন্য গঙ্গাসাগর পরিদর্শনে গিয়েছিলেন। রাজ্য জনস্বাস্থ্য কারিগরি বিভাগ এই মেলার আয়োজন করে। তবে পুন্যার্থীরা যাতে নিরাপদে পৌঁছতে পারে এবং সেখানে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অনেক বিভাগ একসঙ্গে কাজ করেছে।

ট্রানজিট পয়েন্ট থেকে সাগর মেলায় মানুষকে পৌঁছে দেওয়ার জন্য পরিবহন দপ্তর অতিরিক্ত বাস পরিষেবা চালু করেছে।

মেলা প্রাঙ্গন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য হাজার হাজার সিভিল ভলেন্টিয়ার, স্থানীয় যুবকদের মেলায় মোতায়েন করা হয়েছে। বিপর্যয় মোকাবিলা দল ও ডুবুরিও রাখা হয়েছে। এবার ১০ হাজার অতিরিক্ত শৌচাগার তৈরি করা হয়েছে। কি কি করণীয় ও কি কি করণীয় নয় এমন নির্দেশিকা সম্বলিত বিভিন্ন ভাষার লিফলেট বিলি করছে প্রশাসন। এছাড়াও মেলা প্রাঙ্গণে নিরবচ্ছিন্ন বিদ্যু९ সরবরাহ নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

Bengal decides to widen port-based industrialisation

The state Cabinet led by Chief Minister Mamata Banerjee has decided to widen the port based industrialisation adding sharp edge in the business scenario in the state.

The development of robust infrastructure, exploring various opportunities in consultation with global analytical firms and development of inland waterways to optimally leverage its maritime advantages are already underway by the state commerce and industry department and West Bengal Industrial Development Corporation Limited (WBIDC) in deep sea port at Tajpur, major deep sea port at Sagar island and new port with ship building facility at Kulpi.

The state government has already announced a thumping Rs 16,000 crore of investment and 10,000 direct job creations at Tajpur port and port led industry circuit.

 

 

পোর্ট ভিত্তিক শিল্পায়নের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভা রাজ্যের ব্যবসার বিস্তীর্ণ করার জন্য পোর্ট ভিত্তিক শিল্পায়নের সিদ্ধান্ত নিয়েছে।

পরিকাঠামো উন্নয়ন এবং অন্তর্দেশীয় জলপথ সন্তোষজনক করার জন্য ইতিমধ্যে গভীর সমুদ্র বন্দর তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। বাণিজ্য ও শিল্প বিভাগ এবং পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন কর্পোরেশন লিমিটেড (WBIDC) ইতিমধ্যেই তাজপুরে গভীর সমুদ্র বন্দর, সাগর দ্বীপে সমুদ্র বন্দর এবং কুলপিতেও জাহাজ নির্মাণ সংস্থাসহ গভীর সমুদ্রবন্দর তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে।

রাজ্য সরকার ইতিমধ্যেই তাজপুরে ১৬,০০০ কোটি টাকার প্রকল্প ঘোষণা করেছে। প্রথম দফায় ১০,০০০ কোটি টাকা এবং দ্বিতীয় দফায় ৬,০০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। এই প্রকল্পের মাধ্যমে প্রায় ১০,০০০ কর্মসংস্থান হবে।

 

 

mamata banerjee sagar island

Gangasagar Mela to go green in 2016

Ganga Sagar Mela next year would be declared Green Mela where sanitary toilets would be provided for all pilgrims, South 24 Paraganas district magistrate P B Salim said.

10,000 sanitary toilets would be set up for the mela, which attracts lakhs of pilgrims from across the country.

He said the pilgrims would be made aware of the demerits of open defecation at various stages of their journey right from the city to Sagar Island, where they take the holy dip on the occasion of Makar Sankranti.

Referring to the situation in the district vis-a-vis sanitation, he said the model set by Nadia, declared a total sanitation district, would be followed though South 24 Parganas had a much larger population.

“Next year on Gandhi Jayanti we plan to declare South 24 Parganas a total sanitation district. For this we are involving people from all sections – students, Anganwadi and Asha workers, SHGs, NGOs besides religious heads,” he said adding at present there are no sanitary toilets in at least seven lakh households in the district.

The government will provide Rs 10,000 for each toilet built and the beneficiary would pay Rs 900 or provide labour. In West Bengal 40 per cent of the people have no sanitary toilets at their homes compared to 58 per cent in the country.