Bengal decides to widen port-based industrialisation

The state Cabinet led by Chief Minister Mamata Banerjee has decided to widen the port based industrialisation adding sharp edge in the business scenario in the state.

The development of robust infrastructure, exploring various opportunities in consultation with global analytical firms and development of inland waterways to optimally leverage its maritime advantages are already underway by the state commerce and industry department and West Bengal Industrial Development Corporation Limited (WBIDC) in deep sea port at Tajpur, major deep sea port at Sagar island and new port with ship building facility at Kulpi.

The state government has already announced a thumping Rs 16,000 crore of investment and 10,000 direct job creations at Tajpur port and port led industry circuit.

 

 

পোর্ট ভিত্তিক শিল্পায়নের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভা রাজ্যের ব্যবসার বিস্তীর্ণ করার জন্য পোর্ট ভিত্তিক শিল্পায়নের সিদ্ধান্ত নিয়েছে।

পরিকাঠামো উন্নয়ন এবং অন্তর্দেশীয় জলপথ সন্তোষজনক করার জন্য ইতিমধ্যে গভীর সমুদ্র বন্দর তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। বাণিজ্য ও শিল্প বিভাগ এবং পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন কর্পোরেশন লিমিটেড (WBIDC) ইতিমধ্যেই তাজপুরে গভীর সমুদ্র বন্দর, সাগর দ্বীপে সমুদ্র বন্দর এবং কুলপিতেও জাহাজ নির্মাণ সংস্থাসহ গভীর সমুদ্রবন্দর তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে।

রাজ্য সরকার ইতিমধ্যেই তাজপুরে ১৬,০০০ কোটি টাকার প্রকল্প ঘোষণা করেছে। প্রথম দফায় ১০,০০০ কোটি টাকা এবং দ্বিতীয় দফায় ৬,০০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। এই প্রকল্পের মাধ্যমে প্রায় ১০,০০০ কর্মসংস্থান হবে।

 

 

WB Govt plans to launch houseboat services in the Sunderbans

The West Bengal Tourism Development Corporation (WBTDC) is working on plans to launch houseboat services at different places in the Sunderbans and in the creeks from the Hooghly in East Midnapore district to boost back water tourism in West Bengal, based on the model of Kerala.

The West Bengal Chief inister Mamata Banerjee has been giving stress to develop tourism infrastructure across the state. The State tourism department has been working to identify new places and boost the infrastructure at existing tourism spots.

WBTDC is expected to procure eight maintenance-free fibre-reinforced plastic (FRP) house boats for the Sunderbans and the water bodies East Midnapore district. The house boats should comprise of two bed rooms with attached bath and toilet facilities along with a conference room with sitting arrangements for 20 persons. A bar, kitchen, restaurant, lounge and four bedded rooms along with an open space will al so be available onboard.

The objective is to provide the house boats and bring upon a Kerala like house boat model.

The WBTDC authorities are working on the process to invite online bids from reputed house boat fabricators for drawing, design, development, fabrication and delivery of the house boats. The firm who will be selected for the job will need to obtain the drawing and design approval and the necessary clearances for fabrication of the house boats from government agencies and departments concerned.

A proposal for financial approval has also been sent to the Centre for procuring two cruisers on the Hooghly River. The plan is to have budget category cruise tourism on the Hooghly. The concept is that the tourists should be able to visit the heritage sites along the river side.

The tourism department is also working on the tourism circuit plan stretching from Jangalmahal area to Sagar islands.

 

সুন্দরবনে ‘হাউস বোট’ পরিষেবা চালু করতে চলেছে রাজ্য সরকার

পশ্চিমবঙ্গ পর্যটন নিগম পশ্চিমবঙ্গের জলপথ ভ্রমণ আরও জনপ্রিয় করতে সুন্দরবন ও পূর্ব মেদিনীপুরের হুগলী নদীর খারি থেকে ‘হাউস বোট’ চালু করার পরিকল্পনা নিয়েছে।

মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যের পর্যটন শিল্পের ওপর জোর দিচ্ছেন। রাজ্য পর্যটন বিভাগ পর্যটনের নতুন স্থান খোঁজা এবং পর্যটন স্থান গুলিকে আরও আকর্ষণীয় করে তোলার ওপর কাজ করছে।

সুন্দরবন ও পূর্ব মেদিনীপুরের জলপথের জন্য পর্যটন নিগম ৮ টি বিশেষ ফাইবার সম্বলিত প্লাস্টিক হাউস বোট কিনতে চলেছে। হাউস বোট গুলিতে ২ টি শোবার ঘর, বাথরুম, এবং ২০ জনের বসার একটি ঘরের ব্যবস্থা থাকবে। বার, রান্নাঘর, রেস্টুরেন্ট এবং ৪ টি শোবার ঘর সহ একটি খোলা জায়গার ব্যবস্থা ও থাকবে বোট গুলিতে।

কেরালার আদলে হাউস বোট টি তৈরির করার পরিকল্পনা রয়েছে।

হুগলি নদীর ওপর ২টি প্রমোদতরি তৈরির আর্থিক অনুমোদন চেয়ে একটি অনুরোধ পত্রও পাঠানো হয়েছে কেন্দ্রের কাছে। কম খরচেও যাত্রীরা এই বোটে ভ্রমণ করতে পারবেন। পর্যটকরা যাতে নদীর পাড় থেকেই ঐতিহ্যপূর্ণ জায়গাগুলি পরিদর্শন করতে পারে এটাই মূল উদ্দেশ্য।

রাজ্যের পর্যটন বিভাগ জঙ্গলমহল থেকে সাগর দীঘি পর্যন্ত ট্যুরিজম সার্কিট পরিকল্পনার ওপর কাজ করছে।