Bengal CM wants tougher laws to control road accidents

Expressing her concern over fatal road accidents, Chief Minister Mamata Banerjee on Friday said in the Assembly that stringent rules will be introduced to check rash driving especially motorcycle racing that leads to most accidents.

The Chief Minister said: “Illegal bike racing is coming up as a major problem in the state as it is claiming countless lives. It is fine when people use two-wheelers for their work but the government will confiscate bikes of those who will race. At the same time, stringent rules will also be in place.”

The Chief Minister had launched the state-wide “Safe Drive Save Life” campaign, a few months ago. It had helped in reducing the number of road accidents.

 

পথ দুর্ঘটনা কমাতে আরও কঠোর আইনের ভাবনা মুখ্যমন্ত্রীর

শুধু স্বাস্থ্য বা শিক্ষা নয়, বেনিয়মের মেরুদণ্ডে আঘাত হানতে বাইক-দৌরাত্মেও রাশ টেনেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, বেপরোয়া যান চলাচল ও বাইক-রেসিং বন্ধ করা হবেই।

নিত্য-নৈমিত্তিক মর্মান্তিক পথ-দুর্ঘটনার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিধানসভায় তিনি জানান, বেপরোয়া যান চলাচল – বিশেষ করে বাইক-রেসিং, যা বেশির ভাগ সময় দুর্ঘটনা ডেকে আনে – রুখতে আরও কড়া আইন আনতে চলেছে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী বলেন, “বেআইনি বাইক-রেসিং এই মুহূর্তে রাজ্যের একটি বিরাট সমস্যা কারণ এতে অনেক প্রাণহানি ঘটছে। কাজকর্মের জন্য মানুষ বাইক ব্যবহার করতেই পারেন। কিন্তু যারা রেস করবে তাঁদের বাইক বাজেয়াপ্ত করবে রাজ্য সরকার। এ ছাড়াও আরও কড়া আইন আনা হবে।”

কয়েক মাস আগেই মুখ্যমন্ত্রী “সেফ ড্রাইভ সেভ লাইফ” প্রচার শুরু করেন যার ফলে রাজ্যে পথ-দুর্ঘটনা অনেক কমেছে।

Kolkata Police launches ‘Karma-Meter’ app for better public transport services

Just like rating app-cab drivers ensures better services from the aggregator, Kolkata Police’s ‘Karma-Meter’ app promises better public transport services based on commuter ratings. Launched on Wednesday, the app allows users to rate auto or bus drivers based on their performance, behaviour and compliance to traffic rules.

Additionally, the Karma app allows sergeants to rate drivers and any offences registered against them will be visible on it. A unique ID displayed behind the driver’s seat will grant users access to his details. The drivers, in turn, will be ranked according to the scores. While those at the top will get rewards, those lagging behind will have to undergo training at traffic guards. This, in turn, will allow traffic police a reckoner of driver behaviour and driving in the city.

Attending the Kolkata Jaaago Safe Drive Save Life function at the police training school on Wednesday, state transport minister Subhendu Adhikari said: “We are going to make the process of issuing fitness certificates and driving licences transparent. In Howrah, we are launching a programme to bring the process under CCTV surveillance. Other districts will follow suit”.

The Minister promised to provide all help to the city police in installing more CCTV cameras. “I had kept my last promise and sanctioned funds for the last round of CCTV installation. I am willing to do so again once a proper plan is received on behalf of Kolkata Police.“ The Minister also announced the launch of a new driving syllabus that will come into effect from April 1.

Kolkata traffic police said it has plans to bring about 1.5 lakh drivers under the Karma app programme and reach out to about 2.5 lakh school students to inculcate safe driving practices.

 

পরিবহন পরিষেবা সুগম করতে কলকাতা পুলিশের নতুন অ্যাপ ‘কর্ম মিটার’

সাধারণ মানুষকে আরও ভালো পরিষেবা দিতে ‘কর্ম মিটার’ অ্যাপ চালু করল কলকাতা পুলিশ। বুধবার আলিপুরে ‘জাগো কলকাতা’ নামের পথ নিরাপত্তা নিয়ে সচেতনতামূলক একটি প্রচারের অনুষ্ঠানে চালু হয় অ্যাপটি।

এই কর্ম-মিটার অ্যাপে বিভিন্ন চালক নিয়ম মেনে গাড়ি চালাচ্ছেন কিনা সেই সম্পর্কে ওই অ্যাপে ট্রাফিক সার্জেন্টরাও তাদের মতামত জানাতে পারবেন। ড্রাইভারের সিটের পিছনে একটি ইউনিক আইডি প্রদর্শিত থাকবে সেখানে তার সমস্ত বিবরণ দেওয়া থাকবে। এই অ্যাপের মাধ্যমে চালক সম্পর্কে ভালো-মন্দ মতামত দিতে পারবেন যাত্রীরা। যাত্রীদের দেওয়া রেটিংয়ের ওপর নির্ভর করবে তাদের স্কোর।

কলকাতা পুলিশ জানিয়েছে প্রায় ১.৫ লক্ষ ড্রাইভারকে এই অ্যাপের আওতায় আনার এবং প্রায় ২.৫ লক্ষ স্কুল পড়ুয়াকে পথ নিরাপত্তা সংক্রান্ত এই সচেতনতা প্রচারের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

 

 

Bengal Transport Dept to launch electric buses, gear up road safety measures

The state Transport department would ply CNG buses all across the state besides introducing electric buses in Rajarhat, Bidhannagar and New Town.

The state Transport department minister, in the Assembly on Wednesday, said that CNG buses will ply all across the state. One bus will cost around Rs 1 crore, but its maintenance cost will be much less compared to those of the diesel-run buses. Moreover, the fuel cost will be much cheaper as gas costs lesser than diesel.

At present, some CNG buses ply in Asansol and Durgapur. Moreover, 10 electric buses would be plying in Rajarhat, Bidhannagar and New Town. The Minister further said that steps have also been taken to ensure ambulance facilities in Sundarbans. This comes at the time when the Transport Corporations have been revived after incurring loss for the past many years.

The Bengal Government has allotted Rs 50 crore to the state Transport department for further implementation of “Safe Drive Save Life” campaign across the state.

The Kolkata Police, each of the police Commissionerates and police department of each district have been allotted funds to  implement “Safe Drive Save Life” campaign and to take other necessary steps to curb the rate of accidents in their respective areas.

Steps have been taken to install surveillance at strategic locations and at the same time, District Magistrates and Superintendents of police of all the districts were asked to file a report by identifying the accident prone zones. Necessary measures will be taken based on their reports.

Steps were also taken to install surveillance cameras, even at the places where checking of vehicles are carried out to give certificate of fitness.

 

 

ইলেকট্রিক বাস চালু করবে রাজ্য সরকার, জানালেন পরিবহণ মন্ত্রী

রাজ্য জুড়ে সিএনজি (কমপ্রেসড ন্যাচারাল গ্যাস) বাস চালাবে রাজ্য সরকার। পাশাপাশি রাজারহাট, বিধাননগর, নিউটাউনেও চলবে ইলেকট্রিক বাস।

বুধবার রাজ্য বিধানসভায় পরিবহনমন্ত্রী জানান এবার থেকে রাজ্য জুড়ে সিএনজি পরিচালিত বাস চলবে। এক একটি বাসের জন্য খরচ হবে ১ কোটি টাকা। তবে ডিজেল চালিত বাসের তুলনায় এই ধরনের বাসগুলির রক্ষণাবেক্ষণ খরচ অনেক কম। এছাড়া জ্বালানী খরচও অনেক কমে যাবে।

সম্প্রতি আসানসোল-দুর্গাপুরে প্রথম এই ধরনের দূষণমুক্ত বাস চলছে। এছাড়া, সল্টলেক-নিউটাউন এলাকায় ১০টি সিএনজি বাস চালানো হবে। আগামিদিনে সুন্দরবন এলাকায় ওয়াটার অ্যাম্বুলেন্স চালুর ভাবনাও রয়েছে।

সমগ্র রাজ্য জুড়ে সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচারের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য পরিবহন দপ্তর।

‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ ইতিমধ্যেই কার্যকরী ভুমিকা নিয়েছে। প্রতিটি জেলায় এই প্রকল্পের জন্য তহবিল গড়া হয়েছে। কলকাতা পুলিশ, পুলিশ কমিশনারেট এবং পুলিশ ডিপার্টমেন্ট এই খাতে প্রচারের জন্য অর্থ বরাদ্দ করেছে। এছাড়া সিসিটিভি বসিয়ে নজরদারি বাড়ানো হয়েছে।

 

 

Safe Drive, Save Life success: Number of road accidents drops

The Kolkata Police’s Safe Drive Save Life campaign has proved to be effective as the number of deaths owing to helmetless two-wheeler ride has halved ever since the drive was launched.

The initiative is a brainchild of Chief Minister Mamata Banerjee and was launched in July, 2016. Between July 8 and December 31, 2016, 32 helmetless bikers and pillion riders died on city roads, while the figure in the corresponding period the previous year stood at 61.

During the drive, a total 184 accidents were registered in the city, in which 195 people were killed. The corresponding period in 2015 saw 216 accidents, in which 220 people died.

Thanks to the drive, the total accidental deaths recorded through 2016 dropped to the lowest figure in the past half decade to 407. In 2016, pedestrian deaths also reduced to 193 from 218 in 2015. Those injured in non-fatal accidents also came down from 3,329 in 2015 to 3,182 in 2016.

 

সাফল্য পেল ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’, কমল সড়ক দুর্ঘটনার সংখ্যা

সাফল্য পেল কলকাতা পুলিসের ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ উদ্যোগ। সড়ক দুর্ঘটনায় হেলমেটহীন বাইক আরোহীর মৃত্যুর সংখ্যা প্রায় অর্ধেক হয়ে গেছে প্রচার শুরুর পর থেকে।

মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত এই উদ্যোগটি শুরু হয় ২০১৬র জুলাই মাস থেকে। ২০১৬র ৮ই জুলাই থেকে ৩১সে ডিসেম্বরের মধ্যে ৩২জন হেলমেটহীন বাইক আরোহীর মৃত্যুর সংখ্যা ৩২; এই একই সময়ে ২০১৫তে সংখ্যাটা ছিল ৬১।

২০১৬ সালে সব মিলিয়ে ১৮৪ টি দুর্ঘটনা ঘটেছে যার ফলে ১৯৫ জন প্রান হারিয়েছেন; ২০১৫ সালে দুর্ঘটনার সংখ্যা ছিল ২১৬ এবং তাতে প্রাণ হারিয়েছিলেন ২২০ জন।

সরকারের এই উদ্যোগের ফলে ২০১৬ সালে সড়ক দুর্ঘটনার সংখ্যা ছিল ৪০৭, যা গত ৫বছরে সর্বনিম্ন। পথচারীদের মৃত্যুর সংখ্যাও ২০১৫ সাল (২১৮) থেকে ১৯৩ তে নেমে এসেছে। সড়ক দুর্ঘটনায় আহতের সংখ্যা ২০১৫ সালে ছিল ৩,৩২৯ যা ২০১৬ সালে কমে দাঁড়িয়েছে ৩,১৮২তে।

Week-long Cleanliness Drive in Bengal from today

West Bengal Chief Minister has instructed all district administrations to conduct a week-long ‘Cleanliness Drive’ till September 5 (Teachers’ Day). She made an announcement about the drive after the administrative review meeting at Chopra in North Dinajpur on August 24, 2016.

The ‘Cleanliness Drive’ will be taken up in all the blocks, from cities to the rural areas.

The State has been undertaking social awareness programmes like ‘Safe Drive, Save Life’ and ‘Mission Nirmal Bangla’, all of which have met huge success. West Bengal has secured the top position in the country with ‘Mission Nirmal Bangla’.

The Chief Minister has requested all clubs, Puja committees, students, intellectuals and other organisations to participate in the ‘Cleanliness Drive’.

 

‘পরিচ্ছন্ন বাংলা’ গড়ার ডাক মুখ্যমন্ত্রীর

‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’-এ অভূতপূর্ব সাফল্যের পর এবার পরিচ্ছন্ন বাংলা গড়তে বিশেষ অভিযানে নামছে রাজ্য৷ মঙ্গলবার উত্তর দিনাজপুরের চোপড়ায় প্রশাসনিক বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ থেকে গোটা রাজ্যজুড়েই শুরু হচ্ছে এই বিশেষ সাফাই অভিযান৷ চলবে ৫ সেপ্টেম্বর, শিক্ষক দিবস পর্যন্ত৷ সাতদিন ধরে রাজ্যের প্রতিটি ব্লক, শহর থেকে গ্রামাঞ্চলে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ওই অভিযান হবে৷

এর আগে ঢাকঢোল পিটিয়ে ‘স্বচ্ছ ভারত’ অভিযানের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ কিন্তু দু’বছর পর তা শুধু স্লোগানই থেকে গিয়েছে৷ সেখানে দাঁড়িয়ে পরিচ্ছন্ন বাংলা গড়ে তুলতে কার্যত চ্যালেঞ্জ নিলেন মুখ্যমন্ত্রী৷ এর আগে সৌন্দর্যায়ন কর্মসূচিতে যথেষ্ট সাফল্য পেয়েছে রাজ্য৷ সাফল্য এসেছে সবুজায়নের কর্মসূচিতেও৷

প্রসঙ্গত, কিছুদিন আগেই দুর্ঘটনা রুখতে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ অভিযান শুরু হয়েছে বাংলায়৷ সেই অভিযানে যে পরিমাণ উৎসাহ, উদ্দীপনা ও অংশগ্রহণ দেখা গিয়েছে তাতে অনুপ্রাণিত হয়েই এবার এই পরিচ্ছন্নতার অভিযান শুরু করতে চলেছেন মুখ্যমন্ত্রী৷ স্কুল ছাত্র-ছাত্রীদের পাশাপাশি ক্লাব, পুজো কমিটিগুলিকেও এই অভিযানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি৷

নির্মল বাংলা অভিযানে ইতিমধ্যেই দেশের সেরা হয়েছে রাজ্য৷ এই প্রকল্পে কেন্দ্রীয় সরকারের পুরস্কার জিতেছে বাংলার একাধিক জেলা৷ এবার পরিচ্ছন্ন বাংলা গড়তে নয়া উদ্যোগ মুখ্যমন্ত্রীর৷

‘Safe Drive, Save Life’ awareness rally today

With the inspiration of West Bengal Chief Minister Mamata Banerjee, the Department of Youth Services, Government of West Bengal will organise an awareness rally for ‘Safe Drive, Save Life’ initiative. The rally will begin at 2 PM today.

The programme will be observed in all 341 blocks, 117 municipalities, 6 municipal corporations, 144 wards of Kolkata Municipal Corporation, 19 district headquarters and GTA area to enhance awareness about traffic rules.

Students, youth, teachers, professors, artists, sportspersons, professionals, intellectuals, MPs, MLAs, elected representatives of local bodies, administrative officers and common people have been requested to participate in this rally.

 

আজ ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ সচেতনতা পদযাত্রা

পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং যুব কল্যাণ বিভাগের সহযোগিতায় পশ্চিমবঙ্গ সরকার ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ একটি সচেতনতামূলক সমাবেশের আয়োজন করেছে। আজ দুপুর ২টোয় শুরু হবে পদযাত্রা।

এই রাজ্যের ৩৪১টি ব্লকে, ১১৭টি পৌরসভা ও ৬টি মিউনিসিপালিটি কর্পোরেশনে, কলকাতা পৌর সংস্থার অন্তর্গত ১৪৪ টি ওয়ার্ডে, ১৯টি জেলা সদরে এবং জিটিএ ট্র্যাফিক অনুশাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই বিশেষ কর্মসূচি পালিত হবে।

প্রতিটি এলাকার ছাত্র-যুবক-শিক্ষক-অধ্যাপক-শিল্পী-খেলোয়াড়-পেশাজীবী ও বুদ্ধিজীবী অংশের সমস্ত মানুষের পাশাপাশি এলাকার সাংসদ, বিধায়ক, পঞ্চায়েত ও পৌর প্রতিনিধি সহ সরকারি কর্মচারী, পুলিশ ও প্রশাসনের সব স্তরের কর্তা ব্যক্তি ও সাধারণ মানুষকে এই পদযাত্রায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

States should frame own Motor Vehicle norms: Mamata Banerjee

Lashing out at the Centre over its excessive interference that was affecting the federal structure, Chief Minister Mamata Banerjee on Friday said that the Motor Vehicle Act does not give provision to deal with every traffic problem in the state.

She said Bengal, and other States, should have their own Act and frame rules and regulations to deal with the traffic problem.

“Motor vehicle laws are framed by the Centre. I believe that states must also have the power to make such laws. We will raise the issue of road safety in Parliament… We will not allow interference in the federal structure. I think states must have an Act,” she said.

The Chief Minister maintained, “We always appreciate good work. But excessive interference would affect the federal structure. Implementation of cess is a new technique to raise money. Money is being collected by implementing the higher rates of cess but the state government is getting nothing.”

WB Transport Minister proposes ‘no helmet, no petrol’ policy

The state transport minister Suvendu Adhikari has proposed to initiate the state-wide drive “no helmet, no petrol” to bring down the rate of accidents.

He said that he would propose to introduce a system following discussion with petroleum dealers that they will not give petrol if a person comes to refill his or her two-wheeler without putting on a helmet. He placed his proposal before the Chief Minister.

He said that the awareness of people is necessary to bring a change in the scenario and make the attempts of the government, a successful one.

In a bid to bring down the rash driving among public buses, the minister said rationalisation of routes would be undertaken and racing between the buses to get more passengers will be curbed once the rationalisation process is over.

He said that the Chief Minister has already completed the main task to ensure better traffic movement in the past five years by constructing smooth roads. “Now our next task is to make the “Safe Drive Save Life” campaign successful to ensure that road accidents come down,” he added.

 

The image is representative (source)

WB CM launches State-wide road safety drive

West Bengal Chief Minister Mamata Banerjee today launched a State-wide drive, ‘Safe Drive, Save Life,’ to bring down road accidents and bring in better traffic measures, at Nazrul Manch.

The Transport Department, along with the police, with the help of other departments of the State Government and agencies, will undertake the drive. The main idea behind taking up such a drive is to bring down the number of accidents that take place almost every day due to reckless driving.

The drive will make people aware about road safety measures. Both pedestrians and drivers need to be aware about certain facts to avoid road accidents.

Both in the city and in the districts, the police will be playing an important role along with the Transport Department in bringing down the rate of accidents through the carrying out of the drive.

Already banners and posters carrying the message ‘Safe Drive, Save Life’ have come up in various parts of Kolkata.

 

Highlights of the Chief Minister’s speech:

  • People often ignore safety regulations, thus causing road accidents.
  • Life is precious. Every life lost is sad and tragic.
  • Not everyone violates discipline, but the price of one’s wrong actions is often paid by many of the uninvolved.
  • If Bengal can become a model for Sabuj Sathi and Kanyashree, why not for ‘Safe Drive Save Life’?
  • These days, there are many incidents of riding bikes without helmets; some young people race with bikes on flyovers at night.
  • Lawlessness cannot be tolerated; we cannot allow it.
  • Motor vehicle laws are framed by the Centre; States must also have the power to make such laws.
  • We will raise the issue of road safety in Parliament; we will not allow interference in the federal structure.
  • These days, the Centre is taking away all our money in the name of imposing some cess or the other.
  • Like in Kolkata, we have to ensure road safety in the districts and on national highways too.
  • Overloading and rough driving will not be allowed; riding without helmets must be discouraged.
  • We must sensitise people regarding road safety and our ‘Safe Drive Save Life’ initiative.
  • Local clubs, folk artistes and young people must spread the message of the ‘Safe Drive Save Life’ initiative.
  • We must popularise the ‘Safe Drive Save Life’ initiative on Twitter, Facebook and other social media.
  • We will request Durga Puja committees to promote the ‘Safe Drive Save Life’ initiative.
  • We will install more CCTVs to monitor road safety.
  • ‘Safe Drive Save Life’ is a movement and the Government will do everything possible to make roads safer.
  • After one year, we will reward the blocks with the least number of accidents and penalise those with the most accidents.
  • Stay healthy, stay safe

 

সড়ক নিরাপত্তা নিয়ে নতুন উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের

রাজ্যে দুর্ঘটনা ক্রমবর্ধমান হওয়ায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দুর্ঘটনা নিয়ে রাজ্যের মানুষকে সচেতন করতে এবার নিজেই সচেতনতার স্লোগান ‌বেঁধে দিলেন তিনি৷ স্লোগানটি হলঃ ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ (SAFE DRIVE, SAVE LIFE)৷ অর্থাৎ নিরাপদে গাড়ি চালিয়ে গেলে চালক এবং পথচারী উভয়েরই অকালে প্রাণ যাবে না৷ আজ থেকে চালু হল এই অভিযান।

কলকাতা ও রাজ্য পুলিশের শীর্ষব্যক্তিত্বদের নিয়ে পরিবহণ দফতর মুখ্যমন্ত্রীর দেওয়া স্লোগান সামনে রেখে প্রচার অভিযান শুরু করছে। এই প্রকল্পের একটি ‘রোডম্যাপ’ তৈরি করা হবে বলে পরিবহণ দফতর সূত্রে খবর।

কলকাতা সহ অন্যান্য সব জেলায় রাজ্য পরিবহন দফতর ও পুলিশ মুখ্যমন্ত্রীর দেওয়া এই স্লোগান সামনে রেখে বিশেষ অভিযানে নামছে৷ উল্লেখ্য, এর আগে মুখ্যমন্ত্রীর নিজের হাতে আঁকা প্রতীক দিয়ে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল৷ এবং সেই প্রকল্প ইউনিসেফ-সহ গোটা বিশ্বে আজ সমাদৃত৷

বস্তুত, দুর্ঘটনা রুখতে মুখ্যমন্ত্রীর দেওয়া এই স্লোগানও যে আগামীদিনে গোটা দেশেই সমাদৃত হবে তা মেনে নিয়েছেন রাজ্যের একাধিক পরিবহন সংস্থার শীর্ষব্যক্তিত্বরা৷

কলকাতার পাশাপাশি সমস্ত ন্যাশনাল ও স্টেট হাইওয়ের দু’পাশ জুড়ে এবং কলকাতার সমস্ত রাস্তায় ইতিমধ্যেই এই স্লোগানের হোর্ডিং দেওয়া হয়েছে৷ একইসঙ্গে স্কুল-কলেজ, এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানেও ‘SAFE DRIVE, SAVE LIFE’ স্লোগান নিয়ে মানুষকে সচেতনত করার কর্মসূচি নেওয়া হবে৷

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ:

  • অনেক সময় আমাদের অসচেতোনতার জন্য দুর্ঘটনা ঘটে
  • প্রতিটি জীবন মূল্যবান। প্রত্যেকটি মৃত্যু দুঃখজনক
  • সবাই শৃঙ্খলা লঙ্ঘন করে না, কিন্তু কারো কারো ভুলের মাশুল দিতে হয় সকলকে
  • সবুজসাথী, কন্যাশ্রীতে যদি বাংলা মডেল হতে পারে তাহলে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচীতে নয় কেন?
  • হেলমেট না পরে বাইক চালানোর কারণে দুর্ঘটনা ঘটে। আজকাল রাতে ফ্লাইওভার গুলোতে অনেকে বাইক রেস করছে
  • অরাজকতা সহ্য করা যাবে না. আমরা এসব বরদাস্ত করব না
  • আমাদের ট্রাফিক আইন পরিবর্তন করতে হবে
  • মোটর ভেহিকেল আইন কেন্দ্র তৈরি করে। রাজ্যগুলিরও এই ক্ষমতা থাকা উচিত
  • সড়ক নিরাপত্তার বিষয়টা তৃণমূল পার্লামেন্টে তুলবে। আমরা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে হস্তক্ষেপ বরদাস্ত করব না
  • এখন কেন্দ্র নতুন কিছু সেস চালু করছে আর আমাদের থেকে সব টাকা কেটে নিয়ে চলে যাচ্ছে
  •  এখন কলকাতার সিগ্ন্যাল সিস্টেম অনেক উন্নত হয়েছে
  • কলকাতার মত সব জেলা এবং জাতীয় সড়কগুলিতেও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে
  • ওভারলোডিং এবং রাফ ড্রাইভিং আমরা বরদাস্ত করব না
  • সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচীর মাধ্যমে আমরা জনগণকে সংবেদনশীল করব
  • লোকাল ক্লাব, লোক শিল্পীরা এবং তরুণ প্রজন্ম সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচীর বার্তা পৌঁছে দেবে
  • ফেসবুক, টুইটার এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচীকে জনপ্রিয় করতে হবে
  • ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচীকে দুর্গা পুজোর থিম করার জন্য পুজা কমিটিগুলিকে অনুরোধ করব
  • সড়ক নিরাপত্তা মনিটর করতে আমাদের আরও সিসিটিভি বসাতে হবে
  • ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ একটি আন্দোলন এবং সরকার সড়ক নিরাপত্তার জন্য সবরকম ব্যবস্থা গ্রহণ করবে
  • যে ব্লকে কম দুর্ঘটনা ঘটবে তাকে এক বছর পর পুরস্কৃত করবে সরকার
  • সুস্থ থাকুন, নিরাপদ থাকুন