Two leopards to arrive at Bengal Safari Park

Bengal Safari Park near Siliguri, a popular tourist destination, is going to get two more guests – two leopards, lovingly named Sachin and Sourav. A leopard safari is beginning from the end of June at Bengal Safari Park.

The leopards will be brought from Khayerbari Tiger Rehabilitation Centre, which was set up in 2005 for rehabilitating royal Bengal tigers rescued from circuses. The two leopards were caught at Santali Tea Garden in Kalchini block five years ago. An area of 20 acres has been fenced for them.

Bengal Safari Park is full of animals of various kinds – tigers, black bears, deer, elephants, rhinoceroses, etc. – as well as birds of many species, the latter especially during the winter. It is gradually become one of the best tourist attractions in north Bengal.

Source: Aajkaal

Bengal Safari in north Bengal a big hit among tourists

‘Bengal Safari’, a unique open-air zoo in the Baikunthapur forest of Salugara (near Siliguri in Darjeeling district) has become a huge hit among tourists. The Safari, which was inaugurated in January, 2016 by West Bengal Chief Minister, registers an average footfall of around 500 tourists every day.

With more than 1.5 lakh visitors in the last seven months, the tourism department has now decided to procure at least five more 20-seater buses. Thus more tourists can be ferried to the Safari zone in forest every day.

The 700-acre Safari Park will soon feature royal Bengal tigers, cheetahs, Himalayan black bears apart from deer and bison and varieties of birds. A separate zone has been dedicated for alligators and gharials. Elephants will also be a part of the attraction.

 

উত্তরবঙ্গের বেঙ্গল সাফারি পার্ক এখন পর্যটকদের প্রধান আকর্ষণ কেন্দ্র

বেঙ্গল সাফারি পার্ক – খোলা আকাশের নিচে চিড়িয়াখানা। শিলিগুড়ির কাছে সালুগাড়ায় বৈকুন্ঠপুর জঙ্গলের একাংশে বন দপ্তর দেশের প্রথম খোলা আকাশের নিচে চিড়িয়াখানা চালু করেছে, এই বছর জানুয়ারি মাসে এর উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে প্রতিদিনে প্রায় ৫০০ পর্যটকের ঘুরে দেখার ব্যবস্থা রয়েছে।

গত সাত মাসে এই সাফারি পার্কে পর্যটকদের ভিড় প্রায় দেড় লক্ষ ছাড়িয়ে গেছে, তাই এই সাফারি পার্ক পরিদর্শনের জন্য ২০টি আসনের ৫টি বাসের আয়োজন করেছে বন দপ্তর। তা সত্ত্বেও রোজ প্রচুর পর্যটক সাফারিতে যাওয়ার সুযোগ না পেয়ে হতাশ হয়ে ফিরে যান।

প্রায় ৭০০ একর জায়গা নিয়ে তৈরি এই সাফারি পার্কে, খুব শীঘ্রই স্থান পাবে রয়্যাল বেঙ্গল টাইগার, চিতাবাঘ ও হিমালয়ান ব্ল্যাক বিয়ার ছাড়াও হরিণ, বাইসন এবং বিভিন্ন প্রজাতির পাখি। ঘড়িয়াল ও কুমিরের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। হাতি এই পার্কের আরও একটি আকর্ষণীয় অংশ।

WB CM inaugurates safari park near Siliguri

West Bengal Chief Minister Ms Mamata Banerjee inaugurated the North Bengal Wild Animals Park, a safari park near Siliguri, today. She had laid the foundation stone for the park in 2014.

The Rs 250 crore-project – adjacent to the populous city of Siliguri, which is the gateway to the entire north-eastern India – presently houses 15 sambar deer, 15 barking deer, 120 spotted deer (chital), one male rhino, wild boars, jungle fowl, jungle cats, and golden and silver pheasants. Ten swamp deer, one female rhino and bisons would be brought in soon. By the end of this year, the park would house about 250 herbivores and carnivores.

The safari park, spread over an area of 700 acres, has animals in the open, and the tourists would be taken on trips in covered vehicles.

Elephant rides will also be arranged, said a wildlife official.

The salient points of her speech are as follows:

  • We are giving a piece of land to the Press Club along with a grant of Rs 20 lakh.
  • A new health insurance scheme is being started for the journalists, it will be effective from March 1.
  • The safari park, North Bengal Wild Animals Park, has been set up on 300 hectares.
  • This project is worth Rs 250 crore out of which Rs 80 crore has already been spent.
  • The safari park is a new feather in the cap of Siliguri which is just 8 km away.
  • A veterinary, environment and fishery science college is being built in Jalpaiguri on 114 acres at an expenditure of Rs 200 crore.
  • A broiler is being built in Jalpaiguri at a cost of Rs 13 crore. 20 lakh broiler chickens will be produced there.
  • We are building the smart cities Teesta City in North Bengal, Gitabitan in Bolpur and Agnibeena in Asansol.
  • We have conserved Sister Nivedita’s house in Darjeeling as a heritage structure.
  • We have started a massive road project that will connect India, Nepal, Bangladesh and Bhutan.
  • We will provide free passes for those visiting the safari park in the first month.
  • Come, see a Bengal of communal harmony, a progressive Bengal.
  • Come, see a Bengal that fulfills the promises she makes, come see a Bengal surging ahead.

 

শিলিগুড়িতে সাফারি পার্কের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আজ শিলিগুড়ির কাছে একটি সাফারি পার্কের উদ্বোধন করেন। ২০১৪ সালে তিনি এই পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।

২৫০ কোটি টাকার এই প্রকল্প- সমস্ত উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার শিলিগুড়ির খু ব কাছেই অবস্থিত। বর্তমানে এই সাফারি পার্কে ১৫টি সম্বর হরিণ, ১৫টি বার্কিং ডিয়ার, ১২০টি চিতল হরিণ, একটি ছেলে গণ্ডার, বন্য বিড়াল, বন্য শুয়োর, বন্য পাখি, সোনালি ও রুপোলি ফেজেন্ট আছে। আরও ১০টি হরিণ, একটি মেয়ে গণ্ডার এবং বাইসন শীঘ্র আনা হবে।

এই বছরের মধ্যে এই সাফারি পার্কে মাংসাশী ও তৃণভোজী প্রাণী মিলিয়ে প্রায় ২৫০ টি পশু এসে যাবে।

প্রায় ৭০০ একর জমির ওপর তৈরি হচ্ছে এই সাফারি পার্ক তৈরি হচ্ছে। পশুপাখিরা থাকবে উন্মুক্ত স্থানে এবং পর্যটকদের জন্যও থাকবে জাল দিয়ে ঘেরা গাড়ি।

বনদপ্তরের অফিসার জানান, এখানে হাতি সাফারিরও বন্দোবস্ত করা হয়েছে।

মুক্ষমন্ত্রীর বক্ত্রিতার মূল বক্তব্য:

  • প্রেস ক্লাবকে আমরা একটি জমি দিচ্ছি এবং আমরা তাদের ২০ লক্ষ টাকা অনুদান দিচ্ছি
  • সাংবাদিকদের জন্যও নতুন স্বাস্থ্য বিমা করছে রাজ্য সরকার, এবছরের ১ মার্চ থেকে এটি কার্যকরী হবে
  • ৩০০ হেক্টর জমিতে তৈরি হয়েছে এই বেঙ্গল সাফারি পার্ক
  • এটি ২৫০ কোটি টাকার প্রকল্প, ইতিমধ্যেই ৮০ কোটি টাকা খরচ হয়ে গেছে
  • শিলিগুড়ি থেকে মাত্র ৮ কিলমিটার দুরত্বে এই সাফারি পার্ক
  • ‘বেঙ্গল সাফারি পার্ক’ শিলিগুড়ির একটি নতুন পালঙ্ক
  • ১৩ কোটি টাকা দিয়ে জলপাইগুড়িতে একটি ব্রয়লার তৈরি হচ্ছে, যেখানে ২০ লক্ষ ব্রয়লার মুরগী উত্পন্ন হবে
  • উত্তরবঙ্গ ভুটান নেপাল এবং বাংলাদেশের প্রবেশপথ
  • ভুটান নেপাল এবং বাংলাদেশকে যুক্ত করতে আমরা একটি রাস্তা তৈরি করছি,এর জন্যও আমরা ২ টি প্রকল্প চালু করছি
  • শিলিগুড়ি ও জলপাইগুড়ির সাথে সড়কপথে যুক্ত হবে বাংলাদেশ
  • উত্তরবঙ্গে তিস্তা সিটি, বোলপুরে গীতবিতান সিটি এবং আসানসোলে তৈরি হচ্ছে অগ্নিবীণা সিটি
  • জলপাইগুড়ি ভেঙে আলিপুরদুয়ার নতুন জেলা হয়েছে সেখানে প্রচুর কাজ হচ্ছে
  • আমরা কথা ও কাজে সামঞ্জস্য বজায় রেখেছি
  • দার্জিলিং এ সিস্টার নিবেদিতার বাড়ি আমরা সংরক্ষণ করেছি
  • প্রথম এক মাস সাফারি পার্ক ভ্রমণের জন্য বিনামূল্যে পাস দেওয়া হবে
  • ২৩ তারিখ আমরা নেতাজির জন্মদিন পালন করব
  • পাহাড়কে বাদ দিয়ে আমার বাংলা সম্পূর্ণ হয় না
  • অলস্য নয়, কুঁড়েমি নয়, হতাশা নয়, এগিয়ে যেতে হবে
  • দেখ সম্প্রীতির বাংলা, দেখ প্রগতির বাংলা
  • দেখ করে দেখানোর বাংলা, দেখ এগিয়ে যাওয়ার বাংলা