Rajya Sabala Mela from December 3 to 11 in Kolkata

The Bengal Government is organising the Rajya Sabala Mela from December 3, that is, today to December 11 at Central Park in Salt Lake, Kolkata.

The fair is a Bengal Government initiative to promote the creations of self-help groups (SHG). Handifcrafts and handloom products, food products and various other types of products made by members of SHGs across the State are being sold at the fair.

Through the Muktidhara scheme, a project initiated by Chief Minister Mamata Banerjee, SHGs have been successful in creating a thriving employment scenario in the rural regions of the State.

The Sabala Mela was inaugurated yesterday by the Bengal Self-Help Group & Self-Employment Minister. The eighth edition of this fair has 250 stalls.

Many of these self-help groups are run by and employ rural women. Hence, the SHGs have also been successful in empowering women, many of whom are now the key earners in their families.

The Minister, during his speech at the inauguration ceremony, also informed that the State Government recently sent some SHGs to India International Trade Fair in Delhi, where, happily for them, most of their products were sold out.

স্বনির্ভর গোষ্ঠীর সবলা মেলা শুরু হলো

সল্টলেকের সেন্ট্রাল পার্কে শুরু হলো রাজ্য ‘সবলা মেলা’। রাজ্য সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দফতরের উদ্যোগে আয়োজিত এই মেলা। জেলার স্বনির্ভর গোষ্ঠীর প্রতিনিধিদের তৈরি সামগ্রী নিয়ে আড়াইশোর বেশি স্টল হয়েছে সবলা মেলায়। মেলার সূচনা করেন রাজ্যের স্বনির্ভর ও স্বনিযুক্তি দফতরের মন্ত্রী।

বাংলার নিজস্ব হস্তশিল্পকে তুলে ধরা হলে এই মেলার মধ্যে দিয়ে। ২৫০টি স্টলে পাওয়া যাচ্ছে বাংলার দেশজ হস্তশিল্পের অনন্য ভান্ডার।

স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগের পৃষ্টপোষকতায় এবং প্রশাসনিক নিয়ন্ত্রণে ‘মুক্তিধারা’ প্রকল্পটির আওতায় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের জন্য সুদূরপ্রসারী কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে এর আগেই। সেই সব স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাই এবার সবল মেলার অষ্টম বর্ষের প্রধান মুখ।

 

 

Muktidhara Scheme for South 24 Parganas inaugurated

On the innitiative of West Bengal Chief Minister Ms Mamata Banerjee, the Muktidhara Scheme to extend assistance to self-help groups (SHGs) of the State was inaugurated today for South 24 Parganas.

The minister for Consumer Affairs and Self-Help Groups, Sadhan Pandey inaugurated the project at Bireshwar Gourmohan Sachin Mandal College in Mandirbajar.

The primary aim of Muktidhara Scheme is to help the weaker sections of society, particularly to make the women’s SHG self-sufficient and to increase the family income and through it, improve the lifestyles of the people.  Both village and city-based SHGs would be able to take advantage of this scheme.

The project has already been launched in the districts of Purulia, West Medinipur, Nadia and North 24-Parganas. Later on, it would be extended to all the districts of West Bengal.

Under the scheme, the SHGs are going to be helped to become self-sufficient through the farming of groundnuts, setting up of vegetable gardens, extracting lac, making plates from sal leaves, making muri, keeping hens and ducks for eggs and meat, keeping goats and pigs for their meat, and dairying.

Each self-help group would be given a loan of a maximum of Rs 1.15 lakh.

 

মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ‘মুক্তিধারা প্রকল্প’ শুরু হল দক্ষিণ ২৪ পরগনায়   

পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় স্বনির্ভর গোষ্ঠীর সার্বিক উন্নয়নের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের আরও একটি নতুন পদক্ষেপ ‘মুক্তিধারা প্রকল্প’। দক্ষিণ ২৪ পরগনা জেলায় এই প্রকল্পের শুভ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত মন্ত্রী, উপভোক্তা বিষয়ক এবং স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তরের মন্ত্রী শ্রী সাধন পাণ্ডে।

সমাজের দুর্বলতর শ্রেণীর বিশেষত মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আর্থিকভাবে স্বনির্ভর করা এবং পারিবারিক আয় বৃদ্ধি ও জীবনযাত্রার মান উন্নত করা। এই প্রকল্পে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে লাক্ষা, বাদাম, সবজি বাগান, মধু চাষ, শালপাতার থালা তৈরি, মুড়ি তৈরি, হাঁস-মুরগী পালন, ছাগ পালন, শূকর পালন ও ডেয়ারি ইত্যাদি বিষয়ের ওপর স্বনির্ভর করার ব্যবস্থা করা হয়েছে।

প্রথম ধাপে প্রতি স্বনির্ভর গোষ্ঠীকে ১ লক্ষ ২৫ হাজার টাকা পর্যন্ত ঋণ দেওয়া হচ্ছে।

প্রাথমিকভাবে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, নদীয়া এবং উত্তর ২৪ পরগণা জেলায় এই প্রকল্প শুরু হয়েছে। আগামী দিনে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় এই প্রকল্প শুরু হবে।