Bengal Govt committed to conservation of forests

The Department of Forests, Bengal manages 11,879 sq km of forests in the state, i.e. 13.38% of the total geographical area.

The forest cover of the State has been on the increase. Between 2011 & 2014, it has gone up by 3810 sq.km, 4.29%, the highest in the country.

Some of the notable achievements, between 2011-2017, are:

  • Between 2011-17, The Department has afforested 72,697 hectares of forest area, besides extensive soil & moisture conservation works. It has also created production capacity of 2 crore planting stock through ‘Modern Nurseries’, thereby replacing almost entire capacity of conventional nurseries.
  • Inspired by the Hon’ble Chief Minister, the ‘Sabuj Shree’ program was launched with effect from 27 May, 2011 to provide a sapling to every new born child in the state to inculcate emotional bonding between the child and nature and also to provide an incentive of economic benefit in the future. Being implemented at the block level throughout the state, nearly 15 lakh seedlings were distributed to mothers of newborns.
  • The Wild Life Wing of Forest Directorate manages 4692 sq km of protected area network, i.e. 5.28% of geographical area of state, up from 4.56% prior to 2013. Emphasising the importance of conservation, two new wildlife sanctuaries have been created:
    1) the ‘West Sunderbans WLS’ in 2013 over 556 sq km in Dakshin 24 Parganas for keystone species of Sunderbans; and,
    2) ‘Pakhibitan Wildlife Sanctuary’ over 14.09 sq. km of water body for aquatic and migratory birds at Gajoldoba, Jalpaiguri in North Bengal.
  • W.B. State Forest Development Agency was institutionalised in 2014. It is implementing plantation programme of WB Pollution Control Board and MPLAD funding programme in forestry sector.
  • Online reservation & payment gateway for 20 eco-tourism centres in the state was started in May, 2015.

 

বন সংরক্ষণে প্রতিবদ্ধ মা-মাটি-মানুষের সরকার

পশ্চিমবঙ্গের বনদপ্তর রাজ্যের ১১,৮৭৯ বর্গকিলোমিটার এলাকা জুড়ে অরণ্য অর্থাৎ মোট ভৌগলিক এলাকার ১৩.৩৮% দেখাশোনা করে।

২০১১-২০১৪ সালের মধ্যে এই রাজ্যের বনাঞ্চল বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধির পরিমাণ ৩৮১০ বর্গকিলোমিটার অর্থাৎ ৪.২৯% যা দেশের মধ্যে সর্বোচ্চ।

২০১১-২০১৭ সালের মধ্যে বেশ কয়েকটি উল্লেখযোগ্য সাফল্য হলঃ-

  • ২০১১-২০১৭ সালের মধ্যে এই দপ্তর অরণ্য এলাকার মধ্যে ৭২,৬৯৭ হেক্টর বনাঞ্চল বৃদ্ধি করেছে। পাশাপাশি ব্যবহারে মৃত্তিকা ও আর্দ্রতা সংরক্ষণের কাজও হয়েছে। চিরাচরিত নার্সারিগুলির প্রায় সম্পূর্ণ মজুত খমতার পরিবর্তে এই বিভাগ ২ কোটি রোপণযোগ্য চারা উৎপাদনের ক্ষমতাসম্পন্ন ‘আধুনিক নার্সারি’ নির্মাণ করেছে।
  • মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, ২০১১ সালের ২৭ মে থেকে ‘সবুজশ্রী’ প্রকল্প চালু হয়েছে। এই প্রকল্পে রাজ্যের প্রত্যেক নবজাতককে গাছের চারা উপহার দেওয়া হয়। এর মূল উদ্দেশ্য হল, শিশুর সাথে পরিবেশ-প্রকৃতির একটা আবেগের বন্ধন তৈরী করা এবং ভবিষ্যতে এই গাছটি থেকেই আর্থিক সাহায্য পাওয়ার পথ সুগম করা। রাজ্যের প্রতিটি ব্লক স্তরে চালু হওয়া এ প্রকল্পে, ২০১৭-র মার্চ পর্যন্ত, ২ লাখেরও বেশী চারা বিলি হয়েছে।
  • বন-অধিকার এর অধীনে বন্যপ্রাণ বিভাগ রাজ্যের ৪৬৯২ বর্গকিলোমিটার সংরক্ষিত এলাকা দেখাশোনা করে, যা রাজ্যের মোট ভৌগলিক এলাকার ৫.২৮%। ২০১৩ সালে এই সংরক্ষিত এলাকার পরিমাণ ছিল ৪.৫৬%। সংরক্ষণের গুরুত্বের কথা চিন্তাভাবনা করে দুটি নতুন বন্যপ্রাণ অভয়ারন্য তৈরী করা হয়েছে।

 

১. ‘ওয়েস্ট সুন্দরবন ডবলু এল এস’ সুন্দরবনের মূল প্রজাতির বন্যপ্রাণ সংরক্ষণের জন্য দক্ষিণ ২৪ পরগনায় ৫৫৬ বর্গকিলোমিটার এলাকা জুড়ে ২০১৩ সালে তৈরী হয়।

২. ‘পাখিবিতান বন্যপ্রাণ অভয়ারন্য’ উত্তরবঙ্গের জলপাইগুড়ির গাজলডোবায় জলচর ও পরিযায়ী পাখিদের জন্য ১৪.০৯ বর্গকিলোমিটার এলাকা জুড়ে তৈরী হয়েছে।

  • ২০১৪ সালে রাজ্য বন উন্নয়ন এজেন্সি প্রতিষ্ঠিত হয়েছে। অন্য সমস্ত কাজের সঙ্গে এটি রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং সাংসদ তহবিলের অর্থে বনাঞ্চলে চারা লাগানোর কাজ করছে।
  • ২০১৫র মে থেকে রাজ্যের ২০টি ইকো-ট্যুরিজম কেন্দ্রের অনলাইন সংরক্ষণ এবং অর্থপ্রদানের পথ চালু হয়েছে। তাকদা, পোখরিয়াতার এবং চিম্নিতে ইকো ট্যুরিজম ইউনিট চালু হয়েছে।

 

Sunderbans will become a district soon: Mamata Banerjee at Gosaba

Bengal Chief Minister Mamata Banerjee today inaugurated a slew of projects for South 24 Parganas district. She also addressed a public meeting at Gosaba, where she declared Sunderbans will become a full-fledged district soon.

The CM said that the government is committed to developing the infrastructure in Sunderbans, and announced a new bridge will come up at Pathankhali. She also laid stress on home tourism in the region.

Highlights of the Chief Minister’s speech:

Fishermen are our assets. We are working for their welfare. They have been given identity cards already. District administration will work towards addressing their problems.

We have never taken any decision that will cause pain and suffering to common people, Dalits, tribals, poor and downtrodden or the minorities.

We have schemes for every phase of life – from birth till death. We distribute saplings (Sabuj Shree) when a baby is born. We have scholarships for students. We also provide financial assistance to the poor (Samabyathi) to help them cremate their near and dear ones.

We provide Sikshashree scholarships to SC/ST students. Kanyashree girls are our pride. Kanyashree is now a model for the world. For general students, we have Swami Vivekananda Merit Scholarship. We provide loans upto Rs 10 lakh to students from backward classes for pursuing higher education (Rs 20 lakh for pursuing studies outside India).

Farmers are our assets. They provide us with our food. We have taken a historic decision for their welfare and waived off all tax on agricultural land.

We provide rice at Rs 2/kg. Healthcare is free in Bengal. We have set up transit camps for pregnant women in districts. We have set up SNCU, SNSU, ITIs, polytechnic colleges. We have created 81 lakh employment in the last six years. About 2 lakh folk artists receive pension.

Despite the huge legacy of debt, we are fulfilling our social responsibilities. Ninety per cent people in the State receive direct benefits from the government. The government at Centre only gives bhashans. Our actions speak louder than words. We always fulfill the promises we make.

Bengal Government is always with the people. We have never taken any anti-people decision. The Centre had stopped the pension of 2.5 lakh people; we have allotted Rs 268 crore to provide them their pension.

We keep track of all incidents. Do not fall into the communal trap laid by BJP. They incite riots for political benefits. Riots are a threat to the society. It is easy to cause trouble but difficult to douse them. Be alert and keep track of strangers in your areas.

Bengal will show the way to the world. Our new generation will take our State to new heights of glory.

 

সুন্দরবন খুব শীঘ্রই পৃথক জেলা হবেঃ মুখ্যমন্ত্রী

দক্ষিণ ২৪ পরগনা জেলায় আজ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। গোসাবায় তিনি এক জনসভায় বক্তব্যও রাখেন। তিনি বলেন, সুন্দরবন খুব শীঘ্রই পৃথক জেলা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে।

তাঁর কথায়, সুন্দরবনের পরিকাঠামো উন্নয়ন করতে রাজ্য সরকার বদ্ধপরিকর। পাঠানখালিতে তৈরি হবে নতুন সেতু। এই অঞ্চলে হোম ট্যুরিসম পরিকাঠামো তৈরীতেও আগ্রহী সরকার।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

মৎস্যজীবীদের জন্য পরিচয়পত্র করে দিয়েছে রাজ্য সরকার, ওরা আমাদের সম্পদ।

মা-মাটি-মানুষের সরকার এই সাড়ে ছয় বছরে এমন কোন কাজ করেনি যাতে মানুষ দুঃখ পায়।এমন কোন কাজ আমরা করিনি যাতে গরীব মানুষের মনে হয় এই সরকার তাদের পক্ষে নয়।

আমাদের সরকার জন্ম (সবুজশ্রী) থেকে মৃত্যু (সমব্যাথি) পর্যন্ত প্রকল্প চালু করেছে। দিল্লিতে বিজেপির সরকার আছে। কোনওদিন গরীব মানুষের জন্য এরা কোন কাজ করে না।ওরা শুধু ভাষণ দিয়ে বেড়ায়।

ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য স্কলারশিপ, প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের বিনামূল্যে বই,খাতা,ব্যাগ,জুতো দেওয়া হচ্ছে।

মেয়েরা আমাদের ঘরের সম্পদ। তাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চালু হয়েছে কন্যাশ্রী প্রকল্প যা আজ সারা পৃথিবীকে পথ দেখিয়েছে।

ছাত্রছাত্রীদের জন্য স্বামী বিবেকাননদ স্কলারশিপ চালু করা হয়েছে। তপশিলি ও আদিবাসী ভাইবোনেরা দেশে উচ্চ শিক্ষার জন্য ১০ লক্ষ টাকা এবং বিদেশে উচ্চ শিক্ষার জন্য ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পায় সরকারের থেকে।

কৃষকরা আমাদের সম্পদ। বন্যায় তাদের ফসলের ক্ষতি হলে আমরা তাদের ক্ষতিপূরণ দিয়েছি। আমরা সব কৃষি জমির খাজনা মুকুব করে দিয়েছি। ২ লক্ষ শিল্পীকে পেনশন দেওয়া হচ্ছে।

৮ কোটি মানুষকে আমরা ২ টাকা কেজি দরে চাল দিই। বিনামূল্যে মানুষ চিকিৎসা পাচ্ছেন। SNCU, SNSU তৈরি হয়েছে। গর্ভবতী মহিলাদের জন্য ট্রানজিট ক্যাম্প তৈরি করা হয়েছে। পলিটেকনিক কলেজ, বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। বিনামূল্যে হার্ট অপারেশন হচ্ছে। কম খরচায় কিডনি ট্রান্সপ্ল্যান্ট হচ্ছে।

কোথাও একটা ছোট গণ্ডগোল হলেও তা আমার নজরে আসে, আমি প্রতিদিন খবর রাখি। কারো কোন কোথায় প্ররোচনায় কান দেবেন না। দাঙ্গা লাগিয়ে রাজনৈতিক ফায়দা তোলা বিজেপির কাজ। দাঙ্গা দেশের শত্রু, জাতির শত্রু, বাংলার শত্রু, সকলের শত্রু। বাইরের অজানা লোককে এলাকায় ঢুকতে দেবেন না।

৬ বছরে আমরা ৮১ লক্ষ ছেলেমেয়েকে চাকরি দিয়েছি, ১০০ কোটি শ্রম দিবস তৈরি হয়েছে। ডায়মন্ড হারবারে মহিলা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে।

সিপিএমের করে যাওয়া ৪০ কোটি টাকার দেনা শোধ করেও আমরা ৯০ শতাংশ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিচ্ছি।

কেন্দ্রীয় সরকারের বঞ্চনার জন্য আড়াই লক্ষ মানুষ পেনশন পাচ্ছিলেন না, তাদের পেনশন দেওয়ার জন্য ২৬৮ কোটি টাকা দেবে রাজ্য সরকার।

মানুষ বিরোধী কাজ আমরা করব না এটুকু ভরসা রাখবেন।

 

Key schemes of Bengal appreciated at UN

Kanyashree, Sabuj Sathi, Sabuj Shree, Khadya Sathi and several other flagship schemes of the Bengal Government were appreciated at the United Nations on Thursday as Finance Minister Dr Amit Mitra delivered an address. These schemes have already brought in immense social change and development in the State and now many foreign nations showed their interest in them.

Representatives from countries like Britain, Kenya and Argentina were extremely excited and wonder-struck as they listened to Dr Mitra. From Kanyashree which has helped in empowerment of girls to Khadya Sathi that provides rice at Rs 2/kg to 8.5 crore people – every scheme was met with appreciation at the UN.

Principal Secretary of the Department of Women and Child Development highlighted how Kanyashree scheme has brought change in the grassroots level, leading to a drop in number of child marriages and a reduction in the rate of dropout of girl students in schools.

Chief Minister Mamata Banerjee is going to address the United Nations at The Hague today.

বাংলার সাফল্যের গল্প শুনল রাষ্ট্রসংঘ

বৃহস্পতিবার রাষ্ট্রসংঘের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছ বছরের কার্যকলাপের সাফল্যের কথা তুলে ধরেন অর্থমন্ত্রী অমিত মিত্র। সরকারের উদ্যোগে কীভাবে বিনামূল্যে সকলের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া গিয়েছে, ন্যায্যমূল্যের ওষুধের দোকানের মাধ্যমে কম দামে ওষুধ কিনতে পারছেন সাধারণ মানুষ—এসবই মঞ্চে তুলে ধরেন অর্থমন্ত্রী।

রাজ্যের প্রান্তিক এলাকার মানুষ বা পিছিয়ে পড়া জনগণ যাতে অনাহারে না থাকেন, সেজন্য ২ টাকা কিলো দরে তাদের চাল দেওয়ার কর্মসূচির কথা জানান তিনি। একইসঙ্গে তুলে ধরেন ক্ষুদ্র উদ্যোগপতিদের ব্যাংক ঋণ পেতে সহযোগিতা করার কথা, কৃষকদের কিষাণ ক্রেডিট কার্ড দেওয়ার কথা, লাল ফিতের ফাঁস আলগা করে সরকারি কর্মসূচিতে স্বচ্ছতা আনার কথা।

এইসব প্রকল্প, কর্মসূচির মাধ্যমে গরিবি দূর করতে রাজ্য সরকার কীভাবে এগিয়ে চলেছে, অর্থমন্ত্রীর প্রতিটি বয়ানে ছিল তার খতিয়ান। গরিবি দূর করার পাশাপাশি যার সঙ্গে জড়িত স্বাস্থ্যও। তাকে সমর্থন করে ভারতীয় সম্প্রদায়ের অনুষ্ঠানে মমতা বলেন, ‘গরিবরা যাতে বঞ্চিত না হন, সেদিকে রাজ্য সরকার সজাগ দৃষ্টি রাখছে। কারণ আবেগ না থাকলে বিবেকের জন্ম হয় না।’

নারী ও শিশু কল্যাণ দপ্তরের সচিব এদিন কন্যাশ্রী প্রকল্পের সাফল্যের কথাও জানান। এই প্রকল্প চালু হওয়ায় বাংলায় বাল্যবিবাহ, স্কুল থেকে ড্রপ আউটের বিষয় অনেক কমে গেছে। মেয়েদের উচ্চ শিক্ষার পথ আরও প্রশস্ত হয়েছে।

আজ রাষ্ট্রসংঘের মঞ্চে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

Sabujshree: WB Govt to name saplings after every newborn girl child

West Bengal has created another milestone by introducing a scheme in which a sapling will be named after a new born girl child. The State Government has decided to plant a sapling with the birth of every girl child in the State.

How the scheme works

The Forest department has already talked to the chief medical officers of health in the districts for the smooth implementation of the project. Saplings would be given to the family of a new born girl child during their release from the hospitals. The baby’s parents would be urged to name the sapling on the name of the newly born girl.

Initially, the saplings would be distributed to girl child but later they would also be given to the mothers of a boy child as well. An awareness campaign has also been undertaken by the forest department officials at block level.

Benefits of the scheme

As per the available data, nearly 15 lakh girl children are born in the state in a year. If a family gets a sapling from the forest department and nurtures it after naming it by the name of their baby, around 15 lakh saplings could be planted throughout the state every year.

 

The image is representative (source)

 

‘সবুজ শ্রী’: শিশু কন্যাদের নামে গাছের নাম রাখার প্রকল্প রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আরও একটি মাইলস্টোন প্রকল্প চালু হচ্ছে – ‘সবুজ শ্রী’। এই প্রকল্পের মাধ্যমে শিশু কন্যাদের জন্মের পর তাদের নামে একটি করে গাছ রোপণ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

প্রকল্পের কার্যকারিতা  

এই প্রকল্পের সার্থক রূপায়নের জন্য বন দপ্তরের আধিকারিকরা ইতিমধ্যেই জেলার মেডিকেল অফিসারদের সঙ্গে কথা বলেছেন। হাসপাতাল থেকে ছাড়ার সময় প্রত্যেক শিশু কন্যার পরিবারকে একটি করে চারা গাছ দেওয়া হবে এবং বাবা-মায়েদের তাদের সন্তানের নামে চারাগাছগুলির নাম রাখার কথা বলা হবে।

প্রাথমিকভাবে, চারাগাছগুলি কন্যা সন্তানদের বিতরণ করা হবে পাশাপাশি পুত্র সন্তানের মায়েদেরও একটি করে চারাগাছ দেওয়া হবে। এছাড়া ব্লক পর্যায়ে বন বিভাগের কর্মকর্তারা একটি সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে।

প্রকল্পের উপকারিতা

তথ্য অনুযায়ী, বছরে প্রায় ১৫ লক্ষ কন্যা সন্তানের জন্ম হয় রাজ্যে। যদি কোন একটি পরিবার বন বিভাগের কাছ থেকে একটি চারাগাছ পায় এবং তাদের শিশুর নাম দ্বারা এটির নামকরণ করে তাহলে  প্রতি বছর রাজ্য জুড়ে প্রায় ১৫ লক্ষ চারা রোপণ করা সম্ভব হবে।