Foundation stone of State’s first Hindi University laid

Bangla Chief Minister Mamata Banerjee today laid the foundation stone of the first Hindi University in the State. The university will come up at Arupara in Howrah district.

The CM also inaugurated and laid the foundation stones for several other projects on the occasion. She also distributed benefits of various schemes to people from the stage.

Highlights of her speech:

Who could have thought the State Secretariat would be relocated to Howrah? We did it.

Swasthya Bhavan will be shifted to a 3 acre plot behind Nabanna soon. The work for DPR has begun.

Who could have thought, a helipad would come at Dumurjola? We have already set up 30 new helipads across the State.

New airports have come up at Malda, Balurghat, Andal and Cooch Behar. One more is coming up at Purulia.

Whenever someone from outside visits Kolkata, they say the city has progressed. This is poriborton. But a few jealous people refuse to acknowledge the change that has happened in the State.

Bangla’s Kanyashree scheme won the first prize from UN. Bangla is No. 1 in the world.

There is 50% reservation for women in local bodies. Women get maternity leave for 731 days.

We have done away with income ceiling for Kanyashree scheme. Everyone is eligible for the scholarship now.

We have distributed Sabooj Sathi cycles. 72 lakh SC/ST students have received Sikshashree scholarships. 2.12 crore minority students have also received scholarships, the highest in India.

58 lakh OBC students are now pursuing higher education. We have started Swami Vivekananda Merit scholarships for general caste students.

Before we came to power in 2011, there were only 12 universities in Bangla. We have set up 28 new universities in the last seven and half years. We laid the foundation for one more today. 10 more universities are in the pipeline.

We have done away with khajna tax and mutation fees on agricultural land.

We have waived off mutation fees on inherited land. You need not to go gazetted officers for attestations anymore. Our government has started self-attestations.

State Govt pays the full premium for crop insurance. The State Govt is funding the scheme entirely, not the Centre.

72 lakh farmer families will benefit from the Krishak Bandhu scheme.

We give financial assistance of Rs 5000 to pregnant women. We send ‘Matri Jaan’ to ferry mothers to hospitals.

Not only Bangla, people from Bihar, Jharkhand, Odisha also come to our State for free healthcare.

We have brought 7.5 crore people under Swasthya Sathi scheme. We are not a part of Ayushmaan Bharat scheme. It is hogwash.

We have issued the Swasthya Sathi cards in the name of women, recognising them as the head of the family. Even her parents will be eligible for insurance with that card.

Today we have laid the foundation stone for drinking water supply projects worth Rs 1488 crore. Another project worth Rs 1100 crore will be initiated tomorrow at Bankura.

Earlier people used to complain about load shedding. Those days are now history.

Narendra Modi goes for even inaugurating toilets. Why does he seek so much publicity? He only believes in publicity, no action.

When demonetisation was announced, I was the first to call it a disaster. More than 2 crore people have lost their jobs since then.

More than 12,000 farmers have committed suicide in the country. Charity begins at home. Bengal is No. 1 in generating employment under MGNREGA.

We are No. 1 in skill development training through Utkarsh Bangla.

Our Utkarsh Bangla scheme has been ranked among the top 5 among 1,062 schemes from across the world.

Sabooj Sathi has been ranked among the top 5 among 1142 schemes from across the world.

We have reduced unemployment by 40%. It is on record in Parliament.

Modi babu knows only how to manipulate data.

Five years are gone. This government’s expiry date is over. Will taking expired medicines treat the ailment?

Elections are around the corner. Hence, they are brandishing arms and weapons. They are indulging in opportunistic politics over the blood of the jawans.

We are with the armed forces. We are with the martyrs. We are in favour of peace, not riots. We stand by the people of this country. We are against Modi. We are against BJP.

If you speak against them, you are branded as Pakistanis. We are all Pakistani, and they are the only nationalists?

They are searching about religion on Google everyday. My religion is humanity.

Abraham Lincoln had said “You can fool all the people some of the time, and some of the people all the time, but you cannot fool all the people all the time”

They are creating divisions within the society. They are pitting people against each other. Everyone is terrorised.

Have you ever seen people so scared of the Prime Minister, as if he is Gabbar Singh?

We are announcing a new scheme ‘Yuvashree Arpan’ under which 50,000 youths will receive financial assistance of Rs 1 lakh for setting up a enterprise

We have given due recognition to all languages – Hindi, Urdu, Nepali, Gurmukhi, Santhali, Ol Chiki, Kamtapuri, Rajbongshi, Kurukh, Kurmali

Dumurjola is being developed as a Khel City.

Kanyashree & Sabuj Sathi earn Supreme Court’s high praises

The Bengal Government’s flagship girl child empowerment scheme, Kanyashree, a brainchild of Chief Minister Mamata Banerjee, has now earned the praise of the Supreme Court too.

A bench of judges of the highest court expressed this opinion during a hearing. The Trinamool Congress counsel in court said that 34 lakh schoolgirls have benefitted from the scheme.

The bench was also full of praises for Sabuj Sathi, the scheme in which bicycles are presented to all school students, both girls and boys, for travelling to school, often from long distances.

Source: Ei Samay

Sabuj Sathi – Symbol of empowerment of students in Bengal

During one of her district tours in 2015, a young boy had asked West Bengal Chief Mamata Banerjee: “I study in school; you have started the Kanyashree scholarship for girls, why is there no scheme for boys?”

This had planted a seed in her head. The thought has at last led to a happy conclusion: ‘Sabuj Sathi’ – a project wherein students of classes IX to XII are given bicycles by the State Government.

This beautiful name for the project came to the Chief Minister’s mind while on her way from Darjeeling to Bagdogra Airport. The rain-drenched sylvan mountains piqued her creativity; she began penning poems for children. Thus was born the name ‘Sabuj Sathi’ – ‘Sabuj’, the word for ‘green’ or environment-friendly and ‘Sathi’ means ‘companion’, hence ‘Sabuj Sathi’ or ‘environemnt-friendly companion.’

The Chief Minister has created the logo for the project as well. It consists of a young boy running, with two spinning bicycle wheels alongside his legs. 70 lakh cycles have been distributed so far. The scheme also bagged an award for e-governance from the Centre.

For more details, visit the website for the scheme.

20 schemes that transformed Bengal in the last seven years

After coming to power in 2011, Chief Minister Mamata Banerjee and her Trinamool Congress Government have created a whole host of developmental schemes for the people of Bengal. As a result, the state has seen progress like never before.

As Maa, Mati, Manush Government completes seven years, let us take a look at 20 schemes that have transformed Bengal in the last seven years:

1. Kanyashree

One of the landmark programmes of the Trinamool Congress Government, the Kanyashree Prakalpa, launched in 2013, is a scheme for empowering the girl child through enabling their education and thus, preventing their marriage at an early age. It has three components, names K1, K2 and K3, for those in school, after school and in post-graduation, respectively.

The scheme has brought more than 48 lakh adolescent girls under its fold covering over 16,600 institutions across every corner of Bengal.

2. Sabuj Sathi

Sabuj Sathi is a scheme, launched in 2015, for gifting bicycles to students of classes IX, X, XI and XII, both boys and girls, to make it easier for even those living in far-off places, to come to school and go back home conveniently. The green-coloured bicycles have noticeably improved attendance and have proved to be a tool of student empowerment, just like Kanyashree.

There have been 70 lakh beneficiaries (that is, 70 lakh bicycles have been distributed) till date.

3. Khadya Sathi

Through the Khadya Sathi Scheme, launched in 2016, the State Government is ensuring food security for the people of the state, the hallmark of the scheme being giving 5 kilogram (kg) of rice or wheat per family member per month at Rs 2 per kg. There are special arrangements under this scheme for those below the poverty line, affected by the Cyclone Aila, working in tea gardens, living in the Jangalmahal region, those in Singur whose farmlands were snatched away for setting up industries by the Left Front Government, and a few other categories.

8.66 crore people, comprising about 90.6 per cent of the state’s population, have been covered under this scheme.

4. Sabujshree

Sabujshree is an innovative scheme which connects two noble causes – protecting the environment and promoting girl children. Under the scheme, launched in 2016, the mother of a new-born girl child is handed over saplings for free to plant in some place where it can be taken care of – so the tree grows up under her care just like her girl child. 15 lakh seedlings have been distributed so far.

5. Shikshashree

Shikshashree is a scholarship scheme, begun in 2014, for scheduled caste (SC) category students from classes V to VIII. The scholarship is being paid directly into the bank accounts of the students. During financial years 2014-17, almost 38 lakh students were covered under this scheme.

6. Gatidhara

Through the Gatidhara Scheme, launched in 2014, the government provides loans of upto Rs 10 lakh on easy instalment basis to enable people to buy cars, small trucks, etc. for commercial use, with a subsidy of 30 per cent or up to Rs 1 lakh over the sanctioned loan while repaying the loan. Families with a monthly income of Rs 25,000 or less qualify for financial support under this scheme.

As of March 2017, the total number of beneficiaries covered is 13,393 and the amount of subsidy disbursed is Rs 125 crore.

7. Gitanjali

Gitanjali is a housing scheme, introduced in 2011, meant for providing shelter to people belonging to economically weaker sections (EWS). A grant of Rs 70,000 is provided to a beneficiary in the plains whereas Rs 75,000 is provided to a beneficiary from the Hills region, the Sundarbans and Jangalmahal.

Till March 2017, benefits have been extended to 2 lakh 98 thousand 745 families.

8. Lok Prasar Prakalpa

The scheme, Lok Prasar Prakalpa was started in 2014 to rejuvenate the folk arts of Bengal coupled with the aim of disseminating social messages and information on the various developmental schemes run by the State Government. Folk artistes between 18 and 60 years of age receive a retainership fee of Rs 1,000, and in addition an opportunity for four performances per month, with Rs 1,000 paid for each. Senior artistes, that is, those above 60, receive a similar sum as monthly pension.

As of March 2017, benefits have been extended to nearly 1.94 lakh folk artistes.

9. Fair Price Medicine Shops

The purpose of Fair Price Medicine Shops (FPMS) or (in Bengali) ‘Najyamuller Aushadher Dokan’, first established in 2012, is to ensure round-the-clock availability of quality medicines, consumables, surgical items, implants, etc. at pre-approved discounted rates over the maximum retail price (MRP), to enable people from all economic backgrounds to buy them. These types of medicine shops are located at State Government-run hospitals and medical college-cum-hospitals.

Till March 2017, 112 Fair Price Medicine Shops have been set up, selling goods at discounts of 48 to 78 per cent on the MRP. As of December 2016, the total sales have been Rs 1,331 crore and patients availed discounts worth Rs 829 crore, with 2.93 crore prescriptions being served from these facilities.

10. Shishu Sathi

Shishu Sathi Prakalpa is a programme which was launched (in 2013) for providing free-of-cost operations for children up to the age of 18 years, covering the treatment of congenital cardiac diseases, cleft lip/palate and club foot. It is available at all State Government hospitals having paediatric facilities and at three private hospitals, namely, RN Tagore International Institute of Cardiac Sciences, BM Birla Heart Research Centre (both in Kolkata) and Durgapur Mission hospital.

About 12,000 children have received treatment through this scheme, so far.

11. Shishu Aloy

Shishu Aloys, launched in 2012, are a type of advanced Anganwadi Centres, aimed at making children ready for school at the age of 6 years. Here, children are prepared for schools in every possible way as well as provided with nutritious food; they also get medical assistance.

As of March 2017, 2,000 Shishu Aloys were developed across all districts and two more at the Dum Dum and Alipore Correctional Homes to facilitate children of inmates. On November 25, 2017, which is celebrated by the State Government as Shishu Aloy Dibas, 10,000 more Shishu Aloys were inaugurated across Bengal.

12. Pathasathi

The project consists of developing wayside facilities for travellers on national and state highways and other important roads, named ‘Pathasathi’, run by self-help groups, societies, West Bengal Tourism Development Corporation (WBTDC) or certain designated agencies. Each of these has a bathroom, a passenger’s waiting room, family rooms and a restaurant. A total of 67 such facilities are being constructed.

13. Swasthya Sathi

Swasthya Sathi, announced in 2016, is a cashless group health insurance scheme (that is, including families) for all those employed by the State Government’s departments, both permanently and part-time. It is meant for various categories of employees like panchayat functionaries, para-workers like ASHAs, anganwadi workers and civic police volunteers, contractual, part-time and daily wage earners under various departments, teachers and non-teaching staff of primary schools, secondary schools and government-aided madrasahs, and others.

As of March 2017, there were more than 35 lakh beneficiaries and their families enrolled. Later, in September, the benefits were extended to include a total of 55.5 lakh more government employees and volunteers and their families.

14. Sabala

Sabla is a scheme, begun in 2011, for adolescent girls, which aims to improve the nutritional and health status of girls between 11 to 18 years of age and equip them with life skills training and knowledge on family welfare, health and hygiene, and information and guidance on existing public services. It is being implemented on a pilot basis in seven districts namely, Cooch Behar, Jalpaiguri, Alipurduar, Malda, Nadia, Kolkata and Purulia through 29,444 Anganwadi Centres from 141 ICDS projects.

The benefits of the Sabla Scheme have reached 12.72 lakh girls between the ages of 11 and 18 years.

15. Anandadhara

The Anandadhara Scheme, initiated in 2012, is an anti-poverty programme for the rural poor, implemented through the organising of women into self-help groups (SHG). The number of blocks involved in the programme has increased from 32 during financial year 2012-13 to 158 during 2016-17, and consequently, the number of SHGs has increased from 3.18 lakh to 4.58 lakh, respectively. During 2016-17, the credit accessed from banks was Rs 3,329.81 lakh, against a target of Rs 3,274.9 lakh (101.68%)

16. Yuvashree

Yuvashree was launched in 2013 to extend financial assistance of Rs 1,500 per month to 1 lakh of the job seekers registered in the employment bank portal, launched earlier by the government, selected on the basis of criteria like education (those who have passed at least eighth standard) and age group (beneficiaries must be in the age group of 18 to 45 years). The recipients of the allowance are required to use it for training, vocational or otherwise, which will make them fit for employment.

17. Samabyathi and Baitarani

Samabyathi is a scheme, notified in 2016, for providing money to the next of kin of poor people in rural regions for organising their funerals. Rs 2,000 is paid disbursed per funeral. Since the introduction of the programme, 25,478 households have been benefited by this initiative and a sum of Rs 5.1 crore has so far been disbursed.

18. Swabalamban

Swabalamban is a scheme implemented through NGOs and companies for imparting vocational training to socially marginalised and distressed women, victims of trafficking, sex workers, the transgender community and women in moral danger, in the age
group of 18 to 35 years; if necessary, the upper age limit for such category of women is relaxed up to 45 years.

Beneficiaries successfully placed at renowned outlets like Wow Momo, Pantaloons, Kothari, Au Bon Pain and others. Thirty Kanyashree beneficiaries have been trained under the Swabalamban Scheme by Brainware as unarmed security guards, out of whom 16 have been successfully placed in different organisations.

19. Khelashree

The Khelashree Scheme, inaugurated in 2017, is a developmental initiative to encourage sporting activities. As per the scheme, Madhyamik and Higher Secondary schools, High Madrasahs, colleges, universities, all clubs from the first to the fifth divisions of the Kolkata League and all clubs and sports institutions which have been getting annual financial aids from the State Government, would be given five footballs each.

20. Safe Drive Save Life

The Safe Drive Save Life programme was started in 2016 to bring down road accidents in the State. It has been appreciated by the Supreme Court recently.

As a result of the programme, the number of road accidents in the state has reduced by 19.52 per cent. Naturally, the number of deaths and cases of injury have also come down by 11.5 per cent and 14 per cent, respectively.

Special Mention – Mission Nirmal Bangla

Bengal has constructed the most number of toilets as well as used up the highest amount of funds for constructing toilets. In 2013, Nadia became the first ODF district in India. The state reported 21,324 villages as ‘Declared ODF’, covering 1,929 GPs, till May 17, 2017, which is the highest in the country.

This initiative of the State Government achieved international recognition when it was selected as the first place winner for the 2015 United Nations Public Service Award in the category of ‘Improving the Delivery of Public Services’.

 

Bengal Govt to launch four-day awareness campaign today

A statewide four-day-long special campaign will be carried out from March 21 to 24 using digital means of communication to make people at the grassroots level aware of the projects and schemes being run by the Chief Minister Mamata Banerjee-led Trinamool Congress Government. It will be flagged off at 5 PM today.

The campaign, ‘Manusher Sathe – Maa, Mati, Manusher Sarkar’, is the first instance of the State Government taking up such a huge project to create awareness among people at all levels, down to the panchayats, and across the state.

As part of the campaign, 50 tableaus will travel around the state to create awareness. The 50 tableaus include two from each district, apart from Kolkata, totalling 44, and the remaining six will be digital tableaus.

The two tableaus from each district will have artistes who are enrolled under the Lok Prasar Prakalpa. The tableaus will be stopping at crucial locations and the artistes will be performing on them. They will be performing on the trucks through which they would also make the people aware about the other schemes of the government.

The six digital tableaus will be fitted with digital screens on all its sides and video clippings will be shown through them, highlighting the benefits of the State Government’s premier projects including Kanyashree, Khadya Sathi, Sabuj Sathi and Rupashree.

Besides the mobile tableaus, there will also be programmes in auditoriums in the respective district headquarters. In Kolkata, there will be a programme at Ektara Mukta Mancha, situated in the premises of Rabindra Sadan, from the evening of March 21 to March 23. There will also be digital exhibitions in and around the auditoriums where the programmes will take place in the district headquarters, wherein LED screens will play video clippings on State Government projects.

ছ’বছরের উন্নয়নের প্রচারে মা-মাটি-মানুষের সরকার

গত ছ’বছরে পঞ্চায়েত স্তরে সরকারের কাজ নিয়ে ব্যাপক প্রচারের নির্ঘণ্ট তৈরী করেছে রাজ্য সরকার। চলতি মাসে সব জেলায় তিন দিন ব্যাপী এই প্রচারের মূল স্লোগান —‘মানুষের সঙ্গে মা-মাটি-মানুষের সরকার’।

নবান্ন সূত্রের খবর, ১৫টি জেলায় ২১-২৩ মার্চ এই কর্মসূচী চলবে। ২২-২৪ মার্চ অনুষ্ঠান হবে বাকি আটটি জেলায়। পরিকল্পনা অনুযায়ী, জেলার মূল এলাকায় (যেখানে জনসমাগম সবচেয়ে বেশি) প্রদর্শনীর ব্যবস্থা করা হচ্ছে। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সাফল্য দেখানো হবে ‘জায়েন্ট স্ক্রিনে’। এ জন্য তৈরী করা হয়েছে স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র। বিকেল ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত ওই অনুষ্ঠানের খবর সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পৃথক ব্র্যান্ডিংয়ের ব্যবস্থাও করেছে রাজ্য। স্থানীয় কেবল টিভি সংস্থাগুলিকে এই প্রচারের সঙ্গে যুক্ত করার চেষ্টা চলছে।

কলকাতার প্রতিষ্ঠিত অন্তত ১৫০ জন শিল্পী জেলায় জেলায় গিয়ে অনুষ্ঠান করবেন। থাকবেন জেলার শিল্পী, লোকপ্রসার প্রকল্পের অন্তর্ভুক্ত লোকশিল্পীরাও। প্রধানত ঘেরা এলাকায় প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা। শব্দবিধি মানার ব্যাপারেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে জেলাগুলিকে।’

প্রতিটি মহকুমায় একটি বিশেষ ট্যাবলো প্রতিটি এলাকায় ঘুরে ঘুরে সরকারি সাফল্যের প্রচার চালাবে। দৃষ্টি আকর্ষণের জন্য ট্যাবলোয় সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি, গোটা রাজ্যে ছ’টি এলইডি ট্যাবলো ঘোরানোর সিদ্ধান্ত হয়েছে। মূল প্রদর্শনীর অডিও-ভিস্যুয়াল উপস্থাপনাও ট্যাবলোয় দেখানো হবে।

শুধু সাফল্য প্রচারই নয়, সূত্রের খবর, প্রতিটি জেলার প্রদর্শনীতে একটি করে ‘ইনফর্মেশন কিয়স্ক’ রাখা হবে। সেখানে থাকবেন জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকেরা।

সরকারের প্রকল্প, তার সুবিধা, কী ভাবে সেই প্রকল্পে নাম নথিভুক্ত করা যায়—এই সব তথ্য যে কেউ জানতে পারবেন কিয়স্ক থেকে। এক আধিকারিক বলেন,“কেউ চাইলে প্রকল্পে নাম নথিভুক্ত করার কোনও সমস্যার কথাও জানাতে পারবেন। তাঁকে ঠিক পথ দেখানোর চেষ্টা করা হবে সঙ্গে সঙ্গেই।”

Source: Millennium Post

In a democracy, fight politically, not through violence: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee today inaugurated a bouquet of developmental schemes and programmes during a public function at Kankardanga in Patrasayar block in Bankura district. She also laid the foundation stones of several projects.

The projects inaugurated were a fair-price medicine shop, a grain warehouse, roads, a mini indoor games complex, renovation of canals, etc. Foundation stones were laid for an eco park, a Labour Department office, etc.

She also distributed benefits of schemes like Kanyashree, Sikshashree, Sabujshree, Sabooj Sathi, Anandadhara and Gatidhara, folk instruments like dhamsa and madol, farming implements, mini kits for vegetable farming, etc.

Highlights of her speech:

I had visited Bankura district in December, 2017. Earlier, the ‘vote-babus’ used to visit districts only during elections. I keep visiting the districts to monitor the progress of developmental schemes.

We have set up a new university in Bankura.

We have increased pipelined water supply from 15% to 65%. We have started a drinking water project which will benefit 18 lakh people.

Three new multi super speciality hospitals have been set up in Bankura.

Over 1.7 lakh minority students have received scholarships. 57 lakh SC/ST students have also got scholarships.

45 lakh girls have received financial assistance under Kanyashree scheme. We have distributed 70 lakh cycles to students.

Kanyashree girls are our pride. The scheme has played a role in bringing down the rate of child marriage.
The stipend of Kanyashree scheme has been increased. We have extended the scheme to university students also.

SC/ST students will get soft loans for pursuing higher education (10 lakh for domestic studies and 20 lakh for foreign studies).

We have allowed Santhali students to take WBCS exam in Ol Chiki script.

We distribute saplings under Sabuj Shree scheme to parents of newborn babies. By selling the tree, they can secure the future of their child financially.

We provide rice at Rs 2/kg. Healthcare is free in government hospitals in Bengal.
We have started fair price medicine shops and diagnostic centres.

We have started Swasthya Sathi scheme and included ICDS, ASHA, contractual workers, civic volunteers, homeguards, panchayat and municipal workers etc under the insurance scheme.

Retirement age of contractual and casual workers has been fixed at 60 years.

ASHA workers used to receive Rs 800 from Centre earlier. Centre stoppe the funds for the project. We kept the project alive with State funds.

Centre allocated Rs 100 crore for Beti Bachao, Beti Padhao scheme for the entire country. We spent Rs 5000 crore for Kanyashree scheme only for Bengal.

It is not the job of the party in power to attack political opponents or vandalise statues of icons. We believe in all-encompassing politics. They must fight politically, not through violence.

I have fought CPI(M). We struggled for 34 years. Our slogan was ‘bodla noy, bodol chai’. We did not unleash any violence against the Communists. This is not our culture.

Marx or Lenin are not our icons. But they are revered in Russia. I have ideological fight with CPI(M). We fought against them in Singur, Nandigram, Netai. I do not support the BJP either.

Democracy does not mean use of violence. Democracy is all about winning people’s trust. Let there be a competition on development. Catch me if you can.

Smear campaign against me is on 365 days a year. This is not the democracy we believe in. I am not afraid of fear-mongering tactics.

We have started a new scheme called ‘Ruposhree’. We will provide financial aid to families with income less than Rs 1.5 lakh to assist them in their daughter’s wedding.

We have waived khajna tax on agricultural land. We have also done away with mutations fees on agricultural land. Why has the Centre not waived loans of farmers? Instead, they are allowing rich people to flee with crores of rupees from banks.

Farmers are not getting loans, students are not getting loans. Some people are running away with hard-earned money of people. Banks have become cashless, Centre has become faceless.

Your savings are not safe in banks. People are in dire straits. They are cheating people. Whenever people are in trouble, Trinamool is there to speak out for them.

Unity is harmony. We believe in the ideals of Rabindranath, Nazrul.

Centre has been neglecting Bengal. We are not getting due funds. Bengal does not care about power. Bengal wants welfare of people.

If your target is Bengal, our target is Lal Quila.

Some people, with ulterior motives, are trying to foment trouble between Hindus and Muslims. People must be vigilant. Inform the authorities, you will be rewarded.

We are launching a project worth Rs 2,000 crore which will benefit lakhs of people in lower-Damodar valley region. It will solve the water woes in the region.

We have started pension scheme for auto-drivers, car drivers, construction workers, domestic helps and others.

We are paying Rs 48,000 crore as instalments for the debt incurred by the Left. Still, the amount of work done by us, despite the financial constraints, is unmatched.

March 8 is International Women’s Day. We respect our women. Without them, the society is incomplete.
The students and youths of Bengal will show the way to the world one day.

 

গনতন্ত্র মানে জবরদখল নয়, ভোটদখল নয়: মুখ্যমন্ত্রী

আজ বাঁকুড়া জেলার কাঁকড়ডাঙা, পাত্রসায়েরে পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিভিন্ন প্রকল্পের শিলান্যাসও করেন।

মুখ্যমন্ত্রী যে সকল প্রকল্পের উদ্বোধন করেন, তার কয়েকটি হল, ফেয়ার প্রাইস মেডিসিন শপ, ধানের গুদাম, নতুন রাস্তা, মিনি ইনডোর গেমস কমপ্লেক্স, খালের সংস্কার ইত্যাদি।

তিনি যে সকল প্রকল্পের শিলান্যাস করেন, তার কয়েকটি হল, ইকো পার্ক, শ্রম ভবন  ইত্যাদি।

এছাড়াও তিনি কন্যাশ্রী, সবুজশ্রী, শিক্ষাশ্রী, সবুজসাথী, আনন্দধারা, গতিধারা, ধামসা মাদল, কৃষি যন্ত্রপাতি, সবজি চাষের মিনিকিট ইত্যাদি পরিষেবা প্রদান করেন।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ-

আমি গত ডিসেম্বর মাসে বাঁকুড়া এসেছিলাম। আগে জেলাগুলোতে ভোট করতে ভোট বাবুরা আসতেন, তারপরে আর আসতেন না। আমি ভোটের সময় কম আসি, সারা বছর কোনও না কোনও জেলায় যাই।

আমাদের মা মাটি মানুষের সরকার বাঁকুড়ায় বিশ্ববিদ্যালয় তৈরী করে দিয়েছে।

আগে বাঁকুড়ায় ১৫% পাইপড জল ছিল, ছয় বছরে আমরা সেটা বাড়িয়ে ৬৫% করেছি। আরও ১২০০ কোটি টাকার প্রকল্প দেওয়া হয়েছে, এটা সম্পূর্ণ  হলে আরও ১৮ লক্ষ মানুষ পানীয় জল  পাবে।

বাঁকুড়া জেলায় তিনটি নতুন সুপার স্পেশ্যালিটি হসপিটাল তৈরী করে দেওয়া হয়েছে।

১.৭১ কোটি সংখ্যালঘু ছাত্রছাত্রীকে আমরা স্কলারশিপ দিয়েছি, ৫৭ লক্ষ তপসিলি ও আদিবাসী ছাত্রছাত্রীকে আমরা স্কলারশিপ দিয়েছি।

৪৫ লক্ষ কন্যাশ্রীর কাছে আমরা স্কলারশিপ পৌঁছে দিয়েছি। ৭০ লক্ষ ছাত্রছাত্রীকে সবুজ সাথীর সাইকেল দেওয়া হয়েছে।
কন্যাশ্রীর মেয়েরা আমাদের গর্ব। বাল্য বিবাহ রোধেও তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

কন্যাশ্রীর স্কলারশিপের টাকা ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ১০০০ টাকা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেও স্কলারশিপ পাবে।

এসসি এসটি ভাইবোনেরা হায়ার এডুকেশন দেশে করলে ১০ লক্ষ টাকা পর্যন্ত ও বিদেশে পড়লে ২০ লক্ষ টাকা পর্যন্ত সফট লোন পাবে।

সাঁওতালি ভাইবোনেরা ডব্লিউবিসিএস পরীক্ষা অলচিকি হরফেও লিখতে পারবে। তাদের জন্য ২৪টা কোচিং সেন্টার করা হয়েছে।

বাচ্চা জন্মালেই তাকে ছোট্ট একটা গাছের চারা দেওয়া হচ্ছে, সবুজশ্রী প্রকল্প। গাছটি বড় হলে, গাছটি বিক্রী করলে বাচ্চাটির ভবিষ্যৎ হয়ে যাবে।

আট কোটি মানুষকে ২টাকা কিলো চাল, গম দিই। বিনা পয়াসায় চিকিৎসা দিই সরকারি হাসপাতালে।ন্যায্য মূল্যের ওষুধের দোকান ও ডায়াগোনিস্টিক সেন্টার তৈরী করা হয়েছে।

স্বাস্থ্য সাথী প্রকল্পে আশা, আইসিডিএস মেয়েদের, সিভিক ভলেন্টিয়ারদের, হোমগার্ডদের, পঞ্চায়েত কর্মীদের, মিউনিসিপাল কর্মীদের, কন্ট্রাকচুয়াল কর্মীদের সবাইকে নিয়ে আসা হয়েছে।

কন্ট্রাকচুয়াল ও ক্যাসুয়াল ওয়ার্কারদের চাকরির মেয়াদ ৬০ বছর করে দেওয়া হয়েছে।

আগে আশার মেয়েরা ৮০০ টাকা পেত দিল্লী থেকে। দিল্লী এই প্রোজেক্ট বন্ধ করে দিল। রাজ্য সরকার থেকে ওদের টাকা দেওয়া হয়।

কেন্দ্রের বেটি বাঁচাও বেটি পড়াও প্রোগ্রামে সারা দেশের মেয়েদের জন্য ১০০ কোটি টাকা। আমরা আমাদের কন্যাশ্রী প্রোজেক্টে ইতিমধ্যে ৫০০০ কোটি টাকা খরচ করেছি।

আপনারা (বিজেপি) যদি মনে করেন ক্ষমতায় এসেছেন বলে মণিষীদের মূর্তি ভাঙবেন, সেটা আমরা মেনে নেব না।

আমার সাথে সিপিআইএম-এর লড়াই হয়েছে। আমরাও ৩৪ বছর পরে ক্ষমতায় এসেছি। মনে রাখবেন আমাদের স্লোগান ছিল ‘বদলা নয়, বদল চাই’।তাই সিপিআইএম এত অত্যাচার করার পরও আমরা কিন্তু পিঁপড়ের ডিমের মত অত্যাচার ওদের ওপর করিনি। তার কারণ ওটা আমাদের সংস্কৃতি নয়।

আমি সিপিআইএম-এর পক্ষে নই, বিরুদ্ধে।আমরা ওদের অত্যাচারের বিরুদ্ধে সিঙ্গুর, নেতাই, নন্দীগ্রামে লড়াই করেছি।কার্ল মার্ক্স আমার নেতা নন, মহামতি লেনিনও আমার নেতা নন। কিন্তু রাশিয়ায় ওরা নেতা।মনে রাখবেন যে যেই পার্টির সমর্থকই হোক না কেন গনতন্ত্রে হিংসার কোন স্থান নেই।

গনতন্ত্র মানে জবরদখল নয়, ভোটদখল নয়। গণতন্ত্র মানে তুমি ক্ষমতায় আছো, উন্নয়নের কাজ করবে।আমরাও উন্নয়নের কাজ করছি। যদি লড়তে হয়, উন্নয়নের কাজে লড়। প্রতিযোগিতা করতে হলে উন্নয়নের প্রতিযোগিতায় নাম লেখাও।গড়তে পারলে গড়। আর না পারলে মানে মানে সরে পড়।

আমাদের বদনাম করার চেষ্টা করা হয় রোজ, বারবার, ৩৬৫ দিন। তাও বলি এইসব হুমকির কাছে আমরা ভয় পাই না।যতদিন বাঁচব, মাথে উঁচু করে বাঁচব।

আপনাদের জন্যে আর একটা প্রকল্প তৈরি করা হয়ছে, তার নাম হচ্ছে ‘রূপশ্রী’। দেড় লক্ষ টাকা ইনকাম যাদের বছরে, তাদের ১৮ বছরের বেশী বয়সি মেয়েদের জন্য, তাদের বিয়ের জন্য সরকারকে আবেদন করলে, সরকার আপনাদের মেয়ের বিয়ের জন্য ২৫ হাজার টাকা করে দিয়ে দেবে।

কৃষকদের জন্যে পুরো খাজনা মকুব করে দিয়েছি আমরা। কৃষিজমির মিউটেশন করতে হলে এক পয়সাও লাগবে না। কিন্তু কেন্দ্রীয় সরকার আজ পর্যন্ত কৃষি ঋনটা কি মকুব করেছে? অথচ কয়েকটা বড় বড় রুই কাতলা ব্যাঙ্কের সব টাকা লুঠ করে নিয়ে চলে যাচ্ছে আর কেন্দ্রীয় সরকার তাদের সাহায্য করছে।

গরীব মানুষদের ঋণ মকুব করে না, কৃষকদের ঋণ মকুব করে না, আর কয়েকটা রুই-কাতলা, আপনার টাকা মেরে দিয়ে চলে গেছে। আর আজকে ব্যাঙ্ক হয়ে গেছে ক্যাশলেস, আর বিজেপি সরকার হয়েছে ফেসলেস’।

এখন ওরা আপনার জমানো টাকা অন্য লোককে দিয়ে দেবে। মানুষ আজকে কঠিন সমস্যায় পড়েছে। এর বিরুদ্ধে যদি তৃণমূল না বলে তাহলে কে বলবে? মানুষ যদি বিপদে পরে, মনে রাখবেন, তৃনমূল কংগ্রেস ছিল, আছে, আর থাকবে।

একতাই সম্প্রীতি, এই কথা রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুলরা শিখিয়ে গেছেন।

বাংলাকে বঞ্চনা করছে দিল্লী। কিছু দেয় না আমাদের। দিল্লী আমাদের সব কেড়ে নেয়। তা সত্ত্বেও বলি বাংলা বঞ্চনা সহ্য করে না, বাংলা প্রতারণা সহ্য করে না, বাংলা সারা দেশের মানুষের পাশে থেকে লড়াই করে, প্রতিশ্রুতি দেয়।

তোমাদের টার্গেট যদি হয় বাংলা, আমাদের টার্গেট, লাল কেল্লা।

কিছু লোক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। নজর রাখুন, পুলিশকে খবর দিন, পুলিশ আপনাকে পুরস্কৃত করবে।

আমরা প্রায় ২০০০ কোটি টাকার একটা প্রকল্প শুরু করছি, নিম্ন-দামোদর অববাহিকা নিয়ে। এতে কয়েক লক্ষ মানুষ উপকৃত হবেন।

অটো ড্রাইভার, ট্যাক্সি ড্রাইভার,ক্ষেত মজদুর ও কেন্দু পাতা সংগ্রহকারীরা ৬০ বছর বয়সে পেনসন পাবে, তার ব্যবস্থা করা হয়েছে।

সিপিএমের করে যাওয়া দেনার জন্য আমাদের বছরে ৪৮,০০০ কোটি টাকা শোধ করতে হয়।

আগামি ৮ তারিখ আন্তর্জাতিক নারী দিবস।আমি চাই আমার মা বোনেরা সম্মানের সাথে বাঁচুক, তাদের ছাড়া সমাজ অসম্পুর্ণ।

আমার বাংলার ছেলে-মেয়েরা একদিন সারা বিশ্বকে পথ দেখাবে।

Bengal Government to procure 10 lakh bicycles for Sabuj Sathi

The Backward Classes Welfare (BCW) department will float the tender for 10 lakh bicycles which will be distributed among the students of Class IX of state-run, aided and sponsored schools under the Sabuj Sathi project.
The state government has so far distributed 60 lakh bicycles, the highest by any state government in the country.
The decision to distribute bicycles among students of Classes IX, X, XI and XII were announced by the state Finance minister Amit Mitra in his Budget speech in 2015. The Chief Minister distributed the first batch of bicycles among the students at a function at Gopiballavpur Block II in West Midnapore on October 29, 2015.
The BCW department has given training to over 3,000 unemployed SC and ST youths to repair bicycles in a bid to make them self-reliant. The cycles that are being given will be maintained by the state government for one whole year free of cost.

 

সবুজসাথীর জন্য আরও ১০ লক্ষ সাইকেল কিনবে রাজ্য সরকার

অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর সবুজসাথী প্রকল্পের জন্য আরও ১০ লক্ষ সাইকেলের টেন্ডার প্রক্রিয়া শুরু করতে চলেছে। এই সাইকেল রাজ্য সরকার পরিচালিত, অনুদানপ্রাপ্ত ও স্পন্সর্ড স্কুলগুলির নবম শ্রেণীর পড়ুয়াদের বিলি করা হবে।
এখনও পর্যন্ত এই প্রকল্পের অধীনে ৬০ লক্ষ সাইকেল বিলি করা হয়েছে, যা দেশে সর্বাধিক। যে সাইকেল পড়ুয়াদের দেওয়া হয়, সেগুলির প্রথম এক বছরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব সরকারের।
২০১৫ সালের বাজেট বক্তৃতায় রাজ্যের অর্থমন্ত্রী সবুজসাথী প্রকল্পের কথা ঘোষণা করেন। ২০১৫ সালের ২৯শে অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এই প্রকল্পের শুভ সূচনা করেন পশ্চিম মেদিনীপুরের গোপীবল্লভপুর ২ ব্লকে।
উল্লেখ্য, তফসিলি জাতি ও উপজাতির ৩০০০ বেকার মানুষকে সাইকেল সারানোর প্রশিক্ষণ দিয়েছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর, তাদের স্বনির্ভর করার লক্ষ্যে।

Bengal bags e-governance award for Sabuj Sathi, excise

Another feather has been added to Mamata Banerjee’s hat. Bengal’s Sabuj Sathi scheme and e-excise project have received the national award in e-governance. These projects were adjudged the best among 950 projects from 28 States. Union Department of Personnel Training wrote to the Bengal Government about these awards.
In 2013-14, Bengal had won the national award in e-governance for e-taxation. The State had also been honoured for the Kanyashree scheme. Now, the scheme of free cycle distribution has received national acknowledgement. 70 lakh cycles have been distributed so far, all through e-governance. The whole process, starting from procurement to the distribution of cycles, is done online. Sabuj Sathi scheme has brought about a social revolution in the State.
On the other hand, the state government started the e-excise project for regulating the sale of alcohol. Procurement and sale of alcohol is completely online. Bar coding system has been introduced. How much alcohol has been sold, what is the stock left with the retailer, all details are stored online. Revenue collection from excise has also increased as a result (from Rs 3,000 crore in 2013-14 to Rs 5,226 crore in 2016-17. The figure will reach Rs 8,700 crore in 2017-18).
Representatives from States like Haryana, Uttar Pradesh, Tripura and Assam have come to Bengal to study the e-excise project, so that it can be implemented in their States also.
After assuming power, Mamata Banerjee had laid a lot of stress on e-governance. E-tendering system was launched in 2012; the finance ministry follows the Integrated Financial Management System. Recently, files have been done away with and e-office system was launched by the government.

 

সবুজ সাথী, ই-আবগারি পেল জাতীয় ই-গভর্ন্যান্স পুরস্কার

অন্য সব রাজ্যের সঙ্গে প্রতিযোগিতায় রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্প এবং ই-আবগারি প্রজেক্ট জাতীয় ই-গভর্ন্যান্স পুরস্কার ছিনিয়ে নিল। ২৮টি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের ৯৫০টি প্রকল্পের মধ্যে পশ্চিমবঙ্গের এই পুরস্কার প্রাপ্তির কথা চিঠি দিয়ে নবান্নকে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অব পার্সোনেল ট্রেনিং (ডিওপিটি)। এই পুরস্কারই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্যের মুকুটে আরও একটি পালক, তা আর বলার অপেক্ষা রাখে না।
২০১৩-১৪ সালে রাজ্য সরকার ই-ট্যাক্সেশনের জন্য জাতীয় ই-গভর্ন্যান্স অ্যাওয়ার্ড পেয়েছিল। সেই বছর কন্যাশ্রী প্রকল্পের জন্য সামাজিক ক্ষেত্রে ওই পুরস্কার দিয়েছিল কেন্দ্রীয় সরকার। এবার ছাত্রছাত্রীদের সাইকেল প্রদান অর্থাৎ সবুজ সাথী প্রকল্প সেই সম্মান পেল। এই প্রকল্পের ৭০ লক্ষ ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়া হয়েছে। সবটাই হয়েছে ই-গভর্ন্যান্সের মাধ্যমে। সেখানে সাইকেল কেনা থেকে সাইকেল বিলি সবটাই হয় অনলাইনে। সমস্ত হিসেব রাখা হয় কম্পিউটারে। এই সাইকেল বিলি আর্থসামাজিক ক্ষেত্রে বিপুল পরিবর্তন এনে দিয়েছে। পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত।
অন্যদিকে দেশি ও বিদেশি মদ বিক্রির প্রক্রিয়া নিয়ন্ত্রণে আনার জন্য ই-আবগারি প্রজেক্ট নেয় অর্থদপ্তর। মদ উৎপাদন বা আমদানি থেকে দোকানের বিক্রি, সবটাই হয় অনলাইনে। চালু হয়েছে বার কোডিং সিস্টেম। এর ফলে ভেজাল মদ নিয়ন্ত্রণ করা গিয়েছে। কোথায় কত মদ বিক্রি হচ্ছে, পাইকারি বিক্রেতার কাছে কত স্টক আছে, তার হিসেব থাকছে কম্পিউটারে। ই-আবগারি প্রজেক্টের অধীনে এক্সাইজ থেকে রাজস্ব আদায়ও অনেটা বেড়ে গিয়েছে। ২০১৩-১৪ আর্থিক বছরে যেখানে এই আদায় ছিল তিন হাজার কোটি টাকা, সেখানে ২০১৬-১৭ আর্থিক বছরে তা বেড়ে হয়েছে ৫২২৬ কোটি টাকা। বর্তমান আর্থিক বছর ২০১৭-১৮ তে তা বেড়ে কমপক্ষে ৮৭০০ কোটি টাকা দাঁড়াবে বলে আশা করা হচ্ছে।
হরিয়ানা, উত্তরপ্রদেশ, ত্রিপুরা ও অসম থেকে অফিসাররা ই-আবগারি সিস্টেম দেখতে এসেছিলেন। তাঁরা এখানকার সিস্টেম তাঁদের রাজ্যে লাগু হবে বলে রাজ্য সরকারের কর্তাব্যক্তিদের জানিয়েছেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর ই-গভর্ন্যান্সের উপরে জোর দেওয়া হয়। ২০১২ সালে চালু হয় ই-টেন্ডার সিস্টেম। অর্থদপ্তরে চালু হয়েছে ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম (আইএফএমএস)।বর্তমানে ফাইল প্রথা তুলে দিয়ে চালু হয়েছে ই-অফিস।

Keep the peace, don’t incite riots: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee addressed a public meeting at the Alorani ground at Chopra in Uttar Dinajpur district today after inaugurating and laying the foundation stones of a bouquet of developmental projects for the district.

Among the projects inaugurated were government buildings, boys’ hostels, water supply projects and a statue of Rai Saheb Thakur Panchanan Barma.

She laid the foundation stones of projects like a medical college and hospital in Raiganj, two power sub-stations, government buildings, housing projects, road projects and hostels for boys and girls.

She also distributed benefits under Sabuj Sathi, Siksha Shree, Geetanjali and other schemes.

 
Salient points of Mamata Banerjee’s speech:

Congratulations to everyone for making Kanyashree a success. I always thank those who who work for the people. All of us must work together to make the schemes of the Bengal Government a success.

People are in a lot of distress. The price of LPG cylinder is being increased. Distribution of sugar and kerosene through ration shops is being stopped. It is the social obligation and duty of the Central Government to provide subsidy to the people, using the taxpayers’ money.

The Centre is taking away Rs 40,000 crore per year as debt repayment. Despite that, we are continuing our social obligations like free treatment in State Government hospitals, schemes for Adivasis, minorities and backward castes, and giving 40 lakh bicycles under Sabuj Sathi Scheme. There are plans for giving 30 lakh more bicycles this year..

To the Centre: You are increasing the prices of essential commodities. You are decreasing the interest rate of savings bank accounts; so do you want people to invest in chit funds? Try to do things in such a way that people are not forced to invest in chit funds. You just come from Delhi, indulge in big talk, incite riots and go back.

You need to help the administration. It is not the common people, but political leaders from outside who create trouble. They start the trouble and then run away, never to come back. But we need to remain united.

We don’t indulge in activities like Beti Bachao, Beti Padhao programme, which is only about publicity. We have spent Rs 5,000 crore to implement the Kanyashree Scheme. We want our ‘kanyashrees’ to conquer the world. We are giving the newborns saplings as part of the Sabuj Shree Scheme.

Tea garden workers are not getting food. Schools and colleges are closed. Tourism is in the doldrums. The mark of success for any movement is being able to help the people. Let all political parties be united – let the Hills return to normalcy. Our Government will do whatever is necessary. But we won’t do any such thing that would involve violence. We love the Hills.

We can give our lives for the sake of unity in the State. Our responsibility is to protect the unity of the nation. They (Central leaders) are creating a divide between the Hindus and the Muslims. Our fight for the people will continue. I want the tea gardens to open. I want peace to return to the Hills. I want the people’s problems to be solved. Keep the Hills in good health.

Keep the peace. If you see anyone destroying peace, inform the administration. Being late in taking action leads to a lot of problems. Help the common people.

Polytechnic colleges, medical colleges, ITIs, minority bhavans and new police stations have come up. Roads have been built and repaired. As part of Lok Prasar Prakalpa, 82,000 artistes are being given financial aid. We have exempted farmers from repaying their debts. What we can do, nobody can.

There are some people who are solely indulging in making mischief and inciting riots. We don’t want riots, we want peace. We don’t want to die, we want to live. There would be nothing to gain from inciting riots, and we never do and never will support riots.

Bengal will hold its head high. Do not be scared of anyone. I will never stop speaking against atrocities. I will speak up again and again if people are in trouble. We have the capacity to counter any storm because we have Maa-Mati-Manush with us.

 

 

শান্তি বজায় রাখুন, দাঙ্গা লাগাবেন নাঃ মমতা বন্দ্যোপাধ্যায়

আজ উত্তর দিনাজপুরের চোপরা’য় একটি জনসভা’য় বক্তব্য রাখেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চোপরা’র আলোরানি মাঠ থেকে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করেন তিনি।

সরকারি ভবন, ছাত্রাবাস, জল সরবরাহ প্রকল্প ও রাই সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার একটি মূর্তি’র উন্মোচন করেন। রায়গঞ্জের মেডিক্যাল কলেজ, ২টি ইলেকট্রিক সাব স্টেশন, সরকারি ভবন, আবাসন প্রকল্প, সড়ক প্রকল্প, ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের শিলন্যাস করেন। সবুজ সাথীর সাইকেল, শিক্ষাশ্রী, গীতাঞ্জলী পরিষেবা প্রদান করেন।

 

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য প্রধান আংশঃ

সকলকে অভিনন্দন জানাচ্ছি। আমার কন্যাশ্রীদের অভিনন্দন। যারা মানুষের কাজ ভালবাসে তাদের আমি সব সময় ধন্যবাদ জানাই। মা-মাটি-মানুষ আমাদের গর্ব। আমরা সবাই মিলে একসাথে আমাদের কর্মসূচী পালন করি। পশ্চিমবঙ্গ সরকার সকলের জন্য কাজ করে।

মানুষ অনেক দুঃখে আছে। এল পি জি গ্যাসের ভরতুকি তুলে দেওয়া হচ্ছে। চিনি, কেরোসিন বন্ধ করে দেওয়া হচ্ছে। জনগণের টাকায় তাদের ভরতুকি দেওয়া হয়। এটা সরকারের সামাজিক ন্যায়, দায়বদ্ধতা, কর্তব্য। গরীব মানুষরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।

আমাদের কাছ থেকে ৪০ হাজার কোটি টাকা কেটে নিয়ে যাচ্ছে। তাও আমরা বিনামূল্যে চিকিৎসা দিই। আদিবাসী, সংখ্যালঘু, পিছিয়ে পড়া মানুষ সকলকে আমরা সমান ভাবে পরিষেবা দিই। এক বছরে ৪০ লক্ষ সবুজ সাথী সাইকেল দিয়েছি, এই বছরে আরও ৩০ লক্ষ সাইকেল দেব।

সব জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে। ব্যাঙ্কের সুদের হার কমিয়ে দিচ্ছে, তাহলে কি মানুষ চিট ফান্ডে যাবে? মানুষ যাতে চিট ফান্ডে না গিয়ে ব্যাঙ্কে যায় সেই চেষ্টা করুন। কিন্তু আপনারা তা করেন না। দিল্লি থেকে এসে বড় বড় কথা বলেন, আর দাঙ্গা লাগিয়ে ফিরে যান।

প্রশাসনকে সাহায্য করতে হবে। মানুষ নয়, গণ্ডগোল করে কিছু বাইরের রাজনৈতিক নেতা। বাইরে থেকে গুন্ডা নিয়ে এসে মদত দেয়। আমি চাই সকলে ভালো থাকুক। গণ্ডগোল লাগিয়ে ওরা পালিয়ে যায়, আর দেখা যায় না। কিন্তু আমাদের একসঙ্গে থাকতে হবে।

আমরা বেটি বাঁচাও বেটি পড়াও এর মত activities করি না। শুধু পাবলিসিটি করছে। আমরা কন্যাশ্রী ৫০০০ কোটি টাকা খরচ করেছি। আগামী দিনে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরাও এই প্রকল্পের সুবিধা পাবে। আমরা চাই আমাদের কন্যাশ্রীরা বিশ্ব জয় করে। নবজাতকদের আমরা গাছ দিচ্ছি সবুজশ্রী প্রকল্পের আওতায়।

আজ চা বাগানের শ্রমিকরা খাবার পাচ্ছেন না। চা বাগান, স্কুল-কলেজ সব বন্ধ। পর্যটন, হোটেল সব বন্ধ। মানুষের জন্য কাজ করা যে কোন আন্দোলনের সবচেয়ে সফলতা। সব রাজনৈতিক দল একসাথে থাকুক, পাহাড় স্বাভাবিক জীবনে ফিরে আসুক। আমাদের সরকার যা করার করবে, হিংসা হয় এমন কিছু করি না আমরা, আমরা পাহাড়কে ভালোবাসি। পাহাড় আমাদের একটা অংশ।

আমরা জীবন দিয়ে দেব, কিন্তু ভাগ হতে দেব না। সব মানুষ দেশের সম্পদ। দেশকে রক্ষা করা আমাদের পরম্পরা। রাজনৈতিক স্বার্থে ওরা হিন্দু-মুসলমানদের মধ্যে ভাগ করছে। সকল মানুষের জন্য আমাদের লড়াই চলবে। আমি চাই চা বাগানগুলি যাতে খুলে যায়, পাহাড়ে শান্তি বজায় থাকে, মানুষের সমস্যার সমাধান হোক। পাহাড়কে ভালো রাখুন।

মিলেমিশে কাজ করুন। শান্তি বজায় রাখুন। কেউ অশান্তি করতে চাইলে প্রশাসনকে সঙ্গে সঙ্গে সতর্ক করুন। দেরিতে action নিলে অনেক সমস্যা হয়। মানুষের সাথে থাকুন।

এখানে পলিটেকনিক কলেজ, মেডিকেল কলেজ, আই টি আই কলেজ, মাইনরিটি ভবন, রাস্তা সংস্কার, পুলিশ স্টেশন তৈরি হয়েছে। লোক প্রসার প্রকল্পের আওতায় ৮২ হাজার শিল্পীকে আনা হয়েছে। এদের সরকার থেকে সাহায্য করা হয়। আমরা কৃষকদের ঋণ মুকুব করে দিয়েছি। আমরা যা করতে পারি, আর কেউ তা পারে না।

কিছু লোক অকাজ করে, দাঙ্গা লাগায়। আমরা দাঙ্গা চাই না শান্তি চাই। মৃত্যু চাই না, জীবন চাই। দাঙ্গা লাগিয়ে কোন লাভ হবে না, আমরা কখনো দাঙ্গা সমর্থন করি না, করব না।

এই বাংলা সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচবে, কাউকে ভয় পাবেন না। আমি কখনো আমার মুখ বন্ধ করব না। এটা আমার অভ্যাস। মানুষ বিপদে পড়লে হাজার বার বলব। যে কোন ঝড়কে প্রত্যাঘাত করার শক্তি আমাদের আছে কারণ মা-মাটি-মানুষ আমাদের ভরসা।

Our biggest identity is our humanity: Mamata Banerjee

On the second day of her visit to Purba Medinipur district, Bengal Chief Minister Mamata Banerjee addressed a public meeting in Digha. She inaugurated and laid the foundation stones for a bouquet of developmental projects for the district.

The Chief Minister inaugurate projects like a teachers’ training school, government buildings, hostels, irrigation projects, cold storages, road projects, among many others.

She laid the foundation stones for projects like the Digha Convention Centre, new road projects, desilting of canals, a tourist lodge and others. The Chief Minister then distribute benefits of schemes like Kanyashree, Sikshashree, Sabuj Sathi, Geetanjali and SVSKP, and fishing equipment, farming equipment and other such benefits.

 

Salient points of her speech:

 

Whenever I come to Purba Medinipur district I am reminded of the Independence Movement, new awakening, religious unity, harmony, solidarity, integrity and unity because of the great freedom fighters and leaders who hail from here. Medinipur is the embodiment of the great traditions of Bengal.

People from all places visit Digha; in future, it would become an international tourist destination too. Digha has transformed – it is getting bedecked in new colours to welcome more and more tourists. Those coming here after a gap say many improvements have taken place, and we feel happy.

Hence, the residents here have a duty to help visitors, understand their needs. Guests need to be given a proper reception.

Today, people cannot visit Darjeeling because of the violent protests taking place there. But they can come to Digha which, along with other regions in South Bengal, will gain as the more the number of tourists, the more will be the job opportunities that will open up.

On development

After our earlier visits, we have re-discovered Tajpur, Udaipur and Sankarpur and developed Mandarmani. Yesterday, a Rs 3,500-crore power project was launched in Digha. To me, Digha is like the Kanyashree scheme. I want to help create a Dighashree too. Tajpur Port is being built near Digha at a cost of Rs 12,000 crores, and such a project will mean more industries and hotels, and jobs. A new Buriganga-Tajpur bridge is being built in Digha. All this means the region will develop, and the youth will have to be prepared.

But the cooperation of the local traders and residents must continue. There should be no encroachments. We have enabled government services and schemes for 95 per cent of the population. The government has done a lot of developmental work, and it will continue to do so. I wish for Digha to transform into a wonder of the world.

Our government has reprieved farmers of their debts. We have presented farmers with the Krishak Ratna awards. If crops are destroyed due to natural disasters, we compensate farmers so that their well-being is looked after.

Students who are beneficiaries of Kanyashree and Sabuj Sathi Schemes are the pride of Bengal and the future of the State; similarly for Sabujshree – a sapling for every child born. In Bengal, 8.5 crore people get rice at Rs 2 per kg. Free treatment and beds are available at Government hospitals. We are the only state that provides this. There are plans for a university in Purba Medinipur district. A new double-lane road connecting Nandakumar with Digha is coming up. Through the Sabar Ghare Alo Scheme, the district has undergone 100 per cent electrification. A super-speciality hospital has been set up.

All over the state, 300 polytechnic colleges, industrial training institutes (ITIs), eight medical colleges and 17 universities have come up. Bengal is number one in girl child empowerment through Kanyashree Scheme, and the numero uno in the parameter of skill development too. Bengal has been the recipient of the Central Government’s Krishak Ratna Award thrice. The State Government has started the Mabhoi Scheme for media personnel. Bengal is going ahead full steam, in spite of a yearly debt of over Rs 40,000 crore.

On the Opposition

But some people are not in favour of development. They don’t like Bengal to go ahead, and so they are scheming against us, stoking violence and criticising the Government. Be careful of such people. There is no cure for violence. Don’t give an ear to slander and misinformation.

There is no place for those who indulge in violence in Bengal. Bengal is humane, not insensitive. The people will stand up against those who come to divide Bengal and fight those demons. Bengal has progressed over the years because of the people’s intrinsic nature to be united no matter what religion, caste or creed.

But now from Delhi has come down Ram (that is, BJP) and has got tagged with Bam (that is, the Left).

I feel bad about Amarnath Yatra. Pilgrims are being shot; this Central Government is not being able to protect the people. It just knows to throw people in the mouth of danger. It is a failure in all respects. It has imposed GST, as a result of which many business people have had to suspend their activities. It is creating divisiveness and playing with fire, and tearing apart the fabric of the nation.

Our biggest identity is our humanity. The BJP has a single-minded passion for destructive activities like rioting and arson; and its representatives are happy touring countries. Amarnath pilgrims today are facing misery because of these people; passions in Darjeeling are aflame because of these same people.

We will not let Darjeeling go up in flames; we will bring back peace to the region. Our work is to establish peace in the state. We will not bow our heads to the nefarious schemes of the Centre. My appeal to all those intent on destruction is to not play with fire but to try to establish peace. Violence is equivalent to destruction, peace to construction. We don’t want any disturbance. We want peace to return. We live for the welfare of the people.

 

 

সবচেয়ে বড় সত্যি মানুষ। আমি মানুষ, এটাই আমার পরিচয়ঃ মমতা বন্দ্যোপাধ্যায়

পূর্ব মেদিনীপুর সফরের দ্বিতীয় দিনে আজ দিঘায় একটি জনসভা করleন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সেখানেও একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও পরিষেবা প্রদান করleন তিনি।

শিক্ষকদের প্রশিক্ষণ কেন্দ্র, সরকারী ভবন, হোস্টেল, কৃষি প্রকল্প, হিমঘর, সড়ক প্রকল্প সহ আরও অনেক প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।

দিঘা কনভেনশন সেন্টার, টুরিস্ট লজ, রাস্তা নির্মাণ, খাল সংস্কার সহ বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করলেন। এছাড়াও কন্যাশ্রী, সবুজ সাথী, শিক্ষাশ্রী, গীতাঞ্জলি, স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প, মৎস্য চাষের যন্ত্রপাতি, কৃষি যন্ত্রপাতি সহ আরও অনেক সরকারী পরিষেবা প্রদান করলেন মুখ্যমন্ত্রী।

 

তাঁর বক্তৃতার বিশেষ আংশঃ

 

এই জেলায় এলেই আমার স্বাধীনতা সংগ্রাম, নবজাগরণ, সর্ব ধর্ম সমন্বয়, সম্প্রীতি, সংহতি, অখণ্ডতা, একতার কথা মনে পড়ে যায়। মেদিনীপুর জেলা বাংলার ঐতিহ্যের ধারক ও বাহক।

আগামী দিনে দিঘায় সব জায়গার মানুষ আসেন, আগামীদিনে international tourist রাও আসবেন। দিঘার চেহারা পাল্টে গেছে, পর্যটকদের জন্য নতুন করে সাজছে।

মানুষকে সাহায্য করা, মানুষের পাশে দাঁড়ানো এখানকার মানুষের কাজ। অতিথিদের যত্ন করে রাখতে হবে।

দার্জিলিং এ মানুষ যেতে পারছেন না হিংসাত্মক আন্দোলনের জন্য। তাই মানুষ দিঘাকে বেছে নিয়েছে। যত পর্যটক আসবে তত কর্মসংস্থান বাড়বে।

 

উন্নয়ন ও পরিষেবা

 

আমাদের সরকার তাজপুর, উদয়পুর, শঙ্করপুর, মন্দারমনি নতুন করে তৈরী করেছে। গতকাল আমরা ৩৫০০ কোটি টাকার একটা power project উদ্বোধন করেছি। দিঘায় তাজপুর বন্দর তৈরী হচ্ছে, এর ফলে অনেক কর্মসংস্থান হবে। দিঘায় নতুন ব্রিজ তৈরী হচ্ছে। এই জেলার ৯৫% মানুষের কাছে সরকারী পরিষেবা পৌঁছে দিয়েছি। সরকার উন্নয়নের কাজ করছে, আরও করবে। দিঘা আমার কাছে কন্যাশ্রীর মতই। আমি চাই দিঘা পৃথিবীর এক বিস্ময়ে পরিণত হোক। আগামী দিনে দিঘা সারা পৃথিবীর তীর্থ ক্ষেত্র হোক।

আমাদের সরকার কৃষকদের সব খাজনা মুকুব করে দিয়েছি। আমরা কৃষকদের কৃষক রত্ন পুরস্কার দিই। যে কোন প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হলে আমরা কৃষকদের ক্ষতিপূরণ দিই, যাতে তারা ভালো থাকে।

কন্যাশ্রী, সবুজ সাথীর ছেলেমেয়েরা আমার গর্ব। সবুজশ্রী – একটা নতুন জন্ম, একটা গাছ – এরাই আমাদের গর্ব। বাংলার সাড়ে ৮ কোটি মানুষকে ২ টাকা কিলো চাল দিই। সরকারী হাস্পাতালে বিনামূল্যে চিকিৎসা হয়। পূর্ব মেদিনীপুর জেলায় একটি বিশ্ববিদ্যালয় হবে। নন্দকুমার থেকে দিঘা পর্যন্ত রাস্তার উদ্বোধন করা হয়েছে। সবার ঘরে আলো প্রকল্পে এই জেলায় ১০০% বিদ্যুতায়ন হয়ে গেছে। মাল্টি সুপার হাসপাতাল হয়েছে। ৩০০ টি পলিটেকনিক কলেজ, আইটিআই, ৮ টি মেডিকেল কলেজ, ১৭টি বিশ্ববিদ্যালয় হয়েছে। কন্যাশ্রী, স্কিল ডেভেলপমেন্ট-এ এক নম্বর। ৩ বার কৃষক রত্ন পুরস্কার পেয়েছে বাংলা। বাংলার মিডিয়ার জন্য আমরা মাভৈ প্রকল্প চালু করেছি। ৪০ হাজার কোটি টাকা দেনা সত্ত্বেও বাংলা এগিয়ে যাচ্ছে।

বিরোধীদের উদ্দেশ্যে

 

কিছু কিছু লোক উন্নয়ন পছন্দ করে না, তাই তারা চক্রান্ত করে। এদের থেকে সাবধান। হিংসার কোন ওষুধ নেই। কুৎসা, অপপ্রচারে কান দেবেন না।

বাংলায় কেউ হিংসা ছড়ালে তাদের বাংলায় কোন স্থান নেই। বাংলা মানবিক, দানবিক নয়। যারা বাংলা ভাগ করতে আসবে সেই দানবদের বিরুদ্ধে সংগ্রাম করবে বাংলার মানুষ। বাংলা সব ধর্মের মানুষকে একসাথে নিয়ে চলেছে তাই বাংলা এগিয়ে গেছে।

দিল্লি থেকে এল রাম, সাথে জুটল বাংলার বাম।

অমরনাথ যাত্রীদের আজ গুলি করে মেরে দেওয়া হচ্ছে, এই কেন্দ্রীয় সরকার কিছু করতে পারে না, এই সরকার মানুষকে protection দিতে পারে না।শুধু মানুষকে বিপদের মধ্যে ঠেলে দিতে পারে, ওরা সর্বরকম ব্যর্থ। GST চালু করছে, সব মানুষ তাদের ব্যবসা বন্ধ করে বসে আছে। আগুন নিয়ে খেলছে, ভাগাভাগি করছে।

সবচেয়ে বড় সত্যি মানুষ। আমি মানুষ, এটাই আমার পরিচয়। শুধু জ্বালিয়ে দাও, দাঙ্গা লাগিয়ে দাও – একটাই কাজ। বিদেশে সব ঘুরে বেড়াচ্ছে। আজ অমরনাথ এদের জন্য জ্বলছে, দার্জিলিং ও এরাই জ্বালিয়েছে।

আমরা দার্জিলিং কে জ্বলতে দেব না। দার্জিলিং -এ অচিরেই শান্তি প্রতিষ্ঠা হবে। শান্তি প্রতিষ্ঠা করাই আমার লক্ষ্য। আমরা কেন্দ্রের চক্রান্তের কাছে মাথা নত করব না। আমার আবেদন আগুন নিয়ে খেলবেন না, শান্তি প্রতিষ্ঠা করুন। হিংসা হল দূষণ, শান্তি হল ভূষণ। দাঙ্গা নয়, শান্তি চাই।