Looking back at 2017 – Bengal on fast track

The sun of 2017 is setting, and 2018 is on the horizon. At this juncture, let us take a look at some of the crucial events that have held up for everyone.

It is an undeniable fact that under the Chief Minister Mamata Banerjee-led Trinamool Congress Government, Bengal has turned a crucial bend on the road to development, and now there is no looking back.

Here are 17 events in 2017 that we will all remember:

1. Kanyashree wins UN award

On June 23, 2017, the Bengal Government was awarded the United Nations Public Service Award for winning the first prize among projects in South Asia for the Kanyashree Scheme.

2. FIFA Under-17 World Cup in Bengal

The Bengal Government earned worldwide praise, including from world football’s governing body, FIFA for successfully organising the Under-17 World Cup. Two of the most crucial matches, a semi-final and he final, were both held at the Vivekananda Yuba Bharati Krirangan in Kolkata.

3. Victory in by-elections

All the four by-elections held in 2017 – for the seats of Cooch Behar, Dakshin Kanthi, Tamluk and Sabang – were won by huge margins by the Trinamool Congress.

4. Bengal gets new districts

The State Government created four new districts for administrative convenience, bringing the total number to 23. Kalimpong was created out of Darjeeling and Jhargram was created out of Paschim Medinipur while Bardhaman was broken up into Purba Bardhaman and Paschim Bardhaman.

5. Trinamool blooms in the Hills

For the first time ever, Trinamool Congress has formed a local government in the Hills region. Mirik Municipality is now with Trinamool Congress.

6. Mega health reform

Setting a benchmark for other states as well as the Union Government, the West Bengal Clinical Establishments (Registration, Regulation and Transparency) Bill was passed by the State Assembly, brining in a raft of new measures for strengthening the health administration. Among other advantages, now, even for treatment in private hospitals, patients would be able to know the details about the cost and other aspects.

7. Balm on demonetisation troubles

The Bengal Government brought in the Samarthan Scheme in March 2017. It has ensured that those who have had to return to the state, having lost their jobs due to the impact of demonetisation, receive a one-time grant of Rs 50,000 to give them stability as well as enable them to start a new business. Along with this, they are also able to enrol in government schemes which would help them to ensure a steady income.

8. ‘Experience Bengal’ become viral

The State Tourism Department’s promotional video, ‘Experience Bengal’ has picked up a lot of praise, both in terms of the visuals and the content.

9. International business summit hits the right notes

The third Bengal Global Business Summit in January became a forum for industry interactions of the highest order. Representatives from about 30 countries attended the summit, and of course those from across India. Memoranda of understanding (MoU) worth Rs 2.34 lakh was signed at the summit.

10. Rosogolla wins it for Bengal

After a long fight, Rosogolla has been officially recognised, through the granting of a geographical information (GI) tag, as belonging to Bengal.

11. Sitalpati and gobindobhog get international recognition

The well-known aromatic gobindobhog variety of rice has earned a GI tag, giving it a locational uniqueness, and thus, a huge marketability. Sitalpati earned a similar recognition from UNESCO when it was recognised as an ‘intangible cultural heritage’.

12. Bengal leads in MSME

Over the last five years, among the states, entrepreneurs of Bengal, as a whole, have received the highest amount of loans, amounting to 15 billion US dollars. Additionally, in terms of both the number of micro, small and medium (MSME) enterprises and the number of people employed in those, Bengal stands second in the country. Almost 37 lakh MSME enterprises employ about 86 lakh people.

13. Bengal is leading in the construction of toilets

Bengal is the leading state in India in the construction of toilets. The State Government’s Mission Nirmal Bangla is ensuring that Bengal wins the race in terms of a sustainable open-defecation free (ODF) culture. UNESCO has specially recognised the state for this. Not just construction, the government is ensuring through various local campaigns that using proper toilets becomes a normal habit.

14. Stress on infrastructural development

The Bengal Government has decided to spend Rs 12,000 crore under the non-Plan head, with special stress on building infrastructure. Among the infrastructural projects completed is building 18,000 km of roads.

15. Chief Minister’s England and Scotland trip

This year, Chief Minister Mamata Banerjee undertook highly successful visits to England and Scotland, drawing a lot of interest from industrialists and entrepreneurs. At the various summits she attended, Mamata Banerjee held up the huge opportunities and every type of help from the government that investors will find in Bengal.

16. Horasis Asia Summit in Kolkata

The prestigious Horasis Asia summit was held in Kolkata in November, which was the first time that it was held in India. Business leaders (CEOs, promoters, founders, etc.) from 65 countries, numbering 350, attended the summit. The Chief Minister addressed the summit too, inviting investment in all sectors in Bengal.

17. Infosys comes to Bengal

That the industrial climate of Bengal is changing for the better became evident when the international IT giant, Infosys decided to invest Rs 100 crore to set up a campus in Rajarhat, which will generate 1,000 jobs.

ফিরে দেখা ২০১৭

২০১৭র সূর্য আজ অস্তাচলে। নবদিগন্তে উদিত হবে ২০১৮র নতুন ভোর। বিগত বছরের কিছু অবিস্মরণীয় ঘটনাই হয়ে উঠুক আগামীর পথ চলার পাথেয়। কেমন কাটল এই বছর? ফিরে দেখা ২০১৭।

১. কন্যাশ্রীর বিশ্বজয়

রাষ্ট্রপুঞ্জে জনপরিষেবা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে বাংলার প্রকল্প ‘‌কন্যাশ্রী’‌ প্রথম পুরস্কার পায়। ৬৩টি দেশের ৫৫২ প্রকল্পকে হারিয়ে সেরার শিরোপা পায় কন্যাশ্রী।

২. বিশ্ববাংলায় বিশ্বকাপ

এই প্রথম বার কলকাতায় আয়োজিত হয় অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফুটবল। রাজ্য সরকারের সুষ্ঠু ব্যবস্থাপনায় মুগ্ধ হয় ফিফা কর্তৃপক্ষ। সবচেয়ে বেশি সংখ্যক দর্শকের উপস্থিতির জন্য প্রসংশিত হয় কলকাতা।

৩. উপনির্বাচনে তৃণমূলের জয়জয়কার

২০১৭ সালের ৪টি উপনির্বাচনে (কোচবিহার, দক্ষিণ কাঁথি, তমলুক ও সবং) বিপুল ভোটে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস।

৪. বাংলা পেল নতুন জেলা

নতুন তিনটি জেলা গঠিত হল বাংলায়। দার্জিলিং জেলা ভেঙে গড়া হয় কালিম্পঙ, বর্ধমান ভেঙে তৈরী হয় পূর্ব ও পশ্চিম বর্ধমান, এবং পশ্চিম মেদিনীপুর ভেঙে তৈরী হয় ঝাড়গ্রাম জেলা।

৫. পাহাড়ে ফুটল ঘাসফুল

রাজনৈতিক ইতিহাসে প্রথমবার পাহাড়ে (মিরিক পুরসভা) এককভাবে জয়লাভ করে পুরসভা গঠন করল তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত, এর আগে কখনও পাহাড়ে সেখানকার আঞ্চলিক দল ছাড়া কেউ জয়লাভ করেনি।

৬. স্বাস্থ্যে বড় সংস্কার

স্বাস্থ্য পরিষেবায় স্বচ্ছতা আনতে, রোগীদের হয়রানি বন্ধ করতে ও চিকিৎসায় গাফিলতি রুখতে নতুন আইন আনল রাজ্য সরকার, গঠিত হল ১১ সদস্যের স্বাস্থ্য বিষয়ক কমিশন। রাজ্যের বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের বিলিং এর ওপর নজর রাখবে এই কমিশন। পাশাপাশি আইন লঙ্ঘন করলে হাসপাতালগুলির ওপর জরিমানা চাপাবে কমিশন।

৭. নোটবন্দির ক্ষতে প্রলেপ

২০১৭ সালের মার্চ মাসে পশ্চিমবঙ্গ সরকার ‘সমর্থন’ প্রকল্প চালু করেছে। যে সমস্ত শ্রমিক/কর্মচারী কেন্দ্রীয় সরকারের নোটবন্দির ফলে অন্য রাজ্য থেকে কাজ হারিয়ে ফিরে এসেছেন তাদের ৫০০০০ টাকার আর্থিক সাহায্য স্বরূপ এককালীন এই অনুদান দেওয়ার উদ্দেশ্যে এই প্রকল্প চালু করা হয়েছে।

৮. ভাইরাল ‘এক্সপিরিয়েন্স বেঙ্গল’

জানুয়ারী মাসে প্রকাশিত হয় পশ্চিমবঙ্গ পর্যটনের নতুন ভিডিও। সোশ্যাল মিডিয়া সাইটে বিপুল আলোড়ন ফেলে এই ভিডিও। প্রায় এক কোটি মানুষ এই ভিডিও দেখেছেন টুইটার, ফেসবুক, ইউটিউব সহ নানা সাইটে।

৯. বাণিজ্য সম্মেলনে লক্ষ্মী লাভ

তৃতীয় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় জানুয়ারী মাসে। প্রায় ৩০টি দেশ থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এই সম্মেলনে। ২ লক্ষ ৩৪ হাজার কোটি টাকার লগ্নি প্রস্তাব পায় রাজ্য এই সম্মেলনে।

১০. রসগোল্লা বাংলারই

দীর্ঘ লড়াইয়ের পর শেষ হাসি হাসল বাংলাই। রসগোল্লার জিআই ট্যাগ জিতে নিল পশ্চিমবঙ্গ।

১১. শীতলপাটি ও গোবিন্দভোগের আন্তর্জাতিক স্বীকৃতি

আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলার হস্তশিল্প। রাজ্যের শীতলপাটি স্বীকৃতি পে ইউনেস্কো থেকে। পাশাপাশি, বাংলার সুগন্ধি গোবিন্দভোগ চাল পায় জিআই ট্যাগ।

১২. ক্ষুদ্র ও মাঝারি শিল্পে এগিয়ে বাংলা

ক্ষুদ্র ও মাঝারি শিল্পে গত পাঁচ বছরে ব্যাঙ্ক থেকে সব থেকে বেশি ঋণ পেয়েছে বাংলা, যার পরিমাণ হল প্রায় ১৫ বিলিয়ন ডলার। এর পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা অনুসারেও পশ্চিমবঙ্গ দেশে দ্বিতীয় স্থানে। বাংলায় প্রায় ৩৭ লক্ষ ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান আছে। প্রায় ৮৬ লক্ষ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন। প্রসঙ্গত এই ক্ষেত্রেও বাংলা দেশে দ্বিতীয় স্থানাধিকারী।

১৩. শৌচাগার নির্মাণে শীর্ষে বাংলা

অন্যান্য রাজ্যের তুলনায় শৌচাগার নির্মাণে সবথেকে এগিয়ে বাংলা। এর জন্য ইউনিসেফ-এর প্রশংসা কুড়িয়েছে রাজ্য সরকার।

১৪. পরিকাঠামো উন্নয়নে জোর

পরিকাঠামো উন্নয়নে ১২ হাজার কোটি টাকা খরচ করবে রাজ্য সরকার। ২০১৭-১৮ অর্থবর্ষের বাজেটে পরিকাঠামো উন্নয়নের জন্য ধার্য আর্থিক লক্ষ্যমাত্রা ছাপিয়ে রাজ্য সরকার এই অতিরিক্ত ১২ হাজার কোটি টাকার সংস্থান করতে পেরেছে। এর পাশাপাশি রাজ্য জুড়ে ১৮০০০ কিলোমিটার নতুন গ্রামীণ রাস্তার সূচনা করা হয় মুখ্যমন্ত্রীর হাতে।

১৫. মুখ্যমন্ত্রীর ইংল্যান্ড ও স্কটল্যান্ড সফর

লন্ডনে ভগিনী নিবেদিতার জন্মের সার্ধশতবর্ষ উদ্যাপন উপলক্ষে নিবেদিতার বাড়িতে স্মৃতিফলক উন্মোচনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। স্কটল্যান্ডের এডিনবরাতে শিল্প বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে তিনি বাংলায় লগ্নির আহ্বান জানান। তুলে ধরেন রাজ্যের শিল্প সম্ভাবনার নানা দিক।

১৬. হোরাসিস বৈঠক কলকাতায়

শিল্পের বিষয়ে সুইজারল্যান্ডের আন্তর্জাতিক ‘থিঙ্ক ট্যাঙ্ক’, হোরাসিস তাদের প্রথম এশিয়া সম্মেলন করে কলকাতায়। এই সম্মেলনে ৬৫টি দেশের ৩৫০র বেশী কর্পোরেট লিডাররা যোগ দেন, যারা প্রতিষ্ঠাতা, মালিক, ম্যানেজিং ডিরেক্টর, প্রেসিডেন্টের মত মর্যাদাসম্পন্ন। এই সম্মেলনে বাংলার মুখ্যমন্ত্রী বাংলায় বিনিয়োগের জন্য আহ্বান জানান শিল্পপতি ও শিল্পপ্রতিনিধিদের।

১৭. বাংলায় আসছে ইনফোসিস

বাংলায় বিনিয়োগ করছে তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস। জমির মালিকানা এবং ব্যবহারের ক্ষেত্রে ছাড় পেতে চলেছে দেশের অন্যতম সেরা তথ্যপ্রযুক্তি সংস্থাটি। ইনফোসিসকে পুরোপুরি ৫০ একর জমির মালিকানা (ফ্রি-হোল্ড) দেবে সরকার।

Narada: Trinamool to dig out which political opponents plotted this vendetta, also starts internal probe

Statement by Partha Chatterjee, Secretary General of  West Bengal Trinamool Congress:

On Narada tapes

The EC has not yet reacted to the Narada sting operation. The manner in which a section of the media is indulging in a smear campaign, without verifying the authenticity of the tapes, only shows that they are trying to help the Opposition who have no mass support. The same media is running the tapes and then saying ‘they cannot verify the authenticity of the tapes.’ The timing of release of the tapes shows this is nothing but political vendetta by our opponents.

The party will conduct an internal inquiry and also probe the role of some senior leaders of the Congress, the CPI(M) and the BJP, who might have been involved with the sting operation. If anyone is found guilty, appropriate action will be taken against them.

Under the leadership of Mamata Banerjee, a surge of development has been unleashed in Bengal. Through these stings, our political opponents are trying to divert the attention of the people and influence the outcome of the elections. Without verifying the tapes how can they conduct discussions every evening? We strongly condemn such acts.

We have also received several sting tapes against Opposition leaders. But Trinamool does not believe in the politics of vendetta. We will not use them just to sail through the election season.

Flyover tragedy: CPI(M) General Secretary of CPI(M) must answer

The All India General Secretary of CPI(M) must clarify about his associations with the company that was constructing the flyover near Ganesh Talkies. Is it true that that company got the contract for this project because of those connections? Who are the associates of this company? Who manipulated the contract in favour of the accused company? We demand an answer.

On violence unleashed by CPI(M)-Congress

The manner in which Md Salim and Surjyakanta Mishra threatened to unleash violence in Bengal, the death of our party worker Jaydeb Jana in Sabang is a result of those threats. CPI(M) and Congress have jointly killed him in cold blood.

We have been informed by the district leadership that Manas Bhunia, who was once seen running away from CPI(M) cadres with his dhoti in hand, and who sought protection from Buddhadeb Bhattacharjee, is involved in this political murder. We demand the arrest of Manas Bhunia.

The CPI(M) and the Congress are trying to bring back the dark days of violence and terror but we will not allow them to succeed in their devious mission. We have witnessed bloodshed and violence in Singur, Netai, Nandigram and in many other places. They even attempted to assassinate Mamata Banerjee. But we did not give in. Even now we will not bow down to their tactics.

The people of Bengal have reposed their trust on Mamata Banerjee and we will fulfil our commitments to the people.

 

তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বিবৃতি 

স্টিং অপারেশন

আমরা নারদা কাণ্ড নিয়ে নির্বাচনের কমিশনের কোন নড়াচরা দেখছি না। সংবাদপত্রের একাংশ যেভাবে নারদা কাণ্ড নিয়ে যেভাবে নোংরামি করছে তার প্রেক্ষাপটে এই কথা জানাতে চাই যে এই নারদা কাণ্ডের এপিসোড শুধুমাত্র নির্বাচনী বৈতরণিতে জনভীতহীন বিরোধীদের হাত কে শক্ত করার জন্য। যখন আমাদের দলের নাম ঘোষণা হয়ে গেছে, আমরা দল হিসেবে ব্যস্ত, ঠিক তখনই এই ধরণের একটি কাণ্ড নিয়ে বাজার গরম করার প্রবণতা দেখা দিচ্ছে।

স্টিং অপারেশনের সত্যতা যাচাই না করেই দেখানো হচ্ছে। আমরা যেহেতু নির্বাচনে ব্যস্ত ছিলাম, আছি, আর ৫ই মে অবধি থাকব, তাই আমরা ঠিক করেছি দল হিসেবে আমরা দলের অভ্যন্তরীণ তদন্ত করব। কেউ যদি দোষী হয়ে থাকে তাহলে দল পদক্ষেপ গ্রহণ করবে।

এক পক্ষ টাকা নিয়েছে। আরও তিন পক্ষ আছে। এটাও আমাদের অভ্যন্তরীণ তদন্তে থাকবে। অনেকের নাম এর মধ্যে এসে পড়েছে – অন্যান্য দলের কিছু নেতারাও এর সঙ্গে জড়িত ছিলেন কিনা আমরা আমাদের দলীয় তদন্তে দেখব।

স্টিং অপারেশনের নাম করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কর্মসূচিকে এই জাতীয় নারদ কাণ্ড দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। সত্যতা যাচাই না করে প্রতিদিন সন্ধ্যায় নির্বাচনকে প্রভাবিত করার এই চেষ্টার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই।

আমাদের কাছেও অনেকে বিরোধী নেতা নেত্রীদের বিরুদ্ধে স্টিং অপারেশনের সিডি পাঠিয়েছেন। আমাদের নেত্রী মনে করেন রাজনীতিতে রাজনৈতিক ভাবে মোকাবিলা করা উচিত। আমরা এ ধরণের নোংরা খেলা খেলব না।

উড়ালপুল

সিপিএমের সর্বভারতীয় সম্পাদক খোলসা করে বলুন,গনেশ টকিজের সামনে যে উড়ালপুল ভেঙ্গে পড়ল সেই নির্মাণকারী সংস্থার সঙ্গে তার যোগাযোগ ছিল কিনা এবং সেই যোগাযোগ থাকার ফলেই তাদের বরাত দেওয়া হয়েছিল কিনা। নির্মাণকারী সংস্থা কাদের দোসর? কাদের অঙ্গুলিলেহনে এই বরাত তাদের ভাগ্যে জুটেছিল?

সবং- কাণ্ড

যেভাবে মহম্মদ সেলিম, সূর্য মিশ্র-রা বদলার রাজনীতির হুঙ্কার দিয়েছেন, ইতিমধ্যেই বাংলাকে রক্তাক্ত করবার হুমকি দিয়েছেন, তারই ফল হিসেবে,কংগ্রেস-সিপিএম-এর যৌথ হুঙ্কারে আমাদের এক প্রিয় কর্মীকে সবং-এ নৃশংসভাবে খুন করা হয়েছে।

আমরা জেলাস্তর থেকে যা জেনেছি, এই ঘটনার পিছনে বুদ্ধবাবুর মানসপুত্র, যাকে ধুতি খুলে দৌড়তে দেখা গিয়েছিল, যিনি বুদ্ধবাবুর শরণাপন্ন হয়েছিলেন, তার নাম জড়িয়ে পড়েছে। মানাস ভুইঁয়া-কে কেন গ্রেপ্তার করা হবে না? আমরা এই দাবি জানাচ্ছি।

সিপিএম-কংগ্রেস, যারা খুনের রাজনীতি আবার শুরু করার চেষ্টা করছিলেন, যারা হুঙ্কার দিলেন, তাদের মদতেই জয়দেব জানা-কে প্রাণ দিতে হলো।

আমরা মানস ভুইঁয়ার গ্রেপ্তারের দাবি জানাই।  আমি নিজে সবং যাচ্ছি। জয়দেবের পরিবারের পাশে থাকব।

খুনের রাজনীতি ফিরিয়ে আনার যে চেষ্টা সিপিএম-কংগ্রেস করছে, তা আমরা প্রতিহত করব। ৩৪ বছরে নেতাই হয়েছে, সিঙ্গুর হয়েছে, নন্দীগ্রাম হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়-কে খুনের চেষ্টা হয়েছে। আমরা মাথানত করিনি। খুনের কাছে মাথানত নয়।  মমতার উপর ভরসা করে বাংলার মানুষ রায় দিয়েছে। মানুষ সিপিএম-কংগ্রেস-কে সমর্থন করবে না।

 

Statement by Trinamool Congress at 11:15 AM

Statement issued by Derek O’Brien, Chief National Spokesperson

Woke up to the sad news of the cold-blooded, political murder of my co-worker Joydeb Jana in Sabang. The CPI(M), Congress and the BJP have more blood on their hands.

Have spoken to my colleagues in West Midnapore district. They confirm that the murder was done without any provocation. The Congress, CPI(M) and the BJP know their campaign is having no impact on the ground. Hence they are resorting to ‘bloody tactics’ of vendetta.

Law and order is under the Election Commission. This is not the first murder. Eight Trinamool workers have been murdered in the last few weeks.

The local Congress candidate Manas Bhuniya lodged a complaint against Joydeb Jana a few days ago. Even as late as yesterday he was conducting enquiries, following up and plotting the murder. All evidence points to the fact. We demand he be booked as an accused in the case.

Suvendu Adhikary, Partha Chatterjee, Dev will be present for the last rites of Joydeb Jana.

For three decades CPI(M) did not allow free and fair elections. Many Trinamool (and Congress) workers were killed under their watch. Yet the Congress has entered into an alliance with them. They have no respect for democracy.

People of Bengal want free, fair and peaceful elections. That’s what Mamata Banerjee has given them since 2011.

 

জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েনের বিবৃতি

সবংয়ে আমাদের দলের সহকর্মী জয়দেব জানার মর্মান্তিক মৃত্যুর খবরে আজ সকালে ঘুম ভাঙল। সিপিএম-কংগ্রেস ও বিজেপির হাত এখন আরও রক্তাক্ত।

আমি পশ্চিম মেদিনীপুর জেলার আমার সহকর্মীদের সাথে কথা বলেছি। তারা আমায় জানিয়েছেন বিনা প্ররোচনায় এই খুন করা হয়েছে। কংগ্রেস-সিপিএম-বিজেপি জানে যে তাদের প্রচার হালে পানি পাচ্ছে না। তাই তারা মরিয়া হয়ে ‘রক্তের রাজনীতি’ তে মেতে উঠেছেন।

রাজ্যের আইন শৃঙ্খলা এখন নির্বাচন কমিশনের দায়িত্বে। এটাই প্রথম খুন নয়। গত কয়েক সপ্তাহে আমাদের ৮ জন দলীয় কর্মী খুন হয়েছেন।

কয়েকদিন আগে লোকাল কংগ্রেস প্রার্থী মানস ভুঁইয়া জয়দেব জানার আগে একটি অভিযোগ দায়ের করেন। এমনকি গতকালও উনি খোঁজখবর নিচ্ছিলেন এবং খুনের পরিকল্পনা করছিলেন। সব তথ্য প্রমাণ অনুযায়ী অভিযোগের তির অনার দিকেই উঠছে। আমাদের দাবি এই ঘটনায় অভিযুক্ত হিসেবে ওনাকেই চিনহিত করা হোক।

শুভেন্দু অধিকারী, পার্থ চ্যাটার্জি, দেব এবং মুকুল রায় জয়দেব জানার শেষকৃত্যে উপস্থিত থাকবেন।

তিন দশক ধরে সিপিএম অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন হতে দেয়নি। তাদের আমলে প্রচুর তৃণমূল (ও কংগ্রেস) কর্মী খুন হয়েছেন। আজ সেই কংগ্রেসই সিপিএমের সঙ্গে জোট করেছে। ওদের গণতন্ত্রের প্রতি কোন শ্রদ্ধা নেই।

বাংলার মানুষ অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন চায়, যা মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সাল থেকে বাংলার মানুষকে দিয়ে এসেছে।