Bengal Govt to train rural women towards sustainable self-employment

The Trinamool Congress Government has taken up the development of another avenue for mass employment. It would be training women and men to raise cows, goats, chickens and ducks and distributing poultry birds and animals as well.

At the same time, it would also build individual small farms for the members. The farms would be built alongside their homes so that they can look after the farms as well as carry out household chores.

The Government has instructed the block development officers (BDOs) to ensure that more women get the training and the other facilities. Women empowerment has always been one of the cornerstones of the Government’s developmental programmes ever since Chief Minister Mamata Banerjee came to power.

Along with these, the Government will also organise some women from the Self Help Groups into clusters and distribute incubators for producing birds from the chicken and duck eggs.

গ্রামীণ মহিলাদের স্বরোজগারে বিনামূল্যে গোরু, ছাগল, হাঁস-মুরগি দেবে সরকার

একের পর এক কর্মসংস্থানমুখী প্রকল্প হাতে নিচ্ছে তৃণমূলের রাজ্য সরকার। এবার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রশিক্ষণ দিয়ে বিনামূল্যে গোরু, ছাগল, হাঁস, মুরগি বিলির পাশাপাশি পৃথক পৃথক সদস্যকে খামারও তৈরী করে দেওয়া হবে। একই সঙ্গে গোষ্ঠীর কয়েকজন সদস্যকে নিয়ে একটি ক্লাস্টার তৈরি করে মুরগী বা হাঁসের ডিম থেকে ছানা বের করার যন্ত্রও বিনামূল্যে দেওয়া হবে।

এতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা অনেক বেশি আর্থিকভাবে স্বনির্ভর হবেন বলেই স্বরোজগার নিগমের অফিসাররা মনে করছেন। এই প্রকল্পে হাজার হাজার মহিলা স্বনির্ভর হতে পারবেন। আর এর জন্য ওই মহিলাদের বাড়ির বাইরে কাজ করতে যেতে হবে না। তাঁদের বাড়ির পাশেই খামার করে দেওয়া হবে। ফলে ঘরের কাজের পাশাপাশি পশুপালন করে তাঁরা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন।

প্রতিটি ব্লকেই স্বরোজগার নিগমের একজন সুপারভাইজার আছেন। তাঁদের কাছে গিয়ে আবেদন করলেই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই সুবিধা পাবেন। এই নতুন প্রকল্পে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। তাতে শেখানো হবে কীভাবে মড়ক ঠেকাতে গোরু, ছাগল, হাঁস বা মুরগিকে ইনজেকশন দিতে হয়। প্রজনন ক্ষমতা বৃদ্ধি করতে কী কী ব্যবস্থা নিতে হবে ইত্যাদি।

৬ মাসের এই প্রশিক্ষণ হয়ে গেলে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে বিনামূল্যে হাঁস, মুরগী, গোরু ও ছাগল বিতরণ করা হবে। যার যেমন প্রয়োজন, তিনি ততগুলি করেই পাবেন। এরপর স্বরোজগার নিগম ওই মহিলার বাড়ির কাছের কোনও জমিতে খামার তৈরি করে দেবে। প্রতিটি খামার তৈরির জন্য সর্বোচ্চ ৫০ হাজার টাকা ধার্য করা হয়েছে।

গত বছর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও মালদহের কয়েকটি ব্লকে এই পাইলট প্রজেক্ট হিসেবে এই প্রকল্প চালু হয়েছিল। তাতে বহুজন প্রশিক্ষণ নিয়ে এই ব্যবসা শুরু করেছেন। ইতিমধ্যেই স্বরোজগার নিগম পাইলট প্রজেক্টেই ৫০০ খামার তৈরী করে দিয়েছে।

Image is representative

 

Bengal Govt to open outlets in districts for rural women to sell their handicrafts

Women in rural areas of Bengal who make various items of handicraft would soon be getting more opportunities to sell their wares.

The State Government agency, West Bengal Swarojgar Corporation Limited (WBSCL), which looks after the setting up of and improving self-employment opportunities for people, especially in non-urban regions, is opening outlets in every district headquarters where the women can set up shop temporarily. No rent would be taken from them. The earnings would go entirely to them.

This would give the women access to a much wider market – the urban clientele, who have a much higher purchasing power. The outlets would be built by WBSCL at its own cost.

As of now, the government organises annual handicrafts fair, one at the state-level and at district levels, where these women sell their goods. They also sell their goods from the Karma Tirthas which the government is setting up.

 

গ্রামের মহিলাদের তৈরী সামগ্রী বিক্রীর জন্য প্রত্যেক জেলা সদরে আউটলেট খুলবে রাজ্য

গ্রামের মহিলাদের স্বাবলম্বী ও অর্থনৈতিকভাবে উন্নয়ন ঘটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন ধরেই চেষ্টা চালাচ্ছেন। বিভিন্ন দপ্তরকে তিনি এই নিয়ে ভাবনাচিন্তা করার কথা বলেছেন।

সেইমত, পশ্চিমবঙ্গ স্বরোজগার নিগম প্রতিটি জেলা সদরে একটি করে আউটলেট করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী আর্থিক বছরেই এই আউটলেট চালু হয়ে যাবে।

স্বনির্ভর গোষ্ঠীর যে সমস্ত মহিলা, বাড়িতে নানা জিনিস তৈরি করেন, তাঁরা ওই আউটলেটে গিয়ে বিক্রি করতে পারবেন। নিগম নিজস্ব তহবিল থেকেই এই আউটলেটগুলি তৈরি করছে।

এখানে ব্যবসা করার জন্য স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাছ থেকে কোনও টাকা নেওয়া হবে না। সম্পূর্ণ বিনামূল্যে তাঁরা এখানে ব্যবসা করার সুযোগ পাবেন।

Source: Bartaman