Bengal Govt to construct 13,000 km of rural roads

The Bengal Government has decided to construct 13,000 km of rural roads in order to improve the rural economy, said the State Panchayats and Rural Development Minister recently.

For this, the government will invest Rs 3,100 crore, which is part of a Rs 7,800 crore project. For building rural roads, the State Government pays 50 per cent of the cost of a project. The cost of laying 1 km is Rs 60 lakh. PSUs like NBCC and NPCC have been engaged to execute the projects.

The initial plan was to build 7,000 km of roads but, after seeing the superior performance of the Bengal Government, the Centre has provided sanction for 13,000 km.

The minister also informed that the State Government would provide Rs 2,700 crore to widen and renovate 3,000 km of rural roads.

 

১৩০০০ কিঃ মিঃ গ্রামীণ সড়ক নির্মাণ করবে রাজ্য সরকার

 

গ্রামীণ অর্থনীতির উন্নয়ন করতে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে ১৩০০০ কিঃ মিঃ গ্রামীণ সড়ক নির্মাণ করার। একথা জানান রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী।

এই প্রকল্পের জন্য সরকার ৩১০০ কোটি টাকা খরচা করবে। গ্রামীণ সড়ক নির্মাণে রাজ্য সরকার ৫০ শতাংশ টাকা দেয়। প্রতি কিঃ মিঃ রাস্তা নির্মাণে খরচ হয় ৬০ লক্ষ টাকা। এই প্রকল্প প্রণয়ন করবে এনবিসিসি ও এনপিসিসির মত রাষ্ট্রায়ত্ত সংস্থা।

প্রথমে ৭০০০ কিঃ মিঃ রাস্তা নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু, রাজ্য সরকারের কাজের মুন্সিয়ানা দেখে কেন্দ্র ১৩০০০ কিঃ মিঃ রাস্তা নির্মাণের অনুমোদন দিয়েছে।

মন্ত্রী বলেন, রাজ্য সরকার ৩০০০ কিঃ মিঃ গ্রামীণ রাস্তা চওড়া করতে ২৭০০ কোটি টাকা দেবে।

Source: The Statesman

Usharmukti Scheme to provide relief from drought

The Bengal Government has started a unique scheme to provide adequate water for irrigation and increase the level of underground water in six districts with acute water scarcity.

The scheme, Usharmukti is being implemented by the Panchayats and Rural Development Department in Jhargram, Purulia, Bankura, Birbhum, Paschim Medinipur and Purba Bardhaman districts, covering 55 blocks, 472 gram panchayats and more than 2,000 watershed areas. The total area under the project will be around 14 lakh hectares.

The project has been taken up, as agriculture in these six districts is badly affected every summer due to severe drought. The project will change the agricultural scenario in these six drought-prone districts.

The scheme was first implemented in Bankura district, where several steps have been taken to provide more water for irrigation and improve the health of several rivers.

To make the project a success, the layer of underground water will be raised and the health of several rivers will be improved. A comprehensive watershed management has been taken up to convert barren land into fertile and make single-crop land into multi-crop ones.

The work will be carried out under Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA) Scheme.

Source: Millennium Post

পশ্চিমাঞ্চলে খরা থেকে স্বস্তি দিতে সরকারের ঊষরমুক্তি প্রকল্প

পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে খরা রুখতে রাজ্য সরকার ‘ঊষরমুক্তি’ নামে এক অভিনব প্রকল্প শুরু করেছে। রাজ্যের এই ৬টি জেলায় জলকষ্ট সবথেকে বেশী প্রকট। তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে এই জেলাগুলিতে সেচের জন্য পর্যাপ্ত জল সরবরাহ করা হবে; বাড়ানো হবে ভূগর্ভস্থ জলের পরিমাণও।

ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরের ৫৫টি ব্লক, ৪৭২টি গ্রাম পঞ্চায়েত, ২০০০টি ওয়াটারশেড অঞ্চলে এই প্রকল্পের কাজ করছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। সব মিলিয়ে এই অঞ্চলের আয়তন ১৪ লক্ষ হেক্টর। প্রতি বছর এই অঞ্চলে গ্রীষ্মকালে খরার জন্য কৃষির প্রচণ্ড ক্ষতি হয়। আশা করা যায়, এই প্রকল্প পাল্টে দেবে ওই অঞ্চলের কৃষির চিত্র।

এই প্রকল্প প্রথম শুরু হয় বীরভূম জেলায়। সেচে পরিকাঠামো উন্নত করা থেকে শুরু করে অঞ্চলের নদীগুলোর সংস্কারও করা হয়েছে। এই সমস্ত কাজ করা হচ্ছে ১০০ দিনের কাজের আওতায়।

এই ওয়াটারশেড ব্যাবস্থার মাধ্যমে চাষের অযোগ্য জমিকে চাষের যোগ্য করে তোলা হবে এবং এক ফসলি জমিকে বহু ফসলি জমিতে রুপান্তরিত করা হবে।

Bengal CM conceives three-stage master plan for development projects

For large-scale development of Bengal, Chief Minister Mamata Banerjee has conceived a novel three-stage master plan, consisting of a five-year plan, a ten-year plan and a fifteen-year plan.

The details of each stage would be drawn up by a committee headed by the chief secretary, the highest administrative officer of the State Government.

Three stages, that is, five-year, ten-year and fifteen-year plans, have been designated as short term, medium term and long term.

Every department will have to submit detailed plans, including the financial details, for each of the three stages to the chief secretary. The chief secretary would hand them over to the Chief Minister, only after whose approval would their implementations start.

Mamata Banerjee wants to take Bengal through more transformations. She led Trinamool Congress to power in 2011, vowing to bring ‘poriborton’. Bengal is progressing in every sector, be it agriculture, power, roads, drinking water supply, rural development, transport or any other.

Through this three-stage plan, Bengal would see further development, with the aim to become the best in India in every aspect, and be a name to contend with internationally too.

Source: Bartaman

সামগ্রিক উন্নয়নের জন্য ত্রিস্তরীয় পরিকল্পনা রাজ্যের

রাজ্যের সামগ্রিক উন্নয়নের জন্য ত্রিস্তরীয় পরিকল্পনা করছে রাজ্য সরকার। পাঁচ বছর, ১০ বছর এবং ১৫ বছরের জন্য উন্নয়নের মেয়াদি পরিকল্পনা তৈরি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সেই পরিকল্পনার রূপরেখা তৈরির জন্য মুখ্যসচিবকে দায়িত্ব দিয়েছেন তিনি। মুখ্যসচিব রাজ্যের অর্থসচিব এবং পরিকল্পনা দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করে তিনটি পরিকল্পনা তৈরি করছেন। রাজ্যকে নতুন করে সাজিয়ে তোলার জন্য সেটাই মাস্টার প্ল্যান মমতার সরকারের।

এই পরিকল্পনাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। তা হল, শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম পরিকল্পনা। মিশন ২০২০ লক্ষ্য নিয়ে রাজ্যকে নতুন করে গড়ে তুলতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। সে কারণেই প্রতিটি দপ্তরকে ওই তিনটি টার্মের জন্য মাস্টার প্ল্যান জমা দিতে বলা হয়েছে। সেই প্ল্যান অনুযায়ী কত টাকা খরচ হবে, তাও উল্লেখ করতে বলা হয়েছে। মুখ্যসচিব সেই প্ল্যান অনুমোদনের পরে মুখ্যমন্ত্রী তাতে সিলমোহর লাগাবেন। তার পরেই তা বাস্তবায়িত করার লক্ষ্যে এগোবে সরকার।

মমতা বন্দ্যোপাধ্যায় চান, নতুন বাংলা গড়ে উঠুক। ২০১১ সালের আগে যে পরিবর্তনের স্লোগান তিনি দিয়েছিলেন, সেই স্লোগানকে বাস্তবায়িত করার লক্ষ্যে এগোতে চায় সরকার। ইতিমধ্যে রাজ্যের রাস্তার হাল বদলেছে, তা শহর হোক বা গ্রাম।

পরিকাঠামো উন্নয়ন সহ স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি উন্নয়নের লক্ষ্যে এই মাস্টার প্ল্যান তৈরি করা হচ্ছে। রাজ্য পরিকল্পনা দপ্তর তার রূপরেখা তৈরির কাজ শুরু করেছে।

Bengal PHE dept develops scheme to supply water in 14 blocks

The state Public Health Engineering department has chalked out a comprehensive water supply scheme at an estimated cost of Rs 1011 crore in Bankura.

The scheme will benefit 14 blocks, state minister for Public Health Engineering (PHE) and Panchayat and Rural Development Subrata Mukherjee said. The target population for the scheme is 30 lakh.

In 2011, Chief Minister Mamata Banerjee had given stress on the supply of drinking water in rural areas. PHE also set up 220 water testing laboratories and introduced on-site mobile-based water analysis system to analyse water samples at source.

The department also approved setting up of 221 ayurvedic dispensaries, 1561 homoeopathic dispensaries and six unani dispensaries to be set up in different panchayats.

 

১৪টি ব্লকে পানীয় জলের সুবন্দোবস্ত করতে প্রকল্প গ্রহণ করল জনস্বাস্থ্য কারিগরী দপ্তর

বাঁকুড়া জেলার ১৪টি ব্লকে পানীয় জলের যোগান দেওয়ার একটি প্রকল্প গ্রহণ করল রাজ্যের জন স্বাস্থ্য কারিগরী দপ্তর । এই প্রকল্পের জন্য বরাদ্দ অর্থের পরিমাণ ১০১১ কোটি টাকা।

রাজ্যের জনস্বাস্থ্য কারিগরী এবং পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি জানান, এই প্রকল্পের ফলে বাঁকুড়া জেলার ১৪ টি ব্লক উপকৃত হবে। উপকৃত হবেন ৩০ লক্ষ মানুষ।

২০১১ সালে ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে পানীয় জলের সমস্যা দূর করার ওপর বিশেষ জোর দেন। ২২০টি জল পরীক্ষা কেন্দ্র ও একটি অন-সাইট মোবাইল ভিত্তিক জল পরীক্ষার ব্যাবস্থা চালু করেছে জন স্বাস্থ্য কারিগরী দপ্তর ।

বিভিন্ন পঞ্চায়েতে ২২১টি কবিরাজি চিকিৎসা কেন্দ্র, ১৫৬১ টি হোমিওপাথি চিকিৎসা কেন্দ্র ও ৬টি উনানি চিকিৎসা কেন্দ্র খোলারও অনুমোদন দিয়েছে এই দপ্তর।

 

World Bank provides Rs 2,000 Cr to develop rural Bengal

The World Bank has given a soft loan of Rs 2,000 crore under the Institutional Strengthening of Gram Panchayat Programme to Bengal to help in the development of rural Bengal. All the 3,342 gram panchayats in Bengal had been brought under the programme. The loan has been given for five years starting from April 1, 2017 to December 2022. The state government will not have to pay any interest on the loan amount but just a service charge will be levied.

Under the programme, all panchayat members and officials will be given intense training which includes transparent management of funds, making proper planning and the like. The projects taken up by the panchayats will be assessed by a third party and the best maintained panchayats will be given performance grants. With this money, the panchayats will be able to set up infrastructure like building of toilets, taking up beautification programmes etc.

There are strict parameters that have been set by the funding agency to get the awards that include transparency  in maintaining the accounts and timely completion of projects. The World Bank and the Panchayat and Rural Development department have given special emphasis on timely completion of projects as a part of cost control measures.

The Panchayat and Rural Development department has constructed nearly 14,000-km roads since the Trinamool Congress government came to power in 2011. Projects like the Nirmal Bangla Mission has been taken up to ensure toilets in every rural household by March 2019.

 

গ্রামীণ বাংলার উন্নয়নের জন্য ২০০০ কোটি টাকা দিল বিশ্ব ব্যাঙ্ক

গ্রামীণ বাংলার উন্নয়নের লক্ষ্যে বাংলাকে সাহায্যের হাত বাড়িয়ে দিল বিশ্ব ব্যাঙ্ক। এই খাতে রাজ্যকে ২০০০ কোটি টাকা দিল তারা। রাজ্যের ৩৩৪২টি গ্রাম পঞ্চায়েতকেই এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। এই লোন দেওয়া হয়েছে ৫ বছরের জন্য। ১লা এপ্রিল ২০১৭ থেকে ২০২২ সালের ডিসেম্বর মাস পর্যন্ত উন্নয়নের জন্য এই লোন দেওয়া হয়েছে।

এই প্রকল্পের মাধ্যমে সকল পঞ্চায়েত সদস্য ও আধিকারিকদের প্রশিক্ষণ দেওয়া হবে তহবিলের স্বচ্ছ হিসেব রাখা, যথাযথ পরিকল্পনা করা এবং উন্নয়ন সংক্রান্ত অন্যান্য বিষয়ে। পঞ্চায়েতগুলি যে সকল প্রকল্পে কাজ করবে তা নিরীক্ষণ করবে এক তৃতীয় সংস্থা। যে পঞ্চায়েত সব থেকে ভাল কাজ করবে, তাদের আরও অনুদান দেওয়া হবে। তহবিলের হিসাবের সচ্ছতা রাখলে ও সময়মত কাজ শেষ করলে পঞ্চায়েতগুলো আরও বেশি অনুদান পেতে পারে।

উল্লেখ্য, ২০১১ সালে তৃণমূল কংগ্রেস সরকার গঠন করার পর এখন পর্যন্ত মোট ১৪,০০০ কিঃ মিঃ গ্রামীণ রাস্তা নির্মাণ করেছে। ২০১৩ সালে রাজ্য সরকার চালু করেছে নির্মল বাংলা প্রকল্প।

‘Muktidhara’ to make rural unemployed youth self-reliant

The state government is all set to introduce Muktidhara, a project to make rural unemployed youth self-reliant. The pilot project has earned remarkable success.

Subrata Mukherjee, minister for Panchayat and Rural Development said the project would bring perceptible change in rural Bengal.

Under the scheme every gram panchayat will have five groups each having 10 members. They will get bank loan at the rate of 2% while the state government will provide another 9 per cent. The scheme will provide support to the Self Help Groups by creating infrastructure.

The department will support those intending to do pisciculture, pig farming and poultry by providing training and raw material. The emphasis is on employment generation in the rural areas by providing more financial assistance to the youth.

 

গ্রামীণ বেকার যুবকদের স্বনির্ভর করতে ‘মুক্তিধারা’ প্রকল্প

গ্রামীণ বেকার যুবকদের স্বনির্ভর করতে রাজ্য সরকার একটি নতুন প্রকল্প ‘মুক্তিধারা’ চালু করেছে। এই পাইলট প্রকল্পটি অনেক সাফল্য পেয়েছে।

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখার্জি জানান, এই প্রকল্প গ্রাম বাংলায় অভাবনীয় পরিবর্তন আনবে।

এই প্রকল্পের আওতায় প্রতিটি গ্রাম পঞ্চায়েতে পাঁচটি করে গ্রুপ থাকবে এবং প্রত্যেকটিতে ১০ জন করে সদস্য থাকবে। তারা ২% সুদে ব্যাঙ্ক থেকে ঋণ পাবেন এবং বাকি ৯% সুদ রাজ্য সরকার দেবে। এই প্রকল্প স্বনির্ভর গোষ্ঠীকে পরিকাঠামো তৈরি করতে সহযোগিতা করবে।

যারা মাছ চাষ, শূকর চাষ, পোলট্রি ইত্যাদিতে ইচ্ছুক তাদেরকে প্রশিক্ষণ ও কাঁচামাল দিয়ে সাহায্য করবে দপ্তর। গ্রামাঞ্চলের তরুণদের কর্মসংস্থানের জন্য তাদের আর্থিক সহায়তা প্রদানের ওপর জোর দেওয়া হয়েছে।

Panchayat and Rural Development dept launches mobile app for farmers

The State Panchayat and Rural Development Department on Wednesday introduced a mobile phone app to enable people to lodge complaints related to the functioning of the department. Steps to solve the problem will be taken up within the next 72 hours.

This is the first time in the country when a panchayat department has taken up such a step to expedite the task of the department following direction of the Chief Minister Mamata Banerjee.

Besides using the app, once can also send letters or make a call in the department’s toll free number to lodge a complaint. The state panchayat minister Subrata Mukherjee on Wednesday inaugurated the online based system – Protikar – by which the problems can be solved within a stipulated time.

He demonstrated the system during the inauguration programme and showed how it has been made easier for a common person to approach the department for any sort of support.

It would help a person to file a complaint even from the remotest part of the state and one would no more need to run to the city to get their work done. Thus, there will be no question of harassments.

 

কৃষকদের জন্য নতুন অ্যাপ পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন বিভাগের

রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন বিভাগ বুধবার পঞ্চায়েতের কাজকর্ম নিয়ে কৃষকদের অভিযোগ জানানোর জন্য একটি নতুন মোবাইল ফোন অ্যাপ্লিকেশনের সূচনা করেন। এই অ্যাপটি হল – ‘প্রতিকার’ অ্যাপ। অভিযোগ জানানোর ৭২ ঘণ্টার মধ্যে জবাব পাবেন অভিযোগকারীরা।

এই প্রথমবার কোন পঞ্চায়েত বিভাগ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এর নির্দেশনা অনুসারে এই ধরনের একটি পদক্ষেপ গ্রহণ করেছে।

এই অ্যাপটি ব্যবহার করার পাশাপাশি সাধারণ মানুষ চিঠি মারফত তাদের অভিযোগ জানাতে পারেন। এছাড়া পঞ্চায়েতের ওয়েবসাইট মারফত অথবা টোল ফ্রি নম্বরে ফোন করেও মানুষ তাদের অভিযোগ জানাতে পারেন। টোল ফ্রি নম্বরটি হল ১৮০০২০০০ – ৮৬৪। এই নম্বরে ফোন করে আমজনতা নির্দিষ্ট করে সব ধরনের অভিযোগ বাংলা বা ইংরেজি দুই ভাষাতেই জানাতে পারবেন। আগামী আগস্ট থেকে এই পরিষেবা পুরোদমে চালু হয়ে যাবে।

এমনকি রাজ্যের প্রত্যন্ত অংশ থেকে মানুষজন এর মাধ্যমে তাদের অভিযোগ দায়ের করতে পারবেন এবং সব কাজ করানোর জন্য কোন একজনের ওপর নিরভর করে থাকতে হবে না। এর ফলে হয়রানি কোন প্রশ্নই থাকবেনা।

 

Strengthening the Panchayat System – Bengal shows the way

Bengal is among the best when it comes to rural development. The State has earned laurels from even the World Bank for the surge of development in the villages.

Ma, Mati, Manush government has made immense progress in the strengthening of the three-tier Panchayati Raj system.

Here are some notable achievements:

Reservation of 50% per cent of seats and offices in Panchayats for women and reservation of 50 per cent of seats and offices including those reserved for women in favour of SC, ST and BC have been ensured through enactment in 2012 and Panchayat Elections in 2013.

The accounts of all the Panchayats have been fully computerized. Training infrastructure has been expanded to have, besides one State

Institute of Panchayats & Rural Development and 5 Extension Training Centres, 30 District Training Centres across the State – a fact that has been adjudged by Government of India as one of the best in the country

All Elected Representatives (around 58,000) have been trained after the Panchayat Elections in 2013, followed by regular refresher training for them as well as other functionaries through different means, e.g., institution-based residential training, mobile training and satellite channel-based training

The World Bank supported Institutional Strengthening of Gram Panchayats (ISGP) Project has generated over the last 3 years innumerable good practices and innovative & Social Management Framework etc. thereby creating a scope for replication of these initiatives across the State.

 

পঞ্চায়েত ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পথ দেখিয়েছে বাংলা

পল্লী উন্নয়নে সারা দেশে সেরা রাজ্যগুলির মধ্যে রয়েছে বাংলা। স্বয়ং বিশ্বব্যাঙ্ক স্বীকৃতি দিয়েছে বাংলার গ্রাম উন্নয়নের এই জোয়ারকে।

ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার পরিকাঠামোকে আরো শক্ত করতে মা-মাটি-মানুষের সরকারের অবদান অনস্বীকার্য।

এই ব্যাপারে কিছু অসামান্য কৃতিত্বের কথা তুলে ধরা হল:-

পঞ্চায়েতে মহিলাদের জন্য ৫০% আসন সংরক্ষণ এবং মহিলাসহ SC, ST, BC তালিকাভুক্ত ব্যক্তিদের জন্য পঞ্চায়েতে ৫০% আসন সংরক্ষণ নিশ্চিত করা হয়েছে ২০১২ সালে আনা আইনের মাধ্যমে এবং ২০১৩ সালে হওয়া পঞ্চায়েত নির্বাচনের মাধ্যমে।

পঞ্চায়েতের সব নথির ডিজিটাইজেশন প্রক্রিয়া সমাপ্ত হয়েছে। প্রশিক্ষণ পরিকাঠামোরও প্রসার আনা হয়েছে।

পঞ্চায়েত ও পল্লী উন্নয়নের প্রশিক্ষণকেন্দ্র এবং প্রশিক্ষণের আরো ৫টি এক্সটেনশন কেন্দ্র, ৩০টি জেলা প্রশিক্ষণকেন্দ্র সারা রাজ্য জুড়ে কাজ করে চলেছে, যা ভারত সরকারের মতে এক অনন্য সাফল্য।

পঞ্চায়েতের সকল নির্বাচিত প্রতিনিধিরা (যাদের সংখ্যা প্রায় ৫৮,০০০) প্রশিক্ষণ পেয়েছেন ২০১৩ সালের নির্বাচনের পরে এবং তার পরবর্তী কালেও নিয়মিত প্রশিক্ষণ পেয়েছেন সব পঞ্চায়েত কর্মীরা আবাসিক প্রশিক্ষণকেন্দ্র, মোবাইল প্রশিক্ষণ ও স্যাটেলাইট চ্যানেল ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে।

বিশ্বব্যাঙ্ক সমর্থিত Institutional Strengthening of Gram Panchayats (ISGP) প্রকল্পটি বিগত ৩ বছরে ভালো কাজ করেছে এলাকার সামাজিক পরিকাঠামোকে আরো জোরদার করে তোলার জন্য, যা থেকে গোটা রাজ্য জুড়ে এই প্রকল্পের বিস্তার করা সম্ভব হবে।

Rural Development: World Bank to aid West Bengal Govt

The West Bengal Government is soon to get financial aid worth Rs 3,000 crore from the World Bank for panchayati raj development schemes. This would cover a thousand more panchayats.

This comes after the earlier tranche of $200 million for the same purpose. According to the World Bank, the state has completed 98% of the projected work, in lieu of the earlier tranche, on certain parameters, against a target of 80%, by the end of last year.

The World Bank has heaped praise on the Chief Minister Mamata Banerjee-led State Government for the successful developmental work done in the panchayats. The work has been held up as a model for other States to follow.

With the new aid, the State Government would execute projects in the districts of Purulia, Bankura and Paschim Medinipur.

The earlier projects have helped the gram panchayats in generating more revenue, in increasing the revenue of panchayats by around 24%.

 

গ্রামীণ উন্নয়নে রাজ্য সরকারকে সাহায্য বিশ্ব ব্যাঙ্কের

গ্রামোন্নয়ন প্রকল্পের জন্য খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ সরকার বিশ্ব ব্যাঙ্কের কাছ থেকে ৩০০০ কোটি টাকা সাহায্য পেতে চলেছে। এক হাজারেরও বেশি পঞ্চায়েত এই প্রকল্পের আওতায় আসবে।

বিশ্ব ব্যাঙ্কের রিপোর্ট অনুযায়ী রাজ্য প্রকল্পের ৯৮% কাজ সম্পূর্ণ করে ফেলেছে।

পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত রাজ্য সরকারের প্রশংসা করেছে বিশ্ব ব্যাঙ্ক। নিঃসন্দেহে রাজ্যের এই কাজ অন্যান্য রাজ্যের কাছে একটি মডেল।

এই নতুন আর্থিক সাহায্যের মাধ্যমে রাজ্য সরকার পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে বেশ কিছু নতুন প্রকল্প শুরু করবে।

এই প্রকল্প গুলি গ্রাম পঞ্চায়েতের রাজস্ব বৃদ্ধিতে সহায়তা করবে, পঞ্চায়েতের প্রায় ২৪% রাজস্ব বৃদ্ধি পাবে এর মাধ্যমে।

Bengal shines at SKOCH Awards for smart governance

Fair Price Medicine Shops and CCU in districts of West Bengal have been ranked best project in the country in the health sector and were honoured with the prestigious SKOCH Award of Excellence.

Also, Bengal is on the top spot nationally in Finance and amongst the top three states in Agriculture and Rural Development and Governance.

Kanyashree, e-Governance project of KMC, web-based integrated monitoring system of panchayat bodies and GRIPS of the Directorate of Commercial Taxes are also among the winners.

Overall, the award authorities have adjudged Bengal as the state with maximum improvement in performance during last one year.

Reacting to the honour for Bengal in various sectors, West Bengal Chief Minister Ms Mamata Banerjee wrote on her social media pages: “Hearty congratulations and best wishes to my entire ‘Paschimbanga Paribar’.”