“Our soil is for unity, we stand for unity,” chief minister Mamata Banerjee said on Friday. She couldn’t have found a more opportune moment, nor a better place for airing the message of peace. It was the Bengal government’s celebration of thanksgiving for St Teresa of Kolkata, in association with the Missionaries of Charity. The venue was Shanti Dan, destitutes home set up by Mother Teresa, where the chief minister wished to celebrate the canonization of “St Teresa of Calcutta” with the poorest of the poor.
She reiterated that in times of political and religious intolerance as this, complete communal harmony prevailed in Bengal. “This (our state) is like a joint family, somebody may be Sikh, or Muslim, or Christian or a Hindu. (For everyone), humanity comes first. “Javed (Khan) is a Muslim, Derek a Christian…they are all here to attend this function.”
“It’s my privilege to be at Shanti Dan today. We went to Vatican and there Mother became saint Mother. Now, she’s St Teresa, but she’s Mother for all.” The audience, who included destitutes, specially-abled men, women and children, cheered on.
During her speech, the chief minister recalled her meeting with Saint Teresa, during a communal unrest, at Loreto Sealdah. “I was moving on the road, and Mother was the only other person, who was also moving, alone, keeping a watchful eye that night. I am lucky to have met her, get her blessings.”
মাদারের আদর্শে ঐক্যের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতার সেন্ট টেরেসাকে ধন্যবাদ জানানোর জন্য মাদার টেরেসার তৈরী করা শান্তিদানে রাজ্য সরকার ও মিশনারিজ অফ চ্যারিটির যৌথ উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আমরা একটা যৌথ পরিবার৷ এটাই আমাদের বিশ্বাস৷ মানবিকতাই আমাদের ধর্ম৷ সবাইকে ভালোবাসাই আমাদের কাজ৷ মাদার টেরেসা এই সত্য মেনে নিয়েই কাজ করতেন৷ আমাদেরও সেটাই ধর্ম৷”
তাঁর কথায় এই বার্তা সকলকে জানানোর জন্য এর থেকে ভালো সুযোগ ও স্থান তিনি আর পাবেন না। উক্ত সভায় মাদার টেরেসাকে শ্রদ্ধা জানানো হয় ওনার সন্ত উপাধি লাভের জন্য।
মুখ্যমন্ত্রী জানান সারা দেশব্যাপী এই রাজনৈতিক ও ধার্মিক অসহিষ্ণুতার সময়েও আমাদের রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নজিরবিহীন। তিনি বলেন “আমাদের রাজ্য একটি যৌথ পরিবারের মতো, হয়ত কেউ শিখ, কেউ মুসলিম, কেউ খ্রিষ্টান, কেউ হিন্দু। কিন্তু সকলের কাছেই মানবতা সবার আগে। জাভেদ খান একজন মুসলিম, ডেরেক একজন খ্রিষ্টান, কিন্তু দুজনেই সমান আগ্রহ নিয়ে এই অনুষ্ঠানে উপস্থিত।”
“এই শান্তিদানে আসতে পেরে আমি গর্বিত। আমি ভাটিক্যানেও গেছিলাম যেখানে মাদার টেরেসাকে ‘সেন্ট’ আখ্যা দেওয়া হয়। তিনি সন্ত হলেও সকলের কাছে তিনি মাদার হয়েই থাকবেন।” এই বক্তব্য শুনে সভায় উপস্থিত সকলে উচ্ছ্বাস প্রকাশ করেন।
কোনো এক দাঙ্গার সময় শিয়ালদহ লরেটো স্কুলে মাদার টেরেসার সঙ্গে করা এক সাক্ষাতের কথা স্মরণ করেন মুখ্যমন্ত্রী। “পরিস্থিতির ওপর নজর রাখতে আমি সারা রাস্তায় ঘুরছিলাম, ওদিকে মাদারও একা রাস্তায় ঘুরছিলেন পরিস্থিতির ওপর নজর রাখতে। ভাগ্যক্রমে ওনার সঙ্গে দেখা হয় এবং আমি ওনার আশীর্বাদ লাভ করি।”