Be alert and take immediate action to prevent riots: CM tells police

Chief Minister Mamata Banerjee on Friday instructed the police force to take immediate steps to maintain law and order, and prevent riots.

The chief minister presided over the administrative review meeting in Howrah on Friday afternoon. She asked the police to be on alert and take immediate action if anybody tries to foment communal trouble.

“The police should always remain alert and keep an eye on each and every incident. Don’t ignore any information and cross check its veracity. Use civic police, green police and local clubs to gather ground-level information. Some people from outside are trying to foment communal discord,” she said.

She asked the police to be on the road and play an effective role to maintain law and order. “Lot of false propaganda is being carried out that nothing has been done in Dhulagarh. It is absolutely false. Why don’t they tell the facts about how many people were arrested? How many people were given compensation by the government?” she said.

“A TV channel had shown a one-sided report about Dhulagarh. It did not say any word on action taken by the government, she said. The fact is that the state government is reconstructing the houses and shops affected in Dhulagarh violence in addition to payment of compensation of Rs 2.5 crore,” the CM said.

 

দাঙ্গা রুখতে পুলিসকে আরও তৎপর হওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

হাওড়ায় প্রশাসনিক বৈঠকে সাঁকরাইলের ধূলাগড়ের অশান্তির কথা উত্থাপন করে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়ে গেলেন, বাংলায় তিনি কোনও দাঙ্গা, অশান্তি আর উচ্ছৃঙ্খলতা বরদাস্ত করবেন না।

তিনি বলেন, “দিল্লির একটা চ্যানেল ধুলাগড়ের ঘটনা নিয়ে যা ইচ্ছে তাই করে গেছে। সরকারের কাজগুলোর কথা তো লেখেনি। ধুলাগড়ে ক্ষতিগ্রস্ত বাড়ি/দোকান গুলি পুনর্নির্মাণ করে দিচ্ছে রাজ্য সরকার। ২.৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।”

তিনি পুলিশকে নির্দেশ দেন, অশান্তিতে যারা উসকানি দেবে, তাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নিতে হবে। এ ব্যাপারে হাওড়া সিটি পুলিশ কমিশনারের কাছ থেকে গ্রামীণ জেলার পুলিশ সুপার সুমিত কুমারকে সাহায্য ও পরামর্শ নিতে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি তাঁদের বলেন, মানুষের সঙ্গে যোগসূত্র বাড়ান, ক্লাব, ভালো মানুষের সঙ্গে যোগাযোগ রাখুন। এলাকায় বড় কোনও অনুষ্ঠান থাকলে আগাম ব্যবস্থা নিন। পুলিশ দেখলে গুন্ডারা যাতে ভয় পায়, সেটা করুন। কেউ দাঙ্গা বাধাতে চাইলে সে যে দলেরই হোক, তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিন।তিনি পুলিশকে বলেন, ঝুঁকি নিতে হবে।

Mamata Banerjee tears into the BJP at Trinamool’s organisational polls

Trinamool Chairperson and Bengal Chief Minister Mamata Banerjee today teared into the BJP at party’s organisational polls. Slamming the ruling party at Centre she said that It is the need of the hour for all regional parties to come together for the sake of the nation. Didi said, my message to all regional parties is ‘Be Together, Be United’.

She said, “Trinamool is targeted because we speak for the common people. How many leaders will you put in jails? I dare you to arrest all our MPs, Ministers, MLAs. They are carrying out malicious propaganda. Wherever I go, London, Puri or Delhi, they send workers to disrupt.”

The Chairperson added, “Who are you to decide what a person can eat or wear? Trinamool works for people of all castes, creed, religions. I believe I am a worker of the party. In Trinamool, workers and not leaders are the biggest assets.”

BJP is dividing people based on religious identities. We respect all religions but humanism is our biggest identity. They (BJP) have destroyed the democratic culture of the country with their vindictive politics and vendetta,” Didi said.

Mamata Banerjee lashed out at the BJP for indulging in divisive politics. She said, “Religion means peace and harmony. But BJP gave arms to children during their rally. BJP only believes in conspiracies not rule of law.

I am proud of my religion. I am proud of all religions. Hinduism means tolerance. BJP is defaming Hinduism. Riots cannot be religion. Religion unites people, does not divide them. Be proud of the land you are born in. This is our motherland. We are proud of it.”

She told party workers that the next two years as a challenge. “We have to fight against the malicious propaganda and conspiracies. They are bringing cadres from other States to incite trouble in Bengal. We have to be very careful,” Didi added.

She also took on the BJP for their malicious propaganda on social media. “BJP spends crores on social media. They put fake photos and distort my words. We have to counter them. They post photos and videos of Bangladesh and say it is Bengal. They are spreading rumours.”

She also reiterated that Trinamool will continue to fight for the people. “As a political party we have a responsibility. We have to fight valiantly. We will not tolerate politics of vindictiveness. India is a vast country with a lot of diversity. We will not allow politics of ‘Divide & Rule’. Let us stand for unity,” was her message.

She slammed the BJP for destroying the federal structure of the country. She maintained the voice of the press-media has been muzzled by the Centre.

 

তৃণমূলের সাংগঠনিক নির্বাচনের মঞ্চ থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের

আজ তৃণমূলের সাংগঠনিক নির্বাচনের অনুষ্ঠানমঞ্চ থেকে আরও একবার বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলের সভানেত্রী ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন দেশের স্বার্থে আঞ্চলিক দলগুলির একজোট হওয়া প্রয়োজন। সব সব আঞ্চলিক দলগুলির প্রতি দিদির বার্তা ” এক হও, একজোট হও”।

তিনি বলেন, “তৃণমূলকে বারবার টার্গেট করা হয় কারণ তারা সাধারণ মানুষের হয়ে কথা বলে। কত জন নেতাদের ওরা জেলে পাঠাবে? ওদের সাহস থাকলে আমাদের সব সাংসদ, বিধায়ক, নেতা মন্ত্রীদের গ্রেফতার করুক”।

সভানেত্রী আরও বলেন, “মানুষ কি খাবে, কি পরবে সেটা ওরা ঠিক করার কে? তৃণমূল সব ধর্মের, সব জাতির মানুষের জন্য কাজ করে। আমি মনে করি আমি দলের একজন কর্মী। নেতারা নয়, তৃণমূল কংগ্রেসের কর্মীরাই দলের বড় সম্পদ”।

বিভাজনের রাজনীতি করার জন্য এদিন বিজেপির উদ্দেশ্যে বলেন, “ধর্ম মানে শান্তি ও সম্প্রীতি। অথচ বিজেপির মিছিলে ছোট শিশুদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে। মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে বিজেপি। আমরা সব ধর্মকে শ্রদ্ধা করি কিন্তু মানবিকতাই আমাদের প্রধান পরিচয়। কুৎসা ও অপপ্রচার করে ওরা দেশের গণতন্ত্র ও সংস্কৃতিকে ধ্বংস করে দিচ্ছে।

বিজেপি শুধু চক্রান্ত ও ষড়যন্ত্র করে। ওরা দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করছে। প্রেস মিডিয়া ওদের বিরুদ্ধে কথা বলছে না, ওদের কণ্ঠ রোধ করে দিয়েছে।

আমি আমার ধর্মের জন্য গর্বিত। হিন্দুধর্ম মানে সহনশীলতা। বিজেপি হিন্দুধর্মকে অপমান করছে। দাঙ্গা কখনো ধর্ম হতে পারে না। ধর্ম মানুষকে জোরে, ভাগ করে না।

আপনি যে মাটিতে জন্মগ্রহণ করেছেন সেই দেশের জন্য গর্বিত হোন। এটা আমাদের মাতৃভূমি”।

দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “ওদের কুৎসা ও অপপ্রচার ও চক্রান্তের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। অন্য রাজ্য থেকে লোক নিয়ে এসে ওরা বাংলায় সমস্যার সৃষ্টি করছে। আমাদের আরও সতর্ক হতে হবে। সোশ্যাল মিডিয়াতে কোটি কোটি টাকা ব্যয় করে বিজেপি। জাল ফটো দেয় আর আমার কথাকে বিকৃত করে। ওদের মোকাবিলা করতে হবে। বাংলাদেশের ফটো, ভিডিও পোস্ট করে তা বাংলার বলে চালায়। গুজব ছড়াচ্ছে ওরা, ওতে কান দেবেন না”।

তাঁর বার্তা, “রাজনৈতিক দল হিসেবে আমাদের কিছু দায়িত্ব ও কর্তব্য আছে। সাহসিকতার সঙ্গে আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে। প্রতিহিংসাপরায়ণ রাজনীতি আমরা বরদাস্ত করব না ভারত বৈচিত্র্যময় দেশ। আমরা কাউকে বিভাজনের রাজনীতি করতে দেব না। আসুন আমরা এক হই”।

 

Mamata Banerjee hits out at BJP for brandishing swords at Ram Navami rally

Bengal Chief Minister on Thursday Mamata Banerjee hit out at the BJP for brandishing swords during Ram Navami procession.

At a public rally in Purulia, the CM said: “It is not the culture of the Hindus to carry swords in religious processions and some BJP leaders and workers were found carrying swords and other weapons in the Ram Navami procession on Wednesday. The law will take its course as carrying weapons in Hindu religious processions is illegal. What will happen if people belonging to other religions want to carry weapons in processions,”

She added, “As BJP is in power at the Centre, its followers in the state feel that they can do whatever they like. But this will not be tolerated and law will take its own course as no one is above law,” Mamata Banerjee said the way BJP had carried out Ram Navami procession it appeared as if they had some sort of monopoly over Lord Rama. “For generations, Rama Navami has been observed in Ramrajatala in Howrah and I observed Basanta Puja before I left my home in Kolkata,” the Chief Minister said.

Didi said, “The weapons look good in the hands of Goddess Durga as she used them to kill evil. But, they do not look good and proper in the hands of those who are using religion to divide people.” She added: “Lord Rama had used flowers to worship and his so called followers are using weapons to scare people.”

The CM said people in Bengal believed in the philosophy of love and cooperation. “If I meet with an accident and two men run to the blood bank to donate blood for me then will the doctor ask them which religion they belong to,” she asked. She said the people would foil any effort to divide Bengal on the basis of religion. She asked people not to get provoked by those who “use religion for political benefit.”

 

অস্ত্রের হুঙ্কার বাংলার সংস্কৃতি নয়: মমতা বন্দ্যোপাধ্যায়

পুরুলিয়ায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপিকে তীব্র আক্রমণ করলেন। বুধবার বাংলার বিভিন্ন জায়গায় অস্ত্র নিয়ে যে সব মিছিল করা হয়েছে সে সম্পর্কে মমতা বলেন, ‘‌এবার থেকে রাজনৈতিক নেতারা অস্ত্র নিয়ে মিছিল করলে, আইন আইনের মতো ব্যবস্থা নেবে। তরোয়াল দেখিয়ে মিছিল করা চলবে না। রাম রাবণ বধ করেছিলেন তরোয়াল দিয়ে নয়। রাম পুজো করেছিলেন ফুল দিয়ে।’‌

মমতা বলেন, ‘‌এরা ধমকাতে এবং চমকাতে মিছিল করেছেন। আমাদের ভদ্রতার সুযোগ নিয়েছেন। কাল যদি অন্য ধর্মের মানুষ তরোয়াল নিয়ে মিছিল করেন তখন কী হবে?‌ দুজনের মধ্যে তো তখন মারামারি লেগে যাবে। ঘরে ঘরে আগুন লাগবে। শিখদের সঙ্গে কৃপাণ, সেটা আমরা বহুকাল ধরে দেখে এসেছি। তঁাদের কখনও এভাবে রাস্তায় দেখিনি। ওটা তো ওঁদের ধর্মের একটা প্রতীক। মা দুর্গার হাতে যে অস্ত্র শোভা পায়, আজ যে নেতারা রাস্তায় সন্ত্রাস করতে নেমেছেন, তাঁদের হাতে অস্ত্র শোভা পায় না।’‌

মমতা আক্রমণ করেন সিপিএম, বিজেপি ও কংগ্রেস–‌কে। তিনি বলেন, ‘‌এরা কিন্তু একে অপরের কোলে বসে দুলছে। সিপিএম, বিজেপি বাংলা থেকে শেষ হয়ে যাবে। ভবিষ্যতে বিজেপিও ভারত থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। গেরুয়া ফেট্টি পরে দলের সংগঠন বাড়ানো যায় না। বাংলার সংস্কৃতিকে আগে চিনতে হবে। বাংলার মানুষ এদের ক্ষমা করবে না।’‌ মমতা বলেন, আমার বাড়িতেও রামনবমীর দিন পুজো হয়েছে। কোথাও আমি আমার বাড়ির পুজোর কথা তো বলিনি। লোকের বাড়িতে বাড়িতে অন্নপূর্ণা পুজো হয়েছে। রামনবমীর দিন বিজেপি কোনও পুজো করল না। গেরুয়া ফেট্টি লাগিয়ে স্লোগান দিল, চিৎকার করল। মিছিল করে বলল, আমরা কারা— দাঙ্গা করি। আমরা কারা—ভেদাভেদ করি।’‌

মমতা রামকৃষ্ণ ও বিবেকানন্দের প্রসঙ্গ আনেন। তিনি বলেন, ‘‌এরা যখন বাংলার সংস্কৃতি শিখিয়েছেন, তখন বিজেপি কোথায় ছিল?‌ তখন তো ওদের দলটাই ছিল না। আমরা কেউ কখনই বলি না যে, আমরাই একমাত্র পুজো করি। এটা আমাদের ধর্ম নয়। আমি হিন্দু ধর্ম নিয়ে গর্ববোধ করি। শুধু তাই নয়, শিখ, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সমস্ত ধর্ম নিয়ে আমি গর্ববোধ করি। আমি যেমন দুর্গাপুজোর উদ্বোধনে যাই, ঠিক তেমনি বড়দিনে গির্জায় যাই, ইদে যাই। এটাই তো বাংলার সংস্কৃতি। রামকৃষ্ণ, বিবেকানন্দ শিখিয়েছেন সকলকে ভালবাসতে হয়। সব ধর্মকে সম্মান করতে।’‌

মমতা এদিন বলেন কংগ্রেস, সিপিএম ও বিজেপি বিধানসভা নির্বাচনে আমার বিরুদ্ধে কুৎসা অপপ্রচার করে শেষ পর্যন্ত কিছুই করতে পারেনি। রাম যেমন অশুভ শক্তি রাবণকে পরাজিত করেছিলেন, আসুন আমরা সকলে মিলে এই রাবণদের (‌গেরুয়াধারীদের)‌ ধ্বংস করার কাজে নামি। আপনারা ঐক্যবদ্ধ হন। ভয় পাবেন না। আদিবাসী ভাই ও বোনেরা কোনও গুজবে কান দেবেন না। আমার ওপর ভরসা রাখুন।

Don’t fan communalism in Bengal: Mamata Banerjee warns BJP

Coming down heavily on the BJP, Bengal Chief Minister Mamata Banerjee on Wednesday slammed the party for “appropriating festivals” and accused it of insulting the ‘Om’ symbol by using it in political rallies.

“Do not hold Ram Navami programme claiming the festival to be your exclusive thing. Do not try to incite unrest. For thousands of years, various religious organisations have been carrying on Ram Navami rallies,” she said at a public rally in Bankura.

“A party is planting flags and placing ‘Om’ symbols. You can sit at home and chant ‘Om’. How can they (BJP) use religious symbols in political rally? In UP, they (BJP) talk of ‘Sabka Saath, Sabka Vikas’ and in Bengal they play divisive politics.. they want to divide the Hindus-Muslims… the Sikhs-Christians, she added.

“One day if the Banerjees say that they have no relation with Chatterjees… if the tribals will say we will not live with Hindus… so on and so forth…. what will happen? Everything will shatter to pieces. The country will not remain united,” she said, adding Basanti Puja was always celebrated in Bengal.

 

ধর্মীয় অনুষ্ঠান নিয়ে রাজনীতি করছে বিজেপি: মমতা বন্দ্যোপাধ্যায়

ধর্মের নাম ভেদাভেদের রাজনীতিকে উস্কানি দেওয়ার অভিযোগে বিজেপিকে কড়া আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বাঁকুড়ায় একটি জনসভায় তিনি বলেন:

• ভারতে ৩৩ কোটি দেব-দেবী রয়েছে। কেউ রামের পুজো করে, আবার কেউ রহিমের।
• আগেও বাংলায় বাসন্তী পূজো ছিল। নবমীর দিন রামনবমী পালন করা হতো। একে নিজেদের (বিজেপি) প্রোগ্রাম বলে চালাবেন না। এর সঙ্গে বিজেপি-র কোনও সম্পর্ক নেই।
• কোনও কাজ নেই, বিজেপি শুধু ধর্মীয় সুড়সুড়ি দিচ্ছে। পার্টির মিটিং-এ ধর্মের কথা বলছে। এখন বিজেপি উৎসব-ধর্মীয় অনুষ্ঠান নিয়েও রাজনীতি করছে।
• পার্টির পতাকায় ‘ওঁ’ লিখে দিচ্ছে। ধর্মগুরুরা ‘ওঁ’ লেখে। পলিটিক্যাল পার্টির পতাকায় ‘ওঁ’ লিখছে। কী ভাবে ধর্মীয় প্রতীক রাজনৈতিক মিছিলে ব্যবহার করছে? তাহ লে প্রতীক পরিবর্তন করে নিন।
• উত্তরপ্রদেশে বলছে ‘সবকা সাথ সবকা বিকাশ’। বলছে মুসলমানদের ভোট পেয়েছে। আর এখানে এসে হিন্দু-মুসলমান ভাগ করছে।
• সিপিএম-এর মন্ত্রে চলছে বিজেপি। এরা দিনে সিপিএম, রাতে বিজেপি। দিনে বিজেপি, রাতে সিপিএম। আসলে সিপিএম-এর কোলে বিজেপি দোলে।
• আমরা যেমন ঈদ পালন করি, তেমনই ক্রিসমাসও পালন করি। আমার বাড়িতে গত ৪০ বছর ধরে কালী পুজো হয়ে আসছে।

Always cross-check information you see on social media: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today strongly condemned the politics of riots and communal violence at a public meeting in Kharagpur. She said that Bengal will never tolerate politics of hate.

“I believe in equality of all religions. Just like I participate in Durga Puja, I participate in Eid and Christmas also. I was born in a Hindu family. I do not need lectures in Hinduism from people who use religion for politics,” she said.

She also said that she will pray to Maa Durga to teach a lesson to the Ravans who are harassing people. She said a mother never discriminates between her children.

Referring to rumours of a ban on Mangal Aaroti at Dakkhineshwar temple, the CM said: “One Union Minister posted on FB that we have banned Mangal Aaroti at Dakkhineshwar. How can an Union Minister spread misleading information? What country are we living in? I pray to Maa Bhabotarini to give them (BJP) some good sense. We never indulge in politics over Maa Kali.”

She asked people to always cross-check the information you see on social media. “Do not believe in rumours,” the CM advised.

 

 

সোশ্যাল মিডিয়ায় কোনও খবর পড়লে সর্বদা তা যাচাই করে নেবেনঃ মমতা বন্দ্যোপাধ্যায়

 

প্রতিহিংসার রাজনীতি ও সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধে আজ আরও একবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খড়গপুরের একটি জনসভায় তিনি বলেন বাংলা কোন রকম হিংসার রাজনীতি বরদাস্ত করবে না।  

“আমি বিশ্বাস করি সব ধর্ম এক। আমি যেমন দুর্গা পুজোয় যাই, তেমনই ঈদ ও ক্রিসমাসেও অংশগ্রহণ করি। আমি হিন্দু পরিবারে জন্মেছি। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের কাছে আমি হিন্দু ধর্মের পাঠ চাইনা”, বলেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন তিনি মা দুর্গার কাছে প্রার্থনা করেন, যে সব রাবণ মানুষকে হয়রান করছে তাদের যেন তিনি শিক্ষা দেন।

দক্ষিণেশ্বরে মা কালীর আরতি বন্ধ হওয়ার গুজব প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলে, “একজন কেন্দ্রীয় মন্ত্রী গুজব রটিয়েছেন আমরা নাকি দক্ষিণেশ্বরে মঙ্গল আরতি বন্ধ করে দিয়েছি।  একজন কেন্দ্রীয় মন্ত্রী কিভাবে এরকম গুজব রটাতে পারেন? আমরা এ কোন দেশে বাস করছি? মা ভবতারিণী ওদের সুমতি দিন। মা কালী কে নিয়ে আমরা রাজনীতি করি না”।

তিনি আরও বলেন, “সোশ্যাল মিডিয়াতে কোনো খবর পড়লে আগে যাচাই করে নেবেন। গুজবে কান দেবেন না”।

 

I believe in religion that teaches you to love all humans: Mamata Banerjee

In a stern message to a section of people who are trying to incite communal tension in the State, Chief Minister Mamata Banerjee today said Bengal is a land of culture and politics of riots has no place here. She urged people to be aware and not pay heed to rumours.

“We believe in religious amity. We do not believe in the politics of riots,” she said.

“I believe in religion that teaches you to love all humans. I participate in Durga Puja, Eid, Christmas as well as Guru Parab. The human body is incomplete without all organs. We must treat all humans equally. A mother can never discriminate between her children,” she added.

The CM said Constitution of India was her guiding principle and it taught her to be tolerant and respectful of people from various backgrounds.

 

যে ধর্ম সকলকে ভালবাসতে শেখায় আমি সেই ধর্মে বিশ্বাসী: মমতা বন্দ্যোপাধ্যায়

এক শ্রেণীর মানুষ যারা ধর্মের নামে রাজ্যে বিভেদ সৃষ্টি করে বাংলায় অশান্ত পরিবেশ তৈরি করতে চাইছে তাদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জলপাইগুড়িতে একটি জনসভায় তিনি বলেন, “আমি জাতি-ধর্মের ভেদাভেদে বিশ্বাস করি না, দাঙ্গার রাজনীতিতে বিশ্বাস করি না। উৎসবের সময় বেশ কিছু মানুষ সমস্যার সৃষ্টি করার চেষ্টা করেন।” তিনি জনগণকে সতর্ক হওয়ার পাশাপাশি গুজবে কান না দেওয়ারও আর্জি জানান।

তিনি বলেন, “যে ধর্ম সকলকে ভালবাসতে শেখায় আমি সেই ধর্মে বিশ্বাসী। বাংলায় দুর্বৃত্তদের কোন জায়গা নেই। এ মাটি সংস্কৃতির মাটি।”

“আমি দুর্গা পুজো, ঈদ, ক্রিসমাস, গুরু পরব সবেতেই যোগদান করি। সব অঙ্গ ছাড়া মানব-শরীর অসম্পূর্ণ। আমরা বিশ্বাস করি সব মানুষ সমান। একজন মা কখনও নিজের সন্তানদের মধ্যে বিভেদ করেন না” মুখ্যমন্ত্রী বলেন।

তিনি আরও বলেন, “ভারতের সংবিধান আমাদের সহনশীল হতে শেখায়। সংবিধানই আমাদের পথ দেখায়।”