Agriculture Dept ensures sustainability of production & income for farmers

The crop scenario of Bengal is very bright. The Agriculture Department has devised crop-specific interventions to ensure long-term sustainability of production, coupled with assured and improved incomes for farmers.

Rice, wheat, maize, jute, pulses, oilseeds and sugarcane are some of the major crops of the state.

Rice: System of Rice Intensification (SRI), an improved technology, has been adopted to increase production of rice at low cost. The State Government has been able to increase the area and production of aromatic rice like Gobindobhog and Tulaipanji.

Pulses: The Government has fixed an ambitious target of 4.75 lakh metric tonnes (MT) for financial year (FY) 2018-19 by using its extension machinery to increase the area under pulse production by utilising the rice fallow areas. From FY 2010-11 to FY 2016-17, the area under pulses has increased by 65 per cent and production by 77 per cent. The production during 2016-17 was 3.13 lakh MT. The estimated production for 2017-18 is 4.63 lakh MT, an estimated increase by 48 per cent.

Oilseeds: Stress has been given in increased production and yield of sunflower and groundnut because of their high potential. Distribution of quality seeds and other agricultural inputs, and training of farmers have been identified as the key components by the State Government to achieve its targets. Like for pulses, the Government is using its extension machinery to increase the area under production by utilising the rice fallow areas. Production was 9.24 lakh MT during 2016-17 and is estimated to be 9.67 lakh MT during 2017-18. The target for 2018-19 has been kept at 9.99 lakh MT.

Jute: Jute is an important cash crop of Bengal, covering an area of around 5.22 lakh hectares (ha). During 2016-17, the production and productivity were 81.87lakh bales and 15.67 bales/ha, respectively. The target for area under production and production for 2017-18 were 5.6 lakh ha and 84 lakh bales, respectively. The State Government, in collaboration with the National Food Security Mission (Commercial Crops) – Jute, runs Demonstration Centres, and supports the distribution of quality seeds and training of farmers with the aim of producing higher quality fibres.

Potato: Potato is a major crop in the State. The production and productivity during 2016-17 were 129.32 lakh MT and 30,608 kg/ha, respectively. For 2017-18, the targets for area under production and production have been kept at 4.36 lakh ha and 140 lakh MT, respectively. Emphasis has been given on the availability of disease-free quality micro-tubers. For this, the government has undertaken a programme for the production of good quality foundation seeds of potato from breeder seeds in government farms, so that high-quality seeds are available for the production of certified seeds.

Courtesy Chief Minister Mamata Banerjee and her Trinamool Congress Government, farmers have never had it as good. Every aspect of their lives has undergone a lot of changes. There are schemes to cover everything – from production to storage to financial aid for losses due to natural calamities to several other aspects.

 

রাজ্যে ফসলের হাল-হকিকত

 

২০১১ সালে ক্ষমতায় আসা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোর দিয়েছেন কৃষিজ ক্ষেত্রে ধীরে ধীরে স্বয়ংসম্পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করা। এর জন্য দিয়েছেন কৃষিতে ব্যাপক গুরুত্ব। দেখে নেওয়া যাক এই মুহূর্তে রাজ্যে ফসলের হাল হকিকত।

এই দপ্তর শস্য ভিত্তিক উদ্যোগ নিয়েছে যাতে দীর্ঘদিন ধরে এই উদ্যোগ কার্যকরী হয় ও এর ফলে চাষিদের আয় বৃদ্ধি পায়।

চালঃঅল্প খরচে চালের উৎপাদন বৃদ্ধির জন্য সিস্টেম অফ রাইস ইন্টেন্সিফিকেশন গ্রহণ করা হয়েছে। রাজ্য সরকার গোবিন্দভোগ ও তুলাইপঞ্জির মতো জিআই ট্যাগপ্রাপ্ত সুগন্ধী চালের উৎপাদন ও উৎপাদনের ক্ষেত্র দুইই বাড়াতে সক্ষম হয়েছে। আরকেভিওয়াই-এর অধীনে ২০১৩-১৪ সাল থেকে চালের উৎপাদনের অঞ্চল ও সুগন্ধী চালের বীজ উৎপাদন বৃদ্ধিতে সক্ষম হয়েছে রাজ্য।

ডালঃরাজ্যের চাহিদার নিরিখে ডালের উৎপাদন কম হওয়ায়, সরকার জোর দিয়েছে ডালের উৎপাদনের ওপর। ২০১৬-১৭ সালে রাজ্যে ডাল উৎপাদন হয় ৩.১২ লক্ষ মেট্রিক টন, ২০১৭-১৮ সালে উৎপাদন হয় ৪.৬৩ লক্ষ টন। ২০১৮-১৯ সালে লক্ষ্য নেওয়া হয়েছে ৪.৭৫ লক্ষ মেট্রিক টন উৎপাদনের। ২০১০-১১ থেকে ২০১৬-১৭ সালে ডাল উৎপাদনের ক্ষেত্র বেড়েছে ৬৫ থেকে ৭৭ শতাংশ।

তৈলবীজঃএনএমওওপি উচ্চমানের বীজ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী যোগান দিয়ে থাকে, এছাড়া কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয় যাতে তৈলবীজের উৎপাদন ও তৈলবীজ উৎপাদনের স্থান বৃদ্ধি পায়। এর ফলে রাজ্যে চাহিদা ও উৎপাদনের মাঝে ব্যবধান কমবে। সূর্যমুখী ও বাদাম উৎপাদনে জোর দেওয়া হয়েছে। ২০১৬-১৭ সালে তৈলবীজ উৎপাদন হয়েছে ৯.২৪ লক্ষ মেট্রিক টন, ২০১৭-১৮তে ৯.৬৭ লক্ষ মেট্রিক টন ও ২০১৮-১৯ সালে উৎপাদনের লক্ষ্য নেওয়া হয়েছে ৯.৯৯ লক্ষ মেট্রিক টন।

পাটঃপাট একটি উল্লেখযোগ্য ক্যাশ ক্রপ। ৫.২২ লক্ষ হেক্টরে পাট চাষ হয়। ২০১৬-১৭ সালে ৮১.৮৭ গাঁট পাট উৎপাদন হয়, সেখানে প্রতি হেক্টরে উৎপাদন হয় ১৫.৬৭ গাঁট। ২০১৭-১৮ সালে পাট চাষের জমি বেড়ে হয় ৫.৬০লক্ষ হেক্টর ও মোট উৎপাদন বেড়ে হয় ৮৪ লক্ষ গাঁট।

আলুঃরাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ফসল আলু। ২০১৬-১৭ সালে উৎপাদন ও উৎপাদন ক্ষমতা ছিল যথাক্রমে ১২৯.৩২ লক্ষ টন ও ৩০,৬০৮ কিলো হেক্টর পিছু। ২০১৭-১৮ সালে ৪.৩৬ লক্ষ হেক্টর জমিতে উৎপাদন হয় ১৪০ লক্ষ মেট্রিক টন। জোর দেওয়া হয়েছে উন্নতমানের রোগমুক্ত আলুর কন্দ জোগানের।

Bengal leading producer of rice for last 4 years, as per Central Govt data

That Chief Minister Mamata Banerjee has always place a lot of importance on agricultural production is well known. As a result of that, over the last few years, Bengal has been creating records in terms of production of various crops.

As per an answer given by the Union Agriculture Ministry in the Lok Sabha, over the last four financial years, that is, 2014-15 to 2017-18 (for 2017-18, as per as per Second Advance Estimates), Bengal has been the leading producer of rice in the country.

The production of rice over the four years is as follows:

  • 2014-15: 146,77,20,000 tonnes
  • 2015-16: 159,53,90,000 tonnes
  • 2016-17: 153,02,50,000 tonnes
  • 2017-18: 149,90,00,000 tonnes

The Central Government has also given the state the Krishi Karman Award for various feats of agricultural production for five consecutive years.

 

চাল উৎপাদনঃ রাজ্যগুলির শীর্ষে বাংলা

 

২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষি উন্নয়নের ওপর জোর দিয়ে এসেছেন । এর ফলস্বরূপ, গত কয়েক বছর ধরেই বিভিন্ন ফসল উৎপাদনে বাংলা রেকর্ড তৈরী করেছে।

এবার বাংলার মুকুটে যুক্ত হল নতুন পালক। লোকসভায় কেন্দ্রীয় কৃষি মন্ত্রীর পেশ করা তথ্য অনুযায়ী, গত চার অর্থবর্ষে – অর্থাৎ ২০১৪-১৫ থেকে ২০১৭-১৮ (দ্বিতীয় অ্যাডভান্স এস্টিমেট) -বাংলা চাল উৎপাদনে দেশের মধ্যে শীর্ষে।

গত চার বছরে বাংলায় উৎপন্ন হওয়া চালের পরিমানঃ

  • ২০১৪-১৫: ১৪৬,৭৭,২০,০০০ টন
  • ২০১৫-১৬: ১৫৯,৫৩,৯০,০০০ টন
  • ২০১৬-১৭: ১৫৩,০২,৫০,০০০ টন
  • ২০১৭-১৮: ১৪৯,৯০,০০,০০০ টন

উল্লেখ্য, কৃষিতে অসামান্য সাফল্যের জন্য পর পর পাঁচ বছর কেন্দ্রের কাছ থেকে কৃষি কর্মণ পুরস্কার পেয়েছে বাংলা।

Bengal Govt experimenting with fuel-saving rice varieties

The Bengal Government is giving a lot of stress on the cultivation of rice varieties that are quicker to cook, even some which can be cooked in cold water.

An example of the latter is ‘komal’, a variety of paddy that is being experimentally cultivated at Fulia in Nadia district and at Mohanpur in Paschim Medinipur district. Preparations are one to cultivate this variety in Siuri and Rampurhat blocks in Birbhum district too.

The huge advantage with komal is that soaking the grains for just half-an-hour in water at normal temperature will give you rice ready to eat. It saves completely on fuel.

This variety is derived from Assam. There are four types of komal rice, of which the ‘aghani nora’ and ‘maguri’ have been found suitable for Bengal. according to a senior Agriculture Department official in Fulia, the paddy has to be cultivated during the rainy season, and the paddy is boiled and then the rice extracted.

 

ঠাণ্ডা জলে চাল দিলেই হবে ভাত, এরাজ্যে বাড়ছে কোমল ধান চাষ

আর ভাত রান্নার জন্য গ্যাস বা কয়লার আঁচ বা কেরোসিনের প্রয়োজন নেই। এবার থেকে ঠাণ্ডা জলে আধ ঘণ্টা চাল ভিজিয়ে রাখলেই হবে ভাত। কোমল নামে এক প্রকার ধান থেকে এইরকমই চাল তৈরী হয়। এই রাজ্যেও এই ধানের চাষ বাড়ছে। পরীক্ষামূলক ভাবে, নদীয়ার ফুলিয়া ও পশ্চিম মেদিনীপুরের মোহনপুরে এই ধান চাষ হয়েছে। বীরভূমের সিউড়ি ও রামপুরহাট ব্লকেও এই চাষের প্রস্তুতি শুরু হয়েছে।

কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই ধান মূলত অসমের কিছু অংশে চাষ হয়। এই ধান আবার তিন চার প্রজাতির হয়। তাঁর মধ্যে এ রাজ্যে অঘনী বোড়া এবং মাগুরি নামে দুটি প্রজাতির চাষ হচ্ছে। ফুলিয়ার কৃষি আধিকারিক বলেন, বর্ষাকালে এই ধান চাষ করতে হয়, ধান সিদ্ধ করে চাল তৈরী করতে হয়। এই চালের ভাত টক দই, গুড় মাখিয়ে খেলেই বেশী স্বাদ পাওয়া যাবে।

Source: Bartaman

Bengal plans GI tag for Kalonunia and Randhunipagal rice

The State Government is planning to apply for a geographical (GI) tag, which is a marker for the geographical uniqueness of a product, for the Kalonunia and Randhunipagal varieties of rice, two of the indigenous varieties of aromatic fine rice from Bengal, according to the State Agriculture Minister. While Kalonunia is grown in the northern region of the state, Randhunipagal is grown in the western region.

Kalonunia is cultivated in the districts of Jalpaiguri, Cooch Behar, Alipurduar and Darjeeling (plains regions of the district). Randhunipagal is cultivated in the districts of Birbhum, Pruba Bardhaman, Paschim Bardhaman, Bankura and Hooghly.

Gobindobhog and Tulapanji have already received the GI status, and the term ‘Bengal Aromatic Rice’ has been included in official documentation registered with the patent office. Kalonunia and Randhunipagal would fall under the same label.

Gobindobhog and Tulapanji are primarily grown in the Damodar River basin and in the districts of north Bengal, respectively.

Getting a GI tag helps a product to be marketed as exclusively from the geographical region it hails from, be it a food product, a beverage, a fruit, a handicraft, a handloom product or any other regionally exclusive entity. The Bengal Government has been actively patenting various products in order to market them internationally too.

The demand would naturally also help in saving these indigenous varieties of rice, which are nutritionally rich, but many of which are facing extinction as a result of the cultivation of only the commercially viable varieties. In fact, the State Government is carrying on research work with 41 such varieties.

Kalonunia, a medium-sized blackish grain, is produced at the rate of 2.2 to 2.4 tonnes per hectare of cultivated paddy, while the small-sized Randhunipagal is produced at the rate of 2.3 to 2.5 tonnes per hectare of cultivated paddy. These are eaten as plain rice or as an alternative to Basmati (in the case of Kalonunia) and as the principal component of payesh, pithe and khichuri bhog for pujas.

According to officials of the State Science and Technology Department, preparation of the documentation to be presented by the state to the patenting authority is almost complete.

 

কালোনুনিয়া ও রাঁধুনিপাগল চালের জন্য জিআই তকমা চাইবে বাংলা

শুরু হয়েছিল গোবিন্দভোগকে দিয়েই। জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই-তকমাকে হাতিয়ার করে বাংলার বিভিন্ন সুগন্ধী চালকে সংরক্ষণ করতে এ বার উদ্যোগী হচ্ছে রাজ্য।

এবছর অক্টোবর মাসেই গোবিন্দভোগ ও তুলাইপাঞ্জি চালের জিআই তকমা পেয়েছে রাজ্য। চাল দু’টির এই স্বীকৃতির চিহ্ন বা লোগোতে ‘বেঙ্গল অ্যারোমেটিক রাইস’ বা বাংলার সুগন্ধী চাল পরিচয়টুকুও এখন নথিভুক্ত। আরও কয়েকটি সুগন্ধী চালকে চিহ্নিত করার কাজও জোরকদমে চলছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী।

এ রাজ্যের বিভিন্ন উৎকর্ষ জিআই-নথিভুক্ত করার প্রক্রিয়ায় জড়িত বিজ্ঞান-প্রযুক্তি বিভাগের অধিকর্তাদের দাবি, রাঁধুনিপাগল ও কালো নুনিয়ার মতো আরও দু’টি সুগন্ধী চালের সবিস্তার নথি এখন কার্যত তৈরি। এর ভিত্তিতে দ্রুত জিআই-এর আবেদন করা হবে।

জিআই-তকমার মানে এই চালগুলি শুধু বাংলাতেই উৎপাদিত হয়। রাঁধুনিপাগল, কালোনুনিয়ার মতো ঐতিহ্যশালী চালকে জিআই-এর মাধ্যমে পরিচয় করিয়ে বিশ্ববাজারে মেলে ধরার কথা বলছেন কৃষিমন্ত্রী। উচ্চ ফলনশীল ধানের চাপে কোণঠাসা বহু সাবেক ধানের চালের সঙ্গেই জড়িয়ে সাংস্কৃতিক গরিমাও। মন্ত্রীর দাবি, ৪১টি ধানের বীজ নিয়ে তার বিস্তারের চেষ্টা চলছে রাজ্যে।

 

Source: The Statesman, Anandabazar Patrika

The image is representative (source)

Special food packages for Jangalmahal and the Hills to continue

The Chief Minister Mamata Banerjee-led Trinamool Congress Government has decided that, despite the immense pressure on it on account of having to repay the huge debts accumulated by the Left Front Government, it would continue with the special food packages for the people of Jangalmahal and the Hills.

Besides rice and wheat at Rs 2 per kg, the State Government supplies more than double the amount supplied to the other regions of the state for the people of these regions – 11 kg per person per month against 5 kg in the other areas. Everyone, irrespective of economic condition, is eligible for getting subsidised rice and wheat in these two regions.

Whereas 42 lakh people in Jangalmahal are supplied with rice and wheat through the ration system (public distribution system, or PDS), in the Hills, the number is 8 lakh 75 thousand.

The five districts of Paschim Medinipur, Jhargram, Purulia, Bankura and Birbhum comprise Jangalmahal, whereas Darjeeling and Kurseong subdivisions of Darjeeling district and Kalimpong district comprise the Hills region.

The State Government also provides special packages in a few other regions which would also continue – 16 kg of rice and wheat per person per month through PDS to the Cyclone Aila-affected people in the Sundarbans and the farmers who lost land in Singur as a result of the illegal acquisition, 35 kg of rice and wheat per family through PDS to the families of tea garden workers, and 5 kg of rice and wheat per person per month for free to members of the Toto tribe in north Bengal.

জঙ্গলমহল ও পাহাড়ে ‘স্পেশাল ফুড প্যাকেজ’ চালিয়ে যাবে রাজ্য

বিপুল ভর্তুকির দায় বহন করতে হলেও জঙ্গলমহল ও পাহাড়ের ‘স্পেশাল ফুড প্যাকেজ’ চালিয়ে যাবে রাজ্য সরকার। রাজ্যের এই দু’টি এলাকায় সব বাসিন্দাকে দু’ টাকা কেজি দরে চাল-গম সরবরাহ করা হয়। শুধু তাই নয়, অন্য জায়গার তুলনায় দ্বিগুণের বেশি পরিমাণ খাদ্যসামগ্রী এখানে দেওয়া হয়।

জঙ্গলমহলে ৪২ লক্ষ মানুষকে রেশনের সস্তার চাল-গম সরবরাহ করা হয়। পাহাড়ে এই সংখ্যা ৮ লক্ষ ৭৫ হাজার। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলার ৩১টি ব্লক জঙ্গলমহলের মধ্যে পড়ে। পাহাড়ের মধ্যে পড়ে দার্জিলিং জেলার দার্জিলিং এবং কার্শিয়াং মহকুমা ও কালিম্পং জেলা। জঙ্গলমহল ও পাহাড় ছাড়া কিছু বিশেষ শ্রেণির জন্য অতিরিক্ত খাদ্যসামগ্রী দেয় সরকার। সেই প্যাকেজও চলবে। সুন্দরবনের আইলা বিধ্বস্ত এলাকার সব রেশন গ্রাহকদের জন্য পরিবার পিছু মাসে ১৬ কেজি করে চাল-গম দেওয়া হয়। সম পরিমাণ খাদ্যসামগ্রী পান সিঙ্গুরের জমিহারা পরিবারগুলি। উত্তরবঙ্গের টোটো উপজাতির লোকেদের বিনামূল্যে মাসে মাথাপিছু পাঁচ কেজি করে চাল-গম দেওয়া হয়। চা বাগানের শ্রমিকদের মাসে পরিবার পিছু ৩৫ কেজি করে চাল-গম দেওয়া হয় রেশনের মাধ্যমে।

Source: Bartaman

Bengal Govt to gift 51 varieties of rice to ISKCON

The Bengal Government will give the Mayapur-based ISKCON (International Society for Krishna Consciousness) 51 varieties of rice. These would be planted on the 100 acres where ISKCON cultivates paddy.

After a request from ISKCON, the State Government has come forward with providing it with 51 varieties of rice which will be grown organically. The government will also provide them with expert advice. Among the varieties to be provided are Dadshal, Radhatilak, Gobindabhog, Keralasundari and others.

Most of these are indigenous varieties, also known as folk rice varieties, and are highly nutritious; many are also aromatic. The Bengal Government, by itself and also in collaboration with some scientific organisations, is trying to revive these varieties. Gifting ISKCON these 51 varieties is part of that effort.

ইসকনকে ৫১ প্রজাতির ধানের বীজ দেবে রাজ্য

 

মায়াপুরের ইসকন মন্দির কতৃপক্ষকে ৫১ প্রজাতির ধানের বীজ দেবে রাজ্য সরকার। মায়াপুরের ইসকন কতৃপক্ষের হাতে প্রায় ১০০ একর কৃষিজমি রয়েছে। তার একটি অংশে কৃষিকাজ করেন মন্দির কতৃপক্ষ । প্রধানত জৈবিক চাষেই তাঁদের বেশি আগ্রহ। কারণ ,জৈবচাষ উৎপাদিত ফসলের চাহিদা রয়েছে বিদেশি ভক্তদের মধ্যে। তাছাড়াও ,জৈবচাষে উৎপাদিত ফসলের চাহিদা রয়েছে বিদেশি ভক্তদের মধ্যে। তাছাড়াও , জৈব চাষেবাড়তি গুরুত্ব দিচ্ছে ইসকন।

সেই সূত্রে কৃষি দফতরের কর্তা -আধিকারিকদের সঙ্গে যোগাযোগ হয়েছিল ইসকন কতৃপক্ষের। সম্প্রতি সিদ্ধান্ত হয়েছে ,প্রায় ৫১ প্রজাতির ধানের বীজ ইসকনকে দেবে রাজ্য সরকার। সঙ্গে দেওয়া হবে বিশেষজ্ঞর পরামর্শ এবং সহযোগিতা। যে প্রজাতির ধানের বীজ দেওয়া হবে সেগুলির মধ্যে দাদশাল ,রাধাতিলক ,গোবিন্দভোগ ,কেরালাসুন্দরী অন্যতম। প্রজাতিগুলির বেশিরভাগই সুগন্ধি।

প্রতিদিন ভক্তদের জন্য ভোগের ব্যবস্থা করে ইসকন।৫২ সপ্তাহে এক বছর হয়।সেই সূত্রে প্রতি সপ্তাহে পৃথক পৃথক প্রজাতির চালে ভোগ দিতে পারবেন ইসকন কতৃপক্ষ।তাতে জৈব চাষের প্রচার বাড়বে।ভোগের পাশাপাশি ,চাল বিক্রি করলে রাজ্যের লুপ্তপ্রায় কিছু প্রজাতির চালের প্রচার বাড়বে। পাশাপাশি জৈব চাষ নিয়ে রাজ্য সরকারের পদক্ষেপ প্রতিষ্ঠিত হবে।

বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখেছেন , ইসকনের জমিতে রাধাতিলক চালের ফলন সবথেকে বেশি।কারণ,গঙ্গা এবং জলঙ্গীর সংযোগস্থলের থাকা ওই জমিগুলি ওই চাষের জন্য উপযুক্ত। সেকারণে এত ধরণের চালের বীজ দিতে চাইছে রাজ্য।তবে এজন্য লভ্যাংশ দাবি করা হবে না বলে কৃষি দফতর সূত্রের খবর।
Source: Ebela

Bengal Govt to promote cultivation of rare aromatic rice varieties

The Agriculture Department of the Bengal Government has firmed up plans to extend all forms of assistance to farmers to enable them to grow 800 varieties of aromatic rice, many of which are rarely grown nowadays. To collect seeds for these varieties and culture them, officials of the department are visiting farmers across Bengal and in some neighbouring countries too.

Among the aromatic varieties identified for special treatment are kanakchur, randhuni, chandrachur, radhatilak, badshahbhog and kerala sundari. Bidhan Chandra Krishi Viswavidyalaya in Kalyani is playing a major role in identifying the varieties of rice, as well as finding out ways for growing them on a large scale so that the seeds can be distributed among farmers. Some of the varieties have been found at the agricultural research laboratories run by the State Government in Fulia in Nadia district and in Hooghly.

The State Government is also taking initiatives to convince farmers to grow these less-known varieties of rice by making them realise the commercial value of these varieties.

For the last few years, under the special initiative of Chief Minister Mamata Banerjee, the Bengal Government has been actively promoting tulaipanji aromatic rice. The Government has set up stalls at several key places, including at the Netaji Subhas Chandra Bose International Airport in Kolkata. It even sent the variety to the 2012 London Olympics for promotion and sale.

 

 

বিলুপ্তপ্রায় সুগন্ধী ধানের চাষ বাড়াতে উদ্যোগ রাজ্যেরি

বাঙালীর পাতে সুগন্ধী চাল ফিরিয়ে দিতে উদ্যোগী হল রাজ্যে কৃষি দপ্তর। বিলুপ্তপ্রায় ৮০০ ধানের বীজ খুঁজে বের করতে পথে নেমেছেন কৃষি দপ্তরের আধিকারিকরা। প্রতিবেশী দেশেও হাজির হতে চলেছেন তাঁরা। কৃষকদেরও সুগন্ধী ধান চাষের কাজে সব রকমের সাহায্য করবে রাজ্য।

এই ধানগুলির মধ্যে রয়েছে – কনকচূড় , রাঁধুনি,চন্দ্রচূড় ,রাধাতিলক  ,বাদশাভোগ ,কেরালা  সুন্দরী। এই ধানের চালের সৌরভ অপূর্ব।

ইতিমধ্যে এইসব বীজের মধ্যে কিছু খুঁজে পাওয়া গেছে নদীয়ার ফুলিয়া এবং হুগলির কৃষি গবেষণা কেন্দ্রে।  সেগুলি  কি করে চাষের কাজে এগানো যায় তার গবেষণা চলছে।  বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এ ব্যাপারে তদারিক করছে।

কৃষকদের এ ব্যাপারে উ९সাহিত করতে উদ্যোগ নিচ্ছে রাজ্য।  এই বীজ থেকে আরও উন্নতমানের বীজ তৈরী করে কৃষকদের দেওয়ার কথাও ভাবা হচ্ছে।

উল্লেখ্য, রাজ্য সরকার ২০১২ সালে লন্ডন অলিম্পিকে অ্যাপেডার মাধ্যমে ওই চাল পাঠিয়েছিল। এই চালের বিপণনে জোর দিয়েছে রাজ্য।  বিভিন্ন জায়গায় স্টল খোলার পাশাপাশি কলকাতা বিমানবন্দরেও বিক্রির ব্যবস্থা করা হয়েছে।

 

 

West Bengal to get All India Coordinated Rice Improvement Project award

West Bengal has been selected for the All India Coordinated Rice Improvement Project Award 2015. This is the first time when the state would be receiving the award. The state had received Krishi Kamran Puraskar for the three consecutive years. The 51st committee from the Indira Gandhi Krishi Bikash Kendra has selected the state for the award.

The state has been selected for the award for its achievement in four key areas that include scientific research for seeds. The State Government has also bagged the award of the second position for participating in International Agriculture and Horticulture Expo. It was held for three days from July 22 to 24 at Pragati Maidan in Delhi.

Meanwhile, the state horticulture minister had a discussion with representatives from food processing companies in US and Malaysia to attract investment in the state. Besides the firing companies, major players in the sector in the country have also shown interest in further investment in food processing sector. Monitoring committees have been formed in districts. Social groups of farmers will also be formed. The Minister will be visiting the districts from August.

WB Govt to give food grains at 47 paise per kg to tea garden workers

Under the aegis of West Bengal Chief Minister Ms Mamata Banerjee, the State Government has decided to give rice and wheat at 47 paise per kg to 12 lakh 9 thousand tea garden workers (including their families).

During the inauguration of the Khadya Sathi Scheme for food security a few days back, Chief Minister Ms Mamata Banerjee had announced that more than 7 crore of the State’s population would get rice and wheat at Rs 2 per kg. Among this 7 crore, for the tea garden workers and their families in Darjeeling, Jalpaiguri and Alipurduar districts, totaling 12 lakh 9 thousand, the State would give an additional subsidy of Rs 1.53. Thus, they would need to pay only 47 paise per kg for rice and wheat. Each family can get a maximum of 35 kg of subsidised food grains per month.

The decision was taken at a meeting involving the State’s Labour and Food Commissions yesterday evening. Food Minister Jyotipriya Mullick said, “Under the aegis of our Chief Minister Mamata Banerjee, the Government has taken this unprecedented decision. No other State could have even thought of taking such a decision. The way the Food Security Scheme has been implemented by West Bengal has become a model for other States.”

 

চা বাগানের শ্রমিকদের ৪৭ পয়সা কেজি দরে চাল দেবে রাজ্য সরকার

পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চা বাগানের শ্রমিক পরিবারের সদস্যদের ৪৭ পয়সা কিলো দরে চাল, গম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর ফলে প্রায় ১২ লক্ষ ৯ হাজার শ্রমিক উপকৃত হবেন।

কয়েকদিন আগেই মাননীয়া মুখ্যমন্ত্রী ‘খাদ্য সাথী’ প্রকল্পের সূচনা করেছেন। সেখানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, রাজ্যের ৭ কোটির বেশি মানুষকে ২ টাকা কিলো দরে চাল ও গম দেওয়া হবে। ৪৯ লক্ষ মানুষ ১৩ টাকা দরে চাল ও ৯ টাকা দরে গম পাবেন। সেক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের চা বাগান অধ্যুষিত ১২ লক্ষ ৯ হাজার মানুষের জন্য প্রতি কেজিতে বাড়তি ১ টাকা ৩৫ পয়সা দেবে রাজ্য সরকার। প্রতি মাসে পরিবার পিছু মিলবে ৩৫ কেজি খাদ্যশস্য।

গতকাল এই সিদ্ধান্ত নিয়ে রাজ্য সরকারের শ্রম দপ্তর ও খাদ্য দপ্তর। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বক্তব্য, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। আর কোনও রাজ্য এরকম সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবতেই পারে না। রাজ্যে যেভাবে খাদ্য সুরক্ষা প্রকল্প নেওয়া হয়েছে তা অন্য রাজ্যের কাছে মডেল”।

WB Govt to set up 16000 rice procurement camps

West Bengal Government will assign around 700 officials to supervise and organise rice procurement camps in several blocks of the State. Procurement will commence on November 20.

Last year the State government has procured 22 lakh metric tonnes of rice. This year around 16000 camps will be set up.

“We are deploying 900 civic volunteers who will help police during the rice procurement,” said Food & Supplies Minister Jyotipriya Mullick.

The State government has also urged the FCI to procure rice for the state.