Bengal has achieved a revenue surplus, despite GST: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee put out a post on Facebook today, mentioning the fact that the Central Government has congratulated the Bengal Government for not only bringing down rapidly the revenue gap with respect to the State GST, but in fact registering a revenue surplus in March 2018.

While in August 2017 Bengal had a revenue gap of 33.4 per cent, in March 2018, the State had registered a surplus of 3 per cent.

Another significant fact the Chief Minister mentioned is that Bengal’s performance is far better than that of the country as a whole. In March 2018, while Bengal achieved a surplus of 3 per cent, the country as a whole registered a revenue deficit of 17.9 per cent.

Mamata Banerjee congratulated everyone concerned for achieving this feat.

To read the Facebook post, click here: goo.gl/nZd2oL

 

 

জিএসটি সত্ত্বেও বাংলায় রাজস্ব উদ্বৃত্ত হয়েছেঃ মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ একটি ফেসবুক পোস্ট করেন। জিএসটি থাকা সত্ত্বেও রাজ্য সরকার মার্চ ২০১৮ পর্যন্ত যেভাবে রাজ্যের রাজস্ব উদ্বৃত্ত করতে সমর্থ হয়েছে, তার জন্য কেন্দ্র প্রশংসা করে রাজ্যের। মুখ্যমন্ত্রী সেই ব্যাপারটিই তুলে ধরেন তার ফেসবুক পোস্টে।

আগস্ট ২০১৭ পর্যন্ত রাজ্যের রাজস্ব ঘাটতি ছিল ৩৩.৪ শতাংশ, সেখানে মার্চ ২০১৮ পর্যন্ত রাজ্যের রাজস্ব বেড়ে হয়েছে ১০৩ শতাংশ।

আরেকটি বিষয় মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন, বাংলার কর্মক্ষমতা সারা দেশের থেকে অনেক ভালো। যেখানে মার্চ ২০১৮ তে শেষ হওয়া আর্থিক বর্ষে বাংলার রাজস্ব উদ্বৃত্ত হয়েছে ৩ শতাংশ, সেখানে সারা দেশের রাজস্ব ঘাটতি হয়েছে ১৭.৯ শতাংশ।

মুখ্যমন্ত্রী এই সাফল্যের জন্য সবাইকে অভিনন্দন জানান।

GST revenue gap may widen to Rs 85,000 crore for FY18: Amit Mitra

Expressing concern over declining goods and services tax (GST) revenue, West Bengal’s finance minister Amit Mitra on Thursday said that states are facing a revenue shortfall of Rs 39,111 crore in the four months after the July 1 roll-out.

The government had anticipated a revenue shortfall of Rs 55,000 crore, which was expected to be recovered through the compensation cess levied on luxury and sin goods, but now the revenue gap is expected to widen to Rs 80-85,000 crore for the whole financial year, Dr Mitra said.

“Revenue of Rs 43,013 crore per month was to be protected for states. For all states for four months, we needed Rs 1.72 lakh crore for revenue protection. What have we got? Rs 1.33 lakh crore. That means there is a revenue protection shortfall of Rs 39,111 crore in the (first) four months,” Dr Mitra said at the annual general meeting of FICCI.

Dr Amit Mitra was participating in a session on GST with the finance ministers of Jammu & Kashmir and Bihar.

জিএসটিতে বিদ্ধ ছোট শিল্প: অমিত মিত্র

সেপ্টেম্বরে জিএসটি থেকে আয় হয়েছিল ৯৫,১৩১ কোটি টাকা। অক্টোবরে তা নেমেছে ৮৩,৩৪৬ কোটিতে। ছোট ও মাঝারি শিল্পগুলি সমস্যায় পড়েছে বলেই এই ছবি ফুটে উঠছে বলে অভিযোগ তুললেন অমিত মিত্র।

বৃহস্পতিবার ফিকি-র বার্ষিক সাধারণ সভায় পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রীর দাবি, ‘‘জিএসটি-র রাজস্ব আয়ের পরিসংখ্যান নিয়ে স্বচ্ছতা নেই। কিন্তু বাস্তব হল, এক মাসে প্রায় ১২ হাজার কোটি টাকা আয় কমেছে। প্রক্রিয়াগত জটিলতায় ছোট-মাঝারি সংস্থাগুলি রিটার্ন ফাইল করতে পারছে না। উৎপাদনও ৪০% মার খেয়েছে।’’

অমিতবাবুর হিসেব, জিএসটি-তে রাজ্যগুলির প্রথম চার মাসে রাজস্ব আয়ে ঘাটতির পরিমাণ প্রায় ৩৯,১১১ কোটি টাকা। রাজ্যগুলি কেন্দ্রের থেকে ক্ষতিপূরণ পেয়ে যাবে। কিন্তু এর ফলে কেন্দ্রের আয় নিয়েও চিন্তার কারণ রয়েছে। তাঁর দাবি, ধরা হয়েছিল, চলতি অর্থবর্ষে ৫৫ হাজার টাকা ক্ষতিপূরণ দরকার হবে। তা প্রায় ৯০ হাজার কোটিতে পৌঁছবে।

অমিতবাবুর যুক্তি, জিএসটি-র বাইরে থেকেই রাজ্যগুলির গড়ে ৪০% আয় হয়। জিএসটি-ব্যবস্থা স্থিতিশীল না হওয়া পর্যন্ত পেট্রোল-ডিজেলকে এর আওতায় আনা উচিত নয়।

Our track record in development unmatched: Mamata Banerjee

On the third day of her visit to Paschimanchal, Bengal Chief Minister Mamata Banerjee today addressed a public meeting at Shunukpahari ground in Bankura.

The Bengal Chief Minister inaugurated numerous developmental projects from today’s meeting, including road projects, bridges, check dams, hostel buildings, a handloom development project and several government buildings.

She also laid foundation stones for a bouquet of developmental projects and distributed various government benefits.

Here’s what the Chief Minister said:

No match for Trinamool in development:

  • People do not have to go to Kolkata for administrative work anymore. The Secretariat comes to districts now
  • We have done away with khajna (tax) on agricultural land. We are always with our farmers
  • Bengal produces 80 lakh eggs annually. We will become self-sufficient in egg production
  • We will help self-help groups to set up poultries to increase production
  • We give stipend to 82,000 folk artistes. One lakh more artistes will be brought under Lok Prasar Prakalpa before Durga Pujo
  • Healthcare is free in Bengal. We have started ‘Swasthya Sathi’ health insurance scheme
  • We have distributed 35 lakh cycles under Sabuj Sathi. 35 lakh more will be distributed this year
  • We have started Swami Vivekananda Merit scholarship and allotted Rs 200 crore for it
  • From Sabuj Shree at birth to Samabyathi at death, we have a scheme for every phase of life

Development initiatives for Bankura district:

  • We believe actions speak louder than words. We have distributed various govt services to 10000 people today
  • We conducted an administrative review meeting for 3 hours yesterday in Bankura. We took stock of all projects
  • Why did they (the CPM) not start any water supply project for Bankura, Purulia?
  • Till 2011, only 3% people in Bankura used to get water. Now 65% people receive water supply
  • We will start a new water supply project for 8 more blocks of Bankura by August
  • Industrial investments worth Rs 11,000 crore have been made in Bankura district
  • We have set up a university in Bankura. A multi super speciality hospital is coming up at Barjora
  • We are developing the tourism infrastructure in Bankura, from Mukutmanipur to terracotta temples of Bishnupur
  • We have started a new project worth Rs 500 crore to build check dams for irrigation
  • A project worth Rs 3,000 crore to build embankments in lower Damodar region has been taken up
  • We have started an insurance scheme for Kendu leaf collectors
  • We will provide training to local youths to prevent elephants from straying into localities

About CPI(M):

  • Left Front Govt left behind a huge debt burden. Rs 40,000 Cr goes in paying debt installments
  • I went on hunger strike for 26 days to fight for the rights of farmers. Can they (Opposition) do it?
  • When they were in power they closed down industries, forcibly took away farmlands. They are giving us lectures
  • CPI(M) and BJP have become one now. They are obstructing developmental projects just for the sake of opposition

পাঁচ বছরে যা কাজ করেছি কেউ তা পারবে না: মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমাঞ্চল সফরের তৃতীয় দিনে আজ বাঁকুড়ার শুনুকপাহাড়ী মাঠে একটি জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজকের জনসভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে রয়েছে সড়ক প্রকল্প, ব্রিজ, চেক ড্যাম, হোস্টেল, হ্যান্ডলুম ডেভেলপমেন্ট প্রজেক্ট ইত্যাদি।

আজ আইটিআই, বাস টার্মিনাস, সড়ক প্রকল্প, ইকো-ট্যুরিজম প্রকল্প, কৃষি প্রকল্প, সরকারী বাসভবন সহ বেশ কিছু প্রকল্পের শিলান্যাসও করেন তিনি।

পাশাপাশি বেশ কিছু সরকারী পরিষেবা যেমন – কন্যাশ্রী, সবুজশ্রী, সবুজ সাথী ও শিক্ষাশ্রী, বিভিন্ন মেশিনারি জিনিসপত্র, লোন ইত্যাদি প্রদান করেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ:

উন্নয়ন:

  • সরকারী কাজের জন্য এখন আর মানুষকে কলকাতা ছুটে যেতে হয় না। এখন প্রশাসন আসে জেলার মানুষের কাছে
  • কৃষিজমির খাজনা আমরা মুকুব করে দিয়েছি। আমরা কৃষকদের পাশে আছি
  • বাংলায় বছরে ৮০ লক্ষ ডিম উৎপাদন হয়। ডিম উৎপাদনে বাংলা স্বয়ং-সম্পূর্ণ হবে
  • পোল্ট্রি তৈরী করতে ও ডিম উৎপাদন বৃদ্ধিতে আমরা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে সাহায্য করব
  • ৮২ হাজার লোক শিল্পীকে লোকপ্রসার প্রকল্পের আওতায় আনা হয়েছে। দুর্গা পুজোর আগে আরও ১ লক্ষ শিল্পীর নাম নথিভুক্ত হবে
  • বাংলায় বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাওয়া যায়। আমরা ‘স্বাস্থ্য সাথী’ প্রকল্প চালু করেছি
  • সবুজ সাথী প্রকল্পে ৩৫ লক্ষ সাইকেল দিয়েছি। এই বছর আরও ৩৫ লক্ষ সাইকেল দেওয়া হবে
  • আমরা স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ চালু করেছি এবং এর জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে
  • সবুজশ্রী থেকে সমব্যাথী – জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের প্রকল্প আছে
  • নোট বাতিলের ফলে যারা চাকরি হারিয়েছেন তাদের জন্য আমরা সমর্থন প্রকল্প চালু করেছি

বাঁকুড়ার উন্নয়ন:

  • কথা নয়, আমরা কাজে বিশ্বাসী। আজ প্রায় ১০ হাজার মানুষকে আমরা বিভিন্ন সরকারী পরিষেবা প্রদান করেছি
  • গতকাল বাঁকুড়ায় ৩ ঘণ্টা প্রশাসনিক বৈঠক করেছি। বিভিন্ন প্রকল্পের কাজ কতটা এগিয়েছে তাঁর খোঁজখবর নিয়েছি
  • বাঁকুড়া, পুরুলিয়ার জন্য কেন ওরা কোন পানীয় জল সরবরাহ প্রকল্প চালু করেনি?
  • ২০১১ সাল পর্যন্ত বাঁকুড়ার ৩% লোক জল পেত। এখন ৬৫% লোক পানীয় জল পান
  • আমরা আরও একটি নতুন জল সরবরাহ প্রকল্প চালু করব, আগামী আগস্ট মাসের মধ্যে বাঁকুড়ার আরও ৮টি ব্লক জল পাবে
  • বাঁকুড়ায় ১১ হাজার কোটি টাকা শিল্প লগ্নি হয়েছে
  • বাঁকুড়ায় আমরা একটি বিশ্ববিদ্যালয় তৈরী করেছি। বড়জোড়ায় একটি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরী হচ্ছে
  • মুকুটমণিপুর থেকে বিষ্ণুপুরের টেরাকোটার মন্দির – বাঁকুড়ার পর্যটন পরিকাঠামোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে
  • সেচের জন্য ৫০০ কোটি টাকা ব্যয়ে একটি চেক ড্যাম প্রকল্পের কাজ শুরু হয়েছে
  • লোয়ার দামোদর অঞ্চলে সেচের জন্য এম্ব্যাঙ্কমেন্ট তৈরী করা হবে। ৩০০০ হাজার কোটি টাকার প্রকল্প শুরু হয়েছে
  • কেন্দু পাতা সংগ্রহকারীদের জন্য আমরা পেনশন প্রকল্প চালু করেছি
  • হাতিরা যাতে লোকালয়ে না ঢুকে আসে তার জন্য আমরা স্থানীয় ছেলেমেয়েদের প্রশিক্ষণ দেব

সিপিএম:

  • বাম সরকার আমাদের ওপর বিপুল ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গেছে। ঋণ শোধ করছি করতে বছরে ৪০ হাজার কোটি টাকা কেটে নিয়ে যায়
  • কৃষকদের আধিকারের জন্য আমি ২৬ দিন অনশন করেছিলাম। ওরা (বিরোধীরা) করে দেখাতে পারবে?
  • সিপিএমের কোলে বিজেপি দোলে
  • কেউ যদি ভাঙচুর করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা এই বিষয়ে আইন এনেছি
  • ওরা যখন ক্ষমতায় ছিল, একের পর এক কারখানা বন্ধ করে দিয়েছিলো, কৃষিজমি কেড়ে নিয়েছিল। এখন বড় বড় কথা।

Bengal Govt sets up Mukutmanipur Development Board

The state Urban Development and Municipal Affairs department have set up Mukutmanipur Development Board for comprehensive development of the area, particularly tourism.

The area under the jurisdiction of the newly formed Mukutmanipur Development Authority ( MDA) is 87.50 km. This includes 10 mouzas of Hirabandh block, 19 mouzas of Khatra block and 27 mouzas of Ranibandh block.

The main purpose of MDA would be to develop tourism in vast areas surrounding Mukutmanipur. The planning area covers the Mukutmanipur dam, a well-known tourist spot with great scenic beauty, Pareshnath temple, Musafirana, a hillock beside the dam and Banpukhuria deer park.

In addition to this, vast areas of Jangalmahal like Jhilmil Sutan and Talberia which are situated close to MDA will be developed as tourist spots. The areas have rich cultural heritage and there are artisans who can manufacture craft items from bamboo, babui grass etc.

Attempts would be made to showcase the products made by local artisans.

 

মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদ গঠন করলো রাজ্য সরকার

মুকুটমণিপুরের সার্বিক উন্নয়ন পর্যটনের বিকাশের লক্ষ্যে গঠিত হল মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদ। রাজ্য পুর ও নগরোন্নয়ন দপ্তর গঠন করলো এই পর্ষদ।

মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদের অধীনে প্রায় ৮৭.৫ কিঃ মিঃ অঞ্চল থাকবে। এর মধ্যে আছে হীরাবাঁধ ব্লকের ১০টি মৌজা, খাতরা ব্লকের ১৯টি মৌজা ও রানীবাঁধ ব্লকের ২৭টি মৌজা।

সার্বিক উন্নয়ন লক্ষ্য হলেও এই পর্ষদের পাখির চোখ হবে মুকুটমণিপুর ও তার পার্শ্ববর্তী অঞ্চল জুড়ে পর্যটনের বিকাশ। মুকুটমণিপুর বাঁধ, পরেশনাথ মন্দির, মুসাফিরানা, বনপুখুরিয়ার ডিয়ার পার্ক এই অঞ্চলের বেশ কিছু আকর্ষণ। এর সঙ্গে জঙ্গলমহলের ঝিলমিল সুতান, তালবেড়িয়া অঞ্চলকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।

এই অঞ্চলের এক সাংস্কৃতিক ঐতিহ্য আছে। এখানে অনেক হস্তশিল্পী আছেন যারা বাঁশ ও বাবুই ঘাস দিয়ে নানা সামগ্রী তৈরী করেন। এই শিল্পীদেরও সাহায্য করবে এই পর্ষদ।

 

Bengal will not tolerate any discrimination: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today said that the State won’t tolerate any discrimination regarding funds from the Centre.

She demanded to know why the Centre has stopped funds for Backward Regions Grant Fund (BRGF) and development in Left Wing Extremism affected areas. She said that while Bengal has 88 fast-track courts and 45 women’s police stations, Gujarat has zero fast track courts. Yet, Centre allocated Rs 400 crore to Gujarat while Bengal received nothing.

She said that banks are not sanctioning loans to self-help groups under Anandadhara scheme. Students are not getting money under Swami Vivekananda Means cum Merit Scholarship. She said banks cannot deprive people like this.

The Chief Minister also said that while the State has started a Rs 500 crore water supply project named ‘Jala Tirtha’, the Centre was yet to take any action regarding Ghatal Master Plan.

 

কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী

আজ আরও একবার কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন বাংলা কোনও রকম বঞ্চনা মেনে নেবে না।

পিছিয়ে পড়া এলাকার উন্নয়নের জন্য BRGF এর টাকা কেন বন্ধ করে দিয়েছে কেন্দ্র সেই প্রশ্নও করেন মুখ্যমন্ত্রী।

তিনি জানান, “বাংলায় ৮৮টি ফাস্ট ট্র্যাক কোর্ট রয়েছে, গুজরাতে শূন্য। অথচ গুজরাতের জন্য বরাদ্দ অর্থের পরিমাণ ৪০০ কোটি টাকা আর বাংলার জন্য কিছু নেই”।

তিনি আরও বলেন আনন্দধারা প্রকল্পে স্বনির্ভর গোষ্ঠীর লোকেদের ঋণ দিচ্ছে না ব্যাঙ্ক। স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ পাচ্ছে না ছাত্রছাত্রীরা

মুখ্যমন্ত্রী জানান, রাজ্য ৫০০ কোটি টাকা জল তীর্থনামে একটি জল সরবরাহ প্রকল্প চালু করেছে। অথচ ঘাটাল মাস্টার প্ল্যানএর জন্য কিছু করেনি কেন্দ্র।

 

Bengal Govt to do away with revenue on agricultural land

Bengal Chief Minister Mamata Banerjee today announced that the State Government will no longer take revenue for agricultural land. The announcement was made to give farmers a relief because they have been hit hard by demonetisation and kharif crops have suffered, the CM said.

She also appealed to the Centre to waive farm loans. She said that before elections the BJP had made a promise to waives farmers’ loans but have done nothing yet.

The CM today inaugurated and laid the foundation stones for a bouquet of developmental projects for the Paschim Medinipur district from a public meeting at Kharagpur College Maidan. The projects inaugurated today by the Chief Minister include a Krishak Bazar, a market complex, water supply projects, a flood rehabilitation centre, road projects, government buildings, godowns among others. She will also distributed benefits for various schemes.

 

Highlights of the Chief Minister’s speech:

  • We have started a scheme for those who have lost jobs due to demonetisation
  • We work for people all round the year; not just during elections
  • We have already distributed 35 lakh cycles under Sabuj Sathi last year. This year too we will distribute 35 lakh cycles
  • We will give cycles to Prani Mitra workers, ICDS and Asha workers. We have increased the honorarium for ICDS and Asha workers
  • From Sabuj Shree at birth to Samabyathi during death, we have schemes for birth till death
  • We give rice at Rs 2/kg to 8 crore people. We have started digital ration cards
  • Over 80,000 folk artistes receive monthly stipend of Rs 1000. We will register one lakh more artistes
  • Six multi super speciality hospitals have been set up in West Midnapore district alone
  • We have started water supply project ‘Jala Tirtha’ worth Rs 500 crore
  • A new stadium is being built at Medinipur and Kharagpur
  • Bengal will become self-sufficient in egg production. We will set up poultries for ducks like we have for hens
  • Bengal produces 80 lakh eggs annually. By next year we will produce 80 lakhs more
  • We are cultivating onion in arid zones of Bankura and Purulia. We have started a Hilsa Research Centre in Bengal
  • People in Bengal get healthcare for free in government hospitals. Even kidney transplant, heart operations performed for free

 

 

কৃষকদের সব ঋণ মুকুব করে নিল রাজ্য সরকার

রাজ্য সরকার কৃষকদের সব ঋণ মুকুব করে নিল – আজ খড়গপুরের একটি জনসভায় একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নোট বাতিলের ফলে খারিফ শস্য চাষের প্রচুর ক্ষতি হয়েছে তাই কৃষকদের সমস্যার কোথা ভেবেই রাজ্য সরকারের এই মানবিক সিদ্ধান্ত ।

কৃষকদের ঋণ মুকুব করে নেওয়ার জন্য কেন্দ্রকেও আবেদন জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন নির্বাচনের আগে বিজেপি বলেছিল কৃষকদের সব ঋণ মুকুব করে দেবে অথচ তারা এখনও কোন পদক্ষেপ নেয়নি।

আজ খড়গপুরের কলেজ মাঠের এই জনসভাতে একগুচ্ছ উন্নয়ন মূলক প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। কৃষক বাজার, একটি মার্কেট কমপ্লেক্স, জল সরবরাহ প্রকল্প, বন্যা ও ঘূর্ণিঝড় আশ্রয়স্থল। গুদামঘর সহ আরও অনেক প্রকল্পের উদ্বোধন করেন তিনি। বেলদা মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের শিলান্যাসও করেন মুখ্যমন্ত্রী।

 

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

  • নোট বাতিলের ফলে যারা কর্মহীন হয়েছেন তাদের সাহায্যের জন্য আমরা একটি প্রকল্প চালু করেছি
  • শুধু নির্বাচনের সময় নয়, সারা বছর আমরা মানুষের জন্য কাজ করি
  • গত বছর আমরা ৩৫ লক্ষ সবুজ সাথী সাইকেল দিয়েছি। এই বছর আরও ৩৫ লক্ষ সাইকেল দেওয়া হবেঃ
  • প্রাণী মিত্র কর্মী, আই সি ডি এস ও আশার কর্মীদেরও আমরা সাইকেল দিচ্ছি। আই সি ডি এস ও আশার কর্মীদের ভাতা বৃদ্ধি করেছি
  • জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা বিভিন্ন সরকারী প্রকল্প চালু করেছি। জন্মের পর সবুজ শ্রী প্রকল্প ও মৃত্যুর পর সমব্যাথী প্রকল্প চালু করেছি
  • ৮ কোটি মানুষকে আমরা ২ টাকা কেজি দরে চাল দিচ্ছি। আমরা ডিজিটাল রেশন কার্ড চালু করেছি
  • ৮০ হাজারেরও বেশি লোক শিল্পী ১০০০ টাকা মাসিক ভাতা পান। আমরা ১ লক্ষ শিল্পীকে এই প্রকল্পে আওতাভুক্ত করব
  • পশ্চিম মেদিনীপুরে ৬টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরী হয়েছে
  • ৫০০ কোটি টাকা ব্যয়ে ‘জল তীর্থ’ প্রকল্প চালু করেছি আমরা
  • মেদিনীপুর ও খড়গপুরে একটি নতুন স্টেডিয়াম তৈরী হচ্ছে
  • ডিম উৎপাদনে বাংলা স্বয়ংসম্পূর্ণ হবে। আমরা মুরগীর পোল্ট্রির পাশাপাশি হাসের পোলট্রিও তৈরী করব
  • ৮০ লক্ষ ডিম উৎপাদিত হয় বাংলায়। আগামী বছর আমরা আরও ৮০ লক্ষ ডিম বেশি উৎপাদন করব
  • বাঁকুড়া ও পুরুলিয়ায় আমরা পেঁয়াজ চাষ করছি। বাংলায় ইলিশ নিয়ে গবেষণার সেন্টার চালু করেছি আমরা
  • বাংলার মানুষ সরকারী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পায়। কিডনি প্রতিস্থাপন, হার্ট অপারেশন বিনামূল্যে করা হয়

 

 

 

Investment Bengal

Eye on US biz ties, Dr Amit Mitra attends midnight meet

In order to strengthen business ties with US, Bengal Finance, Commerce and Industries minister Dr Amit Mitra spent one-and-a-half hours with the US India Business Council (USIBC), a little after Monday midnight, on video conference.

The meeting, attended by USIBC president Mukesh Aghi, global CEO of MasterCard Ajay Banga, Ambassador Frank Wisner, consul general of India in New York Riva Ganguly Das and 35 others, was held in New York. Along with Dr Mitra, Trinamool MP and spokesperson Derek O’Brien pitched Bengal as the next global destination.

Pointing out that at the macro-economic level, the growth of Bengal stood far above that of the rest of the country, the state finance minister cited four examples based on 2015-16 figures that showed that the state outpaced GVA growth nationally by 4.72%, industrial sector growth by 3.29%, agricultural sector growth by 4.45% and services sector growth by 4.79%.

Dr Mitra further said that the state economy was at a more solid footing compared to that during the Left rule in 2010-11. The GSDP (at current prices) has doubled, fiscal deficit and revenue deficit has been brought down, and state’s own taxes have doubled in four years. Plan expenditure has grown thrice and capital expenditure has grown by seven times. Physical infrastructure in the state had grown fourfold, he added.

“Changes in Bengal in the past five years have been palpable and terrific,” said Ajay Banga, chairman emeritus of USIBC & global CEO of MasterCard.

“The 90-minute meeting was purposive. The Q&A session was also invigorating. We are glad that delegates in NYC were receptive to hard numbers about Bengal growth story of 5 years under the leadership of Mamata Banerjee,” O’Brien said.

 

মার্কিন শিল্পপতিদের রাজ্যে বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর

রীতিমতো নজিরবিহীনভাবে মধ্যরাতে নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মার্কিন শিল্পপতিদের এ রাজ্যে বিনিয়োগের জন্য আহ্বান জানানো হল। সোমবার রাত সাড়ে ১১টা থেকে সওয়া ১টা পযর্ন্ত নবান্নের ১৩ তলার কনফারেন্স রুম থেকে ওই ভিডিও কনফারেন্স করেন অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র। অপরদিকে নিউইয়র্কের মিডটাউনের মার্কিন ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের বোর্ড রুমে ছিলেন প্রায় ৫০ জন শিল্পপতি ও শিল্পসংস্থার কর্ণধার। সেই তালিকায় গ্লোবাল মাস্টার কার্ডের চেয়ারম্যান অজয় বাঙ্গা, ফ্র্যাঙ্ক উইজনারসহ একাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিতি ছিলেন।

রাজ্য সরকার তথা এদেশের প্রতিনিধি হিসাবে নিউইয়র্কে ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সদস্য ডেরেক ও ব্রায়েন এবং নিউইয়র্কে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত। রাজ্য সরকারের তরফে অমিত মিত্র ছাড়াও শিল্পদপ্তরের প্রধান সচিব এসএম কৃষ্ণা এবং ডব্লুবিআইডিসি’র ম্যানেজিং ডিরেক্টর সুরেন্দ্র গুপ্তা উপস্থিত ছিলেন।

নিউইয়র্কে সময় তখন বেলা ২টো। ভিডিও কনফারেন্সের শুরুতেই মার্কিন ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের তরফে দ্বিতীয় বার জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানানো হয়। সেই সঙ্গে তারা জানিয়ে দেয়, পেপসি, কোকাকোলা, কগনিজ্যান্ট-র মতো মার্কিন সংস্থা রা঩জ্যে রয়েছে। পশ্চিমবঙ্গ শুধু উত্তর পূর্বাঞ্চল নয়, এশিয়ান দেশগুলির গেটওয়ে। অমিত মিত্র রাজ্যের রাজনৈতিক স্থিতিশীলতার ব্যাখ্যা করে বলেন, রাজ্যে শিল্প বিনিয়োগের পরিবেশ রয়েছে। এ রাজ্য থেকে বাংলাদেশ, নেপাল, ভুটানেও ব্যাবসার সুযোগ রয়েছে। কগনিজ্যান্ট নতুন করে ১৫ একর জমি নিয়েছে। সেখানে পুনরায় তথ্যপ্রযুক্তি সংস্থা চালু করবে। নতুন করে ১৫ হাজার কর্মসংস্থান হতে চলেছে। কোকাকোলা ১২০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। তাদের প্রতিষ্ঠানে ‘মাজা’ তৈরি হচ্ছে। রাজ্যে বিনিয়োগের সব সম্ভাবনা রয়েছে।

সেই সব দিক ব্যাখ্যা করতে গিয়ে কত রাস্তা হয়েছে, কত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে তার উল্লেখ করেন অমিতবাবু। মার্কিন শিল্পপতিরা অমিতবাবুর কাছে জিএসটি নিয়ে রাজ্যের স্ট্যান্ড জানতে চান। তিনি বলেন, আর কোনও সংস্থাকে একাধিক ট্যাক্স দিতে হবে না। একটি ট্যাক্সের মাধ্যমে সব ট্যাক্স দেওয়া যাবে। তিনি যে জিএসটি’র এমপাওয়ার্ড কমিটির চেয়ারম্যান, তাও জানিয়ে দেন। সেই ভিডিও কনফারেন্সে নিউইয়র্কে উপস্থিত রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েনও কেন্দ্রীয় সরকারের ভূমিকারও ব্যাখ্যা করেন। ভারত ও পশ্চিমবঙ্গ সম্পর্কে অভিজ্ঞ ফ্র্যাঙ্ক উইজনারও পৌনে দু’ঘণ্টার ভিডিও কনফারেন্স নানা বিষয় তুলে ধরেন। জানতে চান, দেশ ও রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি।

পশ্চিমবঙ্গের শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, অর্থনৈতিক পরিবর্তনও জানতে চান অমিত মিত্রের কাছে। অমিতবাবু তাঁদের কাছে আগেই পাঁচ পাতার নোট পাঠিয়েছিলেন। সোমবার গভীর রাতে রাজনৈতিক পরিবর্তনের পুরো ব্যাখ্যা করেন। জানিয়ে দেন, রাজ্য স্থায়ী সরকার চলছে। সেই সঙ্গে পরিকাঠামো, ভারী শিল্প, শিক্ষা, পর্যটন, তথ্যপ্রযুক্তি সেক্টরে বিনিয়োগ করার জন্য আহ্বান জানান। সেই সঙ্গে আগামী ২০-২১ জানুয়ারি বিশ্ববঙ্গ সম্মেলনে হাজির হওয়ার জন্য মার্কিন শিল্পপতিদের কাছে আবেদন করেন শিল্পমন্ত্রী অমিত মিত্র। মার্কিন ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের এক প্রতিনিধিদল এ রাজ্যে আসতে পারে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

RBI praises Bengal’s efforts to mobilise higher revenue

Reserve Bank of India has expressed satisfaction over West Bengal’s ability to grow own revenue.

“Revenue augmenting capacity improves in West Bengal, The state may cut down borrowing to reduce fiscal stress” RBI Deputy Governor HR Khan said Friday.

RBI Governor Raghuram Rajan said he met state finance cum industry minister Amit Mitra over a dinner and discussed the state’s financial health and the challenges it is facing.

According to state finance minister Amit Mitra, the state raised Rs 82,946 crore in the first four years of Trinamool Congress rule, out of which Rs 76,346 crore was spent towards interest and principal repayment.

Bengal’s fiscal deficit as percent of gross state domestic product was 3% for FY15 with revenue deficit at 1.3%, which were improvements compared to preceding fiscal.

 

The story was first published in The Economic Times

“Self-assessed” property tax in Kolkata from next year

A property owner in the city will get the option of adopting the Unit Area Assessment (UAA) method of valuation from next April along with the existing method of determining property tax.

Kolkata Municipal Corporation officials believe the UAA system will make tax collection transparent, tax-paying easier and generate more revenue.

After the new method is introduced, corporation inspectors will not visit the taxpayers’ properties as they do now. Instead, taxpayers will make a self-assessment of their properties and fill in a self-declaration form sent by KMC.

The corporation will only charge 10% of the annual valuation of the property , which will be revised every six years, as property tax. This is applicable only if there are no additions or alterations of the property between two assessment years.

If owners make alterations to the property, they have to mention it in the form. If someone tries to hide it, there will be a high penalty, sources said. KMC will also send an objection form where a tax payer can argue against the existing tax rate.

Those who accept a flat 10% hike on annual valuation will be sent a re vised tax bill. Assessees who have made changes to their premises will be sent a fresh tax bill based on their declarations.

And those who disagree will have to submit the objection form that will then go to KMC assessment department for special hearing.

 

First published in The Times of India, 17.09.2015

Bengal’s debt conditions improve under Trinamool

West Bengal’s public finance and debt conditions were under adverse conditions when Mamata Banerjee took over the Government. However under the leadership of Mamata Banerjee, Chief Minister of West Bengal and Amit Mitra, Finance Minister of West Bengal along with a dedicated teams of officials the situation has improved in the last 3 years.

Note: Figures for 2012-13 are Revised Estimates and for 2013-14 are Budget Estimates. The averages used in the RBI Publication include the estimates.

In the RBI publication “State Finances-Study of Budgets 2013-14”, the ‘Debt Sustainability Indicators’ and ‘Debt Servicing Indicators’ have improved  for Bengal.  The results are here for everyone to see:

economy files

The Debt-GSDP ratio was 44% in 2008-09 and 2009-10 has decreased sharply over the years. It stands at 40.1% in 2011-12, 37.5% in 2012-13 and at 34.6% at 2013-14.

economy files

Interest payment to GSDP ratio has fallen down from 3.8% (2005-06 to 2009-10) to 2.8% (2010-11 to 2013-14).

economy files

Interest payment to revenue receipts has also decreased from 37.9% (2005-06 to 2009-10) to 25.8% (2010-11 to 2013-14). Revenue receipts means the taxes, duties and fees levied by the government and also includes interests on investments made by the government or dividends earned by the state.

economy files

The growth of GSDP (g) is higher than the effective rate of interest (i), ie g-i >0. In WB, g-i, is now at 8.3(2010-11 to 2013-14) and has increased from 4.6 (2005-06 to 2009-10).  If GSDP grows at a higher rate than the effective rate of interest, then it reflects a better situation of public finance. The surplus has grown sharply over the years.