Bengal highlights Sharod Utsav at Republic Day parade

Bengal government’s theme for the tableau for this year’s Republic Day Parade in New Delhi was Sharod Utsav. The theme showcased how people from all communities in Bengal participate and rejoice during the biggest festival of the state, Durga Puja.

There was an idol of Goddesses Durga at one end of the tableau and artists from different areas starting from the hills to Sunderbans performing their traditional forms of dances to symbolise how each and everyone in the state turns to be the part of Sharod Utsav.

All the artists, who will be performing in the parade, are receiving the financial assistance of the state government under Lok Prashar Scheme. The state government provides financial assistance to 80,000 folk artists in the state that helped to revive many art forms which would have gone extinct.

Women dhakis mainly from North 24-Parganas played dhaks on the tableau. The rhythmic beat of dhaks is an integral part of Durga Puja. Traditional dancers from Darjeeling and folk dancers from Midnapore also performed on the tableau.

Bengal was awarded twice earlier for the being the best tableau in the Republic Day Parade. In 2014, the tableau that was based on the Chhau Dance of the state had won the prize and again in 2016, the state’s tableau was awarded the first prize.

 

দিল্লির প্রজাতন্ত্র দিবস কুচকাওয়াজে বাংলার থিম শারদ উ९সব

এবছর দিল্লির প্রজাতন্ত্র দিবসের প্যারেডে পশ্চিমবঙ্গের থিম ছিল শারদ উ९সব। দুর্গা পুজোয় সব সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করে তাই এবছর এই উ९সবকে থিম করা হয়েছে।

ট্যাবলোর শেষে ছিল একটি দুর্গা প্রতিমা আর সামনে পারফর্ম করেন বাংলার লোকশিল্পীরা।

যেসকল লোকশিল্পীরা প্যারেডে অংশগ্রহণ করেন তারা রাজ্য সরকারের লোকপ্রসার প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা পান। এই প্রকল্পের আওতায় রাজ্য সরকার প্রায় ৮০০০০ হাজার শিল্পীকে আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি তাদের সরকারি অনুষ্ঠানে পারফর্ম করার সুযোগও করে দেন।

এই ট্যাবলোতে উত্তর ২৪ পরগনা জেলার মহিলা ঢাকিরা অংশগ্রহণ করেন। দার্জিলিঙ ও পশ্চিম মেদিনীপুর সহ বিভিন্ন জেলার লোক শিল্পীরাও এখানে অংশগ্রহণ করেন।

এর আগে গত দুবার ২০১৪ ও ২০১৬ সালে প্রজাতন্ত্র দিবসে বাংলার ট্যাবলো পুরস্কার পেয়েছে। ২০১৪ সালে বাংলার থিম হয়েছিল ছৌ নাচ। ২০১৬ সালে বাংলার ট্যাবলো প্রথম পুরস্কার পেয়েছিল, থিম ছিল ‘বাংলার বাউল’।

 

West Bengal’s Republic Day tableau once again adjudged the best

The tableau that West Bengal presented at the Republic Day parade in New Delhi on January 26 has won the prize for the best tableau. It showcased bauls, the mystic minstrels from Bengal, and through them the State’s Lok Prasar Scheme, which provides monetary assistance to folk artists. The award would be handed over at a function on January 31.

This is the second time in three years that the State has bagged this award. In 2014, its tableau portraying Chhau dance of Purulia, which is a popular genre of Indian tribal martial dance, had won the top prize.

Designed by Chief Minister Ms Mamata Banerjee herself, the tableau portrayed rural Bengal through the model of a village, including a Bishnupur temple and terracotta statues. A team of 34 bauls, led by renowned singer Soumen Biswas of Murshidabad performed on the tableau.

In a tweet, the Chief Minister congratulated the team that made the tableau: “My congratulations to the team. Delighted that I came up with the idea.”

 

দিল্লির দরবারে পশ্চিমবঙ্গের ট্যাবলো সেরা নির্বাচিত

২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে দিল্লির রাজপথে দেশের সব রাজ্যের ট্যাবলোগুলির মধ্যে সেরা ট্যাবলো নিরবাচিত হল পশ্চিমবঙ্গের ট্যাবলো। এবারের থিম ছিল ‘বাউল’।  আগামী ৩১ শে জানুয়ারি সেরার ট্যাবলোর শিরোপা তুলে দেওয়া হবে রাজ্যের হাতে।

তিন বছরে এই নিয়ে দ্বিতীয় বার সেরা হওয়ার শিরোপা পেল পশ্চিমবঙ্গ। দিল্লির রাজপথে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে ২০১৪ সালেও সেরা হয়েছিল পশ্চিমবঙ্গের ট্যাবলো। থিম ছিল পুরুলিয়ার ছৌ নাচ।

পশ্চিমবঙ্গের এবারের ট্যাবলোর ভাবনা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেইমতোই তৈরি হয়েছিল থিম এবং সেই থিমই বাজিমাত করল দিল্লির দরবারে।মুর্শিদাবাদের সেরা বাউল শিল্পী সৌমেন বিশ্বাসের নেতৃত্বে ২৪ জনের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেছে এই ট্যাবলোয়।

টুইট এ মুখ্যমন্ত্রী নিজের টিম কে অভিবাদন জানান।

 

 

Republic Day celebrations portray West Bengal’s developmental schemes and culture

The 67th Republic Day was celebrated with much fanfare in West Bengal. The official State Government celebrations were held on Red Road.It was attended by West Bengal Chief Minister Ms Mamata Banerjee and her Cabinet colleagues. The Governor hoisted the national flag.

The Chief Minister tweeted her greetings to everyone: “Greetings to everyone on the occasion of 67th Republic Day.”

It was followed by a march past of armed forces and police forces. A colourful parade and procession with decorated tableaux portraying the State’s culture and heritage were the highlights of the programme.

Various developmental schemes of the State Government were also showcased in the parade. Students from various parts of Bengal took part in the colourful programme.

প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে  বাংলার উন্নয়ন প্রকল্প ও সংস্কৃতিকে তুলে  ধরা হল

সারা দেশের মত পশ্চিমবঙ্গেও পালিত হয়েছে ৬৭ তম প্রজাতন্ত্র দিবস। রাজ্য সরকার রেড রোডে এই দিবস পালন করেছে।

উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় পতাকা উত্তোলন করলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি।

মাননীয়া মুখ্যমন্ত্রী এদিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকল দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান।

কেন্দ্রীয় বাহিনী ও কলকাতা পুলিশ বাহিনীও অংশগ্রহণ করেছিল রেড রোডের এই কুচকাওয়াজে। এগিয়ে বাংলার ট্যাবলোর সঙ্গে বর্ণাঢ্যময় শোভাযাত্রার মাধ্যমে শুরু হল এই অনুষ্ঠান।

রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প প্রদর্শিত হয়েছে এই কুচকাওয়াজে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ‘শিশু আলয় ট্যাবলো’ নির্মল বাংলা ট্যাবলো’, ‘মেয়েদের উন্নয়নে কন্যাশ্রী ট্যাবলো’, মুখ্যমন্ত্রীর নিজের হাতে আঁকা ‘বিশ্ব বাংলা ট্যাবলো’ সাজানো হয়েছিল রাজ্যের শিল্পকলা দিয়ে।

বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল।

 

 

 

Bengal showcases bauls at the Republic Day parade in New Delhi

Bauls of Bengal – an integral part of the heritage of the State – were showcased by the State Government at the Republic Day parade at Rajpath in New Delhi this time. Bauls are a group of mystic minstrels from Bengal and constitute both a syncretic religious sect and a musical tradition.

Designed by Chief Minister Ms Mamata Banerjee herself, the tableau portrayed rural Bengal through the model of a village, including a Bishnupur temple and terracotta statues. A team of 34 bauls, led by renowned singer Soumen Biswas of Murshidabad, would perform on the tableau.

The State Government decided to display Baul culture to also showcase the empowerment of folk artists through its Lok Prasar Prakalpa . Launched by the State information and Cultural Affairs Department, the scheme has enrolled 55,000 folk artists under it, and another 5,000 would be included by March. Under the scheme, the State Government provides a monthly retainer fee or pension (for artists aged above 60) of Rs 1,000 and an allowance of Rs 1,000 per performance. The Government wants to ensure that each artist gets a chance to give four performances a month.

All kinds of folk music and dance are being promoted by the State Government, so much so that the annual Biswa Bangla Lok Sanskriti Utsav (Folk Culture Festival) has been started from this year onwards. The programme was recently held on a floating stage at Lal Dighi near Writers’ Buildings.

In 2014, West Bengal bagged the award for the best tableau for portraying Chhau dance of Purulia, which is a popular genre of Indian tribal martial dance. In 2013, Bengal’s theme was Basanta Utsav of Santiniketan and in 2012, it was the 150th birth anniversary of Swami Vivekananda.

Meanwhile, the Republic Day celebrations at Red Road in Kolkata witnessed tableaus of the departments of Panchayat and Rural Development and Micro, Small and Medium Enterprises, and of West Bengal Industrial Development Corporation, under the Department of Commerce and Industries.

 

Image courtesy Caravan Magazine

 

বাংলার বাউল এবার দিল্লীর দরবারে

এবার প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে বাজবে বাংলার বাউলের সুর।

এবছর রাজ্যের ট্যাবলো সাজছে লোকপ্রসার প্রকল্প আর বাউলের সাজে। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের তথ্য অনুযায়ী ৫৫ হাজার লোকশিল্পীকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে এবং আরও ৫০০০ শিল্পীকে মার্চের মধ্যে এই প্রকল্পের আওতায় আনা হবে।

এই প্রকল্পের আওতায় লোকশিল্পীদের ১০০০ টাকা করে পেনশন দেবে রাজ্য সরকার। প্রত্যেককে সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুবিধে দেবে রাজ্য সরকার।

মুর্শিদাবাদের সেরা বাউল শিল্পী সৌমেন বিশ্বাসের নেতৃত্বে ২৪ জনের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করবে এই ট্যাবলোয়।

ট্যাবলোর নকশা  তৈরি করেছেন মুখ্যমন্ত্রী নিজেই। বিষ্ণুপুরের টেরাকোটা মূর্তির আদলে ট্যাবলো তৈরি হচ্ছে। সাথে থাকবে নানা ধরনের লোকসঙ্গীত ও লোকনৃত্য।

কিছুদিন আগেই মহাকরণের কাছে লাল দীঘিতে একটি ভাসমান মঞ্চের ওপর একটি অনুষ্ঠান হয়েছিল। ২০১৪ সালে দিল্লীর কুচকাওয়াজে পশ্চিমবঙ্গের পুরুলিয়ার ছৌ নৃত্যের ধাঁচে তৈরি ট্যাবলোটি হয়েছিল সেরা।

২০১৩ সালে বাংলার থিম ছিল শান্তিনিকেতনের বসন্ত উ९সব এবং ২০১২ তে ছিল স্বামী বিবেকানন্দের ১৫০তম জন্মবার্ষিকী।

রেড রোডের কুচকাওয়াজে অংশগ্রহণ করছে পঞ্চায়েত, সমাজকল্যাণ, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, শিল্প এবং পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগম দপ্তর। প্রতিটি দপ্তর বাঙ্গালার উন্নয়নের ধারাকে তুলে ধরবে।

Bengal to showcase Bauls at Republic Day parade in Delhi

Bauls of Bengal – an integral part of the heritage of the State – will be showcased by the State Government at the Republic Day parade at Rajpath in New Delhi this time.

This time, the State Government has decided to display Baul culture – and through it the Lok Prasar Prakalpa – to showcase the empowerment of folk artists. Launched by the State information and cultural affairs department, the scheme has presently enrolled 55,000 folk artists under it and another 5,000 are expected to be included by March.

Under the scheme, State Government provides a monthly retainer fee or pension (for artists aged above 60 years) of Rs 1,000 and allowance of Rs 1,000 per performance. State Government wants to ensure that each artist gets a chance to get four performances each month.

A team of 34 Bauls led by renowned singer Soumen Biswas of Murshidabad would perform at the tableau. The Bauls are a group of mystic minstrels from Bengal and constitute both a syncretic religious sect and a musical tradition.

Designed by the Chief Minister herself, the tableau would portray rural Bengal with a model of village including Bishnupur temple and terracotta statues. All kinds of folk music and dance are being promoted by the state government so much so that the annual Biswa Bangla Lok Sanskriti Utsav (Folk Culture Festival) has been started from this year onwards.

The programme was recently held on a floating stage at Lal Dighi near Writers’ Building recently. In 2014, Bengal bagged the best tableau award for Chhau dance of Purulia, which is a popular genre of Indian tribal martial dance.

In 2013, Bengal’s theme was Basanta Utsav of Shantiniketan and in 2012 it was the 150th birth anniversary of Swami Vivekananda.

Meanwhile, the Republic Day celebrations at Red Road would witness tableaux of the departments of panchayat and rural development and micro small medium enterprises and West Bengal Industrial Development Corporation under commerce and industries.

 

Image courtesy Caravan Magazine

 

বাংলার বাউল এবার দিল্লীর দরবারে

এবার প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে বাজবে বাংলার বাউলের সুর।

এবছর রাজ্যের ট্যাবলো সাজছে লোকপ্রসার প্রকল্প আর বাউলের সাজে। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের তথ্য অনুযায়ী ৫৫ হাজার লোকশিল্পীকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে এবং আরও ৫০০০ শিল্পীকে মার্চের মধ্যে এই প্রকল্পের আওতায় আনা হবে।

এই প্রকল্পের আওতায় লোকশিল্পীদের ১০০০ টাকা করে পেনশন দেবে রাজ্য সরকার। প্রত্যেককে সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুবিধে দেবে রাজ্য সরকার।

মুর্শিদাবাদের সেরা বাউল শিল্পী সৌমেন বিশ্বাসের নেতৃত্বে ২৪ জনের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করবে এই ট্যাবলোয়।

ট্যাবলোর নকশা  তৈরি করেছেন মুখ্যমন্ত্রী নিজেই। বিষ্ণুপুরের টেরাকোটা মূর্তির আদলে ট্যাবলো তৈরি হচ্ছে। সাথে থাকবে নানা ধরনের লোকসঙ্গীত ও লোকনৃত্য।

কিছুদিন আগেই মহাকরণের কাছে লাল দীঘিতে একটি ভাসমান মঞ্চের ওপর একটি অনুষ্ঠান হয়েছিল। ২০১৪ সালে দিল্লীর কুচকাওয়াজে পশ্চিমবঙ্গের পুরুলিয়ার ছৌ নৃত্যের ধাঁচে তৈরি ট্যাবলোটি হয়েছিল সেরা।

২০১৩ সালে বাংলার থিম ছিল শান্তিনিকেতনের বসন্ত উৎসব এবং ২০১২ তে ছিল স্বামী বিবেকানন্দের ১৫০তম জন্মবার্ষিকী।

রেড রোডের কুচকাওয়াজে অংশগ্রহণ করছে পঞ্চায়েত, সমাজকল্যাণ, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, শিল্প এবং পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগম দপ্তর। প্রতিটি দপ্তর বাঙ্গালার উন্নয়নের ধারাকে তুলে ধরবে।

Republic Day like Puja procession from next year, proposes CM

How about watching Durga Puja processions from Red Road, on the same lines of the Republic Day parade? This is exactly what Chief Minister Mamata Banerjee has in mind.

She shared the idea with the audience at Nazrul Mancha on Thursday . The occasion: the Biswa Bangla Sharad Samman awards ceremony .

“Next year onwards, we shall have all winners of the Sharad Samman have their idol immersion on the same day. They will line up in processions along Red Road, and we could have everyone watching from the stands like they watch the Republic Day programme,” the Chief Minister said while giving out the awards at Nazrul Mancha.

The idea struck the Chief Minister while watching the Jagadhhatri puja immersions at Chandernagore.

Mamata Banerjee said plans had already been discussed and would be executed next year. Since last year, after creating Bengal’s very own brand ‘Biswa Bangla’, the state government christened the awards as Biswa Bangla Sharad Samman, expanding the ambit of the accolades to foreign shores.

This year, the Houston Durgastav Society , USA, Bong Connection, Dubai, and the Mahamaya Durgapuja Ujjapan Parishad, Bangladesh, won from this category .

The Chief Minister said a data bank of the winners will be created and the puja organisers from other states and countries will be invited to participate in key events in the state, like the film festival and the book fair.

Mamata Banerjee also made the government’s intentions of hardselling Bengal’s handloom and handicrafts across the world. “Just wait and see where we take Biswa Bangla to. It will be one of the best brands on the world forum,” she said.