Hooliganism in the name of religion will not be tolerated: Bengal CM

Bengal Chief Minister Mamata Banerjee today gave a stern warning to those who are indulging in hooliganism in the name of religion. From the dias of the administrative review meeting at South 24 Parganas, she said that this is not Bengal’s culture and will not be tolerated. The CM instructed the SPs of all districts to take appropriate action.

Full transcript of what the CM said:

Did Lord Ram ever say that armed rallies with pistols and swords should be organised in his name? We have read in our scriptures that Ram fought against Ravan with a bow and arrow. Some hooligans are trying to give Lord Ram a bad name. Should we leave law and order in their hands? Will they run the administration now?

Few mustans with pistols, swords, arms, cloths tied around their heads, are doing goondagiri on the roads. This is not Bengali culture. We worship Durga, Kali, Saraswati, Ganapati, Laxmi as well as Basanti. We observe all festivals with peace and harmony. We also celebrate Eid and Christmas.

We gave permission for holding peaceful rallies. Everyone is free to practice their religion. But carrying pistols and playing politics in the name of Ram will not be tolerated. No one has the right to go to the neighbourhood of a different community and kill someone.

I would ask the administration to take strong action against those who carried arms. Some people are opening organisations with religious names and doing business in the name of religion. They are bringing shame to their religion. Ramakrishna Mission, Bharat Sevasram Sangha, Gangasagar – these are symbols of Hinduism.

Hinduism is universal. People have been following this faith for hundreds of years. Hinduism preaches love, brotherhood, tolerance. We don’t need lessons in Hinduism from them.

What they practise is freak religion; religion of muscle power and goondaism. This is not even politics, which requires service to people and society at large. Politics requires culture, humanism and education. Killing people cannot be a part of politics.

What we witnessed yesterday is the handiwork of one party. Today I read in the papers that they carried pistols in their rallies. We saw on TV many people carried swords. Did Lord Ram ever carry a sword? They are importing a new religion (of violence) and dreaming of winning over the entire country. I am sorry to say this, I abhor them. I strongly condemn these actions.

The administration has a responsibility. The death of a person in Purulia is akin to the death of my own family member. Whether he was Muslim, Hindu, Sikh of Christian is immaterial. Why would they kill people? They are so afraid that they are hiring goons from outside. Bengal will not tolerate this.

I am instructing all SPs to take strong action. Do not spare any wrong-doer. If I come to know that police is colluding with them, I will not spare the police either.

People demand justice. They are horrified by yesterday’s events. This is not Bengal’s culture. This will not be tolerated. This is my clear message.

 

ধর্মের নামে গুন্ডাগিরি মানব না: মুখ্যমন্ত্রী

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রশাসনিক সভা থেকে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ধর্মের নামে গুন্ডাগিরিকে রেয়াত করা হবে না। তিনি আরও বলেন যে এটা বাংলার সংস্কৃতি নয়।

মুখ্যমন্ত্রীর বক্তব্য:

রাম কোনদিন বলে গিয়েছিলেন পিস্তল হাতে মিছিল করতে বা তরবারি হাতে মিছিল করতে? আমরা ইতিহাসে দেখেছি রামচন্দ্র ধনুক নিয়ে রাবণের বিরুদ্ধে লড়াই করেছিলেন। কতগুলি hooligans রামের বদনাম করছে – তাদের হাতে কি আমরা রাজ্যের শাসনভার, আইন শৃঙ্খলা ছেড়ে দিতে পারি? প্রশাসন কি বলে?

কতজন হুজুগে মাস্তান হঠাৎ করে এসে জুটেছে, পিস্তল নিয়ে, তরবারি নিয়ে, মাথায় ফেট্টি বেঁধে রাস্তায় গুণ্ডামি করতে বেরিয়েছে। এটা বাংলা সংস্কৃতি নয়। বাংলার সংস্কৃতি সম্পূর্ণ আলাদা। আমরা দুর্গাপুজো করি, কালী পুজো করি, সরস্বতী পুজো করি, গণপতি, লক্ষ্মী, বাসন্তী পুজো করি। আমরা সব পুজো করি শান্তি, সংহতি, উলুধ্বনির মধ্যে দিয়ে, অশান্তির মধ্যে দিয়ে নয়। আমরা রমজান পালন করি, বড়দিনও পালন করি।

আমি শান্তিপূর্ণ মিছিলের অনুমতি দিয়েছি। যে কোন ধর্মের লোক যে কোন ধর্মের অনুষ্ঠান পালন করতে পারেন। কিন্তু রামের নাম নিয়ে রামকে বদনাম করার জন্য পিস্তল তরোয়াল হাতে নিয়ে অন্য কমিউনিটির পাড়ায় ঢুকে গিয়ে তাঁকে খুন করার অধিকার কাউকে দেওয়া হয়নি।

আমি প্রশাসনকে এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে বলব। হঠাৎ করে এবার কয়েকজন হাতে অস্ত্র তুলে নিয়েছে। যেই হাতে অস্ত্র তুলে নিক, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। ধর্মীয় একটা করে নাম ঢুকিয়ে দিয়ে নানারকম ভাবে ধর্মের নামে ব্যবসা করছে। আর ধর্মকে বিক্রি করে তার বদনাম করছে। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, গঙ্গাসাগর – তারা হিন্দু ধর্মের নামে এই কাজ মানে?

হিন্দুধর্ম সার্বজনীন। শত শত বছর ধরে এই ধর্ম পালন হয়ে আসছে সবাইকে ভালবেসে, সহনশীলতার মধ্যে দিয়ে। ওরা এখন হিন্দু ধর্ম শেখাচ্ছে।

এ কোন ধর্ম? খামখেয়ালি ধর্ম, গায়ের জোরে গুণ্ডামির ধর্ম। এটা দিয়ে রাজনীতি হয় না। রাজনীতি অনেক বড় ব্যাপার। রাজনীতি করতে গেলে সমাজ ও মানুষের জন্য কাজ করতে হয়। রাজনীতি সভ্যতা – সংস্কৃতি – মানবিকতা – শিক্ষার জন্য। রাজনীতি মানে মানুষকে খুন করা নয়।

গতকাল আমরা যা দেখলাম, শুধুমাত্র একটা রাজনৈতিক দলের কাজ। আজ পেপার খুলে দেখলাম পিস্তল নিয়ে মিছিল করছে। অনেক কাগজ ও টিভি তে দেখলাম তলোয়ার নিয়ে মিছিল করছে। রামচন্দ্রর হাতে কখনো তলোয়ার ছিল? নতুন ধর্মের আমদানি করেছে এরা। এই ধর্ম নিয়ে ভাবছে সারা ভারতবর্ষ জয় করবে। I am sorry to say, আমরা এদের ঘৃণা করি। এই ধরণের আচরণকে আমরা ধিক্কার জানাই।

প্রশাসনের একটা দায়িত্ব আছে। পুরুলিয়ায় যদি একজনেরও মৃত্যু হয়ে থাকে তবে আমার ঘরের ভাই মারা গেছে। সে হিন্দু-মুসলমান- শিখ না খ্রিস্টান আমার জানার দরকার নেই। তোমরা কেন মানুষ মারবে? একজন ভয় পেয়েছে বলে তাকে বাইরে থেকে গুন্ডা আনিয়ে তাড়া করে মারবে কেন? এসব বাংলায় সহ্য করা হবে না।

আমি সব এসপি কে নির্দেশ দিচ্ছি কড়া ব্যবস্থা নেওয়ার জন্য। কাউকে সহ্য করা হবে না। আইন আইনের কাজ করবে। যদি পুলিশ সমঝোতা করে কোন ব্যবস্থা না নেয় তাহলে আমি সেই সেই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

জনগণ আপনাদের কাছে বিচার চায়। মানুষ কাল এই সব মিছিল দেখে শিউরে উঠেছে। এটা বাংলার সংস্কৃতি নয়। আমরা এসব সহ্য করব না। এটা আমার clear message।

 

 

Mamata Banerjee tears into the BJP at Trinamool’s organisational polls

Trinamool Chairperson and Bengal Chief Minister Mamata Banerjee today teared into the BJP at party’s organisational polls. Slamming the ruling party at Centre she said that It is the need of the hour for all regional parties to come together for the sake of the nation. Didi said, my message to all regional parties is ‘Be Together, Be United’.

She said, “Trinamool is targeted because we speak for the common people. How many leaders will you put in jails? I dare you to arrest all our MPs, Ministers, MLAs. They are carrying out malicious propaganda. Wherever I go, London, Puri or Delhi, they send workers to disrupt.”

The Chairperson added, “Who are you to decide what a person can eat or wear? Trinamool works for people of all castes, creed, religions. I believe I am a worker of the party. In Trinamool, workers and not leaders are the biggest assets.”

BJP is dividing people based on religious identities. We respect all religions but humanism is our biggest identity. They (BJP) have destroyed the democratic culture of the country with their vindictive politics and vendetta,” Didi said.

Mamata Banerjee lashed out at the BJP for indulging in divisive politics. She said, “Religion means peace and harmony. But BJP gave arms to children during their rally. BJP only believes in conspiracies not rule of law.

I am proud of my religion. I am proud of all religions. Hinduism means tolerance. BJP is defaming Hinduism. Riots cannot be religion. Religion unites people, does not divide them. Be proud of the land you are born in. This is our motherland. We are proud of it.”

She told party workers that the next two years as a challenge. “We have to fight against the malicious propaganda and conspiracies. They are bringing cadres from other States to incite trouble in Bengal. We have to be very careful,” Didi added.

She also took on the BJP for their malicious propaganda on social media. “BJP spends crores on social media. They put fake photos and distort my words. We have to counter them. They post photos and videos of Bangladesh and say it is Bengal. They are spreading rumours.”

She also reiterated that Trinamool will continue to fight for the people. “As a political party we have a responsibility. We have to fight valiantly. We will not tolerate politics of vindictiveness. India is a vast country with a lot of diversity. We will not allow politics of ‘Divide & Rule’. Let us stand for unity,” was her message.

She slammed the BJP for destroying the federal structure of the country. She maintained the voice of the press-media has been muzzled by the Centre.

 

তৃণমূলের সাংগঠনিক নির্বাচনের মঞ্চ থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের

আজ তৃণমূলের সাংগঠনিক নির্বাচনের অনুষ্ঠানমঞ্চ থেকে আরও একবার বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলের সভানেত্রী ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন দেশের স্বার্থে আঞ্চলিক দলগুলির একজোট হওয়া প্রয়োজন। সব সব আঞ্চলিক দলগুলির প্রতি দিদির বার্তা ” এক হও, একজোট হও”।

তিনি বলেন, “তৃণমূলকে বারবার টার্গেট করা হয় কারণ তারা সাধারণ মানুষের হয়ে কথা বলে। কত জন নেতাদের ওরা জেলে পাঠাবে? ওদের সাহস থাকলে আমাদের সব সাংসদ, বিধায়ক, নেতা মন্ত্রীদের গ্রেফতার করুক”।

সভানেত্রী আরও বলেন, “মানুষ কি খাবে, কি পরবে সেটা ওরা ঠিক করার কে? তৃণমূল সব ধর্মের, সব জাতির মানুষের জন্য কাজ করে। আমি মনে করি আমি দলের একজন কর্মী। নেতারা নয়, তৃণমূল কংগ্রেসের কর্মীরাই দলের বড় সম্পদ”।

বিভাজনের রাজনীতি করার জন্য এদিন বিজেপির উদ্দেশ্যে বলেন, “ধর্ম মানে শান্তি ও সম্প্রীতি। অথচ বিজেপির মিছিলে ছোট শিশুদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে। মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে বিজেপি। আমরা সব ধর্মকে শ্রদ্ধা করি কিন্তু মানবিকতাই আমাদের প্রধান পরিচয়। কুৎসা ও অপপ্রচার করে ওরা দেশের গণতন্ত্র ও সংস্কৃতিকে ধ্বংস করে দিচ্ছে।

বিজেপি শুধু চক্রান্ত ও ষড়যন্ত্র করে। ওরা দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করছে। প্রেস মিডিয়া ওদের বিরুদ্ধে কথা বলছে না, ওদের কণ্ঠ রোধ করে দিয়েছে।

আমি আমার ধর্মের জন্য গর্বিত। হিন্দুধর্ম মানে সহনশীলতা। বিজেপি হিন্দুধর্মকে অপমান করছে। দাঙ্গা কখনো ধর্ম হতে পারে না। ধর্ম মানুষকে জোরে, ভাগ করে না।

আপনি যে মাটিতে জন্মগ্রহণ করেছেন সেই দেশের জন্য গর্বিত হোন। এটা আমাদের মাতৃভূমি”।

দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “ওদের কুৎসা ও অপপ্রচার ও চক্রান্তের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। অন্য রাজ্য থেকে লোক নিয়ে এসে ওরা বাংলায় সমস্যার সৃষ্টি করছে। আমাদের আরও সতর্ক হতে হবে। সোশ্যাল মিডিয়াতে কোটি কোটি টাকা ব্যয় করে বিজেপি। জাল ফটো দেয় আর আমার কথাকে বিকৃত করে। ওদের মোকাবিলা করতে হবে। বাংলাদেশের ফটো, ভিডিও পোস্ট করে তা বাংলার বলে চালায়। গুজব ছড়াচ্ছে ওরা, ওতে কান দেবেন না”।

তাঁর বার্তা, “রাজনৈতিক দল হিসেবে আমাদের কিছু দায়িত্ব ও কর্তব্য আছে। সাহসিকতার সঙ্গে আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে। প্রতিহিংসাপরায়ণ রাজনীতি আমরা বরদাস্ত করব না ভারত বৈচিত্র্যময় দেশ। আমরা কাউকে বিভাজনের রাজনীতি করতে দেব না। আসুন আমরা এক হই”।

 

I believe in religion that teaches you to love all humans: Mamata Banerjee

In a stern message to a section of people who are trying to incite communal tension in the State, Chief Minister Mamata Banerjee today said Bengal is a land of culture and politics of riots has no place here. She urged people to be aware and not pay heed to rumours.

“We believe in religious amity. We do not believe in the politics of riots,” she said.

“I believe in religion that teaches you to love all humans. I participate in Durga Puja, Eid, Christmas as well as Guru Parab. The human body is incomplete without all organs. We must treat all humans equally. A mother can never discriminate between her children,” she added.

The CM said Constitution of India was her guiding principle and it taught her to be tolerant and respectful of people from various backgrounds.

 

যে ধর্ম সকলকে ভালবাসতে শেখায় আমি সেই ধর্মে বিশ্বাসী: মমতা বন্দ্যোপাধ্যায়

এক শ্রেণীর মানুষ যারা ধর্মের নামে রাজ্যে বিভেদ সৃষ্টি করে বাংলায় অশান্ত পরিবেশ তৈরি করতে চাইছে তাদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জলপাইগুড়িতে একটি জনসভায় তিনি বলেন, “আমি জাতি-ধর্মের ভেদাভেদে বিশ্বাস করি না, দাঙ্গার রাজনীতিতে বিশ্বাস করি না। উৎসবের সময় বেশ কিছু মানুষ সমস্যার সৃষ্টি করার চেষ্টা করেন।” তিনি জনগণকে সতর্ক হওয়ার পাশাপাশি গুজবে কান না দেওয়ারও আর্জি জানান।

তিনি বলেন, “যে ধর্ম সকলকে ভালবাসতে শেখায় আমি সেই ধর্মে বিশ্বাসী। বাংলায় দুর্বৃত্তদের কোন জায়গা নেই। এ মাটি সংস্কৃতির মাটি।”

“আমি দুর্গা পুজো, ঈদ, ক্রিসমাস, গুরু পরব সবেতেই যোগদান করি। সব অঙ্গ ছাড়া মানব-শরীর অসম্পূর্ণ। আমরা বিশ্বাস করি সব মানুষ সমান। একজন মা কখনও নিজের সন্তানদের মধ্যে বিভেদ করেন না” মুখ্যমন্ত্রী বলেন।

তিনি আরও বলেন, “ভারতের সংবিধান আমাদের সহনশীল হতে শেখায়। সংবিধানই আমাদের পথ দেখায়।”

 

Won’t allow violence in the name of religion: Bengal CM

In the course of a press conference at Nabanna today, Chief Minister Mamata Banerjee came down strongly on the incidents reported from several places last night of vigilante groups going around looking for cows tied up to be slaughtered for Bakr Eid, and releasing them.

She said, this is an attempt to create disharmony among the people on the basis of religion, and warned everyone against playing such dirty games.

The Chief Minister said that all festivals are celebrated in Bengal with equal fervour and that, India being a secular country, no one will be allowed to spread violence in the name of religion. She requested everyone to refrain from getting provoked by untoward elements bent on spreading hatred.

Mamata Banerjee has always stood for the equality of all religions. As she said, “Everyone has the right to follow any religion”, and also eat according to one’s wishes.

 

ধর্মের নামে হিংসা বরদাস্ত করব নাঃ মুখ্যমন্ত্রী

আজ নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বখরি ঈদে সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন সামনেই বখরি ঈদ আর তার আগেই কিছু মানুষ গরু নিয়ে রাজনীতি করছে।

তিনি বলেন, “মানুষ কি খাবে কি পরবে সেটা তার গণতান্ত্রিক অধিকার, তাতে কেউ হস্তক্ষেপ করতে পারে না। প্রত্যেকের অধিকার আছে তাদের নিজ নিজ ধর্ম পালন করার”।

তিনি আরও বলেন, “ভারতবর্ষের ধর্ম সনাতন ধর্ম। সবাইকে ভালবেসে সবাইকে আপন করে নেওয়ার নাম মানবিকতা। আদর্শ নিয়ে রাজনীতি হওয়া উচিত। কিছু কিছু রাজনৈতিক দলের কোন দায়বদ্ধতা নেই, তারা দেশকেও ভালোবাসে না, মানুষকেও ভালোবাসেনা। তারা শুধু হিংসার রাজনীতি করে”।

মুখ্যমন্ত্রী বলেন, “ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ। আমরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি,এখানে সকলের সমান অধিকার। এখানে ধর্মের নামে হিংসা আমরা বরদাস্ত করব না”।