Agricultural marketing agencies of the Bengal Govt

There are three agencies under the State Agricultural Marketing Department, whose work it is to ensure that the agricultural produce of the state is marketed according to the rules and regulations. The three are Directorate of Agriculture Marketing, West Bengal State Agricultural Marketing Board and Paschimbanga Agri Marketing Corporation Limited. Their functions are described below.

Directorate of Agricultural Marketing

  • Principal state agency for execution of beneficiary-linked schemes
  • Collecting, through its state-wide network of offices, market prices of various commodities and uploading them on to the Agmarket website on a daily basis
  • Keeping a close watch on price trends
  • Licensing and supervising authority of cold storages

 

West Bengal State Agricultural Marketing Board (WBSAMB)

  • Coordinating, supervising, directing and regulating activities of Regulated Market Committees (RMC)
  • Giving technical approval to the schemes and projects undertaken by Regulated Market Committees in the interest of growers
  • Implementing construction of Krishak Bazaars
  • Constructing market-linking roads and other marketing infrastructure
  • After reorganization and amalgamation of the previous RMCs, 21 district-level RMCs and one subdivision-level RMC have been constituted. Through the implementation of the West Bengal Agricultural Produce Marketing (Regulation) (Amendment) Act, 2017, the State Government has enabled easier direct marketing between growers and producers.

 

Paschimbanga Agri Marketing Corporation Limited (PAMCL)

  • Implementing marketing campaign, in collaboration with Bidhan Chandra Krishi Viswavidyalaya and farmers’ groups, to popularise Gobindobhog and Tulaipanji varieties of rice in India and abroad under the brand, Bangakrishisree
  • Implementing promotional drive for marketing indigenous short-grained aromatic rice varieties like Gobindobhog, Tulaipanji, Kalonunia, Kataribhog, Radhatilak and Radhunipagal
  • Sufal Bangla scheme incorporated in PAMCL for administrative benefits and structural reorientation
  • From Kharif Marketing Season (KMS) 2016-17, collecting paddy from farmers against the mandated minimum support price (MSP) in Bankura and Hooghly districts, through the respective RMCs, acting as their procuring agents

 

রাজ্য সরকারের কৃষি বিপণন সংস্থা

 

রাজ্য কৃষি বিপণন বিভাগের অধীন তিনটি সংস্থা আছে, ডিরেক্টরেট অফ এগ্রিকালচারাল মার্কেটিং, ওয়েস্ট বেঙ্গল স্টেট এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ড ও পশ্চিমবঙ্গ এগ্রি মার্কেটিং কর্পোরেশন লিমিটেড।

 

ডিরেক্টরেট অফ এগ্রিকালচারাল মার্কেটিং

কৃষি বিপণনের অধিদপ্তর হল উপভোক্তাদের বিষয়ক সকল দপ্তরের কেন্দ্রীয় দপ্তর। পাশাপাশি বিপণনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়। এই সংস্থা দৈনিক বাজার দর সংগ্রহ করে এবং বাজার থেকে উৎপাদন জাত তথ্য সংগ্রহ করে। পাশাপাশি এই অধিদপ্তর নজর রাখে বাজারদরের গতিপ্রকৃতির ওপর এবং সেই তথ্য তারা AGMARKNET এ নিয়মিত আপলোড করে। এই অধিদপ্তর ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোরেজ (লাইসেন্সিং অ্যান্ড রেগুলেশন) অ্যাক্ট, ১৯৬৬ র অধীনে রাজ্যের সমস্ত কোল্ড স্টোরেজের লাইসেন্সও প্রদান করে থাকে।

 

ওয়েস্ট বেঙ্গল স্টেট এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ড

ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচারাল প্রোডিউস মার্কেটিং (রেগুলেশন) অ্যাক্ট, ১৯৭২ বিধির ৩৬ নম্বর ধারা মেনে রাজ্য কৃষি বিপণন বোর্ড গঠন হয়। এই বোর্ডের দায়িত্ব প্রবিধিত বাজার কমিটি গুলির কার্যকলাপের সমন্বয়, রক্ষণাবেক্ষণ, অভিমুখ, প্রবিধান করা

চাষিদের স্বার্থের কথা মাথায় রেখে বিভিন্ন প্রবিধিত বাজার কমিটি গুলির নানারকম প্রকল্পের কারিগরি অনুমোদন দিয়ে থাকে। এই বোর্ড কৃষক বাজার তৈরী করছে। এর পাশাপাশি বিভিন্ন বাজার সংযোগকারী রাস্তা ও বাজারের পরিকাঠামোর দিকেও নজর রাখে এই বোর্ড।

পুরনো সমস্ত প্রবিধিত বাজার কমিটি গুলিকে পুনরায় সংগ্রহিত করে ও একত্রীকরণ করে ২১টি জেলা স্তরের প্রবিধিত বাজার কমিটি ও ১টি মহকুমা স্তরের প্রবিধিত বাজার কমিটি গঠন করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচারাল প্রোডিউস মার্কেটিং (রেগুলেশন) (আমেন্ডমেন্ট) অ্যাক্ট ২০১৭র প্রজ্ঞাপনের ফলে চাষি ও ক্রেতাদের মধ্যে বিপণন অনেক সহজ হয়েছে।

 

পশ্চিমবঙ্গ এগ্রি মার্কেটিং কর্পোরেশন লিমিটেড

ইন্ডিয়ান কোম্পানিস অ্যাক্ট মেনে পশ্চিমবঙ্গ এগ্রি মার্কেটিং কর্পোরেশন লিমিটেড গঠন করা হয়। এই সংস্থা বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় ও চাষি গোষ্ঠীদের সঙ্গে গোবিন্দভোগ ও তুলাইপঞ্জী চালকে ভারতে ও বিদেশে বঙ্গকৃষিশ্রী ব্র্যান্ড নামে জনপ্রিয় করে তুলতে বিপণনের কর্মসূচী শুরু করেছে। এছাড়াও সুগন্ধী চাল যেমন, গোবিন্দভোগ, তুলাইপঞ্জী, কালোনুনিয়া, কাতারিভোগ, রাধাতিলক, রাঁধুনিপাগল চালের প্রচারমূলক ড্রাইভ শুরু করেছে।

প্রশাসনিক সুবিধা ও কাঠামোগত পুনর্বিবেচনার জন্য সুফল বাংলা প্রকল্পও শুরু করেছে এই সংস্থা। ২০১৬-১৭ সালের খারিফ মরশুমে এই সংস্থা বাঁকুড়া ও হুগলী জেলা থেকে প্রবিধিত বাজার কমিটির মাধ্যমে ধান সংগ্রহ করেছে। এখনও পর্যন্ত ১১২৯জন চাষির থেকে ৫৯৪৫.৩১২ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে যাদের সর্বনিম্ন সমর্থন মূল্য হিসেবে ক্যুইন্টাল পিছু ১৫৫০ টাকা প্রদান করেছে তাদের ব্যাঙ্কে।