Economy in one big mess due to demonetisation – Hard numbers tell the story

Bengal Chief Minister Mamata Banerjee had voiced her concern within an hour of the announcement of ‘demonetisation’ on November 8, 2016, that the country would have to face severe loss of jobs and drastic decline in productivity due to demonetisation. She had been leading the protest ever since. The recent figures announced by the RBI on Wednesday, June 7 are clear indicators that the Bengal Chief Minister had been right:

Here are the figures:

  • Real GVA pegged at 6.6% for 2016-17, lower than second advance estimates released in February 2017. This despite good monsoon and record foodgrain production.
  • Fall in GVA due to underperformance in construction, financial and professional services, and real estate during Q4 (Oct-Dec ’16).
  • Slowdown in activity in both industry and services set in as early as Q1 of 2016-17 and became pronounced in Q4.
  • Components of aggregate demand reflect a contraction in gross fixed investment, and production of capital goods in Q4.
  • Prices of vegetables fell markedly from July and bottomed out in January 2017, with fire sales during the demonetisation period accentuating the fall. RBI is admitting that demonetisation was behind the hardship faced by farmers.
  • All Mandis have reverted back to cash transactions. So what was the point in forcing people to go digital?
  • Monetary Policy Committee noted that effects of demonetisation have lingered on in price formations with respect to fruits and vegetables, pulses and cereals. Farmers not getting proper value for their produce.
  • Manufacturing purchasing managers’ index (PMI) moderated sequentially in May ’17 as employment contracted and new orders, both domestic and exports, slowed down.
  • Sales of commercial vehicles, two-wheelers and three-wheelers contracted.
  • Both steel consumption and cement production sluggish, pointing to continuing weakness in construction activity.

 

 

CPI(M) had ‘Harmads’ and BJP has ‘Jallads’: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today accused him of “removing crucial files” related to the notes ban. She also alleged that demonetisation was a “ploy to transform white money into black and black money into white”.

“They (Modi government) have turned the CBI into the Conspiracy Bureau of India and are using it for pursuing vendetta politics. The CBI has created a back office to come up with false evidence against our leaders to implicate them in chit fund cases,” she alleged.

Mamata Banerjee alleged that the CPI(M) had entered into a “political match-fixing” with the BJP as it was “under the Left rule that the chit funds had mushroomed in the state”.

“It was during the CPI(M) regime that Rose Valley and Saradha chit funds came into being. What were the SEBI and RBI doing then? Several top CPI(M) leaders were involved in the chit fund business but none of them was summoned. It only shows that the CPI(M) and the BJP have teamed up in Bengal,” she said.

 

 

সিপিএমের ছিল ‘হার্মাদ’, বিজেপির আছে ‘জল্লাদ’: মমতা বন্দ্যোপাধ্যায়

নোট বাতিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ সব ফাইল সরিয়ে ফেলা হয়েছে বলে এদিন অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ নোট বাতিল সাদা টাকাকে কালো টাকায় রুপান্তরিত করার এক কৌশল।

তিনি বলেন, “ওরা সিবিআই কে কন্সপিরেসি ব্যুরো অফ ইন্ডিয়ায় পরিণত করে তা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার কাজে লাগাচ্ছে।  একটা ব্যাক অফিস তৈরি করেছে সেখানে আমাদের নেতাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগের প্রমাণ তৈরি করছে”।

সিপিএমএর সঙ্গে বিজেপির ম্যাচ ফিক্সিং হয়েছে। বাম আমলে রাজ্যে যখন চিট ফান্দ তৈরি হয়েছিল তখন ওরা কি করছিল?কেন পদক্ষেপ নেয়নি এই প্রশ্নও তুলেছেন মুখ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, “রোজ ভ্যালি, সারদা তৈরি হয়েছে সিপিএমের আমলে। সেই সময় আরবিআই, সেবি কেন চিট ফাণ্ড ব্যবসা করতে দিয়েছিল? অনেক সিপিএম নেতা এই চিট ফান্ডের সঙ্গে জড়িত। তাদের কেন তলব করা হচ্ছে না? এর থেকেই স্পষ্ট সিপিএম-বিজেপি বাংলায় একজোট হয়েছে”।

 

A destructive party is selling off the country: Mamata Banerjee

Coming down heavily on the Centre on the issue of demonetisation and political vendetta, Bengal Chief Minister and Trinamool Chairperson Mamata Banerjee today said everyone is suffering due to ‘Super Emergency’.

“Modi Babu bulldozed his decision. Institutions were not allowed to do their job. Whoever is speaking up is being silenced with fear-mongering. Agencies are hounding them,” she said.

“Within hours of announcement of demonetisation I raised my voice. Why did they introduce Rs 2000 notes after banning Rs 1000? People will ban Modi Sarkar soon,” the CM added.

She thundered, “They promised situation will normalise within 50 days. Nothing has improved. Are 50 days not over? Why are restrictions on withdrawal limit still in place?”

She said Trinamool cannot be scared by fear-mongering tactics. “They thought TMC is made of soft mud so even rats can dig it. We fight with tigers, we won’t get rattled by a push from rats,” the Chief Minister said.

She reiterated that CBI has become ‘Conspiracy Bureau of India’.

Highlighting the sufferings of people across all strata of society, she said the protests will continue and the next course of action will be decided after Gangasagar Mela.

Day 3 of Trinamool’s nationwide protests against demonetisation & political vendetta

Today was the third day of Trinamool’s nationwide protests against demonetisation and political vendetta by the Centre. A delegation of Trinamool MPs met the Honourable President today in Delhi.

From November 8, 2016, the day demonetisation was announced, Mamata Banerjee has been vocally protesting against the policy which has led to immense suffering of the people. She has been actively tweeting against the Narendra Modi government and has also addressed rallies in Delhi, Lucknow, Patna and Kolkata.

Trinamool MPs had been sitting on dharna for the last three days in Delhi. Similar dharnas were held in front of RBI office and CGO complex in Kolkata. Dharnas were held in Punjab, Manipur, Tripura, Bihar, Jharkhand, Odisha also.

Mamata Banerjee has given the slogan ‘Modi Hatao, Desh Bachao’ and demanded that a ‘National Government’ be formed to save the country from this mess.

 

নোট বাতিল ও রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদের আজ তৃতীয় দিন

কেন্দ্রীয় সরকারের হঠকারী নোটবাতিলের সিদ্ধান্ত ও কেন্দ্রের প্রতিহিংসামূলক রাজনীতির বিরুদ্ধে তৃণমূলের দেশব্যাপী প্রতিবাদী আন্দোলনের আজ ছিল তৃতীয় দিন।

আজ দিল্লিতে দুপুর ২ টোয় তৃণমূল সাংসদদের এক প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেন।

২০১৬-র ৮ নভেম্বর নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা হওয়ার পর থেকেই এর বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নোট বাতিলের ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার। টুইটারেও তিনি মোদীর সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানান। একইসঙ্গে দিল্লি, লখনউ, কলকাতা ও পাটনার জনসভাতেও তিনি এর বিরুদ্ধে প্রতিবাদ জানান।

গত ৩ দিন ধরে তৃণমূল সাংসদরা নোটবাতিলের সিদ্ধান্ত ও প্রতিহিংসামূলক রাজনীতির বিরুদ্ধে দিল্লীর সাউথ অ্যাভিনিউতে ধর্ণায় বসছেন। ধর্ণা হয় কলকাতার সিজিও কমপ্লেক্স ও রিজার্ভ ব্যাংকের সামনেও। পাঞ্জাব, বিহারের কিষাণগঞ্জ, মনিপুর, ত্রিপুরা, আসাম ও ঝাড়খণ্ডেও চলেছে প্রতিবাদ।

দেশকে রক্ষার স্বার্থে ইতিমধ্যেই জাতীয় সরকার গঠনের দাবি করেছেন মুখ্যমন্ত্রী। ‘মোদী হাঠাও, দেশ বাঁচাও’ স্লোগানও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

Modi Hatao Desh Bachao: Trinamool launches countrywide protests

The country-wide protests of Trinamool Congress against the political vendetta of the Centre and the arbitrary decision of the Narendra Modi Government to demonetise high-value bank notes started today, with party MLAs and senior leaders demonstrating outside the Reserve Bank of India (RBI) and the CGO Complex in Salt Lake. The protests would continue for the next three days.

Mamata Banerjee has been carrying out her fight against demonetisation that has claimed more than 110 lives and that has has led to a huge loss for the entire country.

The demonstrations started from 9 am and will continue till 6 pm on all the three days at both the RBI and the CGO complex.

At the same time, protest marches would also take place in other States.

 

 

আজ থেকে দেশজুড়ে তিনদিনব্যাপী প্রতিবাদ কর্মসূচি তৃণমূলের

রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে এবং কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের বিরুদ্ধে দেশ জুড়ে তৃণমূলের প্রতিবাদ অব্যাহত। আজ থেকে আন্দোলনের রূপরেখা নিয়ে আরও একবার পপ্তহে নামছে তৃণমূল। আজ থেকে শুরু হয়ে তিনদিন ব্যাপী চলবে এই প্রতিবাদ কর্মসূচি।

নোট বাতিলের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই চলবে। নোট বাতিলের ফলে ১১১ জনেরও বেশি নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। আজ একদিকে কলকাতার রিজার্ভ ব্যাঙ্কের অফিসের সামনে ধরনা ও বিক্ষোভ কর্মসূচি করবে বিধায়ক ও মন্ত্রীরা।অন্যদিকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের দফতরের সামনে প্রতিবাদে সামিল হবেন দলের অন্য নেতারা।

রিজার্ভ ব্যাঙ্ক ও সিজিও কমপ্লেক্সে এই কর্মসূচি শুরু হবে সকাল ৯ টায় এবং চলবে সন্ধ্যে ৬ টা পর্যন্ত।

একইসঙ্গে ভিন রাজ্যেও চলবে প্রতিবাদ সভা।

 

 

‘Modi hatao, Desh bachao’ is our slogan: Mamata Banerjee

Trinamool Chairperson today came down heavily on the Narendra Modi government at Centre over the issue of demonetisation and said that a man who does not even trust his own countrymen, is not fit to lead the nation. She announced that Trinamool will launch statewide protests across 1 January and 8 January, 2017 with the slogan ‘Modi hatao, Desh bachao’.

Addressing the media after a meeting of the party’s core committee at Trinamool Bhavan, Mamata Banerjee said the Nadrendra Modi government has lost credibility and had no moral right to remain in office. “A person who started his career with riots, cannot govern the country,” she added.

Calling demonetisation the biggest scam since independence, Mamata Banerjee said it was a matter of concern that people were losing their trust on the banks. India is on the brink of an economic disaster, she added.

Upping the ante against the Centre, the Chairperson said, “They have modified their decision from dawn to dusk. Who is running the country? Alibaba and his four associates are bulldozing their opinion on the country.”

“We understood the dangerous effects of demonetisation and reacted in 40 minutes. Good others have joined. More will. Better late than never,” Mamata Banerjee said.

 

মোদি হাটাও দেশ বাঁচাও আমাদের স্লোগানঃ মমতা বন্দ্যোপাধ্যায়

আজ আবারও নোট বাতিল ইস্যুতে কেন্দ্রীয় সরকারের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এমন একজন মানুষ সরকার চালাচ্ছেন যে নিজের দেশের মানুষকেই বিশ্বাস করে না। তিনি ঘোষণা করেন যে আগামী ১ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি তৃণমূল কংগ্রেস রাজ্য জুড়ে নোট বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচীর আয়োজন করবে, স্লোগান হবে মোদি হাটাও দেশ বাঁচাও।

তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করার সময় তিনি বলেন, মোদি সরকার মোদী সরকার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে। তাদের বিশ্বাসযোগ্যতা শেষ হয়ে গেছে। তিনি আরও বলেন, “যিনি দাঙ্গার মাধ্যমে নিজের রাজনৈতিক জীবন শুরু করেছে তিনি দেশ চালাতে পারে না”।

স্বাধীনতার পর থেকে নোট বাতিল সবচেয়ে বড় কেলেঙ্কারি একথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন “মানুষ ব্যাঙ্কের প্রতি বিশ্বাস হারাচ্ছে। এটা খুব চিন্তার বিষয়। অর্থনৈতিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে দেশ।সূর্যোদয় থেকে সূর্যাস্ত দিনরাত ওরা নিয়ম বদল করছে, দেশটা চালাচ্ছে কে? আলিবাবা ও তাঁর চার সাঙ্গপাঙ্গ জোর করে নিজেদের মতামত দেশের ওপর চাপিয়ে দিচ্ছে”।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “নোট বাতিলের বিপজ্জনক প্রভাবের কথা বুঝতে পেরে আমরা শুরু থেকেই এর বিরোধিতা করছি।এখন আরও অনেকে বিরোধিতা শুরু করেছেন। বেটার লেট দ্যান নেভার”।

 

Trinamool protests outside RBI office in Kolkata against demonetisation

Trinamool Congress legislators staged a demonstration outside RBI office in BBD Bag over the ever-increasing ordeal of common people even after one month of demonetisation of high value notes.

The Trinamool MLAs, led by party secretary general Partha Chatterjee and senior leaders Firhad Hakim, Sovan Chatterjee and Sobhandeb Chatterjee, marched towards RBI building on BBD Bag. The MLAs held posters and placards highlighting the ordeal of people.

Partha Chatterjee said that one month had lapsed but no relief had been given to the people. Long queues are still seen in front of ATMs and banks and there was shortage of notes. “People are standing in the queues for hours to get their own money. More than 100 people have died and RBI is not informing about the exact amount of notes it has given in different banks in the state. This is most unfortunate. RBI should come out with a statement,” he said.

Trinamool Congress will hold meetings and rallies all over the state for the next three days to protest against demonetisation.

 

নোট বাতিল ইস্যুতে কলকাতায় রিজার্ভ ব্যাঙ্ক অভিযান তৃণমূলের

নোট বাতিলের প্রতিবাদে কলকাতার বুকে রিজার্ভ ব্যাঙ্কের সামনে বিক্ষোভ দেখিয়ে তৃণমূল সুর চড়াল।

বুধবার তৃণমূলের মন্ত্রী ও বিধায়কেরা বিধানসভা থেকে হেঁটে রিজার্ভ ব্যাঙ্কের সামনে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিক্ষোভ দেখান; অন্যদিকে, বাংলার সব ব্লকে নোটবন্দীর প্রতিবাদে মিটিং–‌মিছিল করেন তৃণমূলের নেতার ও কর্মীরা। তাঁরা স্লোগান তোলেন, মোদি হঠাও, দেশ বাঁচাও। নোট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।

বুধবার সকালে বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দল ঠিক করে বিধানসভা থেকে হেঁটে বিধায়কেরা বিক্ষোভ দেখাতে যাবেন রিজার্ভ ব্যাঙ্কের সামনে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এদিনের এই কর্মসূচি নেওয়া হয়। বিধায়কেরা বিধানসভা থেকে হেঁটে যান রিজার্ভ ব্যাঙ্কের সামনে। ব্যাঙ্কের সামনে একটি ছোট লরিও রাখা হয়। সেখান থেকে মাইক্রোফোনে বক্তব্য পেশ করেন পার্থ চ্যাটার্জি, শোভনদেব চ্যাটার্জি, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, শোভন চ্যাটার্জি, সুব্রত বক্সি।

বিক্ষোভে উপস্থিত ছিলেন মন্ত্রী পূর্ণেন্দু বসু, শশী পাঁজা, অসীমা পাত্র, বিধায়ক সুজিত বসু, নির্মল ঘোষ, তাপস রায়, নার্গিস বেগম, গুলশান মল্লিক, মালা সাহা, বৈশালী ডালমিয়া–‌সহ অনেকে। স্লোগান দেওয়া হয়।

পার্থ চট্টোপাধ্যায় বলেন, বৃহস্পতিবারও বেলা সাড়ে ১২টা নাগাদ রিজার্ভ ব্যাঙ্কের সামনে একইভাবে বিক্ষোভ দেখানো হবে। তৃণমূল ভবনে খবর এসেছে, বিভিন্ন জেলায় এদিনের কর্মসূচি সফল হয়েছে। বৃহস্পতিবারও এই কর্মসূচি পালন করা হবে। চলবে শুক্রবার পর্যন্ত।‌

 

 

Centre discriminating between tea garden workers of Bengal and Assam: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee Wednesday accused the Narendra Modi government of “discriminating” against the state by depriving tea garden workers of their wages, while providing the same to workers in BJP-ruled Assam.

“It is shocking that the Central government is ruthlessly discriminating against Bengal and its toiling tea garden workers by starving them of cash wages, while giving cash from RBI to workers in BJP-ruled state of Assam,” she said in a series of tweets.

“While both states started a similar payment model, suddenly Bengal’s payments were cut off at the end of November. Our workers are starving. I demand that RBI restores payment by our government through our DMs immediately and continue it till March next year,” she added.

 

 

কেন্দ্র নিষ্ঠুর, চা বাগানে উপোসে মানুষঃ মমতা বন্দ্যোপাধ্যায়

বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চা শিল্পের চরম সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন। কেন্দ্র বকেয়া টাকা না পাঠালে আগামীদিনে চরম সংকটে তৈরি হবে চা শিল্পে।

টুইটে তিনি কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, “কেন্দ্রীয় সরকার নিষ্ঠুর, আমি অবাক হয়ে যাচ্ছি পরিস্থিতি দেখে। বাংলার চা বাগান ও তাদের শ্রমিকদের সাথে বিমাতৃসুলভ আচরণ করছে কেন্দ্র। শ্রমিকরা মজুরি পাচ্ছে না, তারা অনাহারে রয়েছে”।

তিনি আরও বলেন, “অন্যান্য রাজ্যে সময়মত টাকা পৌঁছে যাচ্ছে তার বেলায় কোন অনিয়ম নেই অথচ বাংলার বকেয়া টাকা দেওয়া বন্ধ রেখেছে কেন্দ্র। বাংলা ও আসাম দুই রাজ্যই বেতন দেওয়ার ক্ষেত্রে একই নিয়ম মানছে তখন হঠাৎ শুধু বাংলাকে বঞ্চনা কেন? আমি দাবি করছি আগামী মার্চ মাস পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্ক বকেয়া টাকা অবিলম্বে জেলাশাসকদের কাছে পাঠিয়ে দিক”।

India could lose as much as Rs 4.7 lakh crore in its GDP: Amit Mitra

Criticing the governments move to demonetise old Rs 500/1,000 notes, Bengal Finance Minister Amit Mitra on Thursday said India could lose as much as Rs 4.7 lakh crore in its GDP.

The old high denomination notes were demonetised from November 9. Since then long queues are being witnessed at bank branches and outside ATMs for cash withdrawal.

“Just imagine for Rs 400 crore of supposedly fake money, according to the government itself, you kill or demonetise over Rs 14.5 lakh crore or may be Rs 15 lakh crore.

“I mean what kind of policy is this. Another serious question, we recently saw some new fake money, I am told according to reports. What does this mean. This is horrendous,” the West Bengal minister said.

Calling demonetisation “the biggest scam that is about to happen”, Dr Mitra said it will provide no gain, but only acute pain.

“If these figures (deposits of old notes in banks) are right because what it seems to me is if all the money comes back there was not enough black money… This has two serious implications. One, it could be that the government was purely ignorant because it does not consult anybody…or they have in effect facilitated some people from converting black into white, effectively ending up with no RBI surpluses,” he said.

Dr Mitra also slammed the Centre for trying to enforce cashless economy without preparing grounds for it. “Doesn’t the PM know 86% people have no means to go to cashless economy? 92% villages are unbanked as per RBI figures. There are 21000 unorganised mandis in the country, 383 lakh unorganised units in MSME, which obviously use cash. A major part of any big economy is in cash. To move them into cashless economy is a major task. This cannot be done by destabilising the economy,” he said.

The Bengal Finance Minister, who is also the Chairman of the Empowered Committee of State Finance Ministers on GST, said, “The whole tax architecture will have to change, which is a huge challenge in the form of destabilisation. Can we not move GST a little bit on so that when the economy stabilises (and) people come back to normal living conditions, you bring in another disruption?”

 

নোট বাতিলের ফলে ৪.৭ লক্ষ কোটি টাকা ক্ষতি হতে পারে দেশের জিডিপির: অমিত মিত্র

কেন্দ্রীয় সরকারের হঠকারী নোটবাতিলের সিদ্ধান্তের সমালোচনা করে বাংলার অর্থমন্ত্রী আমিত মিত্র বৃহস্পতিবার বলেন, এই তুঘলকি সিদ্ধান্তের ফলে দেশের জিডিপির ক্ষতি হবে চার লক্ষ ৭০ হাজার কোটি টাকা।

৮ই নভেম্বর ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করার পর থেকে আজ অবধি প্রতি এটিএম ও বাঙ্কের বাইরে সুদীর্ঘ লাইন দেখা যাচ্ছে টাকা তোলার জন্য।

“ভেবে দেখুন, কেন্দ্রীয় সরকার আনুমানিক ৪০০ কোটি টাকা নকল নোটের জন্য সাড়ে ১৪ বা ১৫ লক্ষ কোটি টাকা বাতিল করল। এটা কি ধরনের সিদ্ধান্ত?” তিনি আরও বলেন যে পরিস্থিতি খুবই ভয়াবহ।

অমিত মিত্র বলেন নোট বাতিল দেশের সব থেকে বড় কেলেঙ্কারি যার ফলে জনসাধারনের অপরিসীম কষ্ট ছাড়া আর কিছুই লাভ হল না।

“যে সংখ্যক পুরোনো নোট বাঙ্কে ফিরে এসেছে, সেই সংখ্যাটি যদি যথাযথ হয়, তার থেকে দুটি ব্যাপার বোঝা যায়। প্রথম, কেন্দ্রীয় সরকারের কাছে এই ব্যাপারে কোনও তথ্যই ছিল না, কারন, তারা কাওর সঙ্গে কোনও আলোচনাই করেননি। অথবা, তারা কিছু মানুষকে কালো টাকা সাদা করার সুযোগ করে দিল যে কারনে রিজার্ভ বাঙ্কের কাছে কোনও অধিক টাকা জমা পড়ে নি।”

আমিত মিত্র ক্যাশলেস ইকোনমির ব্যাপারেও কড়া সমালোচনা করে বলেন, কোনও প্রস্তুতি না নিয়েই সরকার ক্যাশলেস ইকোনমির ওপর জোর দিচ্ছেন। “প্রধানমন্ত্রী কি জানেন না যে ৮৬ শতাংশ মানুষের কাছে ক্যাশলেস ইকোনমির সামর্থ নেই। রিজার্ভ বাঙ্কের নথি অনুযায়ী ৯২ শতাংশ গ্রামে বাঙ্ক নেই। দেশে ২১০০০ অসংগঠিত মান্ডি আছে। ৩৮৩ লক্ষ অসংগঠিত ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান আছে যারা পুরোপুরি ভাবে নগদ টাকায় লেনদেন করেন। এই দেশের সিংহভাগ ব্যাবসাই চলে নোটের ওপর। এই সমস্তকে ক্যাশলেস ইকোনমির দিকে নিয়ে যাওয়া একটি বিশাল কাজ, দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে সেদিকে এগোনো যায়না,” আমিত মিত্র বলেন।

বাংলার অর্থমন্ত্রী, যিনি অর্থমন্ত্রীদের জিএসটি বিষয়ক এম্পাওয়ার্ড কমিটির চেয়ারম্যানও বটে, আরও বলেন, “জিএসটি লাগু করতে গেলে দেশের কর পরিকাঠামো নতুন করে সাজাতে হবে। নোট বাতিলের জন্য দেশের অর্থনীতি ইতিমধ্যেই সংকটে। তাই, আমরা কি কিছুদিন পরে জিএসটি লাগু করতে পারি না যখন দেশের অর্থনীতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে?”

Goa keen to know about Bengal’s Kanyashree & e-governance schemes

West Bengal Chief Minister Mamata Banerjee on Saturday highlighted the state’s achievement in electronic payments.

“Our unique initiatives in Bengal continue to show way to other states. Media reports that Goa is keen to know about our ‘Kanyashree’ and our e-governance in revenue management. In fact, Reserve Bank of India has appreciated our achievement of doubling tax revenue, and our use of electronic payment that can be a role model for other states,” the Chief Minister said on her Facebook page.

The Chief Minister further mentioned, “West Bengal is the first state to use the e-Kuber platform of RBI for electronic payment. More than 31 lakh transactions involving more than Rs 6000 crore was processed electronically in just October alone, giving huge pace to financial management work.”

“Bengal is ahead and striving to do even better,” the Chief Minister’s Facebook post said.