GEECL to invest Rs 2,500 cr in Bengal to extract coal-bed methane

In a huge boost to industry in Bengal, energy major Great Eastern Energy Corporation Limited (GEECL) has decided to invest Rs 2,500 crore to extract coal-bed methane from coalfields in Raniganj.

Coming just before the Bengal Global Business Summit (BGBS), this decision is being seen as major thumbs up for the climate for investment in the state, something that Chief Minister Mamata Banerjee has been stressing on at every business interaction she has.

A spokesperson for GEECL has said that the company would set up 144 wells and a commensurate length of pipelines to extract the methane.

It should be mentioned here that GEECL already operates a methane-extraction setup in the Raniganj (South) block. This Rs 2,500 crore new investment is a big step in the right direction.

রাজ্যে ২৫০০ কোটি লগ্নির ঘোষণা গ্রেট ইস্টার্ন এনার্জির

ভূগর্ভস্থ কয়লাস্তরে নিমজ্জিত থাকা মিথেন গ্যাসের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে আগামী তিন থেকে চার বছরে রানিগঞ্জে আরও ২৫০০ কোটির লগ্নি করবে গ্রেট ইস্টার্ন এনার্জি কর্পোরেশন লিমিটেড। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের ঠিক আগেই এই লগ্নি স্বাভাবিকভাবেই রাজ্যের কাছে একটা বড় প্রাপ্তি।

গ্রেট ইস্টার্ন এনার্জি কর্পোরেশন লিমিটেড দেশের প্রথম সংস্থা যারা ভূগর্ভস্থ কয়লাস্তর থেকে প্রাকৃতিক গ্যাস উৎপাদন শুরু করে। সংস্থার সিইও জানিয়েছেন, পশ্চিমবঙ্গের রানিগঞ্জ ব্লকে গ্যাস উৎপাদনের জন্য ১৪৪টি নতুন কুয়ো খনন এবং পাইপলাইন বসাতে প্রায় ২৫০০ কোটি টাকার লগ্নির পরিকল্পনা করা হয়েছে।

আগামী তিন থেকে চার বছর ধরে লগ্নি করা হবে।

Source: Ei Samay

Bengal Govt to start environment-friendly CNG bus service in Asansol-Raniganj

Bengal government is committed towards prevention of pollution levels in the State. To achieve this goal, the government is taking several initiatives. The government is going to introduce environment-friendly buses in the State.

The Chief Minister will flag off seven CNG buses today on the sidelines of Khadya Sathi Dibas and Police investiture ceremony. The buses will start plying on the roads for public from 30 January, 2017.

Two private bus manufacturing companies have been given the contract to make 20 CNG buses, out of which 10 are ready. Seven of these will be displayed at Red Road today. The CNG bus service will be initially rolled out in Asansol-Raniganj region.

 

রাজ্যে পরিবেশ-বান্ধব সিএনজি বাস পরিষেবা চালু করছে রাজ্য সরকার

দূষণ রোধের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ সরকার। সেই মতোই সারা রাজ্য জুড়ে পরিবেশ-বান্ধব বাস চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

সেই পরিকল্পনা অনুযায়ী আজ রেড রোডে সাতটি সিএনজি বাস উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিবেশ-বান্ধব বাসগুলি রেড রোডের প্রদর্শনীতেই প্রথম বার পথে নামবে। এর পর ৩০ তারিখ থেকে তা রাস্তায় চলবে।

রাজ্য সরকার দু’টি বাস প্রস্তুতকারী সংস্থাকে মোট ২০টি বাস তৈরির জন্য বরাত দিয়েছে। তার মধ্যে ৭টিকে রেড রোডে এ দিন বের করা হবে। এই পরিষেবা প্রথমে রানিগঞ্জ ও আসানসোলের মধ্যে চালু করা হবে ।

Investment Bengal

Essar to invest up to Rs 1000 cr by FY18 in Bengal

West Bengal is set to get Rs 700-1,000 crore investment in ramping up coal-bed methane (CBM) production from Essar Oil at Raniganj, but it could jump significantly if shale opportunity opens up.

“We have invested Rs 3,300 crore at our Raniganj CBM block and already achieved one million scmd production. We will have to pump an additional Rs 700-1,000 crore to reach the peak projected production of three million scmd capacity,” Essar Exploration & Production CEO Manish Maheswari said.

The West Bengal Government is expected to reap a handsome Rs 2,500 crore as royalty from this CBM block.

 

২০১৮ আর্থিক বর্ষে বাংলায় ১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে ‘এসার গ্রুপ’

পশ্চিমবঙ্গের রাণীগঞ্জে এসার অয়েল থেকে coal-bed মিথেন উ९পাদনের জন্য ৭০০-১০০০ কোটি টাকা বিনিয়োগ করার চিন্তা ভাবনা রয়েছে রাজ্য সরকারের। এর ফলে লাভের পরিমান উল্লেখযোগ্য হারে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

এসার এক্সপ্লোরেশন ও প্রোডাকশান সিইও মনিশ মহেশ্বর বলেন, “আমরা রাণীগঞ্জে CBM ব্লকে ৩,৩০০ কোটি টাকা বিনিয়োগ করেছি এবং ইতিমধ্যে এক মিলিয়ন উ९পাদন হয়েছে।  তিন মিলিয়ন উ९পাদন ক্ষমতার শিখরে পৌঁছাতে অতিরিক্ত ৭০০-১০০০ কোটি টাকা বিনিয়োগ করতে হবে”।

এই CBM ব্লক থেকে ২,৫০০ কোটি টাকার একটি রয়্যালটি পাওয়ার আশা রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের।