Claiming that the Bharatiya Janata Party is trying to use the office of the Governor for political purpose, secretary general of the party Partha Chatterjee said that Trinamool Congress would protest if Raj Bhavan is used for political purpose.
He once again raised question on deployment of CRPF jawans near BJP party office without any permission from the state government.
“How could the CRPF jawans, whose duty is to provide security of BJP leader Rahul Sinha, were sent to the spot without permission of the state?” he raised the question.
রাজ্যপালের অফিস রাজনৈতিক ভাবে ব্যবহার করার চেষ্টা করছে বিজেপি: পার্থ চট্টোপাধ্যায়
রাজ্যপালের দপ্তরকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে চাইছে বিজেপি, বৃহস্পতিবার এমনটাই বললেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি ও বলেন যে তৃণমূল কংগ্রেস এর তীব্র বিরোধিতা করবে।
তিনি আবারও প্রশ্ন তোলেন রাজ্য সরকারকে না জানিয়ে কি করে আধা সামরিক বাহিনী মোতায়েন করা হল বিজেপির কার্যালয়ের বাইরে।
“বিজেপি নেতা রাহুল সিনহার সুরক্ষার দায়িত্তে থাকা আধা সামরিক বাহিনীকে কি করে রাজ্যের অনুমতি ছাড়া ঘটনাস্থলে পাঠানো হল?” বলেন তিনি