Aparupa Poddar speaks on the delay in railway projects in her constituency

FULL TRANSCRIPT

Thank you Sir, for allowing me to speak in Zero Hour in this August House.

 আমি আমার মাননীয়া নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই এবং আরামবাগের সমস্ত মানুষকে ধন্যবাদ জানাই যারা আমাকে এখানে নির্বাচিত করে এনেছেন। স্বাধীনতার পর আরামবাগ প্রথম রেল দেখতে পেয়েছিল মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। সেই সময় তারকেশ্বরের মন্দিরের সাথে বিষ্ণুপুরের মন্দির যোগ করার জন্য তারকেশ্বর রেল লাইন থেকে নিয়ে তারকেশ্বর রেল থেকে বিষ্ণুপুর রেল করা হয়েছিল।

মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এই কাজ দ্রুততার সঙ্গে এগিয়েছিল। পরবর্তী রেলমন্ত্রীর সময় থেকে সেই কাজ স্থগিত হয়ে রইল। কিছু কিছু রাজনৈতিক দল তাদের রাজনৈতিক সুবিধার জন্য সেখানে গিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করল। কামারকুন্ডু ফ্লাইওভারের কাজও খুব আস্তে আস্তে চলছে। সেই কাজ দ্রুততার সঙ্গে হোক। রেলমন্ত্রীকে অনুরোধ করব, এই কাজ তাড়াতাড়ি হোক যাতে আরামবাগের মানুষ পরিষেবা পেতে পারে। ধন্যবাদ।