We are developing Purulia as a tourism hub: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today declared Manbazar and Jhalda as the new sub-divisions of Purulia district. She also inaugurated a slew of developmental projects at Belkuri Hat Maidan in Purulia.

The CM laid the foundation stone for a medical college and hospital at Purulia. To boost the health infrastructure in Jangalmahal, she also inaugurated a 20-bedded SNCU at Raghunathpur Sub-Divisional Hospital in Purulia.

Mamata Banerjee also distributed the benefits of various government schemes like Kanyashree, Yuvashree, Sikshashree, Sabuj Shree, Sabuj Sathi among others.

Highlights of the CM’s speech:

  • We have distributed benefits to 22,000 people in Purulia today. 91% people in the district have received some benefit
  • We distribute saplings to the families of newborns under Sabuj Shree scheme
  • We give various scholarships to students – from Kanyashree to Sikshashree
  • We have distributed 35 lakh cycles under Sabuj Sathi last year. We will distribute 30 lakh cycles more this year
  • We have laid the foundation stone for a medical college in Purulia today
  • We have inaugurated a new SNCU at Raghunathpur today
  • We have inaugurated 28 check dams in Purulia district today along with 2 power sub-stations
  • We have inaugurated 3 bridges and 2 eco-tourism projects in Purulia
  • We have allotted 8 SNCUs and 2 multi super speciality hospitals to Purulia district
  • Purulia has achieved 100% electrification
  • We have given recognition to Al Chiki language
  • We are providing education loans up to Rs 10 lakh to SC/ST students to pursue higher education
  • We have started an Integrated Jangalmahal Development Project although Centre has stopped funds for Jangalmahal
  • 33,000 local youths have received employment in police forces in Purulia
  • We have taken up a Rs 1200 crore water supply project in Purulia
  • We are sanctioning more funds for development of stadia in the district. We want to promote sports
  • We will set up West Bengal Mahato-Kurmi Development Board with HQ in Purulia
  • We will develop Purulia as granite hub without causing harm to environment, keeping the interests of tribals intact
  • Why should youths of Purulia seek employment outside the district? We will create employment here itself
  • We will help self-help groups in poultry farming and egg production
  • 82,000 folk artistes receive monthly stipends. We will register one lakh artistes more by Durga Pujo
  • We are providing rice at Rs 2 /kg to people. Health care is free in Bengal
  • During Left rule, govt hospitals were in shambles. Now people praise the service in govt hospitals
  • Our Govt pays the premium of farmers’ crop insurance. We have registered 16 lakh farmers in this scheme
  • We have started Samabyathi scheme to help poor people cremate/bury the dead
  • We are renovating crematoria and burial grounds under Baitarini scheme
  • We have started Samarthan scheme for people who lost their jobs due to demonetisation
  • We have given land pattas to 3 lakh people. We are providing houses under Geetanjali scheme
  • We have done away with khajna (tax) on agricultural land
  • The youths and students are our future. They will make Bengal the best in the world

 

ঝালদা ও মানবাজারকে মহকুমা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আজ ঝালদা ও মানবাজারকে পুরুলিয়া জেলার মহকুমা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলকুড়ি হাটের ময়দানে আজ বেলা তিনটের সময় একটি জনসভায় এই ঘোষণা করেন তিনি। এছাড়াও বেশকিছু প্রকল্প উদ্বোধন ও শিলান্যাসও করেন মুখ্যমন্ত্রী।

পুরুলিয়ায় একটি মেডিকেল কলেজ ও হাসপাতালের শুভ শিলান্যাস করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও জঙ্গলমহলে স্বাস্থ্য পরিকাঠামো আরও উন্নত করতে তিনি আজ ২০ শয্যার একটি এস যেন সি ইউ উদ্বোধন করেন রঘুনাথপুর মহকুমা হাসপাতালে।

আজকের সভামঞ্চ থেকে বিভিন্ন সরকারি পরিষেবাও প্রদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ

  • আজ ২২ হাজার মানুষকে বিভিন্ন পরিষেবা প্রদান করা হয়েছে। এই জেলার ৯১ শতাংশ মানুষের কাছে সরকারী পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে
  • সদ্যোজাত শিশুদের পরিবারকে আমরা সবুজশ্রী প্রকল্পের আওতায় চারাগাছ দিচ্ছি
  • ছাত্রছাত্রীদের জন্য আমরা কন্যাশ্রী, শিক্ষাশ্রী স্কলারশিপ চালু করেছি
  • সবুজ সাথী প্রকল্পে ৩৫ লক্ষ সাইকেল দেওয়া হয়েছে। এই বছর আরও৩০ লক্ষ সাইকেল দেওয়া হবে
  • আজ পুরুলিয়ায় একটি মেডিকেল কলেজের শিলান্যাস করা হল
  • আজ রঘুনাথপুরে একটি নতুন এস এন সি ইউ- র উদ্বোধন করা হল
  • আজ এই জেলার জন্য ২৮টি চেক ড্যাম সহ ২টি বিদুতের সাব স্টেশনেরও উদ্বোধন করা হল
  • ৩টি ব্রিজ ও ২ টি ইকো-ট্যুরিজম প্রকল্পের উদ্বোধন হল আজ
  • পুরুলিয়া জেলায় ৮টি এস এন সি ইউ এবং ২ টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরী হবে
  • পুরুলিয়া জেলায় ১০০ শতাংশ বিদ্যুতায়ন হয়েছ গেছে
  • অল চিকি ভাষাকে আমরা স্বীকৃতি দিয়েছি
  • তপসিলি,  ট্রাইবাল ছাত্রছাত্রীর উচ্চ শিক্ষার জন্য আমরা ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছি
  • আমরা জঙ্গলমহলের উন্নয়নের জন্য ইন্টিগ্রেটেড জঙ্গলমহল ডেভেলপমেন্ট প্রজেক্ট চালু করেছি
  • কেন্দ্র জঙ্গলমহল উন্নয়নের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে
  • পুরুলিয়ার ৩৩ হাজার স্থানীয় ছেলেমেয়েদের পুলিশে চাকরি দেওয়া হয়েছে
  • পুরুলিয়ার জলসমস্যা মেটানোর জন্য জল সরবরাহ প্রকল্পে ১২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে
  • এই জেলার স্টেডিয়ামের উনয়নের জন্য আমরা আরও টাকা বরাদ্দ করেছি
  • পুরুলিয়ায় মাহাতো-কুর্মি উন্নয়ন পর্ষদ গঠন হবে
  • পরিবেশরক্ষা করে আর আদিবাসী ভাই বোনেদের স্বার্থ রক্ষা করে আমরা পুরুলিয়াকে গ্রানাইট হাব হিসেবে তৈরী করব
  • পুরুলিয়া জেলার ছেলেমেয়েরা কেন অন্য জেলায় যাবে চাকরির জন্য? আমরা এখানে কর্মসংস্থান করব
  • পোল্ট্রি চাষ ও ডিম উৎপাদনে আমরা স্বনির্ভর গোষ্ঠীদের সাহায্য করব
  • ৮২ হাজার লোকশিল্পীদের আমরা মাসিক ভাতা দিই, দুর্গা পুজোর আগেই আরও ১ লক্ষ লোকশিল্পীর নাম নথিভুক্ত হবে
  • আমরা ২ টাকা কিলো চাল দিচ্ছি মানুষকে, বাংলায় সরকারী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাওয়া যায়
  • বাম আমলে সরকারী হাসপাতালগুলির অবস্থা ছিল শোচনীয়। এখন মানুষ সরকারী হাসপাতালের পরিষেবার প্রশংসা করে
  • ১৬ লক্ষ কৃষককে আমরা ফসল বীমা দিচ্ছি। বীমার প্রিমিয়াম সরকার দেয়
  • গরীব মানুষদের সৎকারের জন্য আমরা সমব্যাথী প্রকল্প চালু করেছি
  • বৈতরণী প্রকল্পের আওতায় আমরা শশ্মান ও কবর স্থানগুলির সংস্কার করেছি
  • নোট বাতিলের ফলে যারা কর্মহীন হয়েছেন তাদের জন্য আমরা ‘সমর্থন’ প্রকল্প চালু করেছি
  • ৩ লক্ষ মানুষকে আমরা পাট্টা দিয়েছি। গীতাঞ্জলী প্রকল্পের আওতায় আমরা বাড়ি দিচ্ছি মানুষকে
  • কৃষিজমির খাজনা আমরা মকুব করে দিয়েছি
  • যুব ও ছাত্ররাই আমাদের দেশের ভবিষ্যৎ। ওরাই বাংলাকে বিশ্বসেরা করবে

 

Dr Amit Mitra lists investment figures to showcase Bengal’s performance

West Bengal Finance and Industries Minister Dr Amit Mitra on Friday highlighted the investment figures and projects-in-pipeline to depict a changing industrial climate in the state.

He instead gave thrust on Purulia’s Raghunathpur figuring in the national dedicated freight corridor grid, HPCL’s turnaround story, and Birbhum’s Deocha Pachami coal block.

“The Global Business Summit in 2015 drew investment proposals of Rs 2,43,100 crore of which Rs 94,380 crore are at an operational state. The 2016 summit saw a commitment of Rs 2,50,254 crore. Inspite of the polls – and model code of conduct – Rs 24,924 crore of it are at an operational state,” Mitra said while replying to a budgetary debate in the assembly.

He claimed the state has got proposals for 234 medium and large scale units, which together amounts for a whopping Rs 72,516 crore.

Referring to July 2015 central data, he claimed that industrial growth in Bengal was higher than many states, including Punjab, Tamil Nadu and Maharashtra.

He said that the state has been scaling up infrastructure requirements like connectivity, water, transportation and power back-up at the Industrial Parks to make them viable destinations for investment. Mitra cited the HPCL’s 97 per cent productivity levels and its increased profits.

“Haldia, Asansol and Kharagpur were pulled out from red zone, else it could have been detrimental,” he said. The red zone refers to Central Pollution Control Board’s identified zones where industrial activities were banned due to environmental concerns.

He also said 2,600 acres identified in Purulia’s Raghunathpur as an industrial park would be the site for an integrated manufacturing and production hub figuring in the Amritsar-Kolkata dedicated hi-speed freight corridor.

Kanyashree empowering girls: Archers, footballers from Jangalmahal

Kanyashree Scheme is one of the best things to have happened to West Bengal. One of West Bengal Chief Minister Mamata Banerjee’s pet schemes, Kanyashree was conceived to empower girls of the State.

The scheme has won acclaim both from home and abroad, from the Government of India and from UNESCO.

One of the primary aims of Kanyashree is, through providing for educational funding, to make girls self-sufficient. And the seeds of self-reliance that the scheme has planted in the minds of girls have borne rich fruits.

Girls in the Jangalmahal region are feeling empowered. Take the girls of Kartik Oraon Notungram Sareshkanali Sammilani Adivasi High School, in Onda block in Bankura district, for example. A few years back this school in the Jangalmahal region decided that girls from the institution, most of whom are Adivasis, would be trained in archery, something for which Adivasis have a natural bent.

According to the coach, gradually, Kanyashree has inspired more and more to take up the sport in the school. Many of them have already performed commendably in various State-level competitions.

As a part of the Kanyashree Scheme, the State government has started a football competition for girls of classes 6 to 10 in Purulia. The girls are visibly happy to be able to get a chance to play, and thus prove their worth in something.

Especially in the regions of Raghunathpur, Manbazar and Baghmundi the interest in football among girls has increased exponentially. Currently 300 girls are being trained in the sport. Authorities are very hopeful of the number increasing rapidly. As the girls themselves say, seeing them, their sisters, other relatives and friends are also getting inspired and joining them.

Not just empowering girls, the State government also expects that from within these girls, players would come up who would represent the State at all levels. A girls’ football academy is soon going to be set up too by the State government in Kashipur in Purulia district.

The Kanyashree Scheme has done so much for the betterment of girls in such a short period of time. And it’s only the beginning. Chief Minister Mamata Banerjee’s dream of empowering girls all over the State has a golden run.

 

কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে মেয়েদের স্বনির্ভর করার উদ্যোগ

পশ্চিমবঙ্গকে স্বনির্ভর করতে বাংলার মানুষের জন্য নানারকম প্রকল্প চালু করেছে মমতা বন্দোপাধ্যায়ের সরকার। এমনই একটি সফল প্রকল্পের নাম কন্যাশ্রী।

এই প্রকল্প ভারত সরকারের কাছ থেকে এবং ইউনেস্কোর কাছে যথেষ্ট প্রশংসিত হয়েছে।

তবে শুধু স্বনির্ভর করাই নয়, সবদিক থেকে মেয়েদের পারদর্শী করে তোলা কন্যাশ্রী প্রকল্পের মূল লক্ষ্য। এজন্য এই প্রকল্পের আওতায় খেলাধুলোরও আয়োজন করেছে রাজ্য সরকার।

এবার কন্যাশ্রীদের জাতীয় ও আন্তর্জাতিক স্তরের অ্যাথলিট করারও উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার।

সরকারের এই উদ্যোগকে সফল করতে এক্ষেত্রে পথ দেখাচ্ছে বাঁকুড়ার একটি স্কুল। ১৫ জন আদিবাসী কিশোরীকে নিয়ে শুরু হয়েছে পথ চলা। কন্যাশ্রীর আওতায় এই ১৫ জন কিশোরী  শিখছে তীরন্দাজি । ভবিষ্যতে হয়ত এদের বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক স্তরে দেখা যাবে।

কন্যাশ্রী প্রকল্পের আওতায়, রাজ্য সরকার পুরুলিয়ায় ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রীদের জন্য ফুটবল প্রতিযোগিতা শুরু করেছে। স্বাভাবিকভাবেই খেলাধুলার সুযোগ পেয়ে খুব খুশি ছাত্রীরা।

এই প্রকল্পের মাধ্যমে পুরুলিয়ার বাগমুণ্ডি, মানবাজার এলাকার ছাত্রীদের খেলাধুলোর প্রতি উৎসাহ আরও বেড়েছে। এখনও পর্যন্ত প্রায় ৩০০ জন ছাত্রী ফুটবলে প্রশিক্ষণ নিচ্ছে। ভবিষ্যতে সংখ্যাটা আরও বেড়ে যাবে।

এই কন্যাশ্রী ফুটবল প্রতিযোগিতার মধ্য দিয়ে নানা সামাজিক প্রতিবন্ধকতাকে অতিক্রম করেছে। ভবিষ্যতে মহিলা ফুটবল অ্যাকাডেমি তৈরি করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। খুব শীঘ্রই কাশিপুরে মহিলা ফুটবল অ্যাকাডেমির ভিত্তি প্রস্তর স্থাপন হবে।

বিভিন্ন প্রতিভা তুলে আনার জন্য ও কন্যাশ্রী প্রকল্পের আরও ভালো প্রচারের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের মেয়েদের স্বাবলম্বী করে তোলার জন্য মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে সারা রাজ্যে বাস্তবায়িত হয়েছে।