Financial assistance to be given by State Govt for mountaineering & adventure sports

The Bengal Government, in order to enthuse more people, especially the youth, to participate in mountaineering and adventure sports, has announced an increase in financial assistance to those who will participate in expeditions to peaks more than 8,000 metre high.

This was announced by the Youth Services and Sports Minister at a function recently, where leading mountaineers of the state were awarded the Radhanath Sikdar-Tenzing Norgay Adventure Award and the Chhanda Gayen Bravery Award.

The financial assistance will be increased to Rs 7.5 lakh, from Rs 5 lakh. It may be mentioned that Rs 25,000 is given annually to more than 50 mountaineering and adventure sports club in the state.

The minister further said that awareness about mountaineering and adventure sports need to be created among schoolchildren, and the mountaineering and adventure sports clubs also have to play a major role in this connection.

Source: Millennium Post

পর্বতারোহণ এবং অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য আর্থিক সাহায্য করবে রাজ্য সরকার

বাংলা থেকে আরও বেশী সংখ্যক মানুষকে, বিশেষ করে যুবদের, পর্বতারোহণ এবং অ্যাডভেঞ্চার স্পোর্টসের ব্যাপারে আগ্রহী করে তুলতে আর্থিক সহায়তার মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই সহায়তা তারাই পাবেন যারা ৮০০০ মিটার উচ্চতার ওপরে অভিযানে অংশ নেবে।

রাধানাথ শিকদার, তেঞ্জিং নোরগে অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড এবং ছন্দা গায়েন ব্রেভারি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে যুব কল্যাণ তথা ক্রীড়া মন্ত্রী একথা জানান।

এই আর্থিক সহায়তার পরিমাণ ৫ লক্ষ থেকে এক ধাক্কায় বাড়িয়ে ৭.৫ লক্ষ করা হবে। প্রসঙ্গত, রাজ্যের ৫০টিরও বেশী পর্বতারোহণ এবং অ্যাডভেঞ্চার স্পোর্টস ক্লাবকে বার্ষিক ২৫,০০০ টাকা করে অনুদান দেওয়া হয়।

মন্ত্রী বলেন, স্কুল পড়ুয়াদের মধ্যেও পর্বতারোহণ এবং অ্যাডভেঞ্চার স্পোর্টসের ব্যাপারে সচেতনতা বাড়ানো হবে ও তাদের উৎসাহিত করা হবে। পর্বতারোহণ এবং অ্যাডভেঞ্চার স্পোর্টস ক্লাবগুলোকেও এবিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

Bengal Govt felicitates mountaineers with Radhanath Sikdar-Tenzing Norgay Adventure Award

The State Youth Services Department, organised an award distribution ceremony to confer the Radhanath Sikdar-Tenzing Norgay Award and Chhanda Gayen Bravery Award to successful mountaineers on Wednesday at Moulali Yuba Kendra, Kolkata.

Eleven climbers from Bengal were awarded these prestigious awards on that day for their outstanding achievement in the field of adventure this year.

The Bengal Government introduced Radhanath Sikdar-Tenzing Norgay Award in 2013 to motivate young mountaineers. It is considered as the highest state level award in the field of adventure. Chhanda Gayen Bravery Award has also been introduced by the State Government for outstanding achievement for female in the field of adventure.

At this programme, 50 organizations promoting mountaineering as an adventure sport were provided with financial aid. The State Minister for Youth Services said that the Government is always promote adventure sports and declared that it has already distributed Rs 2 crore to as aid for mountaineering expeditions.

 

এভারেস্টজয়ীদের সংবর্ধনা দিল রাজ্য সরকার

গতকাল মৌলালি যুব কেন্দ্রে এবছরের এভারেস্ট জয়ীদের হাতে ‘রাধানাথ শিকদার তেনজিং নোরগে অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড’ তুলে দিল রাজ্য যুবকল্যাণ দপ্তর।

এ বছর ১১ জন পর্বতারোহীকে তাদের সাহসিকতা ও অসামান্য কৃতিত্বের জন্য পুরস্কৃত করা হল।

২০১৩ সালে তরুণ পর্বতারোহণকারীদের উত্সাহ প্রদান করতে পশ্চিমবঙ্গ সরকার রাধানাথ সিকদার-তেনজিং নোরগে পুরস্কারের সূচনা করেন। রাজ্যস্তরে পর্বতারোহণের ক্ষেত্রে এটি সর্বোচ্চ পুরস্কার। মহিলা পর্বতারোহণকারীদের দুঃসাহসিক অবদানকে স্বীকৃতি দিতে ছন্দা গায়েন সাহসিকতা পুরস্কারের সূচনা করেন রাজ্য সরকার।

এই অনুষ্ঠানে ৫০টি ক্লাবকে অর্থসাহায্য দেওয়া হয়েছে। রাজ্যের যুব কল্যাণ মন্ত্রী জানান, রাজ্য সরকার এদের সবরকমভাবে সাহায্য করবে। ইতিমধ্যেই রাজ্য সরকার পর্বতারোহণের জন্য ২ কোটি টাকা অনুদান দিয়েছে।