infrastructure bengal

Bengal Govt proposes setting up 1000 MW Turga Pumped Storage project at Purulia         

In a bid to further augment the generation of power in West Bengal, the State power department has proposed to set up a 1000 MW Turga Pumped Storage project in Purulia.

In a reply to a question in the West Bengal Assembly on Wednesday, the state Power Minister, Sobhandeb Chattopadhyay said that the process for environment and forest clearance is in progress and the construction work is expected to start in 2017.

The estimated cost of the project is Rs 5,200 crores. There is a requirement of around 5000 acres of land for the project.

The state government is also planning to construct 900 MW Bandu Pumped Storage project in Purulia at an estimated cost of Rs 3,815 crores.

The demand of power in the state has increased to 22,990 MU in the past five years compared to that of 17,594 MU in 2011. The demand of power for the small and medium scale enterprise has recorded an increase of 46.39 per cent in the past five years. In the past five years, 19,582 new industrial connections were given.

To meet the demand, the State government had also taken up steps to increase the power generation. Seventeen EHV sub-stations and  1630 MW generation capacity has been added to the existing system. There is a scope for further development, as there is a need to set up 31 more EHV sub stations.

Keeping the change in climate in mind, the State government is also giving a major stress in generation of the non-conventional form of power including solar power.

The State government would declare the new solar policy and roof top solar policy soon. The state government would be providing subsidy to 1000 schools if they set up roof top solar power generation units.

Similar subsidy was given to set up the same in 302 schools earlier. But the generation capacity has to be above 5 KW.

 

পুরুলিয়ায় ১০০০ মেগাওয়াটের Turga Pumped Storage প্রকল্প তৈরির পরিকল্পনা সরকারের

পশ্চিমবঙ্গের বিদ্যু९ উ९পাদন বৃদ্ধি করার জন্য, রাজ্য বিদ্যু९ বিভাগ পুরুলিয়ায় ১০০০ মেগাওয়াটের একটি Turga Pumped Storage প্রকল্প তৈরির পরিকল্পনা করেছে।

বুধবার, পশ্চিমবঙ্গের বিদ্যু९ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বিধানসভায় একটি প্রশ্নের জবাবে বলেন, ইতিমধ্যেই পরিবেশ ও বন দপ্তর থেকে অনুমোদন পেয়ে গেছে এবং নির্মাণ কাজ ২০১৭ সালে শুরু হবে বলে আশা করা যায়।

প্রকল্পের পরিকল্পিত ব্যয় টাকা ৫,২০০ কোটি টাকা। এই প্রকল্পের জন্য প্রায় ৫০০০ একর জমি প্রয়োজন।

এছাড়া রাজ্য সরকার পুরুলিয়ায় ৩.৮১৫ কোটি টাকা ব্যয়ে ৯০০ মেগাওয়াটের একটি Bandu Pumped Storage প্রকল্প নির্মাণের পরিকল্পনা করেছে।

গত পাঁচ বছরে রাজ্যের বিদ্যুতের চাহিদা বেড়েছে ২২,৯৯০ মেগাওয়াট। ২০১১ সালে এই চাহিদা ছিল ১৭,৫৯৪ মেগাওয়াট। গত পাঁচ বছরে বিদ্যুতের চাহিদা শতকরা ৪৬.৩৯% বৃদ্ধি পেয়েছে।  গত পাঁচ বছরে নতুন শিল্প সংযোগ হয়েছে ১৯,৫৮২।

চাহিদা পূরণের জন্য, রাজ্য সরকার বিদ্যু९ উ९পাদন বৃদ্ধির জন্য অনেক পদক্ষেপ নিয়েছে। ১৭টি EHV উপকেন্দ্র এবং ১৬৩০ মেগাওয়াট বিদ্যু९ উ९পাদন ক্ষমতাসম্পন্ন পাওয়ার ইউনিট আছে।  আরও উন্নয়নের জন্য ৩১টি EHV সাব স্টেশন স্থাপন করার প্রয়োজন রয়েছে।

জলবায়ু পরিবর্তনের কথা মাথায় রেখে  রাজ্য সরকার সৌর বিদ্যু९ সহ বিভিন্ন অপ্রচলিত শক্তির ওপর জোর দিচ্ছে।

রাজ্য সরকার শীঘ্রই নতুন সৌর নীতি ঘোষণা করবে। রাজ্যের ১০০০ স্কুলের ছাদে সৌর বিদ্যু९ উ९পাদন ইউনিট স্থাপন করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের।

আগে ৩০২টি বিদ্যালয়কে টাকা দেওয়া হয়েছিল এই পাওয়ার ইউনিট স্থাপনের জন্য। কিন্তু এর উ९পাদন ক্ষমতা হতে হবে ৫ কিলোওয়াটের উপরে।

Forest Department to grow and conserve medicinal plants

The forest department is planning to grow and conserve several species of medicinal plants in the three districts of West Midnapore, Bankura and Purulia.

These plants would be grown on 300 hectares of land and 200 forest protection committees (FPC) will work on the project.

If ordinary residents show an interest in growing these plants, the department will help them to do so and then sell them.

The department has chosen two places, Susunia Hills in Bankura and Kankrajhore in West Midnapore’s Belpahari for the project, under the Medicinal Plant Conservation Area (MPCA), this year.

These areas have been chosen because hilly regions are rich in bio-diversity and earlier several trees of medicinal value grew here.

According to the forest department, plants and trees such as amlaki, hartaki, kalmegh, ghritakumari, ritha, sarpagandha, pial have medicinal values and are economical. So people can make a good profit by planting such trees. Many medicines and even cosmetics are made using the extracts of these trees.

 

The image is representative (source)

 

জঙ্গলমহলে ঔষধি গাছ লাগানোর উদ্যোগ বন দপ্তরের

বন বিভাগ পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়া তিনটি জেলায় ভেষজ উদ্ভিদের বিভিন্ন প্রজাতি সংরক্ষণ করার পরিকল্পনা করছে।

৩০০ হেক্টর জমির ওপর এই গাছপালাগুলি হবে এবং 200 বন সুরক্ষা কমিটি এই প্রকল্পের কাজ করবে।

যদি সাধারণ বাসিন্দাদের এই গাছপালা চাষে আগ্রহী হয় তাহলে বন দপ্তর তাদের সাহায্য করবে এবং তারপর তাদের বিক্রি করবে।

এই বছর ভেষজ গাছ সংরক্ষণ এলাকার অধীনে এই প্রকল্পের জন্য বন দপ্তর দুটি জায়গা বেছে নিয়েছেন। একটি হল বাঁকুড়ার শুশুনিয়া পাহাড় ও কাঁকড়াঝোর এবং অপরটি পশ্চিম মেদিনীপুরের বেলপাহাড়ি।

এইসব এলাকা বাছাই করা হয়েছে কারণ পাহাড়ি এলাকা জীববৈচিত্র্য সমৃদ্ধ এবং আগেও এখানে অনেক ওষধি গাছ হয়েছে।

বন বিভাগের মতে, আমলকী, হরিতকী, কালমেঘ, ঘৃতকুমারী, রিঠা, সর্পগন্ধা, পিয়াল এই সব গাছ লাগানো বেশ লাভজনক এবং এগুলির ঔষধি মান আছে। অতএব এসব বৃক্ষরোপণের দ্বারা মানুষ লাভবান হবেন। অনেক ওষুধ এবং এমনকি প্রসাধন দ্রব্য এই সব গাছের নির্যাস ব্যবহার করে তৈরি করা হয়।

It is our achievement that peace has returned in Jangalmahal: Mamata Banerjee in Purulia

After three days of campaigning in Paschim Medinipur, Mamata Banerjee today kickstarted her campaign with two rallies and two padaytra in Purulia district.

The rallies were held in Baghmundi and Bandwan. Like in Kurseong, Medinipur, Howrah and Kolkata earlier, Mamata Banerjee led two padayatra today – through Balarampur and Purulia.

In her speech Mamata Banerjee said that before 2011 people lived under fear and even trains did not run at night in Jangalmahal. But now filmmakers from across the country are coming to Jangalmahal to shoot, she added. Mamata Banerjee also said it was because of the cooperation and resilience of the people that peace has returned to the region.

The Trinamool Chairperson slammed the Left for neglecting the development of Jangalmahal. She highlighted the ‘Khadya Sathi’ scheme under which 8 crore people are getting rice at Rs 2/kg.

Jangalmahal has made huge strides in the development of infrastructure and social sectors which has reinforced the faith of the people in her.

 

IMG_0884

IMG_1049

 

11

12

DSC00527

 

DSC00567

 

জঙ্গলমহলে শান্তি ফিরেছে, এটা আমাদের অ্যাচিভমেন্ট: পুরুলিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিম মেদিনীপুরে তিনদিনের প্রচার পর্ব সেরে আজ জনসভার মাধ্যমে পুরুলিয়ায় তার প্রচার শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাঘমুন্ডি, ও বান্দোয়ানে একটি করে জনসভা করেন তৃণমূলনেত্রী। এছাড়া বলরামপুর ও পুরুলিয়া শহরে পদযাত্রা করেন তিনি।

বাঘ্মুন্ডির জনসভাতে তিনি বলেন যে ২০১১-র আগে মানুষ ভয়ে দিন কাটাতেন, এমনকি রাতেও জঙ্গলমহল এলাকায় রেল পরিষেবা বন্ধ থাকত। তিনি এও বলেন যে এখন জঙ্গলমহলে বাইরে থেকে সিনেমা বানাতে লোক আসছে। শান্তি ফেরার কৃতিত্ব এলাকার মানুষকেই দেন জননেত্রী।

তিনি এও বলেন যে বামফ্রন্টের আমলে এলাকার উন্নয়ন হয়নি, কিন্তু এখন ৮ কোটি মানুষ দু টাকা কেজি চাল পাচ্ছেন।

জঙ্গলমহলের পরিকাঠামো উন্নয়ন ও সামাজিক উন্নতির ফলে মানুষের হৃদয়ে পাকাপাকি স্থান বানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Kanyashree empowering girls: Archers, footballers from Jangalmahal

Kanyashree Scheme is one of the best things to have happened to West Bengal. One of West Bengal Chief Minister Mamata Banerjee’s pet schemes, Kanyashree was conceived to empower girls of the State.

The scheme has won acclaim both from home and abroad, from the Government of India and from UNESCO.

One of the primary aims of Kanyashree is, through providing for educational funding, to make girls self-sufficient. And the seeds of self-reliance that the scheme has planted in the minds of girls have borne rich fruits.

Girls in the Jangalmahal region are feeling empowered. Take the girls of Kartik Oraon Notungram Sareshkanali Sammilani Adivasi High School, in Onda block in Bankura district, for example. A few years back this school in the Jangalmahal region decided that girls from the institution, most of whom are Adivasis, would be trained in archery, something for which Adivasis have a natural bent.

According to the coach, gradually, Kanyashree has inspired more and more to take up the sport in the school. Many of them have already performed commendably in various State-level competitions.

As a part of the Kanyashree Scheme, the State government has started a football competition for girls of classes 6 to 10 in Purulia. The girls are visibly happy to be able to get a chance to play, and thus prove their worth in something.

Especially in the regions of Raghunathpur, Manbazar and Baghmundi the interest in football among girls has increased exponentially. Currently 300 girls are being trained in the sport. Authorities are very hopeful of the number increasing rapidly. As the girls themselves say, seeing them, their sisters, other relatives and friends are also getting inspired and joining them.

Not just empowering girls, the State government also expects that from within these girls, players would come up who would represent the State at all levels. A girls’ football academy is soon going to be set up too by the State government in Kashipur in Purulia district.

The Kanyashree Scheme has done so much for the betterment of girls in such a short period of time. And it’s only the beginning. Chief Minister Mamata Banerjee’s dream of empowering girls all over the State has a golden run.

 

কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে মেয়েদের স্বনির্ভর করার উদ্যোগ

পশ্চিমবঙ্গকে স্বনির্ভর করতে বাংলার মানুষের জন্য নানারকম প্রকল্প চালু করেছে মমতা বন্দোপাধ্যায়ের সরকার। এমনই একটি সফল প্রকল্পের নাম কন্যাশ্রী।

এই প্রকল্প ভারত সরকারের কাছ থেকে এবং ইউনেস্কোর কাছে যথেষ্ট প্রশংসিত হয়েছে।

তবে শুধু স্বনির্ভর করাই নয়, সবদিক থেকে মেয়েদের পারদর্শী করে তোলা কন্যাশ্রী প্রকল্পের মূল লক্ষ্য। এজন্য এই প্রকল্পের আওতায় খেলাধুলোরও আয়োজন করেছে রাজ্য সরকার।

এবার কন্যাশ্রীদের জাতীয় ও আন্তর্জাতিক স্তরের অ্যাথলিট করারও উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার।

সরকারের এই উদ্যোগকে সফল করতে এক্ষেত্রে পথ দেখাচ্ছে বাঁকুড়ার একটি স্কুল। ১৫ জন আদিবাসী কিশোরীকে নিয়ে শুরু হয়েছে পথ চলা। কন্যাশ্রীর আওতায় এই ১৫ জন কিশোরী  শিখছে তীরন্দাজি । ভবিষ্যতে হয়ত এদের বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক স্তরে দেখা যাবে।

কন্যাশ্রী প্রকল্পের আওতায়, রাজ্য সরকার পুরুলিয়ায় ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রীদের জন্য ফুটবল প্রতিযোগিতা শুরু করেছে। স্বাভাবিকভাবেই খেলাধুলার সুযোগ পেয়ে খুব খুশি ছাত্রীরা।

এই প্রকল্পের মাধ্যমে পুরুলিয়ার বাগমুণ্ডি, মানবাজার এলাকার ছাত্রীদের খেলাধুলোর প্রতি উৎসাহ আরও বেড়েছে। এখনও পর্যন্ত প্রায় ৩০০ জন ছাত্রী ফুটবলে প্রশিক্ষণ নিচ্ছে। ভবিষ্যতে সংখ্যাটা আরও বেড়ে যাবে।

এই কন্যাশ্রী ফুটবল প্রতিযোগিতার মধ্য দিয়ে নানা সামাজিক প্রতিবন্ধকতাকে অতিক্রম করেছে। ভবিষ্যতে মহিলা ফুটবল অ্যাকাডেমি তৈরি করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। খুব শীঘ্রই কাশিপুরে মহিলা ফুটবল অ্যাকাডেমির ভিত্তি প্রস্তর স্থাপন হবে।

বিভিন্ন প্রতিভা তুলে আনার জন্য ও কন্যাশ্রী প্রকল্পের আরও ভালো প্রচারের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের মেয়েদের স্বাবলম্বী করে তোলার জন্য মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে সারা রাজ্যে বাস্তবায়িত হয়েছে।

WB CM instructs departments to ensure adequate supply of water in Paschimanchal

West Bengal Chief Minister Ms Mamata Banerjee has instructed the Departments of Irrigation, Agriculture and Power to ensure adequate supply of water for irrigation purposes to the districts of Bankura, Purulia, Birbhum, Bardhaman and Paschim Medinipur, comprising Paschimanchal. This comes in the backdrop of less rain over the last few months.

Mamata Banerjee had a meeting with the ministers and secretaries of the Departments of Irrigation, Agriculture and Power yesterday at Nabanna.

Not just for irrigation, the Chief Minister has also instructed the concerned departments to ensure proper supply of drinking water.

Reserve pumps would be used to supply the additional water in the districts of Paschimanchal. Water would be pumped out from canals, lakes and ponds and supplied to the fields. The Irrigation Department would also set up new tubewells in the region for drawing up drinking water.

 

পশ্চিমাঞ্চলে পর্যাপ্ত সেচ ও পানীয় জল সরবরাহের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

সোমবার নবান্নে সেচ, কৃষি ও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী ও সচিবদের নিয়ে একটি বৈঠক করেন মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়।

গত কয়েক মাসে চাষের সময় রাজ্যে বৃষ্টি কম হয়েছে। তাই এবার চাষের জমিতে সেচের জল সরবরাহ বাড়াতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরের মতো রাজ্যের পশ্চিমাঞ্চলে সেচের জল সমস্যা রয়েছে।

শুধুমাত্র সেচের জল নয়, ওই সমস্ত এলাকায় সাধারণ মানুষ যাতে পর্যাপ্ত পানীয় জল পায় সেদিকেও নজর দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

রিজার্ভ পাম্পের সাহায্যে সেচের ব্যবস্থা করা হচ্ছে পশ্চিমাঞ্চলের এলাকাগুলিতে। খালবিল, পুকুর থেকে পাম্পে করে জল বার করে চাষের জমিতে দেওয়া হচ্ছে। এছাড়া সেচের জল ও পানীয় জল সরবরাহের জন্য বেশ কিছু টিউবওয়েল বসাবে রাজ্য সরকার।

State organises tourism summit to promote Bengal

After the mega success of Bengal Global Business Summit, it now time for another major summit. Tourism summit ‘Destination East’, being jointly organised by West Bengal Government, is going to start in Kolkata today.

As part of the drive to make West Bengal one of India’s most tourist-friendly states, representatives of well-known tour operators from 25 countries, who are participating in the summit too, would tour the state to find out ways to improve the tourism infrastructure of different places and also find out new places to promote.

The team of 35 representatives would go to Gajaldoba, Darjeeling, the Dooars, Santiniketan, Bishnupur, Digha, Murshidabad, Purulia and other places.

Tourism using the State’s waterways, especially along the Hooghly from Kolkata to Murshidabad, is also being promoted.

The State Government has allotted an initial amount of Rs 100 crore to improve the tourism infrastructure of West Bengal.

The team of representatives of the tour operators would tour the State summit till February 6.

বিশ্বের পর্যটকদের আগামী গন্তব্যই হল পশ্চিমবঙ্গ

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সাফল্যের পর আজ থেকে শুরু হচ্ছে ‘ট্যুরিজম সামিট’। ‘ডেসটিনেশন ইস্ট’ এই স্লোগানকে সামনে রেখে এই সামিট শুরু হচ্ছে কলকাতায়।

বিশ্বের ২৫টি দেশের বিখ্যাত ট্যুর অপারেটর কোম্পানির প্রতিনিধিরা রাজ্যজুড়ে ঘুরে বেড়াবেন এবং এই পরিকাঠামোকে আরও কীভাবে উন্নত করা যায় এবং আরও কিছু স্থান খুজে বের করবেন যা পর্যটন কেন্দ্র রূপে গড়ে তোলা যায়।

গাজলডোবা, দার্জিলিং, ডুয়ার্স, শান্তিনিকেতন, বিষ্ণুপুর, দিঘা, মুর্শিদাবাদ ও পুরুলিয়া সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় যাবে ৩৫ জনের একটি প্রতিনিধি দল।

স্থলপথে পর্যটনের পাশাপাশি জলপথে পর্যটনকেও গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। গঙ্গাপথে মুর্শিদাবাদ থেকে কলকাতা যাওয়ার জলপথ ব্যবস্থাটিও উন্নত করার কথা ভাবা হচ্ছে।

পশ্চিমবঙ্গের প্রাথমিকভাবে পরিকাঠামো উন্নয়নের জন্য প্রায় ১০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার।

আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্বের বিভিন্ন জায়গার ট্যুরিজম বিভাগের প্রতিনিধিরা পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াবেন।

WB CM launches Khadya Sathi Scheme

West Bengal Chief Minister Ms Mamata Banerjee launched the Khadya Sathi Scheme today.

On the occasion a colourful parade was held on Red Road.

Under the Khadya Sathi Scheme, 7 crore 49 lakh people, that is, almost 80% of the State’s population, would get rice and wheat at Rs 2 per kg each. A family can get a maximum of 35 kg of food grains per month at subsidised rates.

Recipients would include 33 lakh people of the Jangalmahal region, 12 lakh drought-affected people of Purulia district, 11.24 people, including tea garden workers and their families, 3.11 lakh Cyclone Aila-affected people, 3569 people of Singur who had lost their land, 1700 homeless people of Kolkata and the people living in the Hills region of Darjeeling.

The parade included workers of the Health & Family Welfare Department’s ASHA Scheme with their newly-given bicycles, and new mini-fire tenders, double-decker buses and commercial vehicles bought under the Gatidhara Scheme.

The Chief Minister also inaugurated Watgunge, Amherst Street, Tollygunge and Patuli women’s police stations.

 

The salient features of her speech are as follows:

  • From today, almost 7 crore people out of the 9 crore in Bengal will receive rice and wheat at Rs 2 per kg.
  • I am thankful to the farmers of Bengal for contributing to the stock of grains required for Khadya Sathi.
  • 15 lakh metric tonnes of rice have already been procured, which is more than our target of 10 lakh metric tonnes.
  • The Krishak Mandis have been instrumental in the procurement process.
  • Out of 176 Krishak Mandis, 120-130 are already up and running.
  • We have been providing the people of Singur who lost their land with help until they get their land back.
  • 16 lakh Kanyashree and 40 lakh Sabuj Sathis are part of the development we have made.
  • With Khadya Sathi Scheme, there will be people who will receive benefits from multiple programmes.
  • The Central Government has reduced the allotments for most important social programmes like ICDS.
  • The Central Government can stop them but we cannot stop the benefits being extended to the people of our State.
  • It is our responsibility towards the people, we cannot step back on that promise and commitment.
  • There are people who are busy spreading slandering the developments in Bengal. Who stopped them from working when they were in power?
  • We are aiming for all-around development, from infrastructure to transport, many in collaboration with foreign countries like Japan and Germany.
  • Today the people of the Hills are happy. We are proud of them for the hard work they do.
  • Bengal is surging ahead in medium-scale and small scale business.
  • The people who criticise us should take note of the truth and accept it and not speak without getting their facts right.
  • In four years we have completed work that cannot be normally completed in 40 years.
  • We have worked for the development of every community and caste in Bengal.
  • West Bengal is the perfect example of tolerance where Hindus, Muslims, Sikhs, Christians and others live in peace and harmony.

 

খাদ্য সাথী প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা রাজ্যে চালু হল ‘খাদ্য সাথী’ প্রকল্প। সকলের জন্য খাদ্য – আমাদের সংকল্প।

আজ রেড রোডে এই প্রকল্পের সূচনা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী। একটি কুচকাওয়াজের মাধ্যমে সূচনা হবে এই প্রকল্পের।

রাজ্যের ৭ কোটি ৪৯ লক্ষ মানুষ জাতীয় খাদ্য সুরক্ষা আইন ও খাদ্য সুরক্ষা যোজনার মাধ্যমে এই প্রকল্পের আওতায় আসছেন। এর ফলে রাজ্যের ৭ কোটির অধিক মানুষ ২ টাকা কিলো দরে চাল ও গম পাবেন।

রাজ্যের ৩৩ লক্ষ জঙ্গলমহলবাসী, পুরুলিয়া জেলায় খরা-কবলিত ১২ লক্ষ আধিবাসী, রাজ্যের সমস্ত আদিম উপজাতি সম্প্রদায়ের মানুষ, চা বাগানের ১১.২৪ লক্ষ শ্রমিক ও অশ্রমিক পরিবার, আয়লা-বিধ্বস্ত ৩.১১ লক্ষ মানুষ, সিঙ্গুরের ৩৫৬৯ জন জমিহারা কৃষক, কলকাতায় ১৭০০ গৃহহীন পথবাসী এবং দার্জিলিং জেলার পার্বত্য অঞ্চলের সকল আদিবাসী ২ টাকা কেজি ফরে চাল ও গম পাবেন।

উপরোক্ত গণবণ্টন ব্যবস্থার জন্য রাজ্য সরকার বছরে ৪২৮২ কোটি টাকা ব্যয় করবে।

এই অনুষ্ঠান উপলক্ষে মার্চ পাস্টে অংশগ্রহণ করেছে খাদ্য ও সরবরাহ বিভাগের ‘খাদ্য সাথী’ প্রকল্পের ট্যাবলো।

ওয়াটগঞ্জ, আমহার্স্ট স্ট্রিট, পাটুলি ও টালিগঞ্জ এই ৪টি মহিলা থানার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।

 

মুখ্যমন্ত্রীর ভাষনের প্রধাণ বক্তব্যঃ

  • আজকের দিনটি একটি ঐতিহাসিক দিন
  • আজ খাদ্য সাথী প্রকল্পের উদ্বোধন করা হল, আমি সকলকে অভিবাদন জানাচ্ছি
  • বাংলার ৯ কোটি মানুষের মধ্যে ৭ কোটি লোক এসেছেন এই প্রকল্পের আওতায়
  • ৭ কোটি ৪৯ লক্ষ মানুষ ২ টাকা কিলো দরে চাল ও গম পাবেন খাদ্য সাথী প্রকল্পের আওতায়
  • ধান উ९পাদনে বাংলা সেরা
  • মজুত ভাণ্ডারের ধারণ ক্ষমতা ৫ লক্ষ মেট্রিক টন বাড়ানো হয়েছে
  • খাদ্য মানুষের বাঁচার প্রধান উ९স
  • ১৫ লক্ষ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে
  • শুধু জঙ্গলমহল নয় সব এলাকার আদিবাসী, তপশিলি ও গরিব মানুষ এই ২ টাকা কিলো দরে চাল ও গম পাবে
  • ১৭৬ টি কৃষক বাজার তৈরি হচ্ছে, এর মধ্যে ১২৩ টির কাজ শেষ হয়ে গেছে
  • বাম আমলে বঞ্চিত চা বাগানে বিনামূল্যে চাল দিচ্ছে রাজ্য সরকার
  • কোনও চালু প্রকল্প বন্ধ হবে না
  • ৩১ লক্ষ কন্যাশ্রী, ৪০ লক্ষ সবুজ সাথী, ১৬ লক্ষ শিক্ষাশ্রী প্রকল্পের আওতায়
  • চা শ্রমিকদের জন্য ১০০ কোটির প্যাকেজ চালু করব
  • আমি কথা কম বলে কাজ করে যাই
  • আজ বাংলায় জঙ্গলমহল হাসছে, পাহাড় হাসছে, আর কি চান আপনারা?
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বাংলা এক নম্বরে
  • খাদ্য-বস্ত্র-বাসস্থান মানুষের বাঁচার অধিকার
  • নগরোন্নয়নে বিশ্বের দরবারে স্থান বাংলার
  • ধর্ম মানেন না বলে আপনারা চান উ९সব বন্ধ হয়ে যাক
  • বড় শিল্পের ক্ষেত্রে বাংলাই গন্তব্য
  • বাম আমলে স্বাস্থ্য কেন্দ্র গুলি পরিণত হয়েছিল যমালয়ে, এখন সেগুলোর প্রভূত উন্নতি হয়েছে
  • প্রায় ৯০টি থানা তৈরি হয়েছে এই ৪ বছরে
  • ৪ বছরে ৪০ বছরের কাজ করেছে এই সরকার
  • ইয়োকোহমার সাথে একগুচ্ছ প্রকল্পের কাজ নেওয়া হয়েছে, এর ফলে হাওড়া শহর নতুন ভাবে সেজে উঠবে
  • যারা কাজ করে তারা এগিয়ে চলে
  • সহিষ্ণুতার বড় উদাহরণ হল পশ্চিমবাংলা
  • শিল্প মানে কি মুখ ভরা গল্প?
  • জঙ্গলমহলে আর অশান্তি ছড়াবেন না
  • পরিবর্তন এসেছে, পরিসংখ্যান সেকথা বলে

 

People will laud Mamata Banerjee for the next 100 years for her work: Abhishek Banerjee

Trinamool Youth Congress President and MP Abhishek Banerjee held a mass rally of party activists at Kashipur in Purulia. The rally was organised by the Kashipur Block Trinamool Congress at Sevabrati Ground in Kashipur, Purulia district.

The young mass leader pointed out the different developmental projects taken up by the Trinamool-led West Bengal Government and said that the CPI(M) and Congress are jointly trying to create confusion among the people of the State. To stand beside CPM will be to support the Sainbari killers or the murderers of Tapasi Malik of Singur, he said.

The TMYC President said that during the last four years, the West Bengal Chief Minister Ms Mamata Banerjee had been travelling around the State and has come to the land of the red soil in the districts of Purulia, Bankura and Birbhum for more than 50 times. She has been able to fulfil the promises made, has held meetings time and again and has continuously reviewed the work processes.

The young firebrand leader slammed the CPI(M) for their continuous false propaganda featuring slurs and false allegations against Mamata Banerjee. He said that to be like Mamata Banerjee, one needs to forget fear and fight for the people. For 34 years, there had been loots and murders by the CPI(M); and now, for the last four years, there has been unforeseen development under Mamata Banerjee, he said.

 

মানুষ মমতা ব্যানার্জিকে আগামী ১০০ বছর নয়নের মণি করে রাখবেন: অভিষেক ব্যানার্জি

পুরুলিয়ার কাশীপুরের তৃণমূল যুব কংগ্রেসের একটি সভায় উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের সভাপতি এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ার কাশীপুরের সেবাব্রতী ময়দানে কাশীপুর ব্লক তৃণমূলের উদ্যোগে আয়োজিত হয়েছিল এই বিশাল সমাবেশ।

অভিষেক ব্যানার্জি আগাগোড়া এ রাজ্যে মমতা ব্যানার্জির সাফল্যের এবং উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন এবং বলেন কংগ্রেস সি পি এম একজোটে বাংলার মানুষকে বিভ্রান্ত করতে চাইছে।   তিনি বলেন, সি পি এমের সঙ্গে জোট মানে সাঁইবাড়ির সঙ্গে হাত মেলানো এবং তাপসী মালিকদের হত্যাকারীদের সঙ্গে হাত মেলানো, ফের বাংলাকে পিছিয়ে দেওয়া।

যুব কংগ্রেসের সভাপতি বলেন গত ৪ বছরে এ–প্রান্ত থেকে ও–প্রান্ত বাংলার সর্বত্র মমতা ব্যানার্জি ঘুরে বেড়িয়েছেন মানুষের জন্য। এই লালমাটির পুরুলিয়া, বাঁকুড়া এবং বিরভুমেই এসেছেন ৫০ বারেরও বেশী। ডি এম এম ডি এ–সহ কর্তাদের সঙ্গে মিটিং করে যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তা তিনি সাড়ে ৪ বছরে সম্পূর্ণ করেছেন।

মমতা ব্যানার্জির বিরুদ্ধে ক্রমাগত কু९স্যা প্রচারের জন্যও বিরোধীদের ভর্ত্সনা করেছেন এই তরুন নেতা।

তিনি বলেন, “মমতা ব্যানার্জি হতে গেলে ভয়কে উপেক্ষা করে, নিজের জীবন বিপন্ন করে মানুষের জন্য লড়তে হয়।গত ৩৪ বছরে সি পি এম বাংলায় খুন ও লুঠপাঠ করেছে এবং গত ৪ বছরে মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলায় উনয়নের জোয়ার অব্যাহত।

‘Muktidhara’ scheme for self-help groups to be launched in Nadia today

West Bengal Government has launched a new project “Muktidhara” for the overall development of the self-help groups on the initiative of Chief Minister Ms Mamata Banerjee. The project will be launched officially in Nadia district today at Krishnanagar by the State Consumer Affairs Minister Sadhan Pandey.

The Muktidhara project has been initiated to bring permanency in earning a livelihood, drive away poverty and financial improvement through Self Help Groups and Self-employment schemes.

The scheme aims to empower the financially backward classes, especially women and increase the family earnings, thus developing the means of livelihood. The project started off in the districts of Purulia and Paschim Medinipur and met with much success.

The self-help groups are being encouraged to produce lac, nuts, vegetables, create apiaries, make plates from sal leaves, produce puffed rice, and take up domestication and rearing of poultry, black Bengal goat, pigs and other dairy animals. Those SHGs registered under the scheme will be given training. In the first step, the SHGs are being given a loan to the tune of Rs 1.25 lakhs.

The project will soon be launched in all the districts of the State.

CPM will not come back to power: Abhishek Banerjee in Purulia

Trinamool Youth Congress President Abhishek Banerjee on Sunday addressed a rally at Baghmundi in Purulia where eight Panchayat Samiti members of Jhalda – I block joined the Trinamool Congress.

There was no possibility of CPM coming back to power, he said at the rally.

The Trinamool Youth Congress President has been travelling extensively all over the State, strengthening and building up newer bases for the party organization at different corners, especially in the places where the strength of the opposition had been strong.

The visit to Baghmundi by the TMYC President reiterated the truth that the opposition party members have realised that the best bet to carry on the development of an area is to follow the ethics and ideology of the Trinamool Chairperson Mamata Banerjee.