Solar-hydro route for green power project in Purulia

Bengal is going solar this time to run generators that will pump water to a reservoir uphill in Purulia’s Ayodhya Hills during off peak hours, 10 years after the successful installation of Purulia Pumped Storage Project. The state power department will set up a 1,000MW solar-hydro power project when the existing project is a thermal-hydro mix.

The proposal was cleared in the state cabinet meeting on Monday. The purpose of this multifunction power plant is to pave the way for energy generation without fossil carriers — a first of its kind in the country — when Bengal has a lopsided 96:4 thermal-hydro ratio in power generation.

The objective is to use the afternoon sunlight to run turbines to lift stored water from a reservoir at a lower altitude in Ayodhya Hills to a reservoir on the upper side during off-peak hours that can help meeting the peak demand. Planned to be installed within 81 months from Monday, the second project is being funded by the Japan Bank of International Cooperation (JICA).

“This will be the first solar-driven pumped storage project in the country — clean and green. The project has been estimated at Rs 4650.79 crore. The state government will bear 15% of the project cost while the rest will come from JICA,” State Power Minister Shobhandeb Chattopadhyay said. The generated energy will be wheeled to the power grid to meet the peak demand.

 

পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদনে জোর রাজ্য সরকারের

রাজ্যে এই প্রথম স্বচ্ছ ও সবুজ বিদ্যুৎ তৈরী হবে অযোধ্যা পাহাড়ে। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে পরিবেশ বান্ধব ১০০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন সৌর বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠছে।

সোমবার মন্ত্রীসভার বৈঠকে এই অনুমোদন মিলেছে। ২৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন ৪টি পাম্প বসানো হবে। এই প্রকল্পের মোট সময়সীমা ধরা হয়েছে ৮১ মাস। প্রকল্পের জন্য খরচ হবে ৮৬৫০.৬৯ কোটি টাকা।

এর আগে পুরুলিয়ায় ৯০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র তৈরী হয়েছে। তবে নতুন প্রকল্পটি সম্পূর্ণ আলাদা। এতদিন পুরুলিয়ায় অযোধ্যা পাহাড়ের টুর্গায় তাপবিদ্যুতের মাধ্যমে জলকে উঠিয়ে তা জলবিদ্যুতে নামানো হত। এবার সৌরবিদ্যুতের মাধ্যমে জল উঠিয়ে আপার ড্যামে জলবিদ্যুতের মাধ্যমে নামানোর পরিকল্পনা নিয়েছে সরকার।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সৌরশক্তিকে ব্যবহার এই যুগান্তকারী পদক্ষেপ এই প্রথম।

একইসঙ্গে সাগরদিঘি প্রকল্পে আরও ৬৫০ মেগাওয়াট উৎপাদন হবে। মূলত ২০২২ সালের দিকে তাকিয়ে এই পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। এর ফলে ভবিষ্যতে বিদ্যুতের চাহিদা মিটবে।

We are developing Purulia as a tourism hub: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today declared Manbazar and Jhalda as the new sub-divisions of Purulia district. She also inaugurated a slew of developmental projects at Belkuri Hat Maidan in Purulia.

The CM laid the foundation stone for a medical college and hospital at Purulia. To boost the health infrastructure in Jangalmahal, she also inaugurated a 20-bedded SNCU at Raghunathpur Sub-Divisional Hospital in Purulia.

Mamata Banerjee also distributed the benefits of various government schemes like Kanyashree, Yuvashree, Sikshashree, Sabuj Shree, Sabuj Sathi among others.

Highlights of the CM’s speech:

  • We have distributed benefits to 22,000 people in Purulia today. 91% people in the district have received some benefit
  • We distribute saplings to the families of newborns under Sabuj Shree scheme
  • We give various scholarships to students – from Kanyashree to Sikshashree
  • We have distributed 35 lakh cycles under Sabuj Sathi last year. We will distribute 30 lakh cycles more this year
  • We have laid the foundation stone for a medical college in Purulia today
  • We have inaugurated a new SNCU at Raghunathpur today
  • We have inaugurated 28 check dams in Purulia district today along with 2 power sub-stations
  • We have inaugurated 3 bridges and 2 eco-tourism projects in Purulia
  • We have allotted 8 SNCUs and 2 multi super speciality hospitals to Purulia district
  • Purulia has achieved 100% electrification
  • We have given recognition to Al Chiki language
  • We are providing education loans up to Rs 10 lakh to SC/ST students to pursue higher education
  • We have started an Integrated Jangalmahal Development Project although Centre has stopped funds for Jangalmahal
  • 33,000 local youths have received employment in police forces in Purulia
  • We have taken up a Rs 1200 crore water supply project in Purulia
  • We are sanctioning more funds for development of stadia in the district. We want to promote sports
  • We will set up West Bengal Mahato-Kurmi Development Board with HQ in Purulia
  • We will develop Purulia as granite hub without causing harm to environment, keeping the interests of tribals intact
  • Why should youths of Purulia seek employment outside the district? We will create employment here itself
  • We will help self-help groups in poultry farming and egg production
  • 82,000 folk artistes receive monthly stipends. We will register one lakh artistes more by Durga Pujo
  • We are providing rice at Rs 2 /kg to people. Health care is free in Bengal
  • During Left rule, govt hospitals were in shambles. Now people praise the service in govt hospitals
  • Our Govt pays the premium of farmers’ crop insurance. We have registered 16 lakh farmers in this scheme
  • We have started Samabyathi scheme to help poor people cremate/bury the dead
  • We are renovating crematoria and burial grounds under Baitarini scheme
  • We have started Samarthan scheme for people who lost their jobs due to demonetisation
  • We have given land pattas to 3 lakh people. We are providing houses under Geetanjali scheme
  • We have done away with khajna (tax) on agricultural land
  • The youths and students are our future. They will make Bengal the best in the world

 

ঝালদা ও মানবাজারকে মহকুমা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আজ ঝালদা ও মানবাজারকে পুরুলিয়া জেলার মহকুমা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলকুড়ি হাটের ময়দানে আজ বেলা তিনটের সময় একটি জনসভায় এই ঘোষণা করেন তিনি। এছাড়াও বেশকিছু প্রকল্প উদ্বোধন ও শিলান্যাসও করেন মুখ্যমন্ত্রী।

পুরুলিয়ায় একটি মেডিকেল কলেজ ও হাসপাতালের শুভ শিলান্যাস করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও জঙ্গলমহলে স্বাস্থ্য পরিকাঠামো আরও উন্নত করতে তিনি আজ ২০ শয্যার একটি এস যেন সি ইউ উদ্বোধন করেন রঘুনাথপুর মহকুমা হাসপাতালে।

আজকের সভামঞ্চ থেকে বিভিন্ন সরকারি পরিষেবাও প্রদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ

  • আজ ২২ হাজার মানুষকে বিভিন্ন পরিষেবা প্রদান করা হয়েছে। এই জেলার ৯১ শতাংশ মানুষের কাছে সরকারী পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে
  • সদ্যোজাত শিশুদের পরিবারকে আমরা সবুজশ্রী প্রকল্পের আওতায় চারাগাছ দিচ্ছি
  • ছাত্রছাত্রীদের জন্য আমরা কন্যাশ্রী, শিক্ষাশ্রী স্কলারশিপ চালু করেছি
  • সবুজ সাথী প্রকল্পে ৩৫ লক্ষ সাইকেল দেওয়া হয়েছে। এই বছর আরও৩০ লক্ষ সাইকেল দেওয়া হবে
  • আজ পুরুলিয়ায় একটি মেডিকেল কলেজের শিলান্যাস করা হল
  • আজ রঘুনাথপুরে একটি নতুন এস এন সি ইউ- র উদ্বোধন করা হল
  • আজ এই জেলার জন্য ২৮টি চেক ড্যাম সহ ২টি বিদুতের সাব স্টেশনেরও উদ্বোধন করা হল
  • ৩টি ব্রিজ ও ২ টি ইকো-ট্যুরিজম প্রকল্পের উদ্বোধন হল আজ
  • পুরুলিয়া জেলায় ৮টি এস এন সি ইউ এবং ২ টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরী হবে
  • পুরুলিয়া জেলায় ১০০ শতাংশ বিদ্যুতায়ন হয়েছ গেছে
  • অল চিকি ভাষাকে আমরা স্বীকৃতি দিয়েছি
  • তপসিলি,  ট্রাইবাল ছাত্রছাত্রীর উচ্চ শিক্ষার জন্য আমরা ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছি
  • আমরা জঙ্গলমহলের উন্নয়নের জন্য ইন্টিগ্রেটেড জঙ্গলমহল ডেভেলপমেন্ট প্রজেক্ট চালু করেছি
  • কেন্দ্র জঙ্গলমহল উন্নয়নের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে
  • পুরুলিয়ার ৩৩ হাজার স্থানীয় ছেলেমেয়েদের পুলিশে চাকরি দেওয়া হয়েছে
  • পুরুলিয়ার জলসমস্যা মেটানোর জন্য জল সরবরাহ প্রকল্পে ১২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে
  • এই জেলার স্টেডিয়ামের উনয়নের জন্য আমরা আরও টাকা বরাদ্দ করেছি
  • পুরুলিয়ায় মাহাতো-কুর্মি উন্নয়ন পর্ষদ গঠন হবে
  • পরিবেশরক্ষা করে আর আদিবাসী ভাই বোনেদের স্বার্থ রক্ষা করে আমরা পুরুলিয়াকে গ্রানাইট হাব হিসেবে তৈরী করব
  • পুরুলিয়া জেলার ছেলেমেয়েরা কেন অন্য জেলায় যাবে চাকরির জন্য? আমরা এখানে কর্মসংস্থান করব
  • পোল্ট্রি চাষ ও ডিম উৎপাদনে আমরা স্বনির্ভর গোষ্ঠীদের সাহায্য করব
  • ৮২ হাজার লোকশিল্পীদের আমরা মাসিক ভাতা দিই, দুর্গা পুজোর আগেই আরও ১ লক্ষ লোকশিল্পীর নাম নথিভুক্ত হবে
  • আমরা ২ টাকা কিলো চাল দিচ্ছি মানুষকে, বাংলায় সরকারী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাওয়া যায়
  • বাম আমলে সরকারী হাসপাতালগুলির অবস্থা ছিল শোচনীয়। এখন মানুষ সরকারী হাসপাতালের পরিষেবার প্রশংসা করে
  • ১৬ লক্ষ কৃষককে আমরা ফসল বীমা দিচ্ছি। বীমার প্রিমিয়াম সরকার দেয়
  • গরীব মানুষদের সৎকারের জন্য আমরা সমব্যাথী প্রকল্প চালু করেছি
  • বৈতরণী প্রকল্পের আওতায় আমরা শশ্মান ও কবর স্থানগুলির সংস্কার করেছি
  • নোট বাতিলের ফলে যারা কর্মহীন হয়েছেন তাদের জন্য আমরা ‘সমর্থন’ প্রকল্প চালু করেছি
  • ৩ লক্ষ মানুষকে আমরা পাট্টা দিয়েছি। গীতাঞ্জলী প্রকল্পের আওতায় আমরা বাড়ি দিচ্ছি মানুষকে
  • কৃষিজমির খাজনা আমরা মকুব করে দিয়েছি
  • যুব ও ছাত্ররাই আমাদের দেশের ভবিষ্যৎ। ওরাই বাংলাকে বিশ্বসেরা করবে

 

Bengal CM to begin her 5-day tour of Paschimanchal today

Chief Minister Mamata Banerjee is expected to announce the bifurcation of West Midnapore and Burdwan into the much-awaited two more districts during her five-day long tour to Paschimanchal starting today.

Jhargram district will be carved out of West Midnapore and it will be announced as the 22nd district of the state on April 4. Further, Burdwan district will be bifurcated into Burdwan East and Burdwan West. Burdwan West will be the 23rd district that will start functioning as a new district on April 7 in the presence of the Chief Minister.

The CM will chair an administrative review meeting of West Midnapore district at Kharagpur today. She will be present in the programme on Tuesday when Jhargram will start functioning as a new district. The CM will be holding the administrative review meeting of Purulia and Bankura districts respectively on April 5 and 6. From Bankura, she will be going to Asansol to attend the programme from where another new district will be announced.

 

আজ থেকে পশ্চিমাঞ্চলের জেলা সফর শুরু মুখ্যমন্ত্রীর

আজ থেকে পাঁচ দিনের পশ্চিমাঞ্চলের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নববর্ষের উপহার হিসেবে দুটি জেলা রাজ্যবাসীকে উপহার দেবেন মুখ্যমন্ত্রী। একটি ঝাড়গ্রাম ও অন্যটি বর্ধমান পশ্চিম।

পশ্চিম মেদিনীপুর জেলা ভেঙে তৈরী হচ্ছে ঝাড়গ্রাম জেলা যা আগামী ৪ এপ্রিল ২২ তম জেলা হিসেবে আত্মপ্রকাশ করবে। অন্যদিকে বর্ধমান ভেঙে তৈরী হচ্ছে ২৩ তম জেলা বর্ধমান যা ৭ এপ্রিল থেকে প্রশাসনিক কাজকর্ম শুরু করবে।

আজ পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে একটি প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। আগামী মঙ্গলবার একটি অনুষ্ঠানে ঝাড়গ্রামকে জেলা হিসেবে ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। আগামী ৫ ও ৬ এপ্রিল পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় প্রশাসনিক বৈঠক করবেন তিনি। অন্য নতুন জেলাটির আনুষ্ঠানিক ঘোষণার জন্য আসানসোলের একটি কর্মসূচীতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী।

Bengal Govt taking steps to ensure sufficient drinking water supply in rural areas

In a bid to ensure sufficient supply of drinking water in major parts of Basirhat and Bongaon in North 24-Parganas, the state government is planning to engage an international firm that will set up water treatment plants to produce potable water from salt water.

Subrata Mukherjee, minister, state Public Health Engineering department, said: “There is a necessity to take steps to ensure sufficient supply of potable water in areas including Basirhat, Taki, Hingalganj and Bongaon. There is no scarcity of salty water in the area. But they need to be recycled to potable condition so that they can be supplied to the people.”

Lakhs of people will be benefitted as there would be no shortage of water with setting up of the treatment plants. At the same time, the state government has taken initiative to ensure sufficient supply of drinking water in Bankura and Purulia. Water is supplied in half of the Bankura district from the Damodar River.

Initiatives have been taken to ensure supply of safe drinking water in the remaining parts of the district. ADB is funding the project for Bankura district. Quite a similar project has been taken up for Purulia district to ensure that scarcity of potable water becomes a thing of the past in the district. Japan International Cooperation Agency is funding the project in Purulia.

With implementation of the projects, people of the area would not have to face any trouble due to short supply of water.

 

গ্রামীণ এলাকায় জলের কষ্ট মেটাতে উদ্যোগী রাজ্য

উত্তর ২৪ পরগনার বসিরহাট ও বনগাঁ এলাকায় জলের কষ্ট মেটাতে উদ্যোগী হল রাজ্য সরকার।

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত বাবু বলেন, সুন্দরবন এলাকার পানীয় জল সমস্যা চিরদিনের। সেই সমস্যা দূর করতে পরিকল্পিতভাবে এগোচ্ছে রাজ্য। বসিরহাট এলাকায় বিশেষ প্রকল্প নেওয়া হবে। এখানে জলে ৪০ শতাংশ লবণ রয়েছে। সেই জল শোধন করে মানুষকে দেওয়া হবে। এডিবি আর্থিক সাহায্য করবে। হিঙ্গলগঞ্জ, টাকি, হাসনাবাদ নিজে গিয়েছি, সমস্যা বুঝেছি। একটি বিদেশী সংস্থা এই ধরনের প্রকল্প গড়ে। ওই সংস্থার সাহায্য নেওয়া হবে।

মন্ত্রী বলেন, পুরুলিয়া ও বাঁকুড়ার মত রুখাশুখা এলাকার জন্যও জলপ্রকল্প নেওয়া হচ্ছে। বাঁকুড়ার একটি অংশে জল দিচ্ছে ডিভিসি। বাকি অংশের জন্য এক হাজার কোটি টাকা পাওয়া যাচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক থেকে। পুরুলিয়ার জন্য সাহায্যের হাত বাড়িয়েছে জাইকা। রাজ্যে ৮৩টি ব্লক আর্সেনিক, ফ্লোরাইড প্রবণ। সেই সমস্যাও মিটিয়ে ফেলা হচ্ছে। কাজ চলছে।

নদীয়া ও উত্তর ২৪ পরগনা জেলার সর্বত্র জলদি পাইপলাইনের কাজ শেষ হয়ে যাবে বলে দাবি করেন তিনি।

Bengal CM inaugurates the third edition of Jangalmahal Utsav

Bengal Chief Minister Mamata Banerjee today inaugurated the third edition of Jangalmahal Utsav from the Medinipur College Ground in Paschim Medinipur district today. She also distributed prizes for the Jangalmahal Cup. The festival will be held from January 3 to 10.

The festival will showcase the region’s rich traditional cultural forms including dance forms like Chung, Rono-pa, Pata, Jhumur, Chhou, Bhadu-Tusu, Raibeshe and many others. Bengal’s folk music will add to the attractions. Dhamsa and madol, two popular folk percussion instruments of the State, were distributed among 480 cultural groups from 24 blocks.

Around 40 stalls and 4 pavillions will showcase and promote handicrafts from the Jangalmahal region.

The Jangalmahal Cup, organised by the State Youth Welfare Department in association with West Bengal Police, the  has been a tremendous success during the last few years. It was held in the districts of Paschim Medinipur, Bankura, Purulia and Birbhum, with competitions in sports like football, kabaddi and archery. The cultural competition included Chhou and other tribal dance forms.

 

Following are some of the key points from the Chief Minister’s speech:

  • The Jangalmahal Utsav starts today; it will showcase different forms of tribal culture.
  • I am happy that 45000 young sportspersons are participating in the Jangalmahal Cup.
  • We have allocated Rs 1 lakh per police station to organise sporting events in their areas.
  • I welcome the ruling of the Hon’ble Supreme Court banning politics of religion.
  • Life is about celebration and togetherness, not about politics and slander.
  • We do not support riots and disturbing the communal harmony. The Government will take strong action against this.
  • True religion is about respecting and loving all religions and standing by one another.
  • Bengal does not support anyone who incites violence among religions communities.
  • The Bengal Government will crack down heavily on anyone who tries to spread communal violence and disrupt peace.
  • Our Government provides benefits through Kanyashree, Sikhshashree, Yubashree, Sabuj Shree, Sabuj Sathi and many other schemes.
  • All the 553 people who received prizes today will be given jobs by the Government.
  • Kalimpong, Asansol and Jhargram will become new districts by Poila Boishakh.

 

 

তৃতীয় জঙ্গলমহল উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী

আজ পশ্চিম মেদিনীপুরের কলেজ মাঠে তৃতীয় জঙ্গলমহল উৎসবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জঙ্গলমহল কাপ-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানও হল আজ। বিজয়ীদের হাতে জঙ্গলমহল কাপ তুলে দেন মুখ্যমন্ত্রী। জঙ্গলমহল উৎসব চলবে ৩-১০ জানুয়ারি পর্যন্ত।

পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তর আয়োজিত এই অনুষ্ঠান থেকে মানুষের হাতে বিভিন্ন সরকারি পরিষেবাও তুলে দেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে জঙ্গলমহল অন্তর্ভুক্ত ২৪ টি ব্লকের ৪৮০ টি সাংস্কৃতিক গোষ্ঠীকে ধামসা-মাদল প্রদান করা হয়।

এই উৎসবে জঙ্গলমহলের পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার আদিবাসী সাংস্কৃতিক গোষ্ঠীর নৃত্য গীত পরিবেশিত হবে – চাং নৃত্য, রণপা নৃত্য, পাতা নাচ, ঝুমুর গান, ছাপল নৃত্য, ভাদু-টুসু, ঘোড়া নাচ, নাটুয়া নাচ, ছৌ নাচ, সারপা নৃত্য, করম নৃত্য, বাহা নৃত্য, ভুয়াং নৃত্য, লোকসঙ্গীত, পাইক-ঢালি-রায়বেঁশে নৃত্য এবং অন্যান্য লোকসঙ্গীত ও নৃত্য, অন্যান্য লোকসঙ্গীত এবং ত্রিপুরা, মণিপুর ও ওড়িশার প্রাদেশিক লোকনৃত্য।

মেলা প্রাঙ্গনে রয়েছে বিভিন্ন দপ্তরের ৪০ টি স্টল, সঙ্গে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ, পুরুলিয়া বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলার ৪ টি সুদৃশ্য প্যাভিলিয়ন ও জঙ্গলমহলের ৬০ টি হস্তশিল্প বিক্রয় কেন্দ্র।

 

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

আজ এখান থেকে শুরু জঙ্গলমহল উৎসবের; বিভিন্ন উপজাতির নাচ, লোকসঙ্গীত হবে এই উৎসবে

জঙ্গলমহলের ৪৫০০০ ছেলেমেয়েরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, এরাই ভারতবর্ষ গড়বে

আমরা প্রত্যেকটি থানাকে নিজেদের এলাকায় ক্রীড়া প্রতিযোগিতা করার জন্য ১ লক্ষ টাকা দিচ্ছি

ধর্মের নাম ভোট চাওয়ার রাজনীতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানাচ্ছি

আমাদের সরকার সাধারণ মানুষের জন্য কন্যাশ্রী, শিক্ষাশ্রী, যুবশ্রী, সবুজশ্রী ও সবুজ সাথী সহ বিভিন্ন পরিষেবা চালু করেছে

যে ৫৫৩ জন আজ পুরস্কৃত হয়েছেন তাদের সরকারি চাকরি দেওয়া হবে

পয়লা বৈশাখ থেকে কালিম্পং, আসানসোল ও ঝাড়গ্রাম নতুন জেলা হবে

 

Bengal Youth Affairs Dept to promote adventure sports

The Bengal Youth Affairs Department is planning to organise a ‘Mountaineers’ Meet’ to discuss the pros and cons of mountaineering and adventure sports in Bengal, after releasing the year-long calendar containing details on training programmes and expeditions.

A plan has also been mooted to encourage more school and college-goers to take part in adventure sports. The participants will include well-known mountaineers who regularly take up expeditions, members from mountaineering clubs from across the state, former mountaineers, school and college-goers.

Eminent climbers and people with experience in the field of adventure sports from other parts of the country would also be present at the meet. The Youth Affairs department is yet to finalise the date, but it is likely to take place at the end of December or the first week of January 2017.

The State Government had taken many steps to promote mountaineering and adventure sports in the state, as it helps in building ‘sportsmanship and a sense of fellow feeling’ among students and the youth. The move resulted in an increase in the number of youth taking part in different expeditions and adventure sports in the State.

The Youth Affairs department will provide financial assistance of Rs 25,000 to mountaineering clubs, if they successfully impart training for adventure sports to at least 20 boys and girls between November and February.
The adventure sports include altitude trekking, river crossing and rafting, mountaineering, rock-climbing jungle safari and hang-gliding. The training takes place mainly in Joychandi, Mathaguru and Gajaguru areas in Purulia and Susunia hills in Bankura.

The release of the year-long schedule of expeditions and training programmes will be another highlight of the meet. It will contain detailed schedule of programmes and events organised for school and college-goers; dates suitable for expedition to different peaks including Mount Everest and coastal trekking; and state and national level competitions for the year 2017.

This is the first time that an initiative to prepare a year-long calendar for mountaineering and adventure sports have been taken up. The Radhanath Sikdar Tenzing Norgay Award to a mountaineer – for those who successfully climb Mount Everest – and Chhanda Gayen Award will be given to an outstanding woman climber on November 23 at Moulali Yuba Kendra. The state government had the introduced Radhanath Sikdar Tenzing Norgay Award in 2013 to motivate young mountaineers.

 

পর্বতারোহীদের নিয়ে অ্যাডভেঞ্চার স্পোর্টসের আয়োজন করছে রাজ্য

রাজ্য যুব কল্যাণ দপ্তর সারা বছরের প্রশিক্ষণ কর্মসূচি ও অভিযানের ক্যালেন্ডার প্রকাশ করার সঙ্গে সঙ্গে পর্বতারোহীদের নিয়ে একটি সমাবেশ করার পরিকল্পনা গ্রহণ করছে, যেখানে পর্বতারোহণের বিভিন্ন বিষয় আলোচনা করা হবে।

এ ছাড়াও বিভিন্ন “অ্যাডভেঞ্চার স্পোর্টস” সম্বন্ধে আলোচনা করা হবে। স্কুল ও কলেজ পড়ুয়াদেরও এই ধরনের খেলায় অংশগ্রহণ করতে উত্সাহিত করার পরিকল্পনা  চলছে। অংশগ্রহণকারীদের মধ্যে থাকবে স্বনামধন্য পর্বতারোহীরা, বিভিন্ন মাউন্টেনিয়ারিং ক্লাবের সদস্য সহ স্কুল কলেজ পড়ুয়ারা। ভিন রাজ্যের পর্বতারোহী ও অ্যাডভেঞ্চার স্পোর্টসে পারদর্শীরাও থাকবেন।

এখনও তারিখ চূড়ান্ত না হলেও মোটামুটি ভাবে ডিসেম্বর মাসের শেষ বা জানুয়ারির গোড়াতেই এটি অনুষ্ঠিত হওয়ার কথা।

ইতিমধ্যেই রাজ্য সরকার পর্বতারোহন ও অ্যাডভেঞ্চার স্পোর্টসকে উন্নত করতে অনেক পদক্ষেপ নিয়েছে কারণ এই ধরনের খেলায় মানুষের মধ্যে আত্মবিশ্বাস, লড়বার মানসিকতা তৈরী হওয়ার পাশাপাশি তাকে সমব্যথীও করে তোলে। ফলস্বরূপ, যুবকরা খুব বেশি পরিমান অংশগ্রহণ করছে এই ধরনের খেলাগুলিতে।

যদি নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে কোন মাউন্টেনিয়ারিং ক্লাব অন্তত ২০ জন ছেলে মেয়েকে অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য প্রশিক্ষণ দিতে পারে তাহলে সেই ক্লাবকে ২৫০০০ টাকার আর্থিক অনুদানও দেবে রাজ্য যুব কল্যাণ দপ্তর।

পর্বতারোহন মূলত হিমালয় ও তার পার্শবর্তী অঞ্চলে করা হলেও বাকি অ্যাডভেঞ্চার স্পোর্টসগুলি মূলত হয়ে থাকে পুরুলিয়া ও বাঁকুড়া জেলায়।

এই প্রথম এই ধরনের খেলাধুলোর জন্য বার্ষিক ক্যালেন্ডার তৈরী করা হবে যাতে সারা বছর চলতে থাকা অভিযান গুলো একদম তারিখ সহ দেওয়া থাকবে।

রাজ্য সরকার তরুণ পর্বতারোহীদের উত্সাহিত করতে ২০১৩ সালে প্রথম নিয়ে আসেন ‘রাধানাথ সিকদার পুরস্কার’ ও ‘তেনজিং নোরগে পুরস্কার’, যা দেওয়া হয় এভারেস্ট বিজয়ীদের।

‘ছন্দা গায়েন পুরস্কার’  দেওয়া হয় কোনো অসাধারণ মহিলা পর্বতারোহীকে। ২৩ নভেম্বর মৌলালি যুব কেন্দ্রে এই পুরস্কার গুলি  বিতরণ করা হবে।

 

Bengal seeks GI tag for handicrafts

The West Bengal State Council of Science and Technology is seeking GI recognition for various handicrafts which are unique in character and have the potential to be marketed nationally and internationally.

Officials of the state patent office, in co-ordination with the department of Micro, Small and Medium Enterprises (MSME) have recently applied for GI tags for seven handicraft products like ‘Patachitra’ paintings, ‘Dokra’, wooden mask, ‘Chhau’ mask, ‘Madur’ etc.

Diverse handicraft products

In West Midnapore district, it is estimated that there are about 4,500 weavers who are involved in making of ‘Madhukathi’ mats made from grass weed. In recent years, they have diversified into making curtains, hats, purse etc.

Similarly in Cooch Behar, the craftsmen make ‘Sitalpati’ mat, which is famous for its glossiness, smoothness and fineness of texture. The expensive cane product is specially suited for hot and humid climates as it is very cool.

In Purulia, the ‘Chhau’ mask is famous and is used for ‘Chhau’ dance and also for decoration purpose as wall hangings. In Bankura, artisans have retained the thousands of years old wax casting technique with ‘Dokra’ products like figures of gods and goddesses, birds, animals besides jewellery.

 

হস্তশিল্পের ওপর GI ট্যাগের স্বীকৃতি চায় বাংলা

পশ্চিমবঙ্গ রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি পরিষদ এবার তাদের হস্তশিল্পের বিভিন্ন পণ্যদ্রব্য ও জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বাজারজাত করার জন্য GI ট্যাগের স্বীকৃতি চেয়েছে।

সম্প্রতি রাজ্যের পেটেন্ট কার্যালয়ের কর্মকর্তারা, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (MSME) বিভাগের সহযোগিতায় সাতটি হস্তশিল্পজাত দ্রব্য যেমন – পটচিত্র, পেইন্টিং, ডোকরা, কাঠের মুখোশ, ছৌ মুখোশ ও মাদুর ইত্যাদিকে GI ট্যাগের স্বীকৃতি দেওয়ার জন্য আবেদন জানিয়েছে।

বিভিন্ন হস্তশিল্প:

অনুমান করা হয় পশ্চিম মেদিনীপুর জেলার প্রায় ৪,৫০০ জন তাঁতি ঘাস আগাছা থেকে মাদুরকাঠি তৈরির সঙ্গে যুক্ত। সাম্প্রতিক বছরগুলোতে, তারা পর্দা, টুপি, পার্স ইত্যাদি বিচিত্র পণ্যদ্রব্য তৈরি করছে।

একইভাবে কুচবিহারে তৈরি হয় শীতল পাটি মাদুর যা এর উজ্ঞ্বলতা, মসৃণতার জন্য বিখ্যাত। ব্যয়বহুল এই জিনিসটি গরম ও আর্দ্র আবহাওয়ায় জন্য উপযুক্ত, এটি খুব ঠাণ্ডা।

পুরুলিয়ার ছৌ নাচ ও ছৌ মুখোশ বিখ্যাত এবং দেওয়ালের চিত্রের জন্য অনেক প্রসাধনী ব্যবহার করা হয়।

বাঁকুড়ায়, ডোকরার তৈরি পণ্য দ্রব্য যেমন পাখি, পশু, গয়নার পাশাপাশি হাজার বছরের পুরনো শিল্পকে ডোকরার মাধ্যমে আজ বাঁচিয়ে রেখেছেন শিল্পীরা।

 

Bengal Tourism Dept setting up ropeways in Purulia and Bankura

The West Bengal Tourism Department is taking initiatives to set up ropeways in Mukutmanipur in Bankura and Ayodhya Hills in Purulia.

State Tourism Minister Gautam Deb said that already initial steps have been taken for the project. Purulia is being projected as a prime tourist destination; a tourism information centre is also being set up there.

A day-care centre is also being set up in Ayodhya Hills to facilitate the tourists, along with watchtowers and cottages, the Minister said. A branch of the State Tourism Development will also be opened at the district administrative building, he said.

 

পুরুলিয়া-বাকুঁড়ায় রোপওয়ে চালু করছে পশ্চিমবঙ্গ পর্যটন বিভাগ

বাঁকুড়ার মুকুটমণিপুর জলাধার এবং পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে রোপওয়ে চালু করছে পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তর।

রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব জানান, ইতিমধ্যেই প্রকল্পের প্রাথমিক কাজ শুরু হয়ে গেছে। পুরুলিয়ায় একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। পুরুলিয়ার সৌন্দর্য আরও ভাল ভাবে পর্যটকদের সামনে তুলে ধরার জন্য আমরা অযোধ্যায় পরিকাঠামোর উন্নয়নে জোর দিচ্ছি।

অযোধ্যা পাহাড়ের নীচে পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রকল্পের লোয়ার ড্যাম থেকে পাহাড়ের উপর আপার ড্যাম অবধি প্রায় আট কিলোমিটার দীর্ঘ হবে রোপওয়েটি, এর জন্য বরাদ্দ খরচের পরিমাণ ১০ কোটি টাকা।

অযোধ্যা পাহাড়ে ৪ টি ওয়াচ টাওয়ার তৈরি করা হবে। পুরুলিয়া জেলাশাসকের দপ্তরে খোলা হবে ট্যুরিজম ইনফরমেশন সেন্টার। এছাড়া, অযোধ্যা পাহাড়ের পাদদেশে পর্যটকদের জন্য চালু হবে ডে-কেয়ার সেন্টার।

 

WB CM inaugurates Purulia Govt Engineering College

West Bengal Chief Minister Mamata Banerjee chaired an administrative meeting at Purulia district today. During the meeting, she inaugurated a government engineering college at Purulia. This is the first government engineering college in the State in the last 20 years.

The college would have all the required infrastructure (academic block, administrative block, student activity centre, separate hostels for boys and girls among other things). Eighty one teachers and 31 non-teaching staff will be recruited for the college.

Affiliated to Maulana Abul Kalam Azad University of Technology, Purulia Government Engineering College will offer graduate-level courses in civil engineering, mechanical engineering, electrical engineering, Computer Science engineering, electronics and communication engineering.

Classes for the first batch will commence on 10 August with 300 students selected via West Bengal Joint Entrance Examination.

The Chief Minister addressed a press conference after the administrative revie meeting.

Highlights of her speech:

  • Major roads are being constructed in Bankura and Purulia at a cost of Rs 340 Cr, it will benefit people hugely
  • A major industrial corridor is coming up between Amritsar and Kolkata, this will connect Purulia and Bankura as well
  • Out of 12 Kisan Bazars, 6 are ready in this district which will be inaugurated tomorrow
  • We have started youth hostels, cottages and roadways in the Ayodhya Hills area, this will boost tourism in the region
  • We also held discussions on all the social schemes such as Kanyashree, Khadya Sathi, Shikshashree and other schemes

 

আজ পুরুলিয়ায় সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী

আজ পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠককালে তিনি পুরুলিয়ায় সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের উদ্বোধন করেন। গত ২০ বছরে এটি রাজ্যের প্রথম সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ।

কলেজ সব প্রয়োজনীয় অবকাঠামো (একাডেমিক ব্লক, প্রশাসনিক ব্লক, ছাত্র কার্যকলাপ কেন্দ্র, ছেলেদের এবং অন্যান্য বিষয়ের মধ্যে মেয়েদের জন্য আলাদা হোস্টেল) রয়েছে। আশি জন শিক্ষক এবং ৩১ জন স্টাফ কলেজের জন্য নিয়োগ করা হবে।

পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে নির্বাচিত ৩০০জন শিক্ষার্থী নিয়ে ১০ই আগস্ট প্রথম ব্যাচের ক্লাস শুরু হবে।

বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী।

 

এখানে মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু বিষয়ঃ

বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় ৩৪০ কোটি টাকা ব্যয়ে অনেক রাস্তা তৈরির প্রকল্প নেওয়া হয়েছে, এগুলি সম্পূর্ণ হলে মানুষের অনেক উপকার হবে

অমৃতসর ও কলকাতার মধ্যে একটি শিল্প করিডর তৈরি করা হচ্ছে, এর মাধ্যমে বাঁকুড়া ও পুরুলিয়াকেও যুক্ত করা হবে

১২ টি কৃষক বাজারের মধ্যে ৬টির কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গেছে, এগুলি আগামীকাল উদ্বোধন করা হবে

অযোধ্যা পাহাড় এলাকায় আমরা যুব আবাস, কটেজ এবং রাস্তা তৈরি করছি যার ফলে সাধারণ মানুষের অনেক সুবিধা হবে

শিক্ষাশ্রী, কন্যাশ্রী, খাদ্য সাথী সহ বিভিন্ন সামাজিক প্রকল্প নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে

 

WB CM to begin three-day tour of districts today

West Bengal Chief Minister Mamata Banerjee will leave for three-day tour of districts on Tuesday to hold administrative meetings. She will be visiting Purulia, Birbhum and Burdwan to hold administrative meetings and will be accompanied by senior officials and ministers.

Banerjee will hold the cabinet meeting at Nabanna Tuesday afternoon. This will the sixth cabinet meet since the new government took over in May. She will also hold two important meetings, one of which concerns the spread of dengue. Senior officials of the Kolkata Municipal Corporation (KMC) and Bidhannagar Municipal Corporation (BMC) will be present at the meeting too. Another important meeting on industry will be held on Tuesday.

The Chief Minister will leave for Durgapur Tuesday evening and will spend the night there. On August 3, she will go to Purulia to hold the administrative meeting. The administrative meeting at Bolpur will be held on August 4, while the one in Burdwan will be held on August 5. She will leave for Kolkata from Burdwan on August 5, and will meet party leaders at her residence on August 6.

 

আজ থেকে তিনদিনের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার তিনদিনের জেলা সফরে যাচ্ছেন। সেখানে গিয়ে তিনি প্রশাসনিক বৈঠক করবেন।  পুরুলিয়া, বীরভূম ও বর্ধমান জেলা পরিদর্শন করবেন এবং সেখানকার ঊর্ধ্বতন কর্মকর্তা ও মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন। তিন জেলার উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা রয়েছে৷

মঙ্গলবার বিকেলে নবান্নে মন্ত্রিসভার বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। মে মাসে নতুন সরকার হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর এটি ষষ্ঠ মন্ত্রিসভার বৈঠক। এছাড়া আরও দুটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তিনি। ডেঙ্গু প্রতিরোধের জন্য মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য আধিকারিকদের বৈঠকে ডেকেছেন মুখ্যমন্ত্রী। কলকাতা পুরসভার এবং বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশনের (বিএমসি) ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত থাকবেন। শিল্প নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠকও অনুষ্ঠিত হবে।

মুখ্যমন্ত্রী বিকেলে দুর্গাপুর যাবেন এবং সেখানেই রাত্রিবাস করবেন। ৩ আগস্ট পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠক করবেন, ৪ আগস্ট বোলপুরে, ৫ আগস্ট বর্ধমানে প্রশাসনিক বৈঠক সেরে তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা হবেন। আগামী ৬ আগস্ট  তিনি তার বাসভবনে দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।