Usharmukti Scheme to provide relief from drought

The Bengal Government has started a unique scheme to provide adequate water for irrigation and increase the level of underground water in six districts with acute water scarcity.

The scheme, Usharmukti is being implemented by the Panchayats and Rural Development Department in Jhargram, Purulia, Bankura, Birbhum, Paschim Medinipur and Purba Bardhaman districts, covering 55 blocks, 472 gram panchayats and more than 2,000 watershed areas. The total area under the project will be around 14 lakh hectares.

The project has been taken up, as agriculture in these six districts is badly affected every summer due to severe drought. The project will change the agricultural scenario in these six drought-prone districts.

The scheme was first implemented in Bankura district, where several steps have been taken to provide more water for irrigation and improve the health of several rivers.

To make the project a success, the layer of underground water will be raised and the health of several rivers will be improved. A comprehensive watershed management has been taken up to convert barren land into fertile and make single-crop land into multi-crop ones.

The work will be carried out under Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA) Scheme.

Source: Millennium Post

পশ্চিমাঞ্চলে খরা থেকে স্বস্তি দিতে সরকারের ঊষরমুক্তি প্রকল্প

পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে খরা রুখতে রাজ্য সরকার ‘ঊষরমুক্তি’ নামে এক অভিনব প্রকল্প শুরু করেছে। রাজ্যের এই ৬টি জেলায় জলকষ্ট সবথেকে বেশী প্রকট। তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে এই জেলাগুলিতে সেচের জন্য পর্যাপ্ত জল সরবরাহ করা হবে; বাড়ানো হবে ভূগর্ভস্থ জলের পরিমাণও।

ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরের ৫৫টি ব্লক, ৪৭২টি গ্রাম পঞ্চায়েত, ২০০০টি ওয়াটারশেড অঞ্চলে এই প্রকল্পের কাজ করছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। সব মিলিয়ে এই অঞ্চলের আয়তন ১৪ লক্ষ হেক্টর। প্রতি বছর এই অঞ্চলে গ্রীষ্মকালে খরার জন্য কৃষির প্রচণ্ড ক্ষতি হয়। আশা করা যায়, এই প্রকল্প পাল্টে দেবে ওই অঞ্চলের কৃষির চিত্র।

এই প্রকল্প প্রথম শুরু হয় বীরভূম জেলায়। সেচে পরিকাঠামো উন্নত করা থেকে শুরু করে অঞ্চলের নদীগুলোর সংস্কারও করা হয়েছে। এই সমস্ত কাজ করা হচ্ছে ১০০ দিনের কাজের আওতায়।

এই ওয়াটারশেড ব্যাবস্থার মাধ্যমে চাষের অযোগ্য জমিকে চাষের যোগ্য করে তোলা হবে এবং এক ফসলি জমিকে বহু ফসলি জমিতে রুপান্তরিত করা হবে।

Bengal Govt to overhaul bus connectivity in Jangalmahal

The State Transport Department has decided to overhaul the bus connectivity in Jangalmahal. This is the latest of the many services that Chief Minister Mamata Banerjee has brought to the region, as a result of which the people of the region are in a much better state than during the Left Front years. She even created the district of Jhargram to better target developmental work.

Jhargram, Silda, Belpahari, Nayagram, Binpur, Jamboni, Jhalda, Baghmundi and Balarampur will be part of the new service structure. The first six places are in Jhargram district while the other three are in Purulia district. The Transport Department will spend Rs 12 crore to overhaul the structure.

New bus routes will be opened from Esplanade to Jamboni, Silda, Belpahari, Baghmundi, Jhalda and Balarampur.

A new bus terminus will come up near Jhargram town, and new bus services will be introduced between it and various places in the Jangalmahal region, and also Kolkata. A night shelter will also come up at this bus stand. After being made the district headquarters of Jhargram district, the place has become a very busy one. New bus terminuses will come up in Silda, Belpahari and Nayagram.

Besides for benefitting the regional populace, these new services are also aimed at enabling more tourist activities. In recent years, the State Government has been developing the region into a major tourist hub. The mostly forested Jangalmahal has a lot of tourist potential, and an effective transport system is a must for tourism to flourish. The government has constructed many guest houses and bungalows, and has modernised many of the guest houses belonging to the Forest Department. Home stay tourism is another area that the State Government has been laying a lot of stress on.

Source: The Statesman

জঙ্গলমহলে পরিবহন ব্যবস্থা ঢেলে সাজাবে রাজ্য

জঙ্গলমহলে যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহন দপ্তর। এই অঞ্চলের উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার ইতিমধ্যেই নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এর ফলে এই অঞ্চলের মানুষ বাম আমলের তুলনায় এখন অনেক ভালো আছেন। ঝাড়গ্রামকে পৃথক জেলা ঘোষণা করা হয়েছে উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে।

ঝাড়গ্রাম, শিলদা, বেলপাহাড়ি, নয়াগ্রাম, বিনপুর, জাম্বনী, ঝালদা, বাঘমুন্ডি ও বলরামপুর এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করবে পরিবহন দপ্তর। প্রথম ছটি জায়গা ঝাড়গ্রামে বাকি তিনটি জায়গা পুরুলিয়াতে। পরিকাঠামো তৈরীতে খরচ হবে ১২কোটি টাকা।
এসপ্ল্যানেড থেকে জাম্বনী, শিলদা, বেলপাহাড়ি, ঝালদা, বাঘমুন্ডি, বলরামপুর অবধি নতুন বাস রুট শুরু হবে।

ঝাড়গ্রাম টাউনের কাছে তৈরী হবে নতুন বাস টার্মিনাস। এই টার্মিনাস থেকে জঙ্গলমহলের বিভিন্ন অঞ্চলে ও কলকাতায় বাস চালু করা হবে। এই টার্মিনাসে একটি নাইট শেল্টারও তৈরী করা হবে। শিলদা, বেলপাহাড়ি, নয়াগ্রামেও নতুন বাস টার্মিনাস তৈরী হবে।

স্থানীয় মানুষদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি এই নতুন সার্ভিসের ফলে এই অঞ্চলে পর্যটনেরও প্রসার হবে। গত কয়েক বছরে রাজ্য সরকার এই অঞ্চলটিকে গুরুত্বপূর্ণ পর্যটন হাব হিসেবে তৈরী করছে। ঘন জঙ্গলে ভরা জঙ্গলমহলে পর্যটনের বিপুল সম্ভাবনা আছে। এই নতুন বাস পরিষেবা নিঃসন্দেহে পর্যটন শিল্পকে আরও সাহায্য করবে।

Kanyashree Swabalambi Scheme for self-sufficiency

To make the beneficiaries of the Kanyashree Scheme self-sufficient with respect to making a living, the Bengal Government has started the Kanyashree Swabalambi Scheme.

The pilot project for the scheme was recently launched for Purulia district. Gradually, this project would be extended to the whole of the state.

Besides skill development training, the girls would also be given training in communication and other personality development modules.

Source: Dainik Jugasankha

‘কন্যাশ্রী স্বাবলম্বী’ পাইলট প্রকল্পের সূচনা

‘কন্যাশ্রী’দের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলে স্বনির্ভর করার জন্য ‘কন্যাশ্রী স্বাবলম্বী’ পাইলট প্রকল্প চালু করল রাজ্য সরকার। পুরুলিয়ায় জেলায় প্রাথমিকভাবে এই প্রকল্পের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী।

তিনি বলেন, ‘প্রাথমিক ভাবে এই জেলায় হাজারের বেশী কন্যাশ্রীকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। এদের প্রত্যেকের দক্ষতা বৃদ্ধি ছাড়াও সাবলীলভাবে কথা বলা এবং ব্যাক্তিত্ব বাড়িয়ে তোলার প্রশিক্ষণ দেওয়া হবে। কন্যাশ্রীদের এই সুযোগ ধীরে ধীরে সারা রাজ্যে প্রসারিত করা হবে।’

জেলা প্রশাসনের উদ্যোগে ‘শিশুর সঠিক পোষণের মাধ্যমে অপুষ্টি প্রতিরোধে বিশেষ পদক্ষেপ’ শিরোনামে অঙ্গনওয়াড়ি কর্মীদের একটি সহায়ক পুস্তিকার উদ্বোধন করা হয়।

Watershed-based initiatives launched in districts

The Bengal Panchayat and Rural Development Department has recently launched watershed-based initiatives for livelihood augmentation in several districts.

The government has initiated watershed-based initiatives in soil and moisture conservation, plantation and livelihood augmentation in 54 blocks in Purulia, Bankura, Birbhum, Paschim Medinipur and Paschim Bardhaman districts.

It may be mentioned that the department had already taken up several schemes for watershed development for livelihood augmentation under the Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA) Scheme.

Source: Millennium Post

 

ওয়াটারশেড ভিত্তিক উদ্যোগ জেলায় জেলায়

রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর সম্প্রতি কয়েকটি জেলায় ওয়াটারশেড ভিত্তিক উদ্যোগ শুরু করেছে জীবিকার উন্নতির জন্য।

পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান জেলার ৫৪টি ব্লকে মাটি ও আর্দ্রতা সংরক্ষণ, চাষাবাদ এবং জীবিকানির্বাহের কাজ করা হচ্ছে ওয়াটারশেড ভিত্তিক পদ্ধতিতে।

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ইতিমধ্যেই ১০০ দিনের কাজের আওতায় জীবনযাত্রার উন্নয়নের জন্য ওয়াটারশেড ভিত্তিক অনেক উদ্যোগ নিয়েছে।

State Govt to provide online booking facility for its youth housing facilities

The youth hostels of the Bengal Government are being renovated by the Youth Affairs and Sports Department. Among the services to be introduced after the renovation is online booking facility for the hostels.

Eighteen housing facilities are being renovated. These facilities have been constructed in Kolkata and in the districts of North and South 24 Parganas, Howrah, Purba Bardhaman, Purba and Paschim Medinipur, Birbhum, Bankura, Purulia, Murshidabad, Alipurduar and Darjeeling.

Twenty-one more youth housing facilities are being constructed at various tourist spots of the state.

Source: Aajkal

 

যুব আবাসগুলিতে অনলাইন পরিষেবা চালু করল রাজ্য সরকার

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর যুব আবাস কেন্দ্রগুলির পুনঃসংস্কার হচ্ছে। নবরূপে সজ্জিত চালু যুব আবাসের অনলাইন বুকিং পরিষেবা চালু করছে রাজ্য সরকার।

নবরূপে ১৮ টি যুব আবাস তৈরি হয়েছে। কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, আলিপুরদুয়ার ও দার্জিলিং সহ আরও বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে এই যুব আবাসগুলি।

এছাড়াও পশ্চিমবঙ্গের অন্যান্য পর্যটন কেন্দ্রে ও আরও ২১ টি নতুন যুব আবাস তৈরির কাজ শেষের পথে।

State Govt promoting home stay tourism in Adivasi-populated villages in the Ayodhya Hills

The Bengal Government is promoting home stay tourism in the Adivasi-populated villages in the Ayodhya Hills in Purulia district. The first such project is being implemented in Punia Sasan village in Baghmundi block.

Over the last few years, it is being seen that more and more people are visiting the verdant Ayodhya Hills, especially in winter. Since it is difficult and not environment-friendly to construct too many resorts in ecologically fragile areas, the government has come up with this measure to accommodate tourists.

These home stays would also give the Adivasi villagers, most of whom are poor, an additional source of income. The Adivasi villagers who would be running these home stays are being given training for the purpose.

Being the original inhabitants of the land, the Adivasis are intimately acquainted with the history, and folk culture and literature of the region. Hence, they can be the guides for tourists flocking the region.

Staying in home stays would also give tourists a feel of Adivasi life.

Source: Ei Samay

অযোধ্যা পাহাড়ের আদিবাসী অধ্যুষিত গ্রামগুলিতে হোম-স্টে’তে জোর দিচ্ছে রাজ্য সরকার

পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের আদিবাসী অধ্যুষিত গ্রামগুলিতে হোম-স্টে ট্যুরিসমে জোর দিচ্ছে রাজ্য সরকার। বাঘমুন্ডি জেলার পুনিয়া ও শাসন জেলার জন্য রাজ্য সরকারের এই ধরনের উদ্যোগ এই প্রথম।

বিগত কয়েক বছরে দেখা গেছে, প্রচুর মানুষ অযোধ্যা পাহাড় বেড়াতে গেছে, বিশেষ করে শীতকালে। এইসকল অঞ্চলে রিসর্ট তৈরি করা কষ্টসাধ্য এবং পরিবেশ-বান্ধবও নয়। তাই, সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এই ধরনের হোম-স্টে গুলি আদিবাসীদের অতিরিক্ত রোজগারের সুযোগ করে দেবে।

এই হোম-স্টে’গুলি যে বাড়িতে করা হবে, তাদের প্রশিক্ষণ দেওয়া হবে অতিথি সৎকারের।
আদিবাসীদের এই প্রকল্পে আনার কারন হল, যেহেতু তাঁরা এই অঞ্চলের পুরনো বাসিন্দা, স্থানীয় ইতিহাস খুব ভালো জানেন। তাই তাঁরা গাইডের কাজ খুব ভালো পারবেন।

এই হোম-স্টেগুলিতে থেকে পর্যটকরা আদিবাসী জীবনের আস্বাদ পাবেন, যা কোনও হোটেলে কেউ পেতে পারবেন না।

State Govt making Purulia, Bankura major hubs of grape cultivation

The Bengal Government is taking up cultivation of grapes in a big way in Purulia and Bankura districts. It is taking the help of the National Research Centre for Grapes (NRCG) to make the state a major hub of grape production.

Experts have found that the soil and the climate condition in these two districts are congenial for large-scale grape cultivation. Taldangra and parts of Chatna in Bankura, and areas adjacent to the Ayodhya Hills and parts of Balarampur in Purulia are being used for the cultivation.

Recently, the State Government’s Paschimanchal Unnayan Affairs Department, for the first time, took up an initiative for pomegranate cultivation in Purulia, Bankura and Jhargram districts.

Source: Millennium Post

পুরুলিয়া ও বাঁকুড়ায় আঙুর চাষের ওপর জোর রাজ্য সরকার

বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় আঙুর চাষের উদ্যোগ নিচ্ছে রাক্য সরকার। এই দুই জেলাকে আঙুর চাষের বড় হাবে পরিণত করতে রাজ্য সরকার সাহায্য নেবে ন্যাশানাল রিসার্চ সেন্টার ফর গ্রেপস-এর।

বিশেষজ্ঞদের মতে, এই দুই জেলার আবহাওয়া আঙুর চাষের জন্য উপযোগী। বাঁকুড়া জেলার তালড্যাংরা ও ছাতনার কিছু অংশ এবং পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড় ও বলরামপুরের কিছু জায়গায় হচ্ছে আঙুর চাষে।

ইতিমধ্যেই পুরুলিয়া, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দপ্তর উদ্যোগ নিয়েছে বেদানা চাষের।

Purulia, Jhargram districts, along with Bankura, to become major alphonso hubs

Purulia and Jhargram districts will become major hubs for alphonso mangoes in the near future. Already in Bankura district 2,500 alphonso saplings have been planted. The fruits from some of these trees were brought to the mango festival held at Kolkata’s City Centre I recently, where they turned out to be a huge hit.

The State Paschimanchal Unnayan Affairs Department will spend Rs 32 lakh to grow this variety of mango. This will also help the local people to become self reliant, as the work will be done by members of Self-Help Groups (SHGs) under the Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA) scheme. The department, along with the district administration, will train the SHG members for three years about the maintenance of the gardens.

The District Magistrates of Purulia and Jhargram will be given 5,000 saplings, which will be grown in four gardens in Purulia and seven gardens in Jhargram.

According to the Paschimanchal Unnayan Affairs minister, agricultural scientists from Maharashtra, which is the original alphonso-growing region, have given strong recommendations in favour of growing alphonso in the districts of Bankura, Purulia and Jhargram.It may be mentioned that the lepers of Bankura who are fully cured have been growing vegetables and fruits under MGNREGA to earn their livelihood.

It may be mentioned that the lepers of Bankura who are fully cured have been growing vegetables and fruits under MGNREGA to earn their livelihood.

 

পুরুলিয়া ও ঝাড়গ্রামের আলফান্সো আম কুড়োচ্ছে প্রশংসা

আলফান্সো আম প্রধানত মহারাষ্ট্রে পাওয়া যায়; এর খ্যাতি জগৎজোড়া। কিন্তু এবার পুরুলিয়া ও ঝাড়গ্রামের আলফান্সো আমও কুড়োচ্ছে প্রশংসা। বাঁকুড়ায় ইতিমধ্যেই ২৫০০ আলফান্সো আমের চারা বসানো হয়েছে। কয়েক সপ্তাহ আগে এক আম উৎসবে পুরুলিয়া ও ঝাড়গ্রামের আলফান্সো আম নজর কাড়ে।

পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তর এই আমের ফলনের জন্য ৩২ লক্ষ টাকা ব্যয় করবে। ওই দুই জেলায় ১১টি বাগান করা হয়েছে। ড্রিপ পদ্ধতিতে জল সেচ করার সমস্ত আয়োজন সেখানে করা হয়েছে। দপ্তরের উচ্চাধিকারিকরা চারা আনতে ওই বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন। এই উদ্যোগের ফলে ওই অঞ্চলের লোকজন স্বনির্ভরও হতে পারবে।

পুরুলিয়া ও ঝাড়গ্রামের জেলাশাসকদের ৫,০০০ করে চারা গাছ তুলে দেওয়া হবে। এই চারাগুলি পুরুলিয়ার ৪টি বাগান ও ঝাড়গ্রামের ৭টি বাগানে রোপণ করা হবে। ১০০ দিনের কাজের মধ্যে এই চারগুলির দেখাশোনা করবে স্থানীয় স্বনির্ভর গোষ্ঠী। জেলা প্রসাশনের সহযোগিতায় পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তর তিন বছর ব্যাপী স্বনির্ভর গোষ্ঠীদের প্রশিক্ষণ দেবে এই বাগান গুলির পরিচর্যার ক্ষেত্রে।

এই প্রকল্পে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যেরা আত্মনির্ভর হয়ে উঠেছে। ওই দপ্তরের উচ্চাধিকারিকরা বলেন, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলায় আলফান্সো আমের ফলনের বিপুল সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত বাঁকুড়া জেলার কুষ্ঠরোগীরা যারা সম্পূর্ণ ভাবে সেরে উঠেছেন, তারা ১০০ দিনের কাজের অন্তর্গত সবজি ও ফলের চাষ করছেন জীবিকা নির্বাহের জন্য।

Source: Millennium Post

We want development of the Hills: Mamata Banerjee

After holding administrative meetings in different districts across the State, the Bengal Government today held its first Cabinet meeting in the Hills region, in Darjeeling.

From now on, every year, four Cabinet meetings would be held outside Kolkata – two in the Hills and two in Jangalmahal

On May 29, Chief Minister Mamata Banerjee, during a press meet in Nabanna, had said, “Every year, two Cabinet meetings will be held in the Hills and two in different districts of Jangalmahal. Therefore, both the northern and the southern districts will be covered,” she told.

“In Jangalmahal, we will hold the meetings in Birbhum, Bankura, Purulia, Jhargram and Paschim Medinipur districts.”

She met the press after the Cabinet meeting ended.

 

Salient points from the press meet:

  • Today is a historic day – the first Cabinet meeting in the Hills was held today.
  • Every year, two Cabinet meets would be held in the Hills and two in Jangalmahal. The next is in Jangalmahal.
  • A secretariat like the Uttarkanya would be built in the Hills, to be named Tenzing Norgay Bhawan.
  • From now on, all Cabinet meetings in the Hills would be held here.
  • The people of the Hills have been neglected for a long time.
  • The people of the Hills are very nice; we want development of the Hills.
  • A polytechnic college would be built in Mirik.
  • A Skill Development Centre would come up in Mirik, which would train 3,000 youths.
  • A police commissionerate is being set up in Chandannagar; this was finalised today.
  • The period for getting promotion in civil service has been decreased to every eight years.
  • We want that the people of the Hills to live well.
  • We want that Jangalmahal keeps smiling, the whole of Bengal keeps smiling.
  • Today’s Cabinet meeting was the first of the two meetings to be held in the Hills.
  • No one can stop good work from happening.
  • For 34 years nothing was done for the Hills. We should be given respect for the work we have re-started.
  • Students of the Hills can study whatever they want. Bengali has not been made compulsory.
  • The people of the Hills want that we come back again and again.

 

 

আমরা পাহাড়ের উন্নয়ন চাইঃ মমতা বন্দ্যোপাধ্যায়

আজ পাহাড়ে মন্ত্রীসভার বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিদ্ধার্থশঙ্কর রায়ের আমলে ১৯৭৪ সালে দার্জিলিঙে রাজ্য মন্ত্রীসভার বৈঠক হয়েছিল। ৩৩ বছর পর আবার শৈলশহরে মন্ত্রীসভার বৈঠক হল।

গত ২৯ মে নবান্নে সাংবাদিক বৈঠকে পাহাড় ও জঙ্গলমহলে মন্ত্রীসভার বৈঠকের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বছরে ২ টি বৈঠক হবে। এছাড়া জঙ্গল্মহলের বিভিন্ন জেলায় প্রশাসনিক বৈঠকও হবে।

আজ দুপুরে দার্জিলিঙের রাজভবনে হয় এই বৈঠক। বিভিন্ন মন্ত্রীসহ প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন এই বৈঠকে।

গত ৫ জুন উত্তরেবঙ্গ সফরে যান মুখ্যমন্ত্রী। সেদিন মিরিকে একটি জনসভা করেন মুখ্যমন্ত্রী, সেখানে বিভিন্ন সরকারী পরিষেবা তুলে দেন সাধারণ মানুষের হাতে। আগামী ৯ জুন কলকাতা ফেরার কথা মুখ্যমন্ত্রী।

 

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ

  • আজ পাহাড়ে প্রথম মন্ত্রীসভার বৈঠক হল। আজকের দিনটি ঐতিহাসিক দিন
  • এখন থেকে বছরে পাহাড়ে ২টি এবং জঙ্গলমহলে ২টি বৈঠক হবে, পরবর্তী বৈঠক হবে জঙ্গলমহলে
  • উত্তরকন্যার মত পাহাড়ে নতুন সচিবালয় তৈরি হবে যার নাম হবে তেনজিং নোরগে ভবন
  • এবার থেকে এখানেই মন্ত্রী সভার বৈঠক হবে
  • দীর্ঘদিন ধরে পাহাড়ের মানুষ অবহেলিত
  • পাহাড়ের মানুষ খুব ভাল, আমরা পাহাড়ের উন্নয়ন চাই
  • মিরিকে পলিটেকনিক কলেজ তৈরী হবে
  • মিরিকে একটি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার তৈরী হচ্ছে যেখানে, ৩০০০ যুবক যুবতীকে প্রশিক্ষণ দেওয়া হবে
  • চন্দননগরে পুলিশ কমিশনারেট হবে – আজকের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হল
  • সিভিল সার্ভিস পরীক্ষায় পদন্নোতির সময়সীমা কমানো হল। এখন থেকে ৮ বছরেই পদন্নোতি হবে
  • প্রতিযোগিতা হোক উন্নয়নের মধ্যে দিয়ে, কাজের মধ্যে দিয়ে
  • আমরা কোন বিরোধ চাই না, আমরা চাই পাহাড়ের মানুষ ভালো ভাবে থাকুক
  • আমি চাই জঙ্গলমহল ভালো থাকুক, সারা বাংলা ভালো থাকুক
  • আজকের এই বৈঠক দার্জিলিঙের গর্ব
  • ভালো কাজ কেউ রুখতে পারে না
  • ৩৪ বছর কোন কাজ করেনি, আমরা যা কাজ করছি, সেজন্য ওদের তো আমাদের সম্মান করা উচিত
  • পাহাড়ের লোকজনের যা ইচ্ছে তাই নিয়ে পড়াশোনা করবে, বাংলা আবশ্যক করা হয়নি
  • পাহাড়ের মানুষ চায় আমরা বারবার পাহাড়ে আসি

 

 

 

Tourist spots in Purulia being developed by the Bengal Govt

The Bengal Government is enthusiastically developing the district of Purulia as a tourist destination. Chief Minister Mamata Banerjee had, during a public meeting in the distinct, stressed on the potential of Purulia as a destination for tourists, and the present initiatives are a result of that.

A decision has been taken to develop a tourism circuit in the district by stringing together spots in the Ayodhya Hills region.

As a part of that, roads have already been built connecting the spots to Jhalda, Baghmundi and Balarampur. The less-known but equally beautiful tourist spots are also in the process of being connected through roads.

The State Government has also chalked out plans to build tourist resorts. Private operators are also being encouraged in these ventures.

Some of the prominent tourist spots of the district, besides the Ayodhya Hills, are the Jaichandi and Garpanchakot Hills, Kashipur Rajbari, Koshjuri, Baranti Bird Sanctuary, the forst of Dandahit, Muraddi Lake, Garpanchakot, Bandwan Duarsini, Doladanga, etc.

 

পর্যটনে পুরুলিয়ার গুচ্ছ প্রকল্প

পুরুলিয়া জেলা সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া সার্কিট হাউসে বসে একটি কবিতা লিখেছিলেন। পরদিন পুরুলিয়ার বেলকুড়ি ময়দানে সেই কবিতা পাঠ করে বুঝিয়ে দিয়েছিলেন এবার পুরুলিয়ার পর্যটন শিল্পকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর সেই ঘোষণা এবার কার্যকরী হতে চলেছে।

জানা গিয়েছে অযোধ্যা পাহাড়ের সুন্দর কেন্দ্রগুলিকে নিয়ে সার্কিট ট্যুরিজম বা গুচ্ছ পর্যটন ব্যাবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতিমধ্যে পাহাড়ের পরিচিত পর্যটন স্থলগুলিকে হিলটপ ও ঝালদা-বাঘমুন্ডি-বলরামপুরের সাথে যুক্ত করা হয়েছে সড়কপথের মাধ্যমে। যেসব পর্যটনস্থলগুলি তেমন পরিচিত নয়, সেগুলিকে রাস্তা দিয়ে যুক্ত করা হবে। অযোধ্যা পাহাড়ের একাধিক পর্যটন ক্ষেত্রে পর্যটন আবাস গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে বেসরকারি উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে সমস্ত ক্ষেত্রেই। মন্ত্রী শান্তিরাম মাহাতো বলেছেন, “পুরুলিয়ার পর্যটন শিল্পের বিকাশে অযোধ্যা পাহাড়ের পাশাপাশি অন্য এলাকা যেমন জয়চন্ডী পাহাড়, গড়পঞ্চকোট পাহাড়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাহাড় ছাড়াও কাশীপুর রাজবাড়ি, কোশজুড়ি, বড়ন্তি পাখিরালয়, দন্ডহিত অরণ্য, মুরাড্ডি জলাধার, পঞ্চকোট রাজপরিবারের ইতিহাস সমৃদ্ধ গড়পঞ্চকোট, বান্দোয়ানের দুয়ারসিনি, দোলাডাঙা-সহ বেশ কয়েকটি জায়গার কথা মুখ্যমন্ত্রী তার ওই কবিতায় তুলে ধরেন। সেই বিষয়কে মাথায় রেখে পর্যটনে উন্নয়ন ঘটানো হচ্ছে।”

মন্ত্রীর দাবি, প্রয়োজনে পুরুলিয়ার পর্যটন ক্ষেত্রগুলির উন্নয়নে একটি বিশেষ বোর্ড গঠন করা হবে। যে বোর্ড পুরো স্বাধীন ভাবে এলাকা ভিত্তিক উন্নয়নের কাজ করবে।