Power generation plans till 2025 drawn up by Bengal Govt

The State Government has chalked out an elaborate plan to increase power generation with a focus on ‘sustainable power’. This is in addition to taking steps to increase production of conventional forms of energy. The plan has been made keeping in mind the expected power requirement in 2025.

Besides solar power, other sustainable forms of energy for generation of electricity like biomass, wind and tidal power are also being looked into.

This was announced by the Power and Non-Conventional Energy Minister during the presentation of the Department’s budget in the Assembly recently.

He said power generation has already considerably increased over the past six years and measures were being taken to increase it further.

In terms of generation of energy from non-conventional sources, from 1.2 megawatts (MW) in 2011, solar power generation has increased to 53.216 MW at present, while generation of biomass power has increased from 1.59 MW to 13.29 MW during the same period.

The Power Department is setting up solar panels in 1,000 schools and other educational institutions. The panels have already been installed in 673 schools, 21 colleges and five universities so far, according to the minister. By the end of March, solar panels would be installed in the remaining 327 schools. After the first 1,000 schools, another 1,000 will be identified for setting up the panels in the next financial year.

Work has also started on the setting up of floating solar panels in large water bodies within the premises of thermal power generating stations. They will come up in Sagardighi, Santaldihi and Bakreswar.

At the same time, a survey is going on in Sagar Island to develop a wind power generation plant.

In the area of conventional energy, it may be mentioned that a 1,000-MW pumped storage project is coming up at Turga in Purulia district at a cost of Rs 4,800.69 crore. Two power generation plants are coming up – one of 660 MW and a hydel power project of 371 MW — in Sagardighi. Another 200 MW plant is also coming up.

 

 

লক্ষ্য ২০২৫ – বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ রাজ্যের

২০২৫ সালে রাজ্যে বিদ্যুতের চাহিদা কত হতে পারে তার আনুমানিক হিসাব করে, চাহিদা মেটানোর জন্য বিদ্যুত উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিল রাজ্য সরকার।
চিরাচরিত শক্তির পাশাপাশি অচিরাচরিত শক্তি উৎপাদনেও জোর দেবে রাজ্য।

এবছরের বিদ্যুৎ দপ্তরের বাজেট পেশ করার সময় বিদ্যুৎমন্ত্রী বলেন, গত ৬ বছরে বিদ্যুৎ উৎপাদন অনেকটাই বেড়েছে; ভবিষ্যতে আরও যাতে বাড়ে, তার জন্য যথেষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, পুরুলিয়া জেলার তুর্গায় একটি ১০০০ মেগা ওয়াট পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ প্রকল্প তৈরী করা হচ্ছে ৪৮০০.৬৯ কোটি টাকা ব্যয়ে। পাশাপাশি, আরেকটি ৬৬০ মেগা ওয়াট বিদ্যুৎ কেন্দ্র তৈরী হচ্ছে সাগরদিঘিতে। ৩৭১ মেগা ওয়াট জলবিদ্যুৎ প্রকল্পও হচ্ছে সেখানে। আরও ২০০ মেগা ওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রও খুব শীঘ্রই তৈরী হবে।

২০১১ সালে আনুমানিক ১.২ মেগা ওয়াট সৌর বিদ্যুৎ তৈরী হত রাজ্যে। আজ সেই উৎপাদন দাঁড়িয়েছে ৫৩.২১৬ মেগা ওয়াটে। তেমনই ২০১১ সালে বায়োমাস শক্তি উৎপাদন হত ১.৫৯ মেগা ওয়াট। যা ছয় বছরে বেড়ে হয়েছে ১৩.২৯ মেগা ওয়াট।

স্কুল ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে সোলার প্যানেল স্থাপন করেছে বিদ্যুৎ দপ্তর। এখনও পর্যন্ত ১০০০ স্কুলকে চিহ্নিত করা হয়েছে এই প্রকল্পের জন্য। এখনও পর্যন্ত ৬৭৩টি স্কুল, ২১টি কলেজ, ৫টি বিশ্ববিদ্যালয়ে এই প্যানেল বসানো হয়েছে। মার্চের মধ্যে বাকি ৩২৭টি স্কুলে প্যানেল বসানো সম্পূর্ণ হয়ে যাবে। এই কাজ শেষ হলে আরও ১০০০ স্কুলকে চিহ্নিত করা হবে। আগামী বছরের মধ্যে সেগুলিতেও প্যানেল বসানোর কাজ শেষ হয়ে যাবে।

এছাড়াও, বড় তাপবিদ্যুৎ কেন্দ্রের অন্তর্গত জলাশয়ে ফ্লোটিং সোলার প্যানেল বসানোর কাজ শুরু হয়েছে। সাগরদিঘি, সাঁওতালডিহি ও বক্রেশ্বরে এই প্রকল্প শুরু হয়েছে।সাগর দ্বীপে বায়ু শক্তি উৎপাদনের জন্য সমীক্ষা চালানো হচ্ছে।

Source: Millennium Post

Bengal Govt to launch new helicopter and plane services soon

The Bengal Government is soon going to launch helicopter and plane services across the state.

The new helicopter services will cover routes from Kolkata to Malda, Balurghat, Digha and Sagar Island for tourists every Sunday,Wednesday and Saturday. The services will however be suspended if government functions are scheduled on those days.

The tickets for Digha and Sagar Island have been priced at Rs 2,000 per person, for Malda at Rs 2,500 per person and for Balurghat at Rs 3,000 per person.

These announcements were made by the Transport Minister while replying to debates during the presentation of the budget for his Department. He also said that helicopter services would start from Kolkata to Santiniketan and Purulia.

Plane services would be introduced from Cooch Behar Airport. A double-engined nine-seater aircraft would be engaged for the purpose. The airports in Malda, Balurghat and Purulia would also be rebuilt/renovated.

 

কপ্টার , বিমান ভাড়া করছে রাজ্য সরকার

রাজ্য সরকার আরও একটি হেলিকপ্টার ভাড়া নিচ্ছে৷ কলকাতা-কোচবিহার রুটের জন্য ভাড়া নেওয়া হচ্ছে একটি বিমানও৷

পরিবহণমন্ত্রী পরিবহণ দপ্তরের ব্যায়বরাদ্দ নিয়ে বিতর্কের জবাবি ভাষণে বলেন, শীঘ্রই এই দুই পরিষেবা চালু হবে৷

বুধ, শনি ও রবিবার এই কপ্টার কলকাতা থেকে মালদহ, বালুরঘাট, দিঘা ও সাগরে পর্যটকদের নিয়ে যাওয়ার কাজে ব্যবহার করা হবে৷ তবে কোনও সরকারি কর্মসূচী থাকলে সেই পরিষেবা বন্ধ থাকবে৷

দিঘা ও সাগরে যাওয়া বা আসার জন্য মাথাপিছু ২ হাজার টাকা ভাড়া ধরা হয়েছে, মালদহ আড়াই হাজার টাকা, বালুরঘাটের ভাড়া তিন হাজার টাকা৷

পরিবহণমন্ত্রী বলেন, ‘কলকাতা থেকে পুরুলিয়া, শান্তিনিকেতনের মধ্যে হেলিকপ্টার পরিষেবা চালু করা হবে৷ এ ছাড়া কোচবিহার বিমানবন্দর চালু রাখতে ৯ আসন বিশিষ্ট ডবল ইঞ্জিনের বিমান চালানো হবে৷ টেন্ডার প্রক্রিয়া শেষ৷ মালদহ, বালুরঘাট এবং পুরুলিয়ার বিমানবন্দরগুলির পুনরুজ্জীবনের কাজ চলছে৷’

Their target is Bengal, our target is Red Fort: Mamata Banerjee in Purulia

Chief Minister Mamata Banerjee today inaugurated a slew of projects for Purulia district during a public programme. She also laid the foundation stones of several projects.

Among the projects inaugurated were renovation of health centres, anganwadi centres, new roads, tube wells, irrigation projects, Resham Bhavan among others.

Foundation stones were laid for godowns, Karma Tirtha, administrative buildings, high mast lamps etc.
Besides these, Mamata Banerjee distributed the benefits of schemes like Kanyashree, Sabuj Sathi, Samaj Sathi, Gatidhara etc. She also distributed soil health cards, land pattas, power tillers and other equipment.

Highlights of her speech:

This is my second meeting in Purulia district in three months. Earlier, the ministers hardly visited these districts. Today, I conducted my 396th administrative review meeting at block level.

We have given recognition to many languages including Kurmali, Kuruk, Ol Chiki.

Those who have no work are spreading baseless rumours. Our work is to serve the people.

45 lakh Kanyashree girls are our pride. They will make Bengal proud in future. University students will receive Kanyashree scholarships from now on (Rs 2,000 for arts and Rs 2,500 for science).

We have distributed 70 lakh cycles to students. 57 lakh SC/ST students and 1.71 crore minority students have received scholarships. Nearly 2 lakh folk artistes receive monthly stipend.

We have waived off khajna tax on agricultural land. We have done away with mutation fees on agricultural land.

We provide rice at Rs 2/kg to people. For this we give subsidy worth crores.

Healthcare is free in Bengal. Medicines, blood tests are free here.

Bengal never bowed her head before anyone. Bengal always leads the way. Let them catch up with us and then talk.

It is a crime to pit people against each other. Inciting religious riots, creating divisions is unacceptable.

Bengal never allows the politics of riots. We want people to prosper.

Some people say their target is Bangla (Bengal). We say our target is ‘Lal Kella’ (Red Fort). Chalo Dilli Chalo.

Bengal will lead the way, taking everyone along.

We have started a new scheme called ‘Ruposhree’. We will provide financial aid to families with income less than Rs 1.5 lakh to assist them in their daughter’s wedding.

There was a time when one could see only tears in the eyes of the people in Purulia. Now, people are smiling.

 

ওদের টার্গেট বাংলা, আমাদের টার্গেট লাল কেল্লা: পুরুলিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়

আজ পুরুলিয়া জেলার শিমুলিয়াতে পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিভিন্ন প্রকল্পের শিলান্যাসও করেন।

মুখ্যমন্ত্রী যে সকল প্রকল্পের উদ্বোধন করেন, তার কয়েকটি হল, স্বাস্থ্য কেন্দ্রের সংস্কার, আঙ্গনওয়াড়ি কেন্দ্র, নতুন রাস্তা, নলকূপ প্রকল্প, নদী সেচ প্রকল্প, রেশম ভবন ইত্যাদি।

তিনি যে সকল প্রকল্পের শিলান্যাস করেন, তার কয়েকটি হল, গুদাম ঘর, কর্মতীর্থ, প্রশাসনিক ভবন, আলোক স্তম্ভ ইত্যাদি।

এছাড়াও তিনি কন্যাশ্রী, সবুজশ্রী, শিক্ষাশ্রী, সবুজসাথী, সমাজসাথী, গতিধারা, পাট্টা, সয়েল হেলথ কার্ড, পাওয়ার টিলারইত্যাদি পরিষেবা প্রদান করেন।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ-

তিন মাসে পুরুলিয়ায় এটা আমার দ্বিতীয় বৈঠক। আগে কোন মন্ত্রীকে এখানে দেখা যেত না। আজকের এই প্রশাসনিক বৈঠক নিয়ে সব মিলিয়ে আমি ৩৫৬ টি বৈঠক করলাম।

কুর্মালি, কুরুক, অল চিকি সহ অনেক ভাষাকে আমরা স্বীকৃতি দিয়েছি।

যারা কোন কাজ করে না তারা শুধু রটিয়ে বেড়ায় আর টাকা তুলে বিবৃতি দেয়। আর আমাদের কাজ মানুষের সেবা করা।

আমাদের ৪৫ লক্ষ কন্যাশ্রীর মেয়েদের জন্য আমরা গর্বিত। তারা এখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্যও স্কলারশিপ পাবে।

আমরা ৭০ লক্ষ সবুজ সাথী সাইকেল দিয়েছি। ৫৭ লক্ষ SC/ST ছাত্রছাত্রী ও ১.৭১ কোটি সংখ্যালঘু ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেওয়া হয়েছে। প্রায় ২ লক্ষ লোকশিল্পীদের আর্থিক সহায়তা দেওয়া হয়।

আমরা কৃষিজমির খাজনা মুকুব করে দিয়েছি। কৃষকদের কৃষিজমির জন্য আর মিউটেশন ফি দিতে হয় না।

শুধুমাত্র বাংলায় আমাদের সরকার ২ টাকা কেজি দরে চাল দিচ্ছে। আমরা কয়েক হাজার কোটি টাকা সাবসিডি দিচ্ছি।

একমাত্র বাংলায় বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। ওষুধপত্র, রক্ত পরীক্ষা বিনামূল্যে হয়।

বাংলা কখনো কারো কাছে মাথা নত করেনি। বাংলা মানুষকে পথ দেখায়। আগে করে দেখাও তারপর বাংলার দিকে তাকাও।

মানুষকে গড়ে তোলা আমাদের কাজ, দাঙ্গা লাগানো আমাদের কাজ নয়। কেউ তা করার চেষ্টা করলে তা অপরাধ।

বাংলা কখনো দাঙ্গার রাজনীতি বরদাস্ত করে না। আমরা চাই মানুষ ভালো থাকুক।

কেউ কেউ বলে ওদের টার্গেট বাংলা। আমরা বলি, আমাদের টার্গেট দিল্লির ‘লাল কেল্লা’। চলো দিল্লি চলো।

আগামীদিনে বাংলাই সবাইকে পথ দেখাবে। আগামীদিনে বাংলা বিশ্ব জয় করবে, বাংলা যা পারে আর কেউ তা পারে না।

মেয়েদের জন্য আমরা একটি নতুন প্রকল্প চালু করেছি যার নাম ‘রূপশ্রী’। যাদের পরিবারের আয় দেড় লক্ষ টাকা তাদের মেয়েদের বিয়ের জন্য ২৫ হাজার টাকা দেবে সরকার।

আগে একটা সময় ছিল যখন পুরুলিয়ায় এসে আমি মানুষের চোখে শুধু জল দেখতে পেতাম, আর এখন এখানকার মানুষ হাসছে, এতেই আমি খুশি।

Bengal Govt to involve SHGs to manufacture low-cost sanitary napkins

Women in Purulia district have managed to destroy taboos related to the monthly cycle, through a project that aims at providing better sanitation and hygiene. It also allows some women to earn money. An SHG in Jaipur Purulia, has taken up the work of manufacturing sanitary napkins.
Last year in June, the District Rural Development Cell (DRDC) and UNICEF jointly mooted a proposal for a sanitary napkin production centre at Purulia to provide cheap sterilised napkins and advocacy on personal hygiene. The DRDC fulfilled the infrastructure requirements while UNICEF offered technical support. A pilot project was started in Jaipur in Purulia. ASHA workers have been roped in to distribute the end products.
Each month, the 30 women work on the two sterilisation machines to produce about 900 sanitary napkin packets. Besides retailing, the centre supplies napkins for hospitals, schools and SHGs.
A plan has been made to include the Kanyashree girls in the distribution list.

 

 

সস্তায় ন্যাপকিন তৈরী করবে স্বনির্ভর গোষ্ঠী

 

রাজ্য সরকার পুরুলিয়ার প্রত্যন্ত এলাকার গ্রামের মহিলাদের জন্য সস্তায় স্যানিটারি ন্যাপকিন তৈরীর প্রকল্প চালু করল। এবং এগুলি তৈরী করবে পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের মহিলারাই। এতে কর্মসংস্থান যেমন হবে, পাশাপাশি গ্রামের মহিলারা অত্যন্ত কম দামে নিরাপদ স্যানিটারি ন্যাপকিনও পাবে।
স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের ক্ষেত্রে এখনও উন্নত দেশগুলির মহিলাদের তুলনায় বেশ কিছুটা পিছিয়ে আমাদের দেশের মহিলারা। তাই, ন্যাপকিন ব্যবহারের ক্ষেত্রে মহিলাদের সচেতন করতে এগিয়ে এল জয়পুর সমবায় ও কৃষি উন্নয়ন সমিতি। এই ধরনের স্যানিটারি ন্যাপকিন বানানোর জন্য জয়পুর এলাকার বেশ কয়েকটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রশিক্ষণ দিয়ে নিজে হাতে নিরাপদ উপায়ে কীভাবে স্যানিটারি ন্যাপকিন তৈরী করবে, তা হাতে কলমে দেখানো হয়।
জয়পুর সমবায় দপ্তরের প্রশিক্ষণ ভবনে প্রাথমিকভাবে এই প্রকল্পের ‘পাইলট প্রোজেক্ট’ শুরু হয়েছে। প্রসঙ্গত, কয়েকদিন আগেই রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে রাজ্যের প্রতিটি এলাকায় আশা কর্মীদের মাধ্যমে মেয়েদের সস্তায় ভর্তুকিযুক্ত স্যানিটারি ন্যাপকিন বিলি করার প্রকল্প শুরু হয়েছে।
এই প্রকল্পে ভবিষ্যতে রাজ্য সরকারে ‘কন্যাশ্রী’ প্রকল্পে নাম লেখানো ছাত্রীদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা আছে।

Tourist hotspots in Bengal beckon revellers during Dol break

With massive infrastructure development undertaken in the past six years by the Mamata Banerjee government in tourism sector, tourist spots in Bengal have turned out to be ideal destinations for the four-day-long holiday in the coming week.

The holiday will start with Dol and Holi on March 1 and 2 respectively, followed by Saturday and Sunday. Visiting Santiniketan during Dol always bears a special significance. This year, there is also demand at places like Bankura, Purulia, West Midnapore and Cooch Behar. Hotel owners in tourist spots including Mukutmanipur, Ayodhya Hills and Jhargram have been getting several calls for booking.

A large number of people have also chosen Digha and Mandarmoni as their all time favourite to visit during Dol. Many are also going to visit Darjeeling and other tourist spots in north Bengal.

Soon after coming to power, Chief Minister Mamata Banerjee directed the state tourism department to take necessary steps to ensure that Bengal comes up as the number one tourism destination across the globe.

Development of necessary infrastructure including roads, basic amenities, better lodging facilities have been carried out, besides promoting the local art forms.

 

দোলের ছুটিতে জমজমাট পশ্চিমবঙ্গ পর্যটন

এবছর দোল উপলক্ষে টানা ৪ দিন ছুটি। আর তাই ভ্রমণপ্রিয় বাঙালী পেয়ে গেছে ঘুরতে যাওয়ার আরেকটা সুযোগ। অন্যান্য রাজ্য বা বিদেশ নয় – পশ্চিমবঙ্গের বিভিন্ন পর্যটন কেন্দ্রের চাহিদাই তুঙ্গে।

২০১১ সালে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার রাজ্যের পর্যটন পরিকাঠামো উন্নয়নের জন্য নিয়েছে একগুচ্ছ পদক্ষেপ। তার ফলস্বরূপ, গত ছয় বছরে পর্যটনে উন্নতিও হয়েছে চোখে পড়ার মতো।

দোলের সময় শান্তিনিকেতন যাওয়ার ঝোঁক থাকে সকলেরই। কিন্তু এবছর অন্যান্য জেলাতেও – যেমন বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, কোচবিহার – প্রচুর মানুষ বেড়াতে যাবেন এই ছুটিতে।

মুকুটমণিপুর, অযোধ্যা পাহাড়, ঝাড়গ্রামের মত পর্যটন কেন্দ্রের হোটেল মালিকরা অসংখ্য ফোন পাচ্ছেন ওই চার দিন তাদের হোটেলে ঘর বুকিং-এর জন্য।

অনেকে আবার দীঘা-মন্দারমনিকেও বেছে নিয়েছেন এই চারদিনের ছুটির জন্য। অনেকে আবার পা বাড়িয়েছেন দার্জিলিং ও উত্তরবঙ্গের দিকে।সব মিলিয়ে দোলের ছুটি জমজমাট।

 

 

Water supply project to benefit more than 10 lakh people in Purulia

The Bengal Government has taken up a huge project to supply purified drinking water to almost 10 lakh families of Purulia. Japanese organization JICA will provide Rs 960 crore for the project.

The Detailed Project Report regarding the water project was prepared by the State Public Health Engineering department. According to the DPR, water will be taken from Kumari River near Manbazar in Purulia and will be treated to make it consumable.

The water plant will be constructed at Manbazar. After its completion, the plant will produce around 70 lakh million gallons of purified drinking water. The water will be supplied to households through pipelines to almost 10 lakh people in Purulia Municipality area and the Panchayat areas of five other blocks.

In near future around 20 blocks will be connected with pipelined purified drinking water and as a result, the people will avail the service even during the times of draught.

 

পুরুলিয়ায় ১০ লক্ষ পরিবারে পরিস্রুত পানীয় জল পৌঁছে দিতে প্রকল্প গড়বে রাজ্য

পুরুলিয়ায় ১০ লক্ষ মানুষের বাড়িতে পরিস্রুত পানীয় জল পৌঁছে দেবে রাজ্য সরকার। জাপানি সংস্থা ‘জাইকা’ এই প্রকল্পের জন্য ৯৬০ কোটি টাকা দেবে রাজ্যকে। এর আগেও রাজ্য সরকার জাইকার থেকে ঋণ নিয়ে বিভিন্ন প্রকল্প তৈরি করেছে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই বিস্তারিত প্রকল্প রিপোর্ট (ডিপিআর) তৈরি করে জাইকার কাছে পাঠায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। ডিপিআরে রয়েছে, পুরুলিয়ার মানবাজারে কুমারী নদী থেকে জল তুলে পরিশোধন করে তা মানুষের পানযোগ্য করা হবে। খরাপ্রবণ এলাকায় পানীয় জলের সমস্যা মেটাতে এই প্রকল্প হাতে নেওয়া হচ্ছে।

মানবাজারেই পরিস্রুত পানীয় জলের প্রকল্প তৈরি হবে। এই প্রকল্প থেকে প্রতিদিন ৭০ লক্ষ মিলিয়ন গ্যালন পরিস্রুত পানীয় জল পাওয়া যাবে। এই পরিস্রুত পানীয় জল পাইপলা঩ইনের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছে পুরসভা। পুরুলিয়া পুরসভা এলাকা ও পাঁচটি ব্লকের পঞ্চায়েত এলাকার ১০ লক্ষ মানুষ এই পরিস্রুত পানীয় জল পাবেন।

এর ফলে পুরুলিয়ার বিস্তীর্ণ অংশের মানুষ জলের আকাল থেকে মুক্তি পাবেন বলে মনে করেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী। পুরুলিয়ার ২০টি ব্লক কয়েক বছরের মধ্যেই পরিস্রুত পানীয় জল পাবে। খুব শীঘ্রই এই প্রকল্পের কাজ শুরু হবে। এটি রাজ্য সরকারের বড় সাফল্য হতে চলেছে। এমনকী খরার সময়েও পুরুলিয়ার বিস্তীর্ণ অংশে জলের অভাব হবে না।

 

Bengal Govt speeds up process for setting up regional airports

The State Government has expedited the process of developing airports in Malda, Purulia and Balurghat. The State Public Works Department (PWD) is carrying out the developmental work.

It is learnt that a completely new airport in Malda, on the existing one spread across 114 acres of land, will come up at a projected cost of Rs 13 crore. Among other infrastructural facilities, an administrative building and an all-new air traffic control (ATC) will be set up. The development of the other regional airports will cost a similar amount.

This step has been taken after an expert organisation prepared the detailed project report (DPR) as per the set guidelines of the Airports Authority of India (AAI).

Following Chief Minister Mamata Banerjee’s plans, the Bengal Government is taking concrete steps to ensure inter-district air connectivity across the state. This includes a network of helipads as well, of which 26 have been set up. Recently, a decision was taken to construct a helipad in the newly set up district of Jhargram.

আঞ্চলিক বিমানব্যবস্থাকে উন্নত করছে রাজ্য সরকার

মালদা, পুরুলিয়া ও বালুরঘাটের বিমানবন্দর তৈরীর কাজকে আরও ত্বরান্বিত করছে রাজ্য সরকার। এই বিমানবন্দরগুলি তৈরীর কাজ করছে রাজ্য পূর্ত দপ্তর।

১৩ কোটি টাকা খরচে ১১৪ একর জমির ওপর তৈরি হতে চলেছে মালদা বিমানবন্দর। অন্যান্য পরিকাঠামোগত সুবিধার পাশাপাশি একটি প্রশাসনিক ভবন ও একটি এয়ার ট্রাফিক কন্ট্রোলও তৈরী হবে। এয়ারপোর্ট অথারিটি অফ ইন্ডিয়ার একটি বিশেষজ্ঞ সংস্থা ডিপিআর তৈরী করার পরেই এই কাজ শুরু হয়।

মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য সরকার আঞ্চলিক বিমানব্যবস্থা উন্নত করতে উদ্যোগী হয়েছে। রাজ্যজুড়ে জেলায় জেলায় তৈরী হচ্ছে হেলিপ্যাড; ২৬ টি ইতিমধ্যেই তৈরী হয়ে গেছে। নবনির্মিত জেলা ঝাড়গ্রামেও একটি হেলিপ্যাড তৈরীর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

Source: Millennium Post

Irrigation Dept setting up 7 quality control labs

In a bid to ensure timely completion of work, the State Irrigation and Waterways Department is setting up seven quality control laboratories across Bengal. The laboratories are equipped with all sorts of modern gadgets necessary to carry out the required tests.

This is the first initiative by any State Government department that carries out infrastructural development work. The move to set up the laboratories will ensure minimum time and investment for proper quality tests of materials.

The first-of-its-kind was set up at the department’s Haringhata, Nadia-based River Research Institute (RRI) in October. Two more, in the Purba and Paschim Medinipur districts, were inaugurated in mid-December. The centre in Nadia district will cater to both Nadia and North 24 Parganas.

The four more in the pipeline will come up in Kolkata (Salt Lake), Bankura, Bardhaman and in north Bengal. The quality control centre at Salt Lake will also serve Kolkata while the one in Bankura will also serve the district of Purulia.

The state-of-the-art quality control centres will facilitate error-free reports after testing samples of materials including sand, steel and concrete.

In a related development, the Irrigation Department is going to start degree courses on ‘River Engineering’ and ‘Hydrology and Hydro-informatics’, and short-term courses for departmental engineers and other employees in order to update themselves, at the River Research Institute.

 

৭টি ‘কোয়ালিটি কন্ট্রোল’ কেন্দ্র খুলবে সেচ দপ্তর

সময়মত কাজ সম্পন্ন করার লক্ষ্যে রাজ্য সেচ ও জলপথ দপ্তর সারা রাজ্যে ৭টি ‘কোয়ালিটি কন্ট্রোল’ কেন্দ্র খুলবে। এই কেন্দ্রগুলিতে অত্যাধুনিক যন্ত্রপাতি থাকবে যার মাধ্যমে প্রয়োজনীয় পরীক্ষা করা সম্ভব হবে।

পরিকাঠামো উন্নয়নের জন্য এই ধরনের উদ্যোগ এই প্রথম। এই উদ্যোগের ফলে কম খরচে ও সময়ে গুনমান পরীক্ষা করা সম্ভব হবে।
এই ধরনের প্রথম কেন্দ্র গড়া হয় হরিণঘাটায়, যার নাম নদীয়া রিভার রিসার্চ ইনস্টিটিউট। ডিসেম্বরের মাঝামাঝি আরও দুটি কেন্দ্র পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে উদ্বোধন হয়।

নদীয়া জেলার কেন্দ্রটি নদীয়া ও উত্তর ২৪ পরগনা জেলার সমস্ত পরীক্ষা করবে। আরও চারটি কেন্দ্র হবে বিধাননগরে, বাঁকুড়া, বর্ধমান ও উত্তরবঙ্গে। বাঁকুড়ার কেন্দ্রে পুরুলিয়ার কাজও হবে।

অত্যাধুনিক গুনমান নির্ণয় গবেষণাগারগুলি নির্ভুল রিপোর্ট দেবে। মূলত পরীক্ষা করা হবে বালি, ষ্টীল ও কংক্রিট।এর পাশাপাশি সেচ দপ্তর নদী গবেষণা কেন্দ্রে ডিগ্রী কোর্স চালু করেছে ‘রিভার ইঞ্জিনিয়ারিং’ ও ‘হাইড্রোলজি অ্যান্ড হাইড্রো-ইনফরমেটিক্স’ এর ওপর। এছাড়া দপ্তরের ইঞ্জিনিয়ারদের জন্য স্বল্প মেয়াদী কোর্সও থাকবে।

Source: Millennium Post

Seven more youth hostels coming up by March 2018

The Bengal Government’s Youth Services and Sports Department has set a target of building seven new youth hostels by March 2018. In each of the youth hostels, there will be accommodation for at least 100 people.

Two youth hostels in Jalpaiguri (in Metali) and Bishnupur are ready to become operational. One each is coming up in the Ayodhya Hills and the Jaichandi Hills in Purulia district. The four others are coming up in Cooch Behar, Nabadwip, Malda and Durgapur.

Regarding the ones in the Ayodhya and the Jaichandi Hills, it may be mentioned that the footfalls of visitors in these places have gone up as a result of the steps taken by the Trinamool Congress Government to improve the basic infrastructure of Purulia district. Moreover, the number of youths visiting the place for trekking and adventure sports has also gone up. As a result, the demand for better accommodation has also gone up. Plans are already afoot for enabling locals to open homestays.

It may be mentioned that at present, a total of 19 youth hostels of the State Government are functional, while the government has a plan to set up a total of 40. The construction of 21 youth hostels, including in Balurghat, Jayanti and Gajoldoba, has also begun.

With the setting up of the youth hostels, young single travellers will no longer face problems in getting quality accommodation when they visit any part of the state for excursion or activities like trekking and adventure sports.

২০১৮ সালের মার্চ মাসের মধ্যে রাজ্যে আরও নতুন ৭টি যুব হোস্টেল

২০১৮ সালের মার্চ মাসের মধ্যে আরও ৭টি যুব হোস্টেল নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর। প্রতিটি হোস্টেলে অন্তত ১০০ জন থাকতে পারবে।

জলপাইগুড়ির মেটেলিতে ও বিষ্ণুপুরের দুটি যুব হাসপাতাল তৈরী হয়ে গেছে। পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ে ও জয়চন্ডী পাহাড়ে দুটি হোস্টেল তৈরী হচ্ছে। বাকি ৪টি হোস্টেল তৈরী হবে কোচবিহার, নবদ্বীপ, মালদা ও দুর্গাপুরে।

তৃণমূল সরকার পুরুলিয়া জেলার যে অভূতপূর্ব উন্নয়ন করেছে, তার ফলে এই অঞ্চলে এখন পর্যটকদের সংখ্যা বেড়ে চলেছে। এছাড়া এই অঞ্চলে ট্রেকিং ও অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য কমবয়সী যুবাদের আনাগোনা লেগেই আছে। এর ফলে ওখানে থাকার ভালো জায়গায় চাহিদা বেড়েছে। ওখানে হোম-স্টের ব্যবস্থাও করা হচ্ছে।

এই মুহূর্তে রাজ্যে ১৯টি যুব হোস্টেল আছে। রাজ্য সরকার এই সংখ্যা বাড়িয়ে ৪০ করতে চায়। বাকি ২১টি হোস্টেলের মধ্যে বালুরঘাট, জয়ন্তী, গাজলডোবা যুব হোস্টেলের নির্মাণ কাজ শুরু হয়ে গেছে।

এই যুব হোস্টেলগুলি তৈরী হলে, যেসকল পর্যটক একা ওইসব অঞ্চলে যাবে, তাদের ভালো থাকার জায়গা খুঁজতে অসুবিধায় পড়তে হবে না।
Source: Millennium Post

Irrigation Dept’s mega water supply project – 13 lakh acres over 12 districts

The State Irrigation Department, in the largest project of its kind in two decades, is going to supply water for crops in 13 lakh acres for both rabi and boro cropping seasons. Last year, the number was 10 lakh acres.

The roadmap for the project was prepared at a recent meeting of the Irrigation Minister, senior officials of the department, sabhadhipatis and irrigation karmadhyakshyas at Jalasampad Bhawan in Salt Lake.

Twelve districts will be covered. Of them, Birbhum, Bankura, Hooghly, Purba Bardhaman and Paschim Bardhaman will be supplied more water. The other districts where water will be released are Howrah, Paschim Medinipur, Parba Medinipur, Jhargram, Jalpaiguri and Purulia.

For the rabi season, the water will be released in the last week of December and for the boro season, the water will be released in the third week of January. The water will be supplied from DVC, and from check dams on Kansabati, Mayurakshi, Teesta and 28 other small and medium-sized rivers.

সাড়ে ১৩ লক্ষ একর জমিতে জল পৌঁছে দেবে রাজ্য

আগামী রবি ও খরিফ মরশুমে ১২টি জেলার প্রায় সাড়ে ১৩ লক্ষ একর জমিতে সেচের জল পৌঁছে দেবে রাজ্য সরকার। গত দু’দশকের মধ্যে যা রেকর্ড বলে দাবি করেন সেচমন্ত্রী।

সল্টলেকে জলসম্পদ ভবনে সেচ দপ্তরের আধিকারিক ও জেলার সভাধিপতিদের নিয়ে বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছর ১০ লক্ষ একরের কাছাকাছি জমিতে সেচের জল পৌঁছে দেওয়া হয়েছিল।

এবার বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলী, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জেলায় অতিরিক্ত পরিমাণ জমিতে জল দেওয়া হবে। রবি চাষের জন্য ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ ও বোরো চাষের জন্য জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ থেকে জল ছাড়া হবে। অন্য যে জেলাগুলিতে জল পাঠানো হবে, সেগুলি হল, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, জলপাইগুড়ি ও পুরুলিয়া।

মন্ত্রী জানান, ডিভিসি, কংসাবতী, ময়ূরাক্ষী, তিস্তা ও ২৮টি ছোট ও মাঝারি জলাধার প্রকল্প (চেক ড্যাম) থেকে জল দেওয়া হবে। এর মধ্যে বর্ধমানে ডিভিসি থেকে, বাঁকুড়ায় ডিভিসি ও কংসাবতী জলাধার প্রকল্প থেকে, হুগলিতে ডিভিসি ও কংসাবতী থেকে, হাওড়ায় ডিভিসি ও নিকাশি খাল থেকে, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে কংসাবতী থেকে, পূর্ব মেদিনীপুরে নিকাশি খালের জোয়ারের কারণে প্রাপ্ত ব্যাকওয়াটার থেকে, বীরভূমে ময়ূরাক্ষী জলাধার প্রকল্প, জলপাইগুড়িতে তিস্তা ব্যারেজ প্রকল্প থেকে এবং পুরুলিয়ায় ২৮টি ছোট ও মাঝারি জলাধার থেকে জল দেওয়া হবে।

Source: Bartaman, Millennium Post