Bengal Govt to build drinking water pipelines across three districts

The State Government is going to soon take up a major project to build drinking water supply pipelines across three districts of Bengal. The tendering process for selecting the constructors is complete.

Lakhs of people in the rural areas of the districts of Bankura, Purba Medinipur and North 24 Parganas will benefit from the project. In fact, after the project is fully implemented, every household in the three districts will have access to clean drinking water.

The Public Health Engineering Department is going to start work on the laying of the pipelines in early 2018. By 2020, the formidable issue of drinking water scarcity in the remote parts of these three districts will be a matter of the past. The approximately three-year time period is natural, being a project on such a large scale.

The Asian Development Bank is providing financial aid for the project.

 

 

তিন জেলায় পানীয় জলের পাইপলাইন বসাবে রাজ্য

 

রাজ্য সরকার একটি বড় প্রকল্প হাতে নিতে চলেছে যার ফলে রাজ্যের তিন জেলায় বসবে পরিশ্রুত পানীয় জলের পাইপলাইন। ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
এই প্রকল্পের ফলে বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনার গ্রামীণ অঞ্চলের লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবেন। এই প্রকল্প সম্পন্ন হলে ওই তিন জেলার প্রতিটি মানুষ পরিশ্রুত পানীয় জল পাবেন।
জন স্বাস্থ্য কারিগরী দপ্তর ২০১৮ সালের প্রথম দিকেই পাইপলাইন বিছিয়ে দেওয়ার কাজ সম্পূর্ণ করবে। ২০২০ সালের মধ্যে এই তিন জেলার জলের কষ্ট চিরতরে লাঘব হবে। এই ধরনের বড় প্রকল্পের জন্য ৩ বছর সময় লাগা খুব স্বাভাবিক।এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এই প্রকল্পে আর্থিক সহায়তা করছে।

Source: Millennium Post

Safe Drive Save Life programme to be strengthened as numbers prove success

As a result of the Safe Drive Save Life programme, initiated by Chief Minister Mamata Banerjee, the number of road accidents in the state has come down sharply.

Now, the government is taking newer measures to further reduce accidents and deaths. The work for installation of cameras at accident-prone points is being completed at a rapid pace. More traffic police personnel are being provided motorbikes so that there are no loopholes in surveillance activities on city roads and highways.

Alongside undertaking various ways – through social media, posters, awareness weeks, etc. – to make people understand the need for following traffic rules, strong actions also being taken against anyone not following rules. These measures have ensured in reducing accidents and thus making for safe travel.

Another measure related to breaking traffic rules, which has been decided to be taken by the State Police, is the issuing of electronic chalans or e-chalans in lieu of the fines paid. This would ensure the process of taking fines is resolved quickly and would also save paper.

The process would be resolved through a software loaded on to the mobile phones of the traffic police personnel. They would fill up an online form and send the chalan to the mobile number of the rule-breaker, who can then pay online as well. It has been decided to start this system in ten districts by the middle of 2018, and among them, in Howrah, Hooghly, Purba Medinipur, Paschim Medinipur, North 24 Parganas and Nadia, first. It must be mentioned here that Kolkata Police already has this measure in place.

In 2016 the number of accidents in Bengal was 13,580 and number of fatalities was 6,544. In 2017, the number came down to 11,705 accidents and 5,625 fatalities.

In December 2016, there were 1,110 accidents which led to 562 people getting injured, which in December 2017 reduced to 921 accidents and 462 injured.

The Safe Drive Save Life programme was started in Kolkata in 2016, and is now being extended across state. Its effectiveness was recently acknowledged by the Supreme Court too.

মুখ্যমন্ত্রীর উদ্যোগে কমছে দুর্ঘটনা, নতুন প্রকল্প নিচ্ছে ট্রাফিক বিভাগ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ প্রকল্পের জন্যই, শেষ হওয়া বছরে দুর্ঘটনায় মৃতের সংখ্যা একধাক্কায় অনেকটা নেমে গেল। শুধু তাই নয়, আহতের সংখ্যাও নেমে এসেছে অনেকটাই।

২০১৬ সালের জুলাই মাসে মুখ্যমন্ত্রীর সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের সূচনা করেন। হাইওয়ে থেকে শুরু করে বিভিন্ন রাস্তায় কীভাবে দুর্ঘটনা কমানো যায়, তা নিয়ে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। বেপরোয়া যানকে বাগে আনতে বিভিন্ন জায়গায় বসানো হয় সিসিটিভি। এছাড়াও স্পিড রেডার গান কিনে তা দিয়ে নজরদারি শুরু হয় বিভিন্ন জায়গায়। পাশাপাশি হাইওয়েতে বিশেষ চেকিংয়ের ব্যবস্থাও চালু হয়। যা রাজ্য পুলিস এলাকায় এতদিন ছিলই না। নির্দিষ্ট গতির চেয়ে বেশি জোরে গাড়ি চালালে চালকদের বিরুদ্ধে মোটা অঙ্কের জরিমানা করা শুরু করে ট্রাফিক বিভাগ।

এতে একদিকে গাড়ির গতি যেমন নিয়ন্ত্রণে আসে, তেমনি দুর্ঘটনার সংখ্যাও ধীরে ধীরে কমতে শুরু করে। ট্রাফিক বিভাগ সূত্রে খবর, ২০১৬ সালে গোটা রাজ্যে দুর্ঘটনার সংখ্যা ছিল ১৩,৫৮০টি। যার মধ্যে মৃত্যু হয় ৬৫৪৪ জনের। সেখানে ২০১৭ ডিসেম্বর পর্যন্ত দুর্ঘটনা ঘটেছে ১১,৭০৫টি। মৃতের সংখ্যা কমে হয়েছে ৫৬২৫।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, বর্ষশেষ ও বর্ষবরণের রাতে দুর্ঘটনার সংখ্যা কমে যাওয়া। ২০১৬ সালের ডিসেম্বর মাসে দুর্ঘটনায় সংখ্যা ছিল ১১১০। হতাহত ছিল ৫৬২ জন। সেখানে ২০১৭ সালে তা কমে দাঁড়িয়েছে ৯২১টি। হতাহত হন ৪৬৩ জন। ২০১৭ সালে মৃতের সংখ্যা এক হাজারের বেশি কমেছে।

চলতি বছরে দুর্ঘটনার সংখ্যা যাতে আরও কমিয়ে ফেলা যায়, সেজন্য নতুন উদ্যমে কাজ শুরু করে দিয়েছেন তাঁরা। বিভিন্ন জায়গায় সচেতনতামূলক প্রচারের পাশাপাশি আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। এরইসঙ্গে যে সমস্ত জেলায় এখনও ক্যামেরা বসানোর কাজ শেষ করা যায়নি, সেখানে তা দ্রুত সেরে ফেলার কাজ শুরু হয়েছে।

Source: Bartaman

After Malda, now Birbhum to be declared as Open Defecation Free district

After Malda, which had been declared an Open Defecation Free (ODF) district in November, Birbhum is soon going to become a ‘Nirmal Jela’. It will be the 10th district to be notified as such.

Among other districts that have already been declared as ODF are Nadia (India’s first ODF district), North and South 24 Parganas, Purba Medinipur, Hooghly, Purba and Paschim Bardhaman and Cooch Behar.

In Howrah, work to make the district Open Defecation Free is on in full swing. By March 2018, two more districts — Paschim Medinipur and Murshidabad – will be declared ODF. The remaining districts have been given a goal of attaining the ODF status by December 2018.

Mission Nirmal Bangla has been highly successful in making the districts of Bengal largely free from open defecation activities. Programmes of the scheme like awareness rallies, Nirmal Utsav, felicitation of community facilitators, Nirmal Adda, etc. ensure that ODF becomes a sustained habit, and there is no slipping back to open defecation. Third-party verification activity has been introduced in the rural areas of districts to ensure that there is impartial verification of the building and usage of toilets.

April 30 is celebrated every year as Nirmal Bangla Diwas, being designated so by Chief Minister Mamata Banerjee. Under Mamata Banerjee’s leadership, Bengal had already started its journey towards achieving ODF status for the rural areas of the state since the World Toilet Day celebration on November 19, 2013. The United Nations Children’s Fund (UNICEF) is a partner of the State Government in this journey.

 

মালদার পর এবার বীরভূম হবে নির্মল জেলা

নির্মল বাংলার লক্ষ্যে দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ। নভেম্বর মাসেই মালদাকে নির্মল জেলা ঘোষণা করা হয়েছে। এরপরই, ডিসেম্বরে বীরভূম জেলা হতে চলেছে রাজ্যের দশম নির্মল জেলা।

যে জেলাগুলিকে ইতিমধ্যেই নির্মল ঘোষণা করা হয়েছে সেগুলি হল, নদীয়া (দেশের প্রথম নির্মল জেলা), মালদা, কোচবিহার, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলী, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান।

হাওড়া জেলাকে নির্মল জেলা ঘোষণা করার কাজ জোরকদমে এগোচ্ছে। আগামী মার্চ মাসের মধ্যে ১৪টি জেলাকে নির্মল ঘোষণা করার জন্য কোমর বেঁধে আসরে নেমেছে রাজ্য সরকার।

রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ২০১৮ সালের ডিসেম্বর মাসের মধ্যে রাজ্যের সব জেলাকে নির্মল ঘোষণা করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। শৌচাগার তৈরী করার পাশাপাশি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর গ্রামে গ্রামে পুরোমাত্রায় প্রচার চালাচ্ছে যাতে গ্রামবাসীরা সেই শৌচাগারগুলি ব্যবহার করেন। পদযাত্রা, নির্মল উৎসব, নির্মল আড্ডা প্রভৃতি কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

প্রসঙ্গত ৩০শে এপ্রিল প্রতি বছর রাজ্যে নির্মল বাংলা দিবস পালন করা হয়।

Source: Millennium Post

State Govt to provide online booking facility for its youth housing facilities

The youth hostels of the Bengal Government are being renovated by the Youth Affairs and Sports Department. Among the services to be introduced after the renovation is online booking facility for the hostels.

Eighteen housing facilities are being renovated. These facilities have been constructed in Kolkata and in the districts of North and South 24 Parganas, Howrah, Purba Bardhaman, Purba and Paschim Medinipur, Birbhum, Bankura, Purulia, Murshidabad, Alipurduar and Darjeeling.

Twenty-one more youth housing facilities are being constructed at various tourist spots of the state.

Source: Aajkal

 

যুব আবাসগুলিতে অনলাইন পরিষেবা চালু করল রাজ্য সরকার

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর যুব আবাস কেন্দ্রগুলির পুনঃসংস্কার হচ্ছে। নবরূপে সজ্জিত চালু যুব আবাসের অনলাইন বুকিং পরিষেবা চালু করছে রাজ্য সরকার।

নবরূপে ১৮ টি যুব আবাস তৈরি হয়েছে। কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, আলিপুরদুয়ার ও দার্জিলিং সহ আরও বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে এই যুব আবাসগুলি।

এছাড়াও পশ্চিমবঙ্গের অন্যান্য পর্যটন কেন্দ্রে ও আরও ২১ টি নতুন যুব আবাস তৈরির কাজ শেষের পথে।

Silver pompano fish to soon add variety to the plates of Bengalis

The Bengal Government’s Fisheries Department, through its unit, State Fisheries Development Corporation Ltd. (SFDC) has started the large-scale culture of the silver pompano fish. This would make the fish, which normally sells at high prices, affordable for many.

Silver pompano looks and tastes just like the pomfret but costs Rs 100 more per kilogram; hence there is a high demand for it just as there is for pomfret.

A research institute in Kochi has supplied the initial group of 15,000 hatchlings to start the cultivation, to a State Government hatchery in Alampur in Purba Medinipur district. The fishes would achieve a weight of 500 to 600 grams in three months, after which they would be brought to the open market to be sold. The first batch is expected to arrive in the markets in November.

Initially, only the SFDC will sell the fishes. Later on, private hatchery owners would be given permission to rear and sell these fishes.

The cultivation of these fishes was started on an experimental scale a year back at the Alampur hatchery, whose success prompted the government to start cultivation on a large scale.

 

রাজ্যে শুরু সিলভার পমপ্যানো মাছের চাষ

মৎস্যপ্রেমীদের জন্য সুখবর নিয়ে এল রাজ্য মৎস্য দপ্তর। ইচ্ছা থাকলেও চড়া দামের জন্য পমফ্রেট মাছ যাঁরা কিনতে পারছেন না, তাঁদের জন্য এগিয়ে এল রাজ্য মৎস্য দপ্তর। বাণিজ্যিকভাবে রাজ্যে এবার সিলভার পমপ্যানো মাছের চাষ শুরু করল তারা।

কোচির সেন্ট্রাল মেরিন ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট থেকে রাজ্যে ঢুকেছে প্রায় ১৫,০০০সিলভার পমপ্যানো–র চারা। যা পাঠিয়ে দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুরের আলমপুরে। যেখানে সরকারি জলাশয়ে বড় হয়ে উঠবে এই চারাগুলি। তিন মাসের মধ্যে চারাগুলির ওজনদাঁড়াবে ৫০০ থেকে ৬০০ গ্রাম। খোলাবাজারে এরপর এগুলিকে বিক্রির জন্য নিয়ে আসা হবে।

এই মাছের স্বাদ একেবারেই পমফ্রেট মাছের মতো। না বলে পাতে দিলে বোঝা খুবই শক্ত যে পমফ্রেট খাচ্ছি না সিলভার পমপ্যানো খাচ্ছি। অথচ দামের তফাত কেজি প্রতি প্রায় ১০০ টাকার মত।

হিসেব অনুযায়ী এই মাছ বাজারে আসতে আসতে নভেম্বর মাস হয়ে যাবে।

Source: Aajkal

 

Bengal does not tolerate malice, conspiracy or divisive mentality: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee inaugurated a number of developmental projects for Purba Medinipur district in Nandakumar today.

She inaugurated road projects, a youth hostel, a bus depot, a new jetty, a renovated heritage park in Haldia, as well as flagged off a night-time bus service on the Mecheda-Haldia route. The Chief Minister also laid foundation stones for a bouquet of projects in the district and distributed various benefits.

After the inaugurations, she gave a speech, the salient points of which are given below:

 

  • Our government works for the people – protecting them is our duty. After Jammu and Kashmir, which is a small state with less population, Bengal has defeated all other states and is lowest in the infant mortality rate again this year. This has been possible because medical colleges along with neonatal intensive care units have been set up in each district. The state is spending large amounts for providing free treatment for its people, which very few states do.
  • Bengal is ahead in many aspects and has to reach the number one spot again. For this, we need cooperation from the Centre. But despite a court order, CRPF troops have not been dispatched to Darjeeling. We will still have to stop all trouble with our lives.
  • Why should there be malice, misinformation and conspiracy against a government? Both the central and state governments are elected by the people. Then why should the former conspire against the latter? We want an answer — they will have to give an answer.
  • Central forces like the SSB and the BSF are manning the borders. How are they allowing people to come in? After opening the borders, they are using outsiders in a pre-planned manner to foment riots. And then they are conspiring to ask the State Government for an explanation. Despite all this scheming, we have managed to maintain peace among the people. And for achieving this, I would like to thank the Maa-Mati-Manush of Bengal.
  • Bengal is the seat of culture. Bengal will not accept malice, conspiracy or divisive mentality.
  • The people of Bengal will not tolerate the fact that some people are turning Facebook into ‘Fakebook’ by posting fake pictures and fake news for their political ends. We respect Facebook, but not any ‘Fakebook’. An incident in Comilla in Bangladesh is being passed off as having occurred in Bengal, and a clip taken from a Bhojpuri film is being shown as having taken place in this state.
  • They are sometimes rioting, and at other times indulging in arson – this seems to be their only work. We pledge that we won’t let such things happen here. And for this, we will stay united.
  • Bengal will not tolerate such activities. Unity is harmony, unity is solidarity. Don’t be fooled by their machinations, be careful of them, and do not be a part of their conspiracies.
  • I saw from a video clip that the Vishwa Hindu Parishad (VHP, a sister organisation of the BJP) is giving arms training to women in Assam. Handling arms and ammunition is the work of the administration. So how can the VHP indulge in this? I can challenge them that it is illegal to do this. They want to wreak havoc on the country and destroy it.
  • Those who make use of their education, intelligence and self-sacrifice to stand by the people are true political leaders. Those who have no ideals or vision, those who pit one person against the other, can never become political leaders.
  • I appeal to all to save India from disaster. Don’t destroy democracy. Let people live like true human beings.
  • The State Government will do all the real hard work, and on the other hand, they (the Centre) will set people against people and foment riots, and then go on foreign trips as if nothing happened.
  • The people’s accounts in banks have still not normalised even months after ‘note bandi’. And now GST is being foisted on the people. This is a big corruption. From workers to farmers to everyone else – darkness has befallen all lives.
  • Rules are being made which say that food won’t be distributed to those without Aadhaar cards, and even to children till nine years. They are destroying the country like this.
  • Our State Government will extend all help to encourage industry. Let Bengal march forward, let people progress. Those in their youthful years now are the ones who will build this country in the future. Keep religious unity, and peace, harmony and solidarity. Bengal will walk the path of development – this is our solemn resolve.
  • A lot of developmental work has been done in this region. Power plants have also been set up here. More investment will come to Haldia.
  • My warm wishes to everyone here. Stay good, stay happy. Let peace prevail.

 

 

বাংলা কুৎসা, চক্রান্ত, ভাগাভাগি মেনে নেয় না: মমতা বন্দ্যোপাধ্যায়

 

সোমবার পূর্ব মেদিনীপুর জেলা সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিন দিনের সফরে নন্দকুমার এবং দীঘায় জোড়া সভা এবং প্রশাসনিক বৈঠক করলেন তিনি।

আজ বিকেল ৪টেয় ১১৬বি জাতীয় সড়কের নন্দকুমারের চৌরাস্তা মোড়ে প্রথম প্রকাশ্য প্রশাসনিক সভা করলেন তিনি। আজ সড়ক প্রকল্প, বাস ডিপো, হলদিয়ায় হেরিটেজ পার্ক, একটি নতুন জেটি, মেচেদা-হলদিয়া বাস পরিষেবা সহ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। এছাড়াও বেশ কিছু প্রকল্পের শিলান্যাসসহ এবং অনেকের হাতে সরকারী পরিষেবা তুলে দিলেনন।

মঙ্গলবার বিকেলে দ্বিতীয় সভা করবেন নিউ দীঘার পুলিস হলিডে হোম ময়দানে। বুধবার বিকেলে আধিকারিকদের সঙ্গে ওল্ড দীঘায় বিদ্যুৎ দপ্তরের বাংলোয় প্রশাসনিক বৈঠক করবেন। ১৩ তারিখ সকালে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী।

 

পূর্ব মেদিনীপুরে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্যের মূল অংশঃ-

  • আমাদের সরকার মানুষের কাজ করে। মানুষকে রক্ষা করাই আমাদের কাজ।  জম্মু কাশ্মীরে লোকসংখ্যা খুবই কম, ও রাজ্যটি খুবই ছোট। সেই জম্মু কাশ্মীরের পর পশ্চিমবঙ্গ আবারও এই বছর রেকর্ড করেছে সব থেকে কম শিশু মৃত্যুর হারে। এই সবই সম্ভব হয়েছে প্রতি জেলায় মেডিক্যাল কলেজ ও সদ্যোজাতদের জন্য ইন্টেন্সিভ কেয়ার ইউনিট তৈরির ফলে। এরাজ্য বিপুল পরিমানে অর্থ ব্যায় করে বিনামুল্যে চিকিৎসা প্রদানের জন্যও, যা দেশের মধ্যে দৃষ্টান্ত।
  • আমাদের সরকার মানুষের কাজ করে। মানুষকে রক্ষা করাই আমাদের কাজ।
  • কোর্টের নির্দেশ সত্ত্বেও এখনো দার্জিলিং এর জন্য CRPF দেওয়া হয়নি। আমরা সব গণ্ডগোল জীবন দিয়ে রুখব।
  • একটা সরকারের বিরুদ্ধে কেন কুৎসা, অপপ্রচার, চক্রান্ত হবে?রাজ্য ও কেন্দ্রীয় সরকার উভয়ই মানুষ দ্বারা নির্বাচিত। তাও কেন কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের বিরুদ্ধে চক্রান্ত করবে? জবাব চাই, জবাব দিতে হবে।
  • বর্ডার খুলে দিয়ে কিছু বাইরের লোক দিয়ে পরিকল্পিতভাবে দাঙ্গা করানো হচ্ছে। চক্রান্ত করে আবার রাজ্য সরকারের কাছে জবাব চাইছে। এত চক্রান্ত সত্ত্বেও আমরা মানুষকে শান্ত রেখেছি। আমি এজন্য বাংলার মা-মাটি-মানুষকে ধন্যবাদ জানাই।
  • বাংলা সংস্কৃতির পীঠস্থান। বাংলা কুৎসা, চক্রান্ত, ভাগাভাগি মেনে নেয় না।
  • বাংলাকে রাজনৈতিক কারণে উচ্ছশৃঙ্খল কয়েকজন ফেক নিউজ দিয়ে ফেকবুকে মিথ্যে রটাবে
  • বাংলার মানুষ এসব সহ্য করেনি, কখনো করবে না। আমরা ফেসবুক কে সম্মান করি ফেকবুক কে নয়। বাংলাদেশের কুমিল্লার ঘটনা দেখিয়ে বলছে বাংলায় হয়েছে, ভোজপুরি সিনেমার ক্লিপ দিয়ে বলেছে বাংলায় হয়েছে।
  • কখনো দাঙ্গা করছে, কখনো আগুন জ্বালিয়ে দিচ্ছে – এগুলোই ওদের কাজ। আমরা শপথ নিচ্ছি আমরা এই কাজ করতে দেব না। সকলে মিলিত ভাবে থাকব।
  • বাংলা এসব মেনে নেবে না। একতাই সম্প্রীতি, একতাই সংহতি। ওদের চক্রান্তে পা দেবেন না, ওদের থেকে সাবধান হন।
  • একটা ভিডিও ক্লিপে দেখলাম আসামে বিশ্ব হিন্দু পরিষদ (বিজেপির শাখা) মেয়েদের বন্দুকের প্রশিক্ষণ দিচ্ছে। এটা প্রশাসনের কাজ। ওরা কিভাবে করছে এ কাজ? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ওরা এসব করতে পারে না। দেশটার সর্বনাশ করতে চায়, দেশকে ধ্বংস করতে চায়।
  • যারা বিদ্যা, বুদ্ধি, আত্মত্যাগ দিয়ে শান্তি রক্ষা করে মানুষের পাশে দাঁড়াবে তারাই রাজনৈতিক নেতা। যাদের আদর্শ, দর্শন নেই, যারা মানুষে মানুষে আগুন লাগায় তারা দেশের শত্রু, তারা রাজনৈতিক নেতা হতে পারে না।
  • Save India from disaster. গণতন্ত্র ধ্বংস করবেন না। মানুষকে মানুষের মত বাঁচতে দিন।
  • সব কাজ রাজ্য সরকার করবে, আর ওরা দালালি করে বেড়াবে, আগুন লাগিয়ে বেড়াবে আর বিদেশে গিয়ে ঘুরে বেড়াবে।
  • নোটবন্দির নামে আজও ব্যাঙ্কে মানুষের অ্যাকাউন্ট স্বাভাবিক হয়নি। GST চাপিয়ে দেওয়া হয়েছে, এটা big corruption। শ্রমিক কৃষক থেকে শুরু করে সব মানুষের জীবনে অন্ধকার নেমে এসেছে।
  • আধার কার্ড না করলে খাবার দেবে না বলছে। ০-৯ বছরের শিশুদের আধার কার্ড না করলে তাদের কিছু দেবে না বলছে। এভাবে দেশটাকে উচ্ছন্নে নিয়ে যাচ্ছে।
  • রাজ্যে আরও শিল্প আসুক। আমাদের সরকার সব রকম সহযোগিতা করবে। বাংলা এগিয়ে যাক, মানুষ এগিয়ে যাক। আমাদের ছাত্রছাত্রীরাই আগামী দিনে দেশকে তৈরী করবে। সব ধর্ম সমন্বয়, একতা-সম্প্রীতি সংহতি বজায় রেখে চলুন। বাংলা উন্নয়নের সঙ্গে এগিয়ে যাবে, এটাই আমাদের অঙ্গীকার।
  • অনেক কাজ হয়েছে। এখানে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরী হয়েছে। হলদিয়াতে আরও বিনিয়োগ হবে।
  • সকলকে অভিনন্দন, সকলে ভালো থাকুন, এলাকার শান্তি রক্ষা করুন।

 

Bengal Govt to produce certified potato seeds of higher grade

The State’s Agriculture Department, in collaboration with Central Potato Research Institute, is going to produce certified higher grade seeds for potato plants.

Production of potato from seeds produced in the State itself would help in reducing the price of the vegetable. Additionally, crops produced from these certified seeds would also be resistant to diseases, unlike the crops produced from the stored tubers.

The higher grade seeds would be certified as such in nationally accredited research laboratories. One laboratory is coming up at Anandapur in Purba Medinipur district, inside the premises of a State Agriculture Department potato research farm. Such laboratories would be gradually set up at the other Government-owned potato research farms of the State too.

The production of these higher grade seeds is a three-step process. The first step would be the production of breeder seeds, which would be the done during the next breeding season. An intermediate stage seed would be produced the season after that, and finally, during the third season, the certified seed.

The State Government has plans to produce one-third of the required amount of potato seeds during the first stage.

Bengal is the second highest producer of potatoes in the country.

 

রাজ্যেই উন্নত মানের আলু বীজ উৎপাদনের উদ্যোগ

রাজ্যেই উন্নতমানের সার্টিফায়েড আলুর বীজ উৎপাদনের প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্য কৃষি দপ্তর।

রাজ্যে আলুর বীজ উৎপাদন হলে দামও কিছুটা কমবে। এছাড়া, সার্টিফায়েড বীজ ব্যবহার করলে আলু গাছের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমে যাবে।

পূর্ব মেদিনীপুরের আনন্দপুরে কৃষি দপ্তরের খামারে রয়েছে আলু গবেষণা কেন্দ্র। সেন্ট্রাল পটাটো রিসার্চ ইন্সটিটিউটের সঙ্গে চুক্তির পর ওই গবেষণা কেন্দ্রেই ব্রিডার সিড তৈরী করা হবে। আগামী মরশুমেই রাজ্য সরকারের গবেষণা কেন্দ্রে ব্রিডার সিড তৈরী হয়ে যাবে।

 

প্রথম দফায় রাজ্যের এক তৃতীয়াংশ আলু চাষে প্রয়োজনীয় সার্টিফায়েড বীজ উৎপাদনের পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের।

আলু উৎপাদনের নিরিখে দেশের মধ্যে বাংলার স্থান দ্বিতীয়।

তিন বছরের মধ্যে কৃষকদের কাছে রাজ্যে উৎপাদিত সার্টিফায়েড আলুর বীজ পৌঁছে যাবে। আগামী মরশুমেই রাজ্য সরকারের গবেষণা কেন্দ্রে ব্রিডার সিড তৈরী হয়ে যাবে। তারপর আরও দুটি পর্যায়ের শেষে তৈরী হবে চাষযোগ্য আলুর বীজ।

 

People reaffirm faith in Mamata Banerjee as Trinamool sweeps Kanthi Dakshin by-polls

Trinamool Congress swept the Kanthi Dakshin by-polls by a margin of 42,526 votes, with the people reaffirming their faith in Bengal Chief Minister and Trinamool Congress Chairperson Mamata Banerjee. The huge win saw Trinamool Congress bettering the 2016 Assembly election results, where the winning margin was around 34,000 votes.

The party had fielded the Trinamool Mahila Congress President Chandrima Bhattacharyya from this seat. She had covered almost every panchayat and municipality area of the Kanthi Dakshin constituency, meeting the people and intimating them about the success of the Trinamool Congress Government under Mamata Banerjee. The polling, which was conducted on Sunday, April 9, 2017, saw around 83% turnout.

The Trinamool Congress candidate Chandrima Bhattacharyya received 95,369 votes, which is  55.89% share of the total votes.

The seat was vacated as Dibyendu Adhikari had resigned after he was elected to the Lok Sabha.

Chief Minister Mamata Banerjee has congratulated the Maa-Mati-Manush for the verdict of victory in the Dakshin Kanthi Assembly by-polls.

The Chief Minister said, “We are grateful to the people for supporting our developmental work. The support the people have shown for us would help us to work peacefully for them”.

 

 

উপনির্বাচনে জয় বিপুল ভোটে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরেই আস্থা দক্ষিণ কাঁথির

কাঁথি দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ৪২ হাজার ৫২৬ ভোটে জয়ী হল তৃণমূল কংগ্রেস। এই জয় আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সাধারণ মানুষের আস্থা-বিশ্বাস প্রমাণ করল। গত ২০১৬ বিধানসভা নির্বাচনে বিপুল ভোট পেয়ে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস যার ব্যবধান ছিল ৩৪ হাজার ভোট।

এবছর তৃণমূল মহিলা কংগ্রেসের সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্যকে এই আসনে প্রার্থী নির্বাচন করে তৃণমূল কংগ্রেস। গত রবিবার, ৯ এপ্রিল, ২০১৭ নির্বাচন হয়েছিল, প্রায় ৮৩% ভোট পড়েছিল।

তৃণমূল কংগ্রেস প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য এবার ৯৫ হাজার ৩৬৯ ভোট (৫৫.৮৯ শতাংশ) পেয়ে জয়ী হয়েছেন।

২০১৬ সালে দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রে জয়ী হন তৃণমূলের দিব্যেন্দু অধিকারী।

এই জয় উপলক্ষে মুখ্যমন্ত্রী সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন,“মা-মাটি-মানুষকে আমার অভিনন্দন। মানুষ আমাদের কাজ সমর্থন করেছে তাই আমরা কৃতজ্ঞ। মানুষের এই সমর্থন আগামী দিনে আমাদের নরম মনোভাব নিয়ে কাজ করতে সাহায্য করবে”।

 

Bengal CM inaugurates host of developmental schemes for Bankura

Bengal Chief Minister Mamata Banerjee launched the Sabujshree scheme in Bankura district today during a public meeting at Fulkusuma in Raipur block. As part of the scheme, she said, “15 lakh families will get a sapling for every baby born every year”.

The Chief Minister also inaugurated a host of developmental projects for Bankura including power stations, Government buildings, tourism centres, hostels, new roads, bridges and veterinary centres.

From the same stage, she inaugurated SNCUs for Government hospitals in Murshidabad, Malda, Cooch Behar and South 24 Parganas districts, as well as water ATMs at several Government hospitals in Kolkata.

The Chief Minister laid the foundation stones for several developmental projects in the district including solar power stations, bridges, renovations of canals, mini indoor games complexes and road projects, among many others.

Besides inaugurating the Sabujshree scheme for the district, the Bengal Chief Minister distributed benefits under Sabuj Sathi and Kanyashree schemes, and solar lanterns, sports equipments and agricultural pattas.

During the speech, the Chief Minister also harped on communal harmony, and on distributing the fruits of development irrespective of religious denomination. She said, “Over 2,000 burial grounds of Muslims have been fenced. We will renovate the cremation ghats of Hindus also”. Continuing in the same vein, she said, “We have started Samabyathi scheme to offer financial aid to underprivileged people to enable them to perform the last rites of their near and dear ones”.

Among other things, “a water supply project worth Rs 1,100 crore has been taken up”, said the Chief Minister, which is an important scheme for the perennially dry district that Bankura is. Another project initiated to provide relief from the dry condition, she said, is a “project under the Jal Tirtha scheme to irrigate 32,000 hectares of farmland”.

Referring to her Government’s rainbow of developmental schemes, she said, “From Kanyashree to Yuvashree and Sikshashree, we have always made welfare of people our priority”.

Later she held the administrative review meeting for the district with State Government officials.

 

 

বাঁকুড়ায় আজ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আজ থেকে শুরু হল মুখ্যমন্ত্রীর জেলা সফর। আজ বাঁকুড়ার রাইপুরের ফুলকুসুমায় একটি জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পাওয়ার স্টেশন, সরকারি ভবন, পর্যটন কেন্দ্র, হোস্টেল, নতুন রাস্তা, সেতু, বাঁকুড়া জন্য সহায়ক কেন্দ্র সহ আরও অনেক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।

একই মঞ্চ থেকে তিনি মুর্শিদাবাদ, মালদহ, কোচবিহার ও দক্ষিণ ২৪ পরগনার সরকারি হাসপাতালে এস এন সি ইউ উদ্বোধন করলেন। এছাড়া কলকাতার সরকারি হাসপাতালগুলির জন্য ওয়াটার এটিএমও উদ্বোধন করলেন।

বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের পাশাপাশি সৌর বিদ্যুৎ কেন্দ্র, সেতু, খাল সংস্করণ, মিনি অন্দর গেম কমপ্লেক্স, সড়ক প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করলেন মুখ্যমন্ত্রী।

সবুজ শ্রী প্রকল্প চালু করার পাশাপাশি মুখ্যমন্ত্রী সবুজসাথি সাইকেল, কন্যাশ্রী, সোলার লণ্ঠন, কৃষি পাট্টা এসবও বিতরণ করলেন।

পরে তিনি জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকও করলেন।

বক্তব্যের কিছু বিশেষ অংশ –

  • ভোটের আগে আমি কথা দিয়েছিলাম আমি রাইপুরে আসব, আমি আমার কথা রেখেছি
  • সকলের আশীর্বাদ ও ভালবাসার জন্য ধন্যবাদ
  • আগে এখানে শুধু হিংসা ও অশান্তি ছিল। অনেক রক্ত ঝরেছে
  • এখন এই অঞ্চলে শান্তি রয়েছে। আমরা এখানে শান্তি রক্ষা করতে বদ্ধপরিকর
  • আজ এই সভামঞ্চ থেকে আমরা ‘সবুজ শ্রী’ প্রকল্পের উদ্বোধন করলাম
  • ‘সবুজ শ্রী’ প্রকল্পের আওতায় ১৫ লক্ষ পরিবারকে নবজাতক শিশুর জন্মের পর গাছের চারা দেওয়া হল
  • প্রায় ২০০০ কবর স্থান সংস্করণ করা হয়েছে। আমরা হিন্দুদের শশ্মানও সংস্করণ করার প্রকল্প গ্রহণ করেছি
  • আমরা ‘সমব্যাথী’ প্রকল্প চালু করেছি। এর মাধ্যমে গরীব-দুঃস্থ মানুষরা তাদের আত্মীয়দের সৎকারের জন্য আর্থিক সহায়তা পাবে
  • নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমরা সবুজ সাথী প্রকল্প চালু করেছি
  • অনেক গুলো স্বাস্থ্য কেন্দ্র, পলিটেকনিক কলেজ আর কর্মতীর্থ উদ্বোধন হল আজ
  • বাঁকুড়ায় আমরা বিশ্ববিদ্যালয় তৈরী করেছি। এই জেলার ছাত্রছাত্রীরা খুব মেধাবী
  • ন্যায্য মূল্যের ওষুধের দোকান, ডায়গনসটিক সেন্টার তৈরি করা হয়েছে বাঁকুড়া জেলায়
  • ১১০০ কোটি টাকার একটি জল্প্রকল্পের কাজ শুরু করা হয়েছে
  • ৩২০০০ হেক্টর জমি চাষের জন্য আমরা জল তীর্থ প্রকল্প চালু করেছি
  • আমরা একটি রাস্তা তৈরী করছি উত্তর ও দক্ষিণ বঙ্গকে জোড়ার জন্য। বাঁকুড়ায় সংযুক্ত হবে এই রাস্তায়
  • বাংলার সাম্প্রদায়িক শান্তি বিঘ্নিত করার চেষ্টা চলছে, আমরা এটা মেনে নেব না
  • বাংলা সাম্প্রদায়িক শান্তি, সম্প্রীতি ও প্রগতির জায়গা। হিন্দু-মুসল্মান-শিখ-খ্রিষ্টান সকলে এখানে একসাথে থাকে
  • আমি যতদিন বেঁচে থাকব মানুষের জন্য কাজ করে যাব

 

Bengal Chief Minister to resume her district visits from December 19

Bengal Chief Minister Mamata Banerjee will hold administrative review meetings in Bankura and East Midnapore districts next week. She will inaugurate a bouquet of projects during the district tour.

On December 19, she is scheduled to attend a public meeting at Fulkushna in Bankura where she will be inaugurating various projects and will also launch Sabuj Shree scheme for the district.

She will also visit Mukutmanipur where she would be holding the administrative review meeting for Bankura district.

The Chief Minister is also scheduled to take a stock of the development projects in East Midnapore district. She is slated to visit Digha and Mandarmani to take stock of the progress of various tourism projects.

The administrative meeting for East Midnapore district is scheduled take place in Digha. She will return to Kolkata thereafter.

MLAs and senior officials from each district will be present in these administrative review meetings.

 

১৯ ডিসেম্বর আবার জেলা সফর শুরু করবেন মুখ্যমন্ত্রী

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সপ্তাহে পূর্ব মেদিনীপুর ও বাঁকুড়া জেলায় প্রশাসনিক বৈঠক করবেন। তাঁর এই জেলা সফরে মুখ্যমন্ত্রী একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন।

১৯শে ডিসেম্বর তিনি বাঁকুড়া জেলার ফুলকুশনায় একটি জনসভায় যোগ দেবেন। ওখানে তিনি নানা প্রকল্পের উদ্বোধন করবেন; একইসঙ্গে তিনি শুভ সূচনা করবেন বাঁকুড়া জেলার জন্য সবুজশ্রী প্রকল্প। বাঁকুড়া জেলার মুকুটমনিপুরে প্রশাসনিক বৈঠকও করবেন তিনি।

মুখ্যমন্ত্রী এরপর পূর্ব মেদিনীপুর যাবেন ওই জেলায় নানা প্রকল্পের কাজের অগ্রগতির খতিয়ান নিতে। তিনি দিঘা ও মন্দারমনিতেও যাবেন বিভিন্ন পর্যটন প্রকল্পের অগ্রগতি দেখতে। দিঘাতেই পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক করার কথা মুখ্যমন্ত্রীর; এরপর তিনি কলকাতা ফিরে আসবেন।

এই প্রশাসনিক বৈঠকগুলিতে জেলার বিধায়ক ও আধিকারিকরা উপস্থিত থাকবেন।