West Bengal Housing and Infrastructure Development Corporation (WBHIDCO, in short, HIDCO), which is developing New Town into a smart city, has chalked out elaborate plans to welcome visitors to the city on the occasion of Durga Puja.
On the day of Panchami (Sept.25), a panchapradeep, a type of special lamp designed by famous architect Prabir Mitra, will be lit up at Akhanksha More in New Town, renamed Mangaldeep by Chief Minister Mamata Banerjee. Lighting a panchapradeep is an old custom, meant to welcome those returning home to join the festival. Dhakis will also be present to greet tourists.
The whole of New Town will be lit up. An increasing number of tourists, including foreigners, have been coming to New Town over the past few years, attracted by Eco Park (renamed Prakriti Tirtha by the Chief Minister), Mother’s Wax Museum and other attractions. Keeping this in mind, HIDCO has drawn up plans to make Durga Puja a memorable occasion for them.
At Eco Park, dhakis in coloured attire will also play dhols to give the entire area a festive mood.
Food is intimately connected with the Durga Puja festival. To make this year’s festival a special one, Café Ekante (also named by the Chief Minister), the speciality restaurant at Eco Park serving Bengali cuisine would be preparing mouth-watering menu for the days of the Puja. Bhoger khichdi, along with a vegetable dish, fried fish, chutney and papad for Rs 199 plus taxes per plate. The famous bhuna khichdi, traditionally of Dhaka, will be available for Rs 329 plus taxes per plate. Other khichdi-specific fries will also be available.
The menus have been prepared to cater to all sorts of clients. Café Ekante has become very popular and it is expected to be packed during the Puja days.
দুর্গা পুজোয় অতিথি আপ্যায়নে চমক দিতে চলেছে হিডকো
সকল পর্যটক ও প্রবাসীদের দুর্গা পুজোয় অনন্যভাবে আপ্যায়ন জানাতে উদ্যোগ নিল হিডকো কর্তৃপক্ষ। নিউটাউন সাজবে নতুন ভাবে পুজো উপলক্ষে। মহালয়ার দিন, চতুর্থী থেকে ষষ্ঠী রংবেরঙের পোশাক পরিহিত ঢাকিরা ধাক বাজিয়ে অতিথিদের আপ্যায়ন করবেন।
চারটি স্টেজ তৈরি করা হবে চারটি জায়গায়, আকাঙ্খা মোড়, ইকো পার্ক, মাদার্স ওয়াক্স মিউজিয়াম, অ্যাকশন এরিয়া ১-এর বাসস্ত্যান্ডে।নিউ টাউনকে আলো দিয়ে সাজাবে হিডকো। পাশাপাশি পৃথিবীর সপ্তম আশ্চর্যের প্রতিরুপগুলিকেও আলো দিয়ে সাজানো হবে। মুখ্যমন্ত্রীর নামকরণ করা ক্যাফে একান্তে রেস্তোরাঁ যা ইতিমধ্যেই ভোজনরসিকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে, পুজো উপলক্ষ্যে আনবে কিছু বুফে মেনু। সপ্তাহান্তে এবং উৎসবের সময় আগে বুকিং করতে হয়।
নিউ টাউনকে আলো দিয়ে সাজাবে হিডকো। পাশাপাশি পৃথিবীর সপ্তম আশ্চর্যের প্রতিরুপগুলিকেও আলো দিয়ে সাজানো হবে। মুখ্যমন্ত্রীর নামকরণ করা ক্যাফে একান্তে রেস্তোরাঁ যা ইতিমধ্যেই ভোজনরসিকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে, পুজো উপলক্ষ্যে আনবে কিছু বুফে মেনু। সপ্তাহান্তে এবং উৎসবের সময় আগে বুকিং করতে হয়।
হাউসবোট রেস্তরাঁও জনপ্রিয়। প্রসঙ্গত, এই ক্যাফে একান্তে তাঁদের একটি শাখা খুলেছে অ্যাকশন এরিয়া ১-এর বাস টার্মিনাসের কাছে যেখানে পাওয়া যায় শুধু দক্ষিণ ভারতীয় খাবার।
হিডকো, নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি রাজ্য পরিবহণ দপ্তর এবং বিধান নগর কমিশনারেট একটি বৈঠক করেন নিউ টাউন ও বিধান নগরে যান চলাচল নিয়ন্ত্রণ করার পুজোর দিন ও তার পরে পরেই অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের চলাকালীন।
Source: Millennium Post