Modi Babu is now ‘Expiry Babu’: Mamata Banerjee at Dinhata

Trinamool Chairperson Mamata Banerjee started her campaign in Bangla for the 2019 Lok Sabha election at a huge rally at Dinhata in Cooch Behar.

Highlights of her speech:

  • Several schemes have been implemented by the state govt – from tribal welfare and Kanyashee to Sabooj Sathi, Khadya Sathi, Sufal Bangla and many others
  • There is one person with 56-inch chest who is saying that Bengal people have been deprived. How dare he say that?
  • He has no idea of the immense work that has been carried out in Bangla
  • Prime Minister, I challenge you! We are on top in 100 days work; we are on top in ease of doing business as well as in skill development
  • He has no originality: Jagai, madai expression we had coined during panchayat election, now he is using it
  • There are criminals among the candidates in north Bengal. Nisith Pramanik has several cases started by CBI against him, anyone can come and see the papers
  • I am challenging Modi to a debate once again – we will ask questions to each other, let’s see what he replies to mine
  • 2 crore people have lost their jobs throughout the country because of BJP govt policies
  • We have encouraged all languages and dialects in the state, creating separate academies for many of them
  • They said they would open tea gardens. Nothing has happened. It is us who have helped the garden workers in all possible ways
  • Mutation fees not required for land registration now in certain categories
  • They have unending money and spending it on things like hangars. Have you heard of meetings being held like this?
  • I do not speak lies like Modi babu. Will call him “Expiry Babu” from now on
  • Modi’s Ayushman programme is not good. 7.5 crore people will benefit from our Swasthya Sathi scheme, including expecting mothers
  • There is so much security at their meetings because the BJP has no contact with the people
  • The Centre has not done anything for Cooch Behar and Alipurduar. I have solved the problems of the chhit mahal (enclave) areas
  • Bengal farmers have three times the income of the average Indian farmer
  • The EC has said no party can refer to our military while campaigning. Despite that BJP leaders are doing this. How did the PM do it? Isn’t he ashamed?
  • “Touch me if you can… You won’t be able to do anything”
  • Where is that party getting so much money? They are giving money and seeking votes using public money
  • He is an expert in creating his own publicity, misusing his powers as PM.
  • He has a movie, a jacket, a shop in his name
  • Take care of Delhi first, then look at Bengal
  • You will now see “voter strike”, which will be truer than surgical strike
  • Everyone is the country’s enemy, Modi is the only friend. Don’t need a patriot certificate from him
  • I have started the campaign in the state from Dinhata, and the people must vote to remove Modi from all the districts in North Bengal

 

Their target is Bengal, our target is Red Fort: Mamata Banerjee in Purulia

Chief Minister Mamata Banerjee today inaugurated a slew of projects for Purulia district during a public programme. She also laid the foundation stones of several projects.

Among the projects inaugurated were renovation of health centres, anganwadi centres, new roads, tube wells, irrigation projects, Resham Bhavan among others.

Foundation stones were laid for godowns, Karma Tirtha, administrative buildings, high mast lamps etc.
Besides these, Mamata Banerjee distributed the benefits of schemes like Kanyashree, Sabuj Sathi, Samaj Sathi, Gatidhara etc. She also distributed soil health cards, land pattas, power tillers and other equipment.

Highlights of her speech:

This is my second meeting in Purulia district in three months. Earlier, the ministers hardly visited these districts. Today, I conducted my 396th administrative review meeting at block level.

We have given recognition to many languages including Kurmali, Kuruk, Ol Chiki.

Those who have no work are spreading baseless rumours. Our work is to serve the people.

45 lakh Kanyashree girls are our pride. They will make Bengal proud in future. University students will receive Kanyashree scholarships from now on (Rs 2,000 for arts and Rs 2,500 for science).

We have distributed 70 lakh cycles to students. 57 lakh SC/ST students and 1.71 crore minority students have received scholarships. Nearly 2 lakh folk artistes receive monthly stipend.

We have waived off khajna tax on agricultural land. We have done away with mutation fees on agricultural land.

We provide rice at Rs 2/kg to people. For this we give subsidy worth crores.

Healthcare is free in Bengal. Medicines, blood tests are free here.

Bengal never bowed her head before anyone. Bengal always leads the way. Let them catch up with us and then talk.

It is a crime to pit people against each other. Inciting religious riots, creating divisions is unacceptable.

Bengal never allows the politics of riots. We want people to prosper.

Some people say their target is Bangla (Bengal). We say our target is ‘Lal Kella’ (Red Fort). Chalo Dilli Chalo.

Bengal will lead the way, taking everyone along.

We have started a new scheme called ‘Ruposhree’. We will provide financial aid to families with income less than Rs 1.5 lakh to assist them in their daughter’s wedding.

There was a time when one could see only tears in the eyes of the people in Purulia. Now, people are smiling.

 

ওদের টার্গেট বাংলা, আমাদের টার্গেট লাল কেল্লা: পুরুলিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়

আজ পুরুলিয়া জেলার শিমুলিয়াতে পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিভিন্ন প্রকল্পের শিলান্যাসও করেন।

মুখ্যমন্ত্রী যে সকল প্রকল্পের উদ্বোধন করেন, তার কয়েকটি হল, স্বাস্থ্য কেন্দ্রের সংস্কার, আঙ্গনওয়াড়ি কেন্দ্র, নতুন রাস্তা, নলকূপ প্রকল্প, নদী সেচ প্রকল্প, রেশম ভবন ইত্যাদি।

তিনি যে সকল প্রকল্পের শিলান্যাস করেন, তার কয়েকটি হল, গুদাম ঘর, কর্মতীর্থ, প্রশাসনিক ভবন, আলোক স্তম্ভ ইত্যাদি।

এছাড়াও তিনি কন্যাশ্রী, সবুজশ্রী, শিক্ষাশ্রী, সবুজসাথী, সমাজসাথী, গতিধারা, পাট্টা, সয়েল হেলথ কার্ড, পাওয়ার টিলারইত্যাদি পরিষেবা প্রদান করেন।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ-

তিন মাসে পুরুলিয়ায় এটা আমার দ্বিতীয় বৈঠক। আগে কোন মন্ত্রীকে এখানে দেখা যেত না। আজকের এই প্রশাসনিক বৈঠক নিয়ে সব মিলিয়ে আমি ৩৫৬ টি বৈঠক করলাম।

কুর্মালি, কুরুক, অল চিকি সহ অনেক ভাষাকে আমরা স্বীকৃতি দিয়েছি।

যারা কোন কাজ করে না তারা শুধু রটিয়ে বেড়ায় আর টাকা তুলে বিবৃতি দেয়। আর আমাদের কাজ মানুষের সেবা করা।

আমাদের ৪৫ লক্ষ কন্যাশ্রীর মেয়েদের জন্য আমরা গর্বিত। তারা এখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্যও স্কলারশিপ পাবে।

আমরা ৭০ লক্ষ সবুজ সাথী সাইকেল দিয়েছি। ৫৭ লক্ষ SC/ST ছাত্রছাত্রী ও ১.৭১ কোটি সংখ্যালঘু ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেওয়া হয়েছে। প্রায় ২ লক্ষ লোকশিল্পীদের আর্থিক সহায়তা দেওয়া হয়।

আমরা কৃষিজমির খাজনা মুকুব করে দিয়েছি। কৃষকদের কৃষিজমির জন্য আর মিউটেশন ফি দিতে হয় না।

শুধুমাত্র বাংলায় আমাদের সরকার ২ টাকা কেজি দরে চাল দিচ্ছে। আমরা কয়েক হাজার কোটি টাকা সাবসিডি দিচ্ছি।

একমাত্র বাংলায় বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। ওষুধপত্র, রক্ত পরীক্ষা বিনামূল্যে হয়।

বাংলা কখনো কারো কাছে মাথা নত করেনি। বাংলা মানুষকে পথ দেখায়। আগে করে দেখাও তারপর বাংলার দিকে তাকাও।

মানুষকে গড়ে তোলা আমাদের কাজ, দাঙ্গা লাগানো আমাদের কাজ নয়। কেউ তা করার চেষ্টা করলে তা অপরাধ।

বাংলা কখনো দাঙ্গার রাজনীতি বরদাস্ত করে না। আমরা চাই মানুষ ভালো থাকুক।

কেউ কেউ বলে ওদের টার্গেট বাংলা। আমরা বলি, আমাদের টার্গেট দিল্লির ‘লাল কেল্লা’। চলো দিল্লি চলো।

আগামীদিনে বাংলাই সবাইকে পথ দেখাবে। আগামীদিনে বাংলা বিশ্ব জয় করবে, বাংলা যা পারে আর কেউ তা পারে না।

মেয়েদের জন্য আমরা একটি নতুন প্রকল্প চালু করেছি যার নাম ‘রূপশ্রী’। যাদের পরিবারের আয় দেড় লক্ষ টাকা তাদের মেয়েদের বিয়ের জন্য ২৫ হাজার টাকা দেবে সরকার।

আগে একটা সময় ছিল যখন পুরুলিয়ায় এসে আমি মানুষের চোখে শুধু জল দেখতে পেতাম, আর এখন এখানকার মানুষ হাসছে, এতেই আমি খুশি।

Modi started note-bandi, people will respond with vote-bandi: Mamata Banerjee in Lucknow

Trinamool Chairperson today addressed a massive protest rally against demonetisation today in Lucknow, Uttar Pradesh. Several members of the Samajwadi Party were present at the rally.

Mamata Banerjee targeted the Prime Minister for demonetisation and said the people from all sections of society – the common man, the farmers, the labourers, housewives are facing problems. “The people of Uttar Pradesh have made you the Prime Minister and they can remove you from the post too. You have started note-bandi, people will reply with vote-bandi,” she said.

She accused the PM of mismatch between his words and his actions. She said that BJP is looting the country without declaring Emergency. She accused the ruling party of depriving people of their constitutional rights. She slammed the Centre for not planning before going ahead with demonetisation and said BJP was aware of this move in advance.

Calling note-bandi a scandal, she said the fight will go on and she is even ready to go to jail.

 

মোদী করেছেন নোটবন্দি, মানুষ ওদের করবে ভোটবন্দিঃ মমতা বন্দ্যোপাধ্যায় 

নোট বাতিল ইস্যুতে আজ উত্তরপ্রদেশের লখনউ এর গোমতী নগরে একটি প্রতিবাদ সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চে সমাজবাদী পার্টির বেশ কিছু নেতাও উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর হঠকারী সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই তুঘলকি সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, গৃহকর্ত্রী সহ সব স্তরের মানুষ সমস্যার সম্মুখীন হয়েছেন।

তিনি বলেন, “উত্তরপ্রদেশের মানুষ আপনাকে প্রধানমন্ত্রী করেছেন তারাই আপনাকে আপনার পদ থেকে সরিয়ে দেবে। আপনি নোট-বান্দি শুরু করেছেন, মানুষ ভোট-বন্দির মাধ্যমে তার উত্তর দেবেন”।

তিনি আরও বলেন,  “আমরা কেউ কালো টাকার রোখার বিরোধী নই৷ কিন্তু পরিকল্পনামাফিক সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন ছিল৷ ইন্দিরা গান্ধীও জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন৷ আর ইনি চুপিচুপি সে কাজ করে দিলেন৷ গণতন্ত্রে জরুরি অবস্থা চলে না৷”

তাঁর মন্তব্য,  “দেশের ৮৫ শতাংশ লোককে উনি চোর বলছে৷ সবাই চোর, আর উনি সাধু৷”  কালো টাকা রুখতে কালো আইন জারি করেছে বলে মোদিকে তোপ দেগে মমতা বলেন, “সাধারণ মানুষের অধিকার ছিনিয়ে নিচ্ছেন প্রধানমন্ত্রী৷ বাচ্চাদের মুখের খাবার থেকে যুবকদের ভবিষ্যৎ কেড়ে নিচ্ছেন৷ ১০০০ টাকা কালো হলে ২০০০ টাকা কি কালো হতে পারে না?”

বিদেশ থেকে এখনও কেন কালো টাকা ফিরল না, সে প্রশ্নেও এদিন মোদীকে বেঁধেন মমতা৷ আর তাই তাঁর এখনও দাবি, এই সিদ্ধান্ত প্রত্য়াহার করুক সরকার৷

প্রধানমন্ত্রীর কথা ও কাজের মধ্যে অনেক পার্থক্য আছে। তিনি বলেন, যে বিজেপি জরুরী অবস্থা ঘোষণা করে দেশকে লুঠ করছে। সাধারণ মানুষকে তাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করছে।

সবশেষে তিনি জানান, এটা সাধারণ মানুষের লড়াই এবং এই লড়াই করতে গিয়ে যদি তাঁকে জেলেও যেতে হয় তাঁর জন্যও তিনি প্রস্তুত।

 

I wish to will remain a guard for the common people: Mamata Banerjee at Alipurduar

West Bengal Chief Minister Mamata Banerjee said that she wished to remain a guard for the common people of Bengal.  On the first day of her visit to north Bengal, the West Bengal Chief Minister was addressing a public rally at Parade Ground, Alipurduar, from where she also inaugurated and laid the foundation stones for a bouquet of projects.

The Chief Minister inaugurated several development projects like Krishak Bazaars, an ITI, a Karma Tirtha,  road projects, drinking water supply projects, anganwadi centres,  embankment projects  for Alipurduar, and two multi super-specialty hospitals in Malbazar and Jalpaiguri and several other health projects, both in north and south Bengal.

The West Bengal Chief Minister also laid the foundation stones for the second Bhutan Gateway in Jaigaon, a Government polytechnic college, water supply projects, power stations, schools, hostels and several other projects for the area.

She also distributed benefits including for Kanyashree, Sabuj Sathi, pattas and agri-equipments.

Addressing people from the stage, the Chief Minister said that the state will soon get five more districts. Of these, Asansol, Kalimpong and Jhargram are on the anvil and the official notification will be made shortly.

She said that she wants to be a guard for the people. If the people of the State are beniftted, everybody else will be benefitted too, she said.

She urged the people to shower their blessings onto her and said that it will provide her with inspiration to do more work. She pointed out that she kept he word and her focus was to bring development for the youth of north Bengal.

The Chief Minister also pointed out that a lot of work had to be stalled because of the election but all of those has resumed. She said that she had kept her promise to attend the 2nd anniversary of the formation of Alipurduar district.

The West Bengal Chief Minister pointed out that almost 90% of the people living in Bengal has received benefit of some or the other Government projects. She said that tis was made possible due to the regular administrative review meetings in the districts.

The Chief Minister pointed out that the new districts that will be formed will have administrative buildings housing all the 36 departments.

The Chief Minister also instructed the DM to announce school holiday on Wednesday to celebrate the 2nd anniversary of the formation of Alipurduar.

 

জনগণের পাহারাদার হয়ে কাজ করতে চাই: মমতা বন্দ্যোপাধ্যায়

‘আমি মানুষের পাহারাদার হয়ে মানুষের পাশে থাকব’। বিপুল জয়ের পর উত্তরবঙ্গ সফরের প্রথম দিনে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে এই জনসভায় একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে এক গুচ্ছ প্রকল্পের কাজের সূচনা ও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

কৃষক বাজার, আই টি আই, কর্ম তীর্থ, রাস্তা নির্মাণ সহ আরও বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। আলিপুরদুয়ারে ১২ কোটির রবীন্দ্রভবন, ৩ কোটি ব্যয়ে আলিপুরদুয়ার শহরের সৌন্দর্যায়ন, আলিপুরদুয়ার হাসপাতালের পানীয় জল, জলপাইগুড়ি ও মালবাজারে সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্বোধন, জয়গাঁয় ৭০ কোটির পানীয় জল, আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে প্রজাপতি পার্ক-সহ নানা প্রকল্প৷ চা বলয়ে অত্যাধুনিক অ্যাম্বুল্যান্স পরিষেবারও উদ্বোধন করেন তিনি।

জয়গাঁতে দ্বিতীয় ভুটানের প্রবেশদ্বার, দমনপুরে সরকারী পলিটেকনিক কলেজ ভবন, জল সরবরাহ প্রকল্প, বিদ্যুৎ সাব স্টেশন, স্কুল, হস্টেলসহ আরও বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী।

এছাড়া কন্যাশ্রী, সবুজ সাথী, পাট্টা ও কৃষি যন্ত্রপাতিসহ বিভিন্ন পরিষেবা প্রদান করেছেন মুখ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, ”যত আশীর্বাদ দেবেন, তত আমরা কাজ করব৷ কথা দিলে কথা রাখি৷ উত্তরবঙ্গের ছেলেরা যাতে মাথা তুলে দাঁড়াতে পারে সেই কাজই করছি৷”

তাঁর সরকারের অভিমুখ মানুষই৷ নির্বাচন ছিল বলে কাজ থমকে ছিল৷ আবার তা শুরু হয়ে গিয়েছে৷ ভোটের আগে যে কথা দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি আজ রক্ষা করলেন  এবং তার দেওয়া কথামতো তিনি আজ আলিপুরদুয়ারের দ্বিতীয় বর্ষ পূর্তি অনুষ্ঠানে এসেছেন।

মুখ্যমন্ত্রী এদিন জানান, গত পাঁচ বছর ৯০ শতাংশ মানুষের কাছে কিছু কিছু না পরিষেবা তাঁর সরকার পৌঁছে দিতে পেরেছে৷ তা সম্ভব হয়েছে নিয়মিত জেলাভিত্তিক প্রশাসনিক বৈঠকগুলির মধ্য দিয়েই৷

মুখ্যমন্ত্রী জানান, নতুন যে জেলাগুলি হবে তার প্রতিটিতে একটি করে প্রশাসনিক ভবন তৈরি হবে৷ সেখানে ৩৬টি করে দফতর থাকবে৷ প্রতিটি দফতর থাকবে একই ছাতার তলায়৷

আজ হাসিমারাতে আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী৷ আগামীদিন উত্তরকন্যায় দার্জিলিং-জলপাইগুড়ি-কোচবিহার জেলার প্রশাসনিক বৈঠক হবে৷

 

Surge of development will continue in Bengal: Mamata Banerjee at Narayangarh

Chief Minister Mamata Banerjee inaugurated and laid the foundation stones of several projects today in Narayangarh in Paschim Medinipur district, which will benefit a large section of people along with the residents of Narayangarh block.

The Chief Minister began her speech by dedicating “our victory in the Assembly polls to the Ma Mati Manush of Bengal.” She said the she “had promised that my first district visit after winning would be to Narayangarh,” and she has kept her promise. She went on to say, “We are thankful to you for all the blessings, cooperation and support.” Further, “all the smear campaigns and conspiracies have been defeated” the credit for which goes to “the Ma Mati Manush of the State.” The victory of Trinamool Congress is “a victory of development, a victory of good governance.”

Highlighting the surge of developmental work that the State has witnessed during the last five years, she said, “Despite the huge debt burden, the amount of work we have done during the five years is unprecedented.” This is proved by the fact that, as she said, “95% people in Paschim Medinipur district have received direct Government services during the last five years.”

The Chief Minister then highlighted the various projects and schemes through which the State Government has improved the district: six multi super-speciality hospitals, 11 krishak bazaars, and schemes like Kanyashree, Khadya Sathi and Sabuj Sathi.

However, “the surge of development will not stop.” For example, she said that “We will set up one multi super-speciality hospital in Narayangarh.” Continuing on health, she said, “Infrastructure at Government hospitals has improved during the last five years.” Her Government has “written to the Centre to maintain kerosene supply to Bengal,” adding in the same vein, “We have removed many fake ration cards.” Then, she said that the State Government has “submitted the Ghatal Master Plan for flood prevention to the Centre.”

For ease of administration, the new district of Jhargram is coming up.

Despite a lack of funds from the Centre, the State Government has spent from its own coffers to carry on the development of Jangalmahal. She stamped her determination by saying, “When you perform for the people, no conspiracies can defeat you.”

Mamata Banerjee ended her speech thus: “We have to keep working for the people. We have to make Bengal the best in the world.”

বাংলার উন্নয়নের ধারা বজায় থাকবে: মমতা বন্দ্যোপাধ্যায় 

আজ নারায়ণগড় থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় ইনিংসের জেলা সফর শুরু হচ্ছে। আজ নারায়ণগড়ে প্রশাসনিক সভা করেন তিনি। বেশ কিছু প্রকল্পেরও শিলান্যাসও করেন।

সভা থেকে প্রায় ৬ হাজার মানুষের হাতে সরকারি প্রকল্পের সুবিধে তুলে দেন মুখ্যমন্ত্রী। ছাত্রীদের সাইকেল, গৃহহীনদের জন্য নতুন গৃহ, আদিবাসীদের বার্ধক্যভাতা, লোকশিল্পীদের ভাতা, বাদ্যযন্ত্র, কৃষকদের পাওয়ার টিলার–সহ কৃষি সহায়ক যন্ত্র প্রদান করা হয়। বহু সরকারি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করা হয়েছে।

উন্নয়নের জোয়ার 

গত পাঁচ বছরের মত এবারও মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত সরকার তার দ্বিতীয় মেয়াদের প্রথম থেকেই উন্নয়নের গতি অব্যাহত রেখেছে। নারায়ণগড় ব্লকে নেকুড়সেনী প্রাথমিক বিদ্যালয়ে তফসিলি উপজাতিভুক্তদের জন্য একটি ২০টি শয্যাবিশিষ্ট নতুন আশ্রম হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল।

ঝাড়গ্রাম, নারায়ণগড়, পিংলা, সাঁকরাইল এবং বিনপুর ব্লকে ধান সংরক্ষণের জন্য গুদাম তৈরির কাজের শিলান্যাস করলেন। নারায়ণগড় ব্লকের ব্রাহ্মণভাড়া ও ডগরায় বাগুই খালের উপর তৈরি হওয়া সেতুর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।

কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। শালবনি ও দাসপুর ব্লকে সমষ্টি প্রাণী উন্নয়ন আধিকারিকের কার্যালয় ও সমষ্টি প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের দ্বি-তল নির্মিত ভবন, জেলা পরিষদ মার্কেট কমপ্লেক্সে একটি পানীয় জন সরবরাহ প্রকল্পের উদ্বোধন করেন। এছাড়া ডাইনটিকরি, সাহরসাহী ও নেতাইয়ে কংসাবতী নদীর বাম পাড় মেরামত ও ক্ষয় প্রতিরোধ প্রকল্পেরও শিলান্যাস করেন।

সুবর্ণরেখা নদীর পাড় মেরামতির কাজ এবং ভুমিক্ষয় প্রতিরোধ প্রকল্পের কাজেরও শিলান্যাস হয়।  সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প যা ঝাড়গ্রামের মানুষদের অনেক সাহায্য করবে তা হল ঝাড়গ্রামে তৈরি হবে খাদ্য ভবন। একইসঙ্গে চন্দ্রকোনায় তৈরি হবে কর্মতীর্থ। আজ দুটি প্রকল্পেরই শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী।

তার বক্তব্যের কিছু অংশঃ 

  • মা-মাটি-মানুষের সরকারের দ্বিতীয় দফার সরকারের জয় মানুষকে উৎসর্গ করছি
  • আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম প্রথম এই জেলা পরিদর্শনে আসব। আমরা মানুষের কাছে কৃতজ্ঞ
  • আপনারা আমাদের যে আশীর্বাদ ভালোবাসা ও সমর্থন দিয়েছেন তার জন্য আমরা কৃতজ্ঞ
  • অনেক কুৎসা চক্রান্ত রুখে ৪৯ বছর পর তৃণমূল কংগ্রেস একক দল হিসেবে এই ঐতিহাসিক সাফল্য পেয়েছে
  • এই জয় উন্নয়ন ও সুশাসনের জয়
  • আজকের এই পরিষেবা প্রদান অনুষ্ঠানের মাধ্যমে আমরা ১৬ হাজার মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিচ্ছি
  • গত পাঁচ বছরে মেদিনীপুর জেলার ৯৫% লোকের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিয়েছি
  • পশ্চিম মেদিনীপুরে ৬ টি মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল ও ১১টি কৃষক বাজার তৈরি হয়েছে
  • কন্যাশ্রী, খাদ্য সাথী, সবুজ সাথী প্রকল্প চলবে, বাংলার উন্নয়নের ধারা অব্যাহত থাকবে
  • নারায়ণগড়ে ৩০০ শয্যা বিশিষ্ট একটি মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি হবে
  • বাংলায় পর্যাপ্ত পরিমানে কেরোসিন তেল সরবরাহ যাতে চালু থাকে সেজন্য আমরা কেন্দ্রকে চিঠি লিখেছি
  • অনেক জাল রেশন কার্ড আমরা বাতিল করেছি
  • নতুন জেলা ঝাড়গ্রাম তৈরি হচ্ছে
  • বন্যা প্রতিরোধের জন্য ঘাটাল মাস্টার প্ল্যান পেশ করেছি কেন্দ্রের কাছে
  • কেন্দ্র টাকা দেওয়া বন্ধ করে দিলেও জঙ্গলমহলের উন্নয়নের ধারা আমরা বজায় রেখেছি
  • মানুষের জন্য কাজ করলে কোন রকম ষড়যন্ত্র বা চক্রান্ত তাকে পরাজিত করতে পারে না
  • আমরা মানুষের জন্য কাজ করে যাব। বাংলাকে বিশ্বসেরা করাই আমাদের লক্ষ্য
  • কাজ করাটাই আমাদের নেশা এবং পেশা। কাজ করে যেতে হবে
  • গত পাঁচ বছরে রাজ্যের সরকারি হাস্পাতালগুলির পরিকাঠামো সম্পূর্ণ বদলে গেছে, আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করেছি