Bangla Government ensuring sufficient and safe drinking water for all

Today, September 18, is World Water Monitoring Day. The Bangla Government has taken numerous measures to make drinking water available in every part of the State, and efforts are on towards achieving this. Piped Water Supply Schemes (PWSS) have been taken up across the state to make for healthy and happy lives.

The Public Health Engineering (PHE) Department Minister, in his departmental budget for financial year (FY) 2018-19, has outlined a number of measures to achieve self-sufficiency in generation, storage and distribution of drinking water.

Vision 2020

The Bangla Government has adopted a plan called Vision 2020, which envisages permanent drinking water security at the rate of 70 litres per capita per day (lpcd) in the rural areas of the state.

According to the vision document, to ensure drinking water security, emphasis has been laid on piped water supply schemes with the objective to completely shift from hand-pumped tube-wells to piped water from house to house, in a phased manner.

Rural water supply programme

During FY 2017-18, as a part of the rural water supply programme, 2,411 water-scarce habitations, 610 water quality-affected habitations, 600 water source-less schools and 291 anganwadi centres have been covered with supply of drinking water.

Piped Water Supply Scheme (PWSS)

PWSSs are aimed at reducing the burden on women and children. During FY 2017-18, 114 such schemes at an estimated cost of Rs 1,451.60 crore were sanctioned. For FY 2018-19, 97 PWSSs have been sanctioned at an estimated cost of Rs 1,007.42 crore, benefitting a population of 24.61 lakh. This will raise the total number of commissioned PWSSs to 2,091 and rural population coverage to 55.54 per cent.

Water-testing laboratories

During FY 2017-18, 5,22,648 samples have been tested in the 217 laboratories, and through the Government’s On-site Mobile-based Water Analysis System, 11,800 samples have been tested at the source points and the results uploaded on the departmental website’s dashboard.

Augmentation of drinking water supply

The Bengal Government has taken numerous measures to make drinking water available in every part of the State. Efforts are continuously on towards achieving this. Piped Water Supply Schemes (PWSS) have been taken up across the State to make for healthy and happy lives.

The Public Health Engineering (PHE) Department Minister, in his departmental budget for financial year (FY) 2018-19, has outlined a number of measures to achieve self-sufficiency in generation, storage and distribution of drinking water.

District-wise special achievements during 2017-18

Bankura: A comprehensive water supply scheme covering a population of 30.15 lakh in 14 fluoride-affected blocks has almost been fully commissioned, at a cost of Rs 1,011.12 crore.

Purulia: PWSS covering a population of 15.3 lakh across nine blocks of the district at a cost of Rs 1,173.1 crore are being implemented, and will be commissioned by March 2019. The second phase of the project would cover the remaining 11 blocks, at a cost of Rs 4,289 crore.

South 24 Parganas: A surface water-based water supply scheme has been taken up for the 10 saline blocks of Kulpi, Diamond Harbour I and II, Falta, Joynagar II, Kultali, Magrahat I, Mandirbazar, and Mathurapur I and II, at an estimated cost of Rs 1,332.41 crore, covering a population of 32.87 lakh. Partial commissioning of the project will be done by April 2018.

North and South 24 Parganas: A surface water-based water supply scheme has been taken up, at an estimated cost of Rs 686.95 crore, for a population of 5.26 lakh, for the arsenic-affected areas of Haroa and Rajarhat blocks in North 24 Parganas district and Bhangar-II block in South 24 Parganas district.

Howrah: Bally-Jagachha Surface Water-Based Project Phase I has been taken up at an estimated cost of Rs 150.68 crore, covering six towns and a population of 2.86 lakh. Phase II of the project has been taken up at a cost of Rs 45.88 crore in Domjur block, covering a population of 98,782.

Purba Medinipur: Two surface water-based water supply schemes have been taken up for Panskura II block (at a cost of Rs 241.72 crore, based on the River Rupnarayan, to be commissioned in June 2018) and for the saline-affected areas of Nandakumar, Chandipur, Nandigram I and Nandigram II blocks at an estimated cost of Rs 811.38 crore, to benefit a population of 7.82 lakh.

Bankura: PWSS have been taken up for the blocks of Mejia, Gangajalghati, Indpur, Taldangra, Joypur, Kotulpur, Patrasayar and Sonamukhi as part of the Bankura District Phase II project, at an estimated cost of Rs 833.79 crore for a population of 11.03 lakh.

 

জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জেলাভিত্তিক সাফল্য

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় ২০১১ সাল থেকেই তৃণমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গ সরকার সবার জন্য জল সরবরাহে বদ্ধপরিকর।

পানীয় জল যাতে এই রাজ্যের সব জায়গায় সহজে পাওয়া সেজন্য রাজ্য সরকার প্রচুর প্রকল্প শুরু করেছে।

জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী শ্রী সুব্রত মুখোপাধ্যায় তার দপ্তরের ২০১৮-১৯ সালের বাজেটে পানীয় জল সংরক্ষণ এবং সঠিক ভাবে বন্টন করার জন্য নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিবরণ দিয়েছেন।

২০১৭-১৮ অর্থবর্ষে জেলাভিত্তিক সাফল্য

বাঁকুড়াঃ ১৪টি ফ্লোরাইড কবলিত ব্লকে ৩০.১৫ লক্ষ মানুষের জন্য একটি বিস্তারিত জল সরবরাহ প্রকল্প ইতিমধ্যেই চালু হয়েছে। এতে ব্যয় হয়েছে ১০১১.১২ কোটি টাকা।

পুরুলিয়াঃ এই জেলার নটি ব্লকে পাইপের মাধ্যমে পানীয় জল সরবরাহ প্রকল্প শুরু হয়েছে। এই প্রকল্পে উপকৃত মানুষের সংখ্যা ১৫.৩০ লক্ষ। এই প্রকল্পে ব্যয় হয়েছে ১১৭৩.১০ কোটি টাকা। এই প্রকল্পের মাধ্যমে আগামী ২০১৯ সালের মার্চ থেকে জল পাওয়া যাবে। দ্বিতীয় পর্যায়ে এই প্রকল্পে উপকৃত হবে ১১টি ব্লকের মানুষ, খরচ হবে ৪২৮৯ কোটি টাকা।

দক্ষিণ ২৪ পরগনাঃ কুলপি, ডায়মন্ড হারবার-I & II, ফলতা, জয়নগর-II, কুলতলি, মগরাহাট-I, মন্দিরবাজার, মথুরাপুর-I & II এর মত লবণাক্ত জলের ব্লকগুলিতে ভূপৃষ্ঠস্থ জলের সরবরাহ প্রকল্প ১৩৩২.৪১ কোটি টাকা ব্যয়ে গ্রহণ করা হয়েছে। উপকৃত হবেন ৩২.৮৭ লক্ষ মানুষ। এই প্রকল্প আংশিক ভাবে ২০১৮ সালের এপ্রিল মাসে শুরু হয়ে যাবে।

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাঃ ভূপৃষ্ঠস্থ জল সরবরাহ প্রকল্প হাতে নেওয়া হয়েছে ৬৮৬.৯৫ কোটি টাকা ব্যয়ে। এতে আর্সেনিক কবলিত অঞ্চলের (যেমন উত্তর ২৪ পরগণার হাড়োয়া, রাজারহাট ব্লক এবং দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়-II ব্লক) ৫.২৬ লক্ষ মানুষ উপকৃত হবেন।

হাওড়াঃ বালি জগাছা ভূ-পৃষ্ঠস্থ জলপ্রকল্পের কাজ (ফেজ – ১) নেওয়া হয়েছে। এর জন্য বরাদ্দ করা হয়েছে ১৫০.৬৮ কোটি টাকা। এই প্রকল্প চালু হলে ৬ টি শহরের প্রায় ২.৮৬ লক্ষ মানুষ উপকৃত হবে। (ফেজ – ২) প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে ৪৫.৮৮ কোটি টাকা। এর ফলে ডোমজুড় ব্লকের ৯৮,৭৮২ জন মানুষ উপকৃত হবেন।

পূর্ব মেদিনীপুরঃ এই জেলার জন্য ২টি ভূ-পৃষ্ঠস্থ জলপ্রকল্পের কাজ নেওয়া হয়েছে। এর মধ্যে একটি পাঁশকুড়া ২ ব্লকের জন্য, এতে বরাদ্দ অর্থের পরিমাণ ২৪১.৭২ কোটি টাকা। দ্বিতীয় প্রকল্পটি নেওয়া হয়েছে নন্দকুমার, চাঁদিপুর, নন্দীগ্রাম ব্লক-১ ও নন্দীগ্রাম ব্লক – এইসব নোনা জলের এলাকার জন্য। এর জন্য বরাদ্দ অর্থের পরিমাণ ৮১১.৩৮ কোটি টাকা এবং এর মাধ্যমে ৭.৮২ লক্ষ মানুষ উপকৃত হবে।

বাঁকুড়াঃ পাইপের মাধ্যমে জল সরবরাহ করার ১ টি প্রকল্প নেওয়া হয়েছে। বাঁকুড়া জেলার ফেজ ২ প্রজেক্টের আওতায় রয়েছে মেজিয়া, গঙ্গাজলঘাঁটি, ইন্দপুর, তালডাঙ্গা, জয়পুর, কোতোলপুর, পত্রসায়র ও সোনামুখী। এই প্রকল্পের জন্য ৮৩৩.৭৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং ১১.০৩ লক্ষ মানুষ এর মাধ্যমে উপকৃত হবে।

 

Vision 2020: Bengal’s master plan for arsenic-free water

The Bengal Government has drawn up a master plan for providing arsenic-free water to all arsenic-affected, called Vision 2020, said the Public Health Engineering Minister, Subrata Mukherjee, at a recent function.

The plan has been drawn up in consultation with the Arsenic Task Force. The plan is being implemented by the Public Health Engineering (PHE) Department.

The State Government’s funds as well as funds from the Asian Development Bank (ADB) and Japan International Cooperation Agency (JICA) are being used to address the issue of arsenic contamination of groundwater.

The State Government has already started implemented the master plan. Sixty one per cent of the work is complete, said the minister, and by 2020 things will improve a lot.

As a part of this, arsenic-removal units have been attached to approximately 400 tube wells by the State Government. Then, the department is extracting water from rivers through pipes and then treating it in modern treatment plants before supplying it for drinking purpose, to prevent arsenic contamination.

In places where a river remains dry during certain times of the year, the department is using submersible pumps to extract water and then purify it in treatment plants before supplying it to people for drinking.

Another step being taken by the PHE Department, according to the minister, is the setting up water ATMs at all district hospitals and institutions across the state.

The Arsenic Task Force is an advisory body set up by the State Government and comprises of experts from various academic and research institutes of Bengal and representatives of various State and Central Government departments like the Pollution Control Board, Health and Family Welfare, Surface Water Investigation, GSI, Department of Science and Technology and the referral State Government-run SSKM Hospital.

It coordinates and interacts with various sectors for the successful implementation of arsenic-removal programmes in Bengal.

There needs to be, too, strict vigilance by the law-enforcing authorities and effective mass awareness campaigns to sensitise the people regarding these arsenic-removal kits.

It has also been recommended to look at alternative sources of water for villages and districts where the arsenic level in ground water is high.

 

আর্সেনিক মুক্ত পানীয় জলের জন্য মাস্টার প্ল্যান

আর্সেনিক কবলিত অঞ্চলগুলিতে আর্সেনিক মুক্ত পানীয় জল সরবরাহ করতে মাস্টার প্ল্যান তৈরী করল রাজ্য সরকার। এই প্ল্যানের নাম দেওয়া হয়েছে ভিশন ২০২০। আর্সেনিক টাস্ক ফোর্স-এর পরামর্শে এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কাজটি করবে জনস্বাস্থ্য কারিগরী দপ্তর।

এর জন্য খরচ যোগাবে রাজ্যের তহবিল, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ও জিকা।

বিভিন্ন প্রতিষ্ঠান ও গবেষণাকেন্দ্রের বিশেষজ্ঞদের নিয়ে এই আর্সেনিক টাস্ক ফোর্সটি গঠন করেছে রাজ্য সরকার। এই প্রতিষ্ঠানগুলি হল, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, সারফেস ওয়াটার ইনভেস্টিগেশন বিভাগ, জিএসআই, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর, এসএসকেএম হাসপাতাল।

ইতিমধ্যেই ভিশন ২০২০-এর ৬১ শতাংশ কাজ হয়ে গেছে। রাজ্যের প্রায় ৪০০ টিউবওয়েলে আর্সেনিক রিমুভাল কিট লাগিয়েছে সরকার। এই কীটগুলি ব্যবহারের জন্য সচেতনতার প্রসারও করবে রাজ্য সরকার।

যেসব গ্রামে জলে আর্সেনিকের মাত্রা বেশি, সেখানে ভিন্ন কোনও উৎস থেকে জল ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে মানুষকে।

Source: Millennium Post, India Today