Be alert against those spreading communal tension through rumour mongering: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today cautioned people against people who indulge in rumour mongering to incite communal violence.

She was speaking at the inauguration of a two day-long conference of the Panchayat and Rural Development Department today at Netaji Indoor stadium.

Panchayats that had performed well were rewarded by the Chief Minister at the conference. She announced hikes in honoriums for the three tier panchayat workers. She said that they will be included in the Swasthya Sathi scheme.

In her speech, the Chief Minister said that trust, efficiency, innovation and transparency are the keys to effective governance. She asked the audience to keep working for the people and take the State to new heights of progress.

She praised Coochbehar and Hooghly for performing well in 100 Days’ Work, Nadia in cleanliness mission, Murshidabad in Anandadhara scheme. She also praised the Hooghly district for returning land to Singur farmers in record time in cultivable condition.

The Chief Minister highlighted the plight of the handicraft workers due to demonetisation. She also said that had the government not inherited a huge debt legacy much more work could have been done.

 

গুজবে কান দেবেন না, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করুনঃ মমতা বন্দ্যোপাধ্যায়

কিছু মানুষ গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়াতে চাইছেন, গুজবে কান  দেবেন না, দু’দিন ব্যাপী পঞ্চায়েত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এইভাবেই সতর্কবার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
আজকের এই সম্মেলনে যে সকল পঞ্চায়েত ভাল কাজ করেছে, তাদের পুরস্কৃত করা হয়। গ্রাম সভা, পঁচায়েত সমিতি এবং জেলা পরিষদের সদস্যদের  ভাতাবৃদ্ধির কথা ঘোষণা করেন তিনি। পাশাপাশি তাদের স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আনার কথা বলেন তিনি।
তিনি বলেন, বিশ্বাস, কর্মদক্ষতা, উদ্ভাবনী চিন্তা এবং স্বচ্ছতা এগুলোই সরকারের সুশাসনের চাবিকাঠি। তিনি উপস্থিত সকলকে আবেদন করেন মানুষের জন্য কাজ করতে ও বাংলাকে প্রগতির শিখরে নিয়ে যেতে।
মুখ্যমন্ত্রী ১০০ দিনের কাজ প্রকল্পে কুচবিহার ও হুগলী জেলার প্রশংসা করেন। নদিয়া জেলা প্রশংসিত হয় নির্মল জেলা ঘোষিত হওয়ার জন্য। মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ জেলার প্রশংসা করেন আনন্দধারা প্রকল্পের কাজ ভাল ভাবে করার জন্য।
হুগলী জেলা পরিষদ যেভাবে অল্পসময়ের মধ্যেই সিঙ্গুরের চাষিদের জমি চাষযোগ্য করে ফিরিয়ে দেয় তারও প্রশংসা করেন মুখ্যমন্ত্রী।
নোটবাতিলের ফলে হস্তশিল্পীদের কষ্টের কথাও তিনি উল্লেখ করেন বক্তব্যে। তিনি আরও বলেন, বিগত সরকারের ঋণের বোঝা বইতে না হলে তাঁর সরকার বাংলার উন্নয়নের জন্য আরও অনেক কাজ করতে পারত।

State Govt proposes to supply piped water to arsenic-affected areas

The state Public Health Engineering department has submitted a proposal worth Rs. 5,000 crore for supplying piped water in Arsenic-affected areas.

The Centre is examining the proposal and is likely to give its nod in the near future. Steps have also been taken to supply piped water in Fluoride-affected areas.

According to a survey conducted by the state government in 2005, water in nine districts is severely affected by Arsenic, another fiver are mildly affected and give other are safe from Arsenic.

Water would be taken from rivers and purified. Subsequently, the purified water will be supplied to households through pipeline.

The PHE has installed 200 water ATMs in the affected areas and work is on to install more. Most of the ATMs are in schools. A senior government official has stated that elaborate plans have been made to tackle the problem of Arsenic and Fluoride contamination. It may be mentioned that the PHE has chalked out a scheme to supply filtered water in all villages in the state by 2020 at an estimate Rs 8,000 crore.

 

আর্সেনিক কবলিত এলাকায় পানীয় জল সরবরাহ করবে রাজ্য সরকার

আর্সেনিক প্রবন এলাকায় পানীয় জল সরবরাহ করবে রাজ্য সরকার। রাজ্য জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগ এই পাইপ লাইনের জন্য ৫০০০ কোটি টাকা বরাদ্দ করেছে।

কেন্দ্রের কাছে এই প্রস্তাব পেশ করা হয়েছে। এছাড়াও ফ্লোরাইড affected  এলাকায়ও পানীয় জল সরবরাহ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

২০০৫ সালের সমীক্ষা অনুযায়ী, রাজ্যের ৯ টি জেলা ভীষণভাবে আর্সেনিক কবলিত। বাকি ৫ টি জেলাতে আর্সেনিকের প্রভাব অল্প রয়েছে। বাকি জেলাগুলি আর্সেনিক মুক্ত।

নদী থেকে জল নিয়ে তা পরিশোধন করা হবে। এরপর সেই জল পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি সরবরাহ করা হবে।

জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগ অইসব এলাকায় মোট ২০০ টি জলের এ টি এম বসিয়েছে এবং আরও এ টি এম বসানোর কাজ চলছে। অধিকাংশ এ টি এম বসানো হয়েছে স্কুলগুলিতে।

সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন যে আর্সেনিক এবং ফ্লোরাইড দূষণ সমস্যা মোকাবেলা করার জন্য বিশদ পরিকল্পনা তৈরি করা হয়েছে।উল্লেখ করা যেতে পারে যে গ্রামে গ্রামে পরিশোধিত পানীয় জল সরবরাহ করার জন্য আগামী ২০২০ সালের মধ্যে ৮০০০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প চালু করবে জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগ।

 

Bengal excels in providing drinking water to villages, control pollution

Adding another feather in its cap Bengal now excels in providing drinking water to the villages as well as in controlling pollution by technical means.

The State Public Health Engineering department has now requested for a package of Rs 10,000 Cr for carrying out a project to provide arsenic and fluoride-free drinking water to all the villages in the State.

Incidentally, Bengal has been the first and only State to start using the mobile app to pinpoint water sources for drinking water and map it with Geo-tag, which was devised by the Central Ministry.

The State PHE department has installed 217 laboratories to constantly check the quality of ground water. Also, all tube wells are being pinpointed by GI mapping. The laboratories have been given smart phones to do the mapping through the mobile app. Incidentally, Bengal also holds the first place in creating the number of laboratories to research on water quality.

 

দূষণমুক্ত পানীয় জল সরবরাহের জন্য সারা দেশে নজির গড়ল বাংলা

বাংলার মুকুটে যোগ হল আরও একটি পালক। গ্রামে গ্রামে পানীয় জল পরীক্ষাগারে প্রযুক্তির ব্যবহার ও দূষণ নিয়ন্ত্রণে এগিয়ে থাকার সুবাদে অন্য রাজ্যের তুলনার এগিয়ে বাংলা।

রাজ্যকে আর্সেনিক ও ফ্লোরাইড দূষণমুক্ত করতে জনস্বাস্থ্য কারিগরি দফতরের প্রতিনিধিরা ১০ কোটি টাকার একটি প্রেজেন্টেশন দেবে।

ঘটনাচক্রে, বাংলাই প্রথম রাজ্য যারা কেন্দ্রের গ্রামীণ জলসরবরাহ মন্ত্রকের তৈরি মোবাইল অ্যাপ ব্যবহার করে। জলের উৎস চিহ্নিত করে তা অ্যাপের মাধ্যমে আপলোড করে দিলে টা আপনাআপনিই অক্ষাংশ ও দ্রাঘিমাংশ এবং ছবি তোলার তারিখ ও সময় সহ জিও ট্যাগ করে নেবে।

রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতর রাজ্যব্যাপী ২১৭ টি ল্যাবরেটরির মাধ্যমে প্রতিনিয়ত পানীয় জলের গুনমান পরীক্ষা করে চলেছে। এছাড়া প্রতিটি নলকূপকে ভৌগলিকভাবে চিহ্নিত করে তাঁর জি আই এস ম্যাপিং করা হচ্ছে এবং রাজ্যের প্রতিটি ব্লকে সমস্ত নলকূপকে পর্যবেক্ষণের আওতায় আনা হচ্ছে। প্রতিটি ল্যাবরেটরিকে স্মার্ট ফোন দেওয়া হয়েছে সার্ভে করার জন্য। ঘটনাচক্রে, পানীয় জল পরীক্ষাগারের সংখ্যার বিচারেও দেশে প্রথম বাংলা।

 

Bengal PHE department steps up to provide drinking water to drought prone areas

The state Public Health Engineering department (PHE) is chalking out a plan to provide drinking water in drought prone and arsenic hit areas at an estimated cost of Rs 2,500 crore.

The PHE has also been preparing a plan to supply filtered water in arsenic-hit areas. It may be mentioned that the department has taken a Rs 8,000 crore plan to provide drinking water in the rural areas in the state. All the water supply projects are likely to be commissioned by 2018.

Under the ADB project, water supply project will be set up for Bankura district on a priority basis. Fourteen blocks in the district are getting water under the Backward Region Grant Fund (BRGF). The remaining four blocks would be covered under the project.

 

খরাপ্রবণ এলাকায় পানীয় জল সরবরাহ করার পরিকল্পনা জনস্বাস্থ্য কারিগরি বিভাগের

রাজ্যের খরাপ্রবণ ও আর্সেনিক আক্রান্ত এলাকাগুলিতে পানীয় জল সরবরাহের জন্য ২,৫০০ কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা নিয়েছে রাজ্য জনস্বাস্থ্য কারিগরি বিভাগ।

জনস্বাস্থ্য কারিগরি বিভাগ আর্সেনিক কবলিত এলাকায় পরিশোধিত পানীয় জল সরবরাহ করার পরিকল্পনা গ্রহণ করেছে। উল্লেখ করা যেতে পারে যে দপ্তর রাজ্যের গ্রামাঞ্চলে পানীয় জল সরবরাহের জন্য ৮০০০ কোটি টাকা প্রদান করার পরিকল্পনা গ্রহণ করেছে। সব পানীয় জল সরবরাহ প্রকল্প ২০১৮ দ্সালের মধ্যে অনুমোদন পেয়ে যাবে।

এডিবি প্রকল্পের আওতায় অগ্রাধিকার অনুযায়ী বাঁকুড়া জেলায় পানীয় জল সরবরাহ প্রকল্প চালু করা হবে। BRGF (Backward Region Grant Fund)এর অধীনে ১৪টি ব্লক পানীয় জল পাচ্ছে। বাকি ৪টি ব্লককেও এই প্রকল্পের অধীনে আনা হবে।

 

All rural homes in Bengal to have toilets by March 2018

The West Bengal Panchayat and Rural Development department has set March 2018 as the deadline when all rural houses in the state will have toilets.

A high level meeting in this regard was held in the office of the Panchayat and Rural development office on Tuesday. The District Magistrates of Hooghly, East Midnapore and North 24 Parganas were present at the meeting. Senior officials of Public Health Engineering department and UNICEF attended the meeting. The State Commissioner of Panchayat and Rural development department was present at the meeting.

It has been decided that Hooghly will be an open defecation free (ODF) district by August and East Midnapore will be an ODF district by September end. It may be mentioned here that Nadia has become the first to achieve ODF status in the country. Two districts, Burdwan and South 24 Parganas will be open defecation free by March 31, 2017.

The department has taken up massive awareness campaign.

Also, the baseline survey was not flawless and some households got omitted. Attempts have been made to incorporate them in the list.

২০১৮-র মার্চ মাসের মধ্যে বাংলার সব ঘরে শৌচাগার তৈরি হয়ে যাবে

আগামী ২০১৮ সালের মার্চ মাসের মধ্যে বাংলার সব ঘরে শৌচাগার তৈরি করার পরিকল্পনা নিয়েছে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ।

এই নিয়ে গত মঙ্গলবার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ একটি উচ্চ পর্যায়ের বৈঠক করে। হুগলি, পূর্ব মেদিনীপুর এবং উত্তর ২৪ পরগনার জেলা শাসকরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। জনস্বাস্থ্য কারিগরি বিভাগ ও ইউনিসেফের সিনিয়র অফিসাররাও উপস্থিত ছিলেন এই বৈঠকে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের রাজ্য কমিশনারও উপস্থিত ছিলেন এই বৈঠকে।

আগামী আগস্ট মাসের মধ্যে হুগলি জেলাকে এবং আগামী সেপ্টেম্বরের শেষে পূর্ব মেদিনীপুর জেলাকে জীবাণুমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নদিয়া দেশের মধ্যে প্রথম ODF status অর্জন করেছে। বর্ধমান এবং দক্ষিণ ২৪ পরগণা এই দুই জেলাকে ২০১৭ সালের ৩১ মার্চের মধ্যে জীবাণুমুক্ত করা হবে।

তাছাড়া এই বিভাগ একটি গণসচেতনতা মূলক প্রচারও শুরু করেছে।

 

 

Pipelined drinking water has now reached most homes in Bengal

The Public Health Engineering (PHE) Department has been one of the best-performing departments of the Trinamool Congress-led West Bengal Government. The water supply situation in the State has improved by leaps and bounds. The department used 121% of the funds allotted, as per the report card on administrative spends announced by Chief Minister Mamata Banerjee.

A ‘Vision – 2020’ document has been adopted by the department to provide safe drinking water to each and every household at an estimated cost of Rs 21,125 crore, at the rate of 70 litres per capita per day (LPCD). Hard numbers easily tell the story: 587 new piped water supply schemes commissioned during 2011 to 2015 (till March 31) as against 188 from 2007 to 2011; a total of 704 are likely to be commissioned by May 2016.

Among the piped drinking water projects recently inaugurated are the ones in Shaltora, Chhatna and Sarenga blocks in Bankura district, in Suri 1 and 2, Sainthia and Raipur blocks in Birbhum, in Beniagram and Hariharpara blocks and in Berhampur in Murshidabad district, in Kalabazar and Manbazar-II blocks in Purulia, and in Mathurabil in North 24-Parganas district.

 

বাংলার অধিকাংশ ঘরে পৌঁছে গেছে বিশুদ্ধ পানীয় জল

তৃণমূল পরিচালিত সরকারের আমলে জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগ কাজের নিরিখে শ্রেষ্ঠ। সাড়া রাজ্যে পানীয় জল সরবরাহ ধাপে ধাপে অনেক উন্নত হয়েছে। শেষ প্রশাসনিক বৈঠকে পাওয়া চূড়ান্ত রিপোর্টের ভিত্তিতে এই বিভাগ তাদের বরাদ্দ তহবিলের ১২১% খরচ করেছে।

ভিশন ২০২০ পরিকল্পনা অনুযায়ী জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর বাংলার ঘরে ঘরে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার প্রকল্প চালু করেছে।এর জন্য খরচ হয়েছে প্রায় ২১,১২৫ কোটি টাকা। ২০১১ থেকে ২০১৫ (৩১শে মার্চ পর্যন্ত) ৫৮৭ টি নতুন জল সরবরাহ প্রকল্প চালু হয়েছে। ২০০৭-২০১১ পর্যন্ত যেখানে ১৮৮টি প্রকল্প হয়েছিল। ২০১৬ সালের মে মাসের মধ্যে মোট ৭০৪ টি প্রকল্প ঘষিত হয়ে যাবে।

ইতিমধ্যেই বেশ কয়েকটি জায়গায় বিশুদ্ধ ও পরিশ্রুত পানীয় জলের নতুন পাইপ লাইন চালু হয়েছে। বাঁকুড়ার শালতোড়া , ছাতনা এবং সারেঙ্গা ব্লক, সিউড়ি ১ ও ২ নং ব্লক, বীরভূমের সাইথিয়া ও রায়পুর ব্লক, বেনিয়াগ্রামের হরিহরপাড়া ব্লক, মুর্শিদাবাদের বহরমপুর, পুরুলিয়ার কালাবাজার ও মানবাজারের ২ নং ব্লক এবং উত্তর ২৪ পরগনার মথুরাবলিতে চালু হয়েছে নতুন পাইপলাইন।

Second phase of Shaktigarh Industrial Hub comes up in Bardhaman

Following the wave of development in West Bengal under the Trinamool Government, the West Bengal Small Scale Industrial Development Corporation has set up the 2nd phase of the Shaktigarh Industrial Hub at Bardhaman.

On the other hand, sticking to the promise by the Trinamool Congress to supply every household with pipelined purified drinking water, the State Panchayat and PHE Minister Subrata Mukherjee will inaugurate a drinking water supply project at Mandalgram Bazar in Memari-II block, also in Bardhaman.

Seven mouzas will be benefited by this project covering more than 2258.70 hectares, which is being supplied by three deep tubewells.

West Bengal Chief Minister Ms Mamata Banerjee who held a review meeting for the district at Mangalkote last week had distributed thousands of cycles under the Sabuj Sathi scheme to school students. Keeping with the pace of developmental works, the two new projects will bring a ray of light to the people of the district.

WB Govt preparing plan to harvest rainwater in New Town

The West Bengal Public Health Engineering (PHE) Department is preparing a concept plan within the month on how rainwater harvesting could lead to optimum utilization of water at commercial complexes in New Town, such as Eco Park, parks, and even in community toilets.

After the PHE department drafts the plan, the Hidco authorities will hold a discussion, involving engineers, planners and experts, to finalize the next course of action.

The entire New Town has a network of box drains to drain off rainwater from roads. This water then flows into a canal, such as the link canal or `pass khal’ in Action Area I. A drainage pumping station then pumps out the water from there to Bagjola canal, which runs through the township. The Hidco authorities are now exploring if instead of siphoning off the rainwater from the roads into Bagjola, the pumping station could drain it into the water treatment plant at Tarulia.

It is already planned that water from the Hooghly will be sent to the Tarulia plant through 6-ft pipes for treatment and then supplied across Salt Lake and New Town for consumption. The authorities hope the rainwater, drained from the New Town roads, could also be treated at the Tarulia plant and diverted back to the township to be used at the commercial complexes. The authorities are also exploring if the rainwater could be treated and purified at the 100-MGD plant so that it could be used as potable water.

A number of sewage treatment pumps at various points of New Town flush out waste water and after being treated, it is pumped into the nearby bheries and canals. The authorities are also examining the possibility of treating this water, running it through a second stage of purification, so that it can be used for gardening, washing and flushing at commercial and public establishments.

Hidco officials pointed out the model could also be used in other proposed smart cities, Salt Lake, Durgapur and Haldia.

Nadia, North 24 Parganas to be arsenic-free by next year: PHE Minister

West Bengal Government has taken initiative to make the districts of Nadia and North 24 Parganas arsenic-free by next year. Out of the 83 arsenic-affected blocks in the state 38 are in these two districts.

State Public Health Engineering Minister Subrata Mukherjee said the measures are being taken to complete the work by next summer. By this time, all the blocks in these two districts could be connected with pipelined arsenic-free drinking water. The PHE Dept is also working on making the ground and surface water arsenic free.

The PHE dept has allotted Rs 561 crore for the 17 blocks of Nadia district and Rs 738 crores for the 21 blocks of North 24 Parganas in this purpose.

Eight districts of the State have arsenic-related problems. The Government has given maximum importance to fight this cause.

The prime responsibility of the PHE Dept is to supply pipelined drinking water to all the villages and fight arsenic-related problems, the PHE Minister said.

Clean drinking water in remotest village of Bengal now a reality

West Bengal Chief Minister Ms Mamata Banerjee was on a mission from day one of current Government to ensure that the people of Bengal get the basic necessities of daily life.

With 95% electricity penetration in the state, one of the highest in the country, the State Public Health Engineering is now ensuring that clean drinking water is available in the remotest village of Bengal.

A few of their achievements are as below:

– As per Vision 2020 plan drawn by the Chief Minister, each household in villages of Bengal to get 70 litre of clean tapped water per day.

– 617 pipelined water projects have been implemented  which will benefit more than 77.28 lakhs people

– Arrangements have been made to supply clean drinking water to 3815 Schools and 3401 Aganwadis. 42 thousand borewell have been dug

– At present work is underway for 637 projects to supply pipelined water at the cost of Rs 7681.69 which will serve more than 1 crore 58 lakh people

– In Jangalmahal where people used to suffer from water shortage will now get respite as out of 50 planned projects of pipelined water, 47 have been commissioned

–  In Darjeeling, the ‘ Balason Pumping Project’ has been revived

– Treatment plants for arsenic, fluoride and salt are being set up to supply clean drinking water at the cost of Rs 2831.50 crore to be completed within this year

– In South 24 Parganas treatment plants at the cost of Rs 1332.41 crore has been set up  to supply salt free drinking water

– In Bankura’s 14 blocks covering 30.17 lakh people,  clean drinking water at the cost of Rs 1011.12 crore is set to be supplied with

– Through collaboration with JICA of Japan 9 blocks in Purulia will be covered benefitting 15.14 lakh people with pilelined drinking water supply

– In North  24 Parganas in Habra, Gaighata for 18.08 lakh people, the surface water plant at the cost of Rs  478.98 is under progress

– In Howrah under Bali-Jogachha block for benefit of 2.86 lakh people, a  ground water project costing Rs 150.68 crore is being implemented.

– In drought prone and fluoride polluted areas small water treatment plants worth Rs 51.67 crore are being set up which will run with solar power. These projects catering to small localities will be completed within this month and will be part of 1000 other such small solar powered projects in the state

– Eight more water bottling plants (Prandhora) are being set up to meet drinking water needs during drought, floods and various fest and festivals.

– 15 transportable water treatment plants always ready to meet the need arising due to natural calamities / disasters

– To check water quality along with 120 old laboratories another 100 such laboratories are near completion

– In West Bengal’s 9 district in 2104 village panchayats, Village Water and Sanitation Committees (VWSC) have been set up. 15871 members under VWSC from gram panchayats are trained to keep eye on the quality, upkeep and maintenance of quality drinking water supply in the villages

– Through various medium of communication like leaflet distribution, hoardings, posters, wall writing, TV, Radio, flipcharts, school rallies and street theatres people are being constantly made aware about the need and benefits of clean water.