Bengal Govt launching app for online payment of municipal taxes

To make payment of property and other municipal taxes easier, the State Government is going to launching a mobile app through which the taxes can be made. This service will be gradually rolled out for all the types of taxes paid by citizens to civic bodies.

Online mode of payment would enable people to pay their taxes from the comfort of their homes or from wherever they want.
Twenty municipalities have been identified for the pilot project. The pilot project has been named ‘Online Module/Portal and Mobile App for Payment and Other Allied Matters of Municipal Property Tax’.

The selected municipalities are: Alipurduar, Bangaon, Bankura, Bansberia, Behrampore, Bolpur, Chakdaha, Chapadani, Egra, English Bazar, Haldia, Jalpaiguri, Kamarhati, Kanchrapara, Katwa, Konnagar, Medinipur, Nalhatri, Pujali and Titagarh.

 

ঘরে বসেই এবার পুরকর জমা দেওয়া যাবে,অ্যাপ আনছে রাজ্য

সম্পত্তি সহ বিভিন্ন ধরনের পুরকর জমা নেওয়ার প্রক্রিয়া সরলীকরণ করতে অ্যাপ আনছে রাজ্য সরকার। রাজ্যের ২০টি পুরসভাতে পাইলট প্রজেক্ট হিসাবে এই অ্যাপ ও অনলাইন ওয়েব পোর্টাল চালু করা হচ্ছে। পুরদপ্তর সূত্রে জানা গিয়েছে, ধীরে ধীরে তা রাজ্যব্যাপী ছড়িয়ে দেওয়া হবে।

এই পোর্টাল ও অ্যাপ মারফত পুরবাসীরা সহজেই নিজেদের ইচ্ছেমতো সময়ে পুরসভার বিভিন্ন ধরনের কর মিটিয়ে দিতে পারবেন।

মুখ্যমন্ত্রী মানুষকে যেমন অধিকতর পুরপরিষেবা দিতে চাইছেন, তেমনি তাঁদের জন্য বিভিন্ন সুবিধার ব্যবস্থাও করতে চাইছেন। এই অ্যাপ ও পোর্টালের মাধ্যমে মানুষ সেই সুবিধা পাবেন।

নতুন এই পাইলট প্রকল্পের নাম দেওয়া হয়েছে অনলাইন মডিউল/পোর্টাল অ্যান্ড মোবাইল অ্যাপ ফর পেমেন্ট অ্যান্ড আদার অ্যালায়েড ম্যাটার্স অব মিউনিসিপ্যাল প্রপার্টি ট্যাক্স। পুরদপ্তরের নির্দেশিকা অনুসারে ইংলিশবাজার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার পুরসভাকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। একই সঙ্গে মুর্শিদাবাদের বহরমপুর পুরসভাও এই প্রকল্পের আওতায় এসেছে। এছাড়া নলহাটি, বোলপুর, কোন্নগর, চাঁপদানি, টিটাগড়, বনগাঁ, কাটোয়া, হলদিয়া, বাঁশবেড়িয়া, বাঁকুড়া, চাকদহ, কাঁচড়াপাড়া, মেদিনীপুর, এগরা, পূজালি, কামারহাটি পুরসভাকেও পাইলট প্রকল্পে রাখা হয়েছে।

সাম্প্রতিক সময়ে অ্যান্ড্রয়েড মোবাইল মানুষের নিত্যসঙ্গী হয়ে উঠেছে। ফলে মোবাইল অ্যাপ মারফত কর দেওয়ার পদ্ধতি চালু করা হলে তার মাধ্যমে যে কোনও জায়গা থেকে যে কোনও সময়ে পুরসভার সম্পত্তি কর মিটিয়ে দেওয়া সহজ হবে। একই কাজ পোর্টাল মারফতও করা সম্ভব।

উল্লেখ্য, রাজ্যের বিদ্যুৎ বণ্টন কোম্পানি এই ধরনের একটি পদ্ধতি ইতিমধ্যেই চালু করে রেখেছে।

Bengal Govt to waive 10% of property tax for the elderly

The State Government has proposed to waive 10 per cent of the property tax for elderly citizens.

It may be mentioned that this comes at the time when Chief Minister Mamata Banerjee has stated that the state government will take many steps to extend all support to the elderly.

To bring this into effect, the State Government is going to bring two amending Bills in the Assembly – The West Bengal Municipal Corporation (Amendment) Bill, 2018 and The West Bengal Municipality (Amendment) Bill, 2018.
Waiving of 10 per cent property tax has some social implications as well.

Since coming to power, the Trinamool Congress Government has taken several steps for the benefit of elderly people and at the same time, ensured that the benefits reach the grassroot level.

It has also been proposed in the state Budget that the monthly pension of farmers will be increased to Rs 1,000 from Rs 750. At present, around 66,000 elderly farmers get the monthly pension.

In a bid to ensure social security of aged farmers, the State Government has decided to bring in 34,000 more elderly farmers under the scheme of old-age pension. With this increase in the number of beneficiaries, a total of 1 lakh elderly farmers are going to get the benefits.

 

প্রবীণদের সম্পত্তি করে ১০% ছাড় দিতে চলেছে রাজ্য

পুরসভা এলাকার প্রবীণ নাগরিকদের প্রদেয় সম্পত্তি করের উপর ১০ শতাংশ ছাড় দিতে চলেছে রাজ্য সরকার। আজ থেকে ফের শুরু হতে চলা রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে এই বিষয়ে বিল আনছে পুর ও নগরোন্নয়ন দফতর। বৃহস্পতিবার অধিবেশনের কার্য উপদেষ্টা (বিএ) কমিটির বৈঠকে এই বিল পেশের প্রস্তাব গৃহীত হয়।

১ এপ্রিল থেকে কলকাতা পুরসভার নতুন সম্পত্তি কর ব্যবস্থা চালু হচ্ছে। যেখানে বলা হয়েছে, নির্দিষ্ট কয়েকটি মাপকাঠির ভিত্তিতে আপনার সম্পত্তির কর নির্ধারণ করুন আপনি নিজেই৷যিনি যে এলাকার বাসিন্দা, নতুন ব্যবস্থায় তাঁকে সেই এলাকার নির্ধারিত কর দিতে হবে।

এলাকায় পুর পরিষেবার মান খতিয়ে দেখেই করের হার নির্ধারণ করা হয়েছে।

ক্ষমতায় আসার সময় থেকেই তৃণমূল সরকার প্রবীণদের কথা ভেবেছেন ও চেষ্টা করেছে সব পরিষেবা সমাজের সকল স্তরের মানুষের মধ্যে পৌঁছে দিতে।

এবছরের বাজেটেও দেখা গেছে প্রবীণ কৃষকরা যারা পেনশন পান, তাদের পেনশনের পরিমাণও যেমন বাড়ানো হয়েছে ৭৫০ থেকে ১০০০ টাকায়, তেমন পেনশন প্রাপকের সংখ্যাও ৬৬০০০ থেকে বাড়িয়ে ১ লক্ষ করা হয়েছে।

Source: Millennium Post

“Self-assessed” property tax in Kolkata from next year

A property owner in the city will get the option of adopting the Unit Area Assessment (UAA) method of valuation from next April along with the existing method of determining property tax.

Kolkata Municipal Corporation officials believe the UAA system will make tax collection transparent, tax-paying easier and generate more revenue.

After the new method is introduced, corporation inspectors will not visit the taxpayers’ properties as they do now. Instead, taxpayers will make a self-assessment of their properties and fill in a self-declaration form sent by KMC.

The corporation will only charge 10% of the annual valuation of the property , which will be revised every six years, as property tax. This is applicable only if there are no additions or alterations of the property between two assessment years.

If owners make alterations to the property, they have to mention it in the form. If someone tries to hide it, there will be a high penalty, sources said. KMC will also send an objection form where a tax payer can argue against the existing tax rate.

Those who accept a flat 10% hike on annual valuation will be sent a re vised tax bill. Assessees who have made changes to their premises will be sent a fresh tax bill based on their declarations.

And those who disagree will have to submit the objection form that will then go to KMC assessment department for special hearing.

 

First published in The Times of India, 17.09.2015

KMC achieves historic success on Property Tax initiatives

Kolkata Municipal Corporation under the leadership of Mayor Sovan Chatterjee has decreased the property tax rates for the poor slum dwellers, middle class and lower middle class income group. Legal actions have been taken against those who have been avoiding taxes. Administrative reforms, easier tax payment procedures have helped KMC to significantly increase the revenue from property tax.

In the last five years Kolkata Municipal Corporation has taken a number of effective steps to give tax reliefs to slum dwellers, middle class and lower middle class.

Between fiscal year 2005-2006 and 2009-2010, the property tax earned was Rs 1605.67 crore. In the tenure of the present Kolkata Municipal Board the property tax collected has been Rs 3291.74 crore, out of which Rs 340 crore was earned due to the waiver scheme.

 

Property Tax collected by KMC

 

Other significant steps include:

  • Certificates to thika Tenants: Kolkata Municipal Corporation along with Government of West Bengal jointly has for the first time taken steps to provide certificates to thika tenants. If the certificate is in the name of the thika tenants, then it will be very easy to make mutation and take necessary permissions for reconstruction, renovation and re-modelling.
  • Waiving of Interest: For economically backward section who have failed to comply with taxes and interest and penalties, due to financial reasons a waiver up to 50% of the interest is provided.
  • E-Governance: Various administrative steps have been taken to make tax payments easier. Citizens can visit the KMC website and check the tax due, pay taxes, download forms.
  • Mutation: In the last five years various mutation camps have been organised for faster mutations. Apart from this, in various unit offices, ‘one visit mutation counters’ have also been opened. More than 5 lakh mutations have been given in the last five years.