Dairy farmers to get additional subsidy of Rs 2 per litre from State Govt

Good news for dairy farmers in Bengal. The State Government has decided to give an additional subsidy of Rs 2 per litre (over and above the procurement price) to dairy farmers who sell milk to the government through cooperatives.

At present the procurement price of milk is Rs 25 per litre. While this remains same, the additional subsidy amount will be directly transferred to the bank accounts of the dairy farmers.

At present there are 1.2 lakh dairy farmers under the West Bengal Co-operative Milk Producer Association. Additionally, 10 lakh people indirectly going to benefit, if family members are taken into account.

This move will result in an additional expenditure of about Rs 6.5 crore for the government, an amount which has already been released by the Finance Department.

This additional income will bring a lot of relief to the farmer families who sell to the State Government. They are distributed across 14 milk federations. The Animal Resources Development Department oversees this activity.

 

সরকারকে দুধ সরবরাহকারী চাষিদের লিটারে ২ টাকা বাড়তি ভর্তুকি দেবে রাজ্য

রাজ্যের কয়েক লক্ষ দুধ সরবরাহকারী চাষিদের জন্য সুখবর। সমবায়ের মাধ্যমে সরকারকে দুধের জোগান দেওয়া চাষিদের প্রতি লিটারে ২ টাকা অতিরিক্ত ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে প্রতি লিটারে দুধের সংগ্রহ মূল্য ২৫ টাকা। রাজ্য সরকারের নয়া সিদ্ধান্তে সংগ্রহ মূল্য অপরিবর্তিত থাকলেও ভর্তুকি যোগ করে এখন থেকে দুধ চাষিরা লিটারে ২৭ টাকা হাতে পাবেন।

এই মুহূর্তে গোটা রাজ্যে ওয়েস্ট বেঙ্গল কো-অপারেটিভ মিল্ক প্রোডিউসার ফেডারেশনের অধীন প্রায় ১ লক্ষ ২০ হাজার দুধ চাষি রয়েছে। তাঁদের পরিবারের সদস্য এবং পরোক্ষভাবে যুক্ত মানুষের সংখ্যা মিলে প্রায় ১০ লক্ষ হবে। যাঁরা মূলত রাজ্যের গ্রামীণ এলাকার বাসিন্দা। গোটা ব্যবস্থায় স্বচ্ছতা আনতে এই ভর্তুকির টাকা সংশ্লিষ্ট দুধ চাষিদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। এর জন্য জেলাওয়াড়ি চাষিদের তথ্য সংগ্রহের কাজ চলছে পুরোদমে।

পরিবর্তনের সরকার দুধ চাষিদের বাড়তি এই আর্থিক সুবিধা পাইয়ে দিতে সংশ্লিষ্ট খাতে চলতি আর্থিক বছরে প্রায় সাড়ে ৬ কোটি টাকা বরাদ্দ করেছে। সম্প্রতি সেই টাকাও রিলিজ করা হয়েছে।

Source: Bartaman

Image is representative