Honourable President of India, Shri Ramnath Kovind was felicitated by the State Government today at a cultural programme at Netaji Indoor Stadium.
Hon. Governor Shri Kesari Nath Tripathi, Speaker of Bengal Assembly, and Chief Minister Mamata Banerjee, along with luminaries from various fields, felicitated the President.
Speaking on the occasion, the CM said: “We are privileged by the august presence of Shri Kovind. We are honoured that he accepted our invitation, and has visited Bengal within weeks of assuming office.”
She reminisced the days when they were parliamentary colleagues. Mamata Banerjee said, “When I was a member of the Lok Sabha, you were a member of the Rajya Sabha. You always maintained a low profile and were always immersed in your work.”
The Constitutional post of the President is above religion and deserves respect, maintained the CM. She wished the President a long and healthy life.
মাননীয় রাষ্ট্রপতিকে সংবর্ধনা দিল রাজ্য সরকার
আজ মাননীয় রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোভিন্দকে সংবর্ধনা দিল রাজ্য সরকার। নেতাজি ইনডোর স্টেডিয়ামে পালিত হয় এই সংবর্ধনা অনুষ্ঠান। এদিন রাষ্ট্রপতিকে সংবর্ধনা দেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা।
মুখ্যমন্ত্রী বলেন, “রাষ্ট্রপতি আমাদের আমন্ত্রন গ্রহণ করে বাংলায় এসেছেন সেজন্য আমরা আপ্লুত। দায়িত্বভার গ্রহণ করার কিছু সপ্তাহের মধ্যেই উনি আমাদের আমন্ত্রন গ্রহণ করে এখানে এসেছেন, সেজন্য আমি কৃতজ্ঞ। আজ বাংলা রাষ্ট্রপতিকে সম্মান জানিয়ে অভিভূত। বাংলায় এসে বাংলাকে যে সম্মান দিয়েছেন সেজন্য আমরা সম্মানিত।”
তিনি আরও বলেন, “রাষ্ট্রপতির পদ খুবই গুরুত্বপূর্ণ, এটি একটি সাংবিধানিক পদ যা রাজনীতির উর্ধ্বে। উনি শুধু আমাদের রাষ্ট্রপতি নন, আমাদের friend, philosopher and guide ও বটে।”
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যখন আমি লোকসভার সাংসদ ছিলাম তখন উনি রাজ্যসভার সাংসদ ছিলেন; এর আগে উনি বিহারের রাজ্যপাল হয়েছিলেন। উনি ভালো থাকুন, সুস্থ থাকুন আমরা ওনার দীর্ঘায়ু কামনা করি।”