Replicas of ‘Seven Wonders of the World’ inaugurated at Eco Park

State Urban Development minister inaugurated the replicas of the Seven Wonders of the World at Eco Park on Saturday.

It may be mentioned that Chief Minister Mamata Banerjee had urged the Housing Infrastructure Development Corporation (HIDCO) authorities to set up replicas of the Seven Wonders which will be appreciated by those who love to travel. The replicas have come up on a three acre land.

The park houses the replicas of Taj Mahal, Christ — the Redeemer, the Colosseum, the Great Wall of China, the Easter Island statues, the Petra Jordan and the Pyramid. The facia of all the structures are made of fibre reinforced polymer which have been fixed on RCC and steel frames.

 

পৃথিবীর সাত আশ্চর্যের প্রতিলিপি এবার ইকো পার্কে

শনিবার নিউটাউনের ইকো পার্কে পৃথিবীর সাত আশ্চর্যের প্রতিলিপি উদ্বোধন করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী।

ইকো পার্কে তিন একর জমিতে গড়ে তোলা হয়েছে এই পপ্রতিলিপিগুলি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই প্রকল্পটি শুরু করে হিডকো।

প্রতিলিপিগুলির মধ্যে রয়েছে আগ্রার তাজ মহল, ব্রাজিলের ক্রাইস্ট দ্য রিডিমার, রোমের কলোসিয়াম, ইস্টার আইল্যান্ডের মূর্তিসমূহ, পেত্রা জর্দান, এমং মিশরের পিরামিড।

স্টিলের ফ্রেমের ওপর বসানো পলিমার-যুক্ত ফাইবারের তৈরী এই প্রতিলিপিগুলি দেখতে দর্শকদের ৩০ টাকা প্রবেশমূল্য দিতে হবে।

Japanese restaurant to be launched at Eco Park

A Japanese restaurant will be launched at the Japanese Forest that has come up at Eco Park today. The Japanese garden is the only-of-its-kind in eastern India. The restaurant is the first-of-its kind in New Town and adds to the few Japanese restaurants in the city. Mouth-watering sushi will be served to the guests.

Eco Park, renamed as Prakriti Tirtha by Chief Minister Mamata Banerjee which has already become a major tourist attraction with the footfall crossing 75 lakh since its opening in January 2013, is also gaining popularity among the foodies in the city who love the cuisine served at Café Ekante and the house boat restaurant.

The Japanese Garden, which is one of the 500 such gardens outside Japan, has a wish pond and a pagoda along with an area where people meditate. Japanese experts had visited the garden before its inauguration and appreciated the venture.

The Japanese Garden had been constructed keeping in mind the ambience so that the people could have a taste of Japan. Now, replicas of seven wonders of the world are being constructed at Eco Park.

 

ইকো পার্কে উদ্বোধন হবে জাপানী রেস্তরাঁর

 

আজ নিউটাউনে ইকো পার্কার জাপানী গার্ডেনে উদ্বোধন হতে চলেছে জাপানী রেস্তরাঁর । এই ধরনের বাগান পূর্ব ভারতে এই প্রথম তৈরী হয়েছে। এই শহরে গুটিকয় জাপানী রেস্তরাঁর সঙ্গে নিউটাউনের এই রেস্তরাঁটিও যুক্ত হল। জিভে জল আনা সুসি পাওয়া যাবে এখানে।

২০১৩ সালের জানুয়ারি মাসে উদ্বোধন হয় ইকো পার্কের। এখন পর্যন্ত ৭৫ লক্ষেরও বেশী মানুষ এসেছেন এখানে; ইকো পার্ক এখন কলকাতার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। মুখ্যমন্ত্রী এর নামকরণ করেছেন প্রকৃতি তীর্থ।

এখানকার ক্যাফে একান্তে ও হাউস বোট রেস্তোরাঁ ইতিমধ্যেই ভোজনরসিক বাঙালির মন জয় করেছে।

 

 

Bengal Fisheries Dept set to open ‘All Fish’ outlets

The State Fisheries department will open its food stall “All fish” before the Pujas. The West Bengal Housing and Infrastructure Development Department will handover 100 hectare of water-bodies in New Town to the State Fisheries Department Corporation.

A space in Eco Park’s Heliconia garden will also be given to SFDC to set up its stall “All Fish.” The decision to hand over the water bodies was based upon a directive of the Chief Minister Mamata Banerjee that different departments should hand over water bodies to the fisheries department for fish farming at a meeting presided over by her on June 3 in the Town Hall.

Accordingly, the water bodies at Upasanashthal (8.74 hectare), water treatment plant (30 hectare), Eco Urban village (15 hectare), SWM area (30 hectare), Diler bheri (17 hectare) were identified to be handed over to SFDC on a 50: 50 profit sharing basis after a moratorium of one year.

The SFDC would try to open the “All fish” stall in Eco Park by October 2.  HIDCO would source its fish requirements for Café Ekante from SFDC as much as possible. SFDC already runs a stall in Nalban. The All Fish stall will be a star attraction at Prakriti Tirtha as the tourists from other states and countries would love to taste the various preparations of fish, staple to Bengali cuisine.

As the “All fish” stall will be opened before the Pujas it is likely to grab attention. A similar stall is also being opened opposite Nabanna, the State Secretariat.

 

মৎস্যপ্রেমী বাঙালির রসনা তৃপ্তিতে রাজ্যের নতুন উদ্যোগ

রাজ্য মৎস্য বিভাগ পুজোর আগেই সব জায়গায় মাছের দোকান খুলবে যেখানে সব রকম মাছ পাওয়া যাবে। রাজ্যের স্বরাষ্ট্র ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট প্রায় ১০০ হেক্টর জলাশয় রাজ্য মৎস্য দপ্তরকে দিয়েছে।

ইকো পার্কের হেলিকনিয়া গার্ডেন SFDC -কে একটি জায়গা দেবে এই স্টল তৈরি করার জন্য। মুখ্যমন্ত্রীর নিদেশেই এই জলাশয়গুলি হস্তান্তর করা হচ্ছে। মাছ চাষ করার জন্য বিভিন্ন দপ্তরের উচিত মৎস্য বিভাগকে জলাশয় হস্তান্তর করা। এই উপলক্ষে গত ৩ জুন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে টাউন হলে একটি বৈঠক হয়।

উপাসনাস্থল (৮.৭৪ হেক্টর), ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট (৩০ হেক্টর), SWM এলাকা (৩০ হেক্টর), দিলের ভেরি (১৭ হেক্টর) এগুলি চিহ্নিত করা হয়েছে হস্তান্তর করার জন্য।

আগামী ২ অক্টোবরের মধ্যে ইকো পার্কে এই স্টল চালু করার চেষ্টা করছে SFDC। HIDCO  তার কফি হাউসের জন্য  SFDC থেকে যতটা সম্ভব মাছ সংগ্রহ করতে পারবে। ইতিমধ্যেই নলবনে একটি দোকান চালু করেছে  SFDC । রাজ্যের ও বাইরে থেকে আসা প্রকৃতি তীর্থের সব পর্যটকদের কাছে এই স্টলগুলি বেশ আকর্ষণীয় হবে। এর মাধ্যমে তারা মাছের বিভিন্ন পদের আস্বাদ গ্রহণ করতে পারবেন।

যেহেতু সব স্টল গুলিই পুজোর আগে খোলা হবে সেজন্যএর ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। একই ধরনের একটি স্টল (রাজ্য সচিবালয়) নবান্নের বিপরীতেও খোলা হবে।

Branded mishti hub to come up near Eco Park in New Town

There’s good news for the residents of New Town and the domestic and foreign flyers who want to buy branded sweets for their near and dear ones.

The West Bengal Housing and Infrastructure Development Corporation (WBHIDCO) has planned to open a hub to sell mouth watering traditional Bengali sweets in the area.

The proposed cluster of shops set up as per the “shop in shop” concept will come up near the gate number I of Prakriti Tirtha also known as Eco Park. The hub has not yet been named and Chief Minister Mamata Banerjee will be approached to give it a suitable name.

On the first floor, there will be an open terrace where people can sit and taste Bengali sweets and snacks and enjoy the beautiful environment surrounding Prakriti Tirtha. Best quality traditional Bengali sweets will be available in the shops along with their history.

As sweet is an integral part of Bengal’s culture which Chief Minister Mamata Banerjee wants to project globally through Biswa Bangla, the centre is likely to gain popularity soon after it is inaugurated.

 

নিউটাউনে ব্র্যান্ডেড মিষ্টি হাব তৈরি হচ্ছে

নিউটাউনের বাসিন্দারা যারা ব্র্যান্ডেড মিষ্টি কিনতে চান তাদের জন্য সুখবর। WBHIDCO নিউটাউনে বাংলার মিষ্টি  হাব খোলার পরিকল্পনা করছে।

প্রস্তাবিত ক্লাস্টারটি কেনাকাটার দোকান হিসেবে তৈরি হবে। এটি তৈরি হবে প্রকৃতি তীর্থর (যা ইকো পার্ক নামেও পরিচিত) ১ নম্বর গেটের কাছাকাছি। হাবটির নামকরণ এখনও করা হয়নি। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নামকরণ করবেন।

এই মিষ্টি হাবে একটি খোলা জায়গা থাকবে যেখানে মানুষ বসে বাংলার বিভিন্ন মিষ্টি ও অন্যান্য খাবারের স্বাদ গ্রহণ করতে পারবেন এবং সঙ্গে প্রকৃতি তীর্থর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। শ্রেষ্ঠ মানের সব রকম ঐতিহ্যবাহী বাংলার মিষ্টি এই দোকানে পাওয়া যাবে সঙ্গে এই সব মিষ্টির ইতিহাসও বর্ণিত থাকবে।

মিষ্টি বাংলার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ, যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ব বাংলার মাধ্যমে তুলে ধরতে চান। হাবটি উদ্বোধন হওয়ার পর জনপ্রিয়তা পাবে বলেই আশা করা যায়।

 

Bengal Tourism launches new tour packages

West Bengal Tourism Development Corporation has come up with two new tour packages. One is for Kolkata, called ‘New City Tour’ and the other is for the Dooars region.

The ‘New City Tour’ is exactly that – a day trip through some of the newer places of interest. The spots include Nicco Park, Arts Acre, Mother’s Wax Museum and Eco Park (Prakriti Tirtha). It would start from and end at the Tourism Centre in BBD Bag. The tour is priced at Rs 1050 per head (including vegetarian lunch and tax).

The Dooars tour – named ‘Dooars Package Tour’ – is a two nights-three days package for Rs 9200 per heard (including tax). It would start and end in Siliguri, covering the wildlife havens of Jaldapara, Gorumara and Buxa, and Cooch Behar.

 

পশ্চিমবঙ্গ পর্যটনে নতুন দিগন্ত

পশ্চিমবঙ্গ পর্যটন নিগম ২ টি নতুন ভ্রমণ ব্যবস্থা চালু করতে চলেছে। একটি কলকাতার জন্য যার নাম ‘নিউ সিটি ট্যুর’ এবং দ্বিতীয়টি ডুয়ার্স এর জন্য।

‘নিউ সিটি ট্যুর’ হল একদিনের একটি প্যাকেজ যেখানে নতুন কিছু জায়গা দেখানো হবে। এখানে নিকো পার্ক,আর্টস একর, মাদার ওয়াক্স মিউজিয়াম এবং ইকো পার্ক ঘোরানো হবে। এই ভ্রমণ যাত্রা শুরু এবং শেষ হবে বিবাদী বাগে। মাথাপিছু ১০৫০ টাকা ধার্য (কর এবং নিরামিষ মধ্যাহ্নভোজ সমেত)।

‘ডুয়ার্স ভ্রমণ ব্যবস্থা’ এটি ২ রাত ৩ দিনের একটি প্যাকেজ, মাথাপিছু ৯২০০ টাকা (কর সমেত)। এই ভ্রমণ যাত্রার  শুরু এবং শেষ হবে শিলিগুড়িতেই। জলদাপারা, গরুমারা, বক্সা ও কুচবিহার ভ্রমণও রয়েছে এই প্যাকেজের মধ্যেই।